Back
Paschim Medinipur721101blurImage

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধা

Sovon Das
Sept 14, 2024 16:58:21
Midnapore, West Bengal

শুক্রবার বিকেল ৪:১০ মিনিটে ট্রেন নং 38824 DN মেদিনীপুর-হাওড়া লোকাল ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় এক বৃদ্ধা যাত্রী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। ট্রেনের গতি বাড়লে বৃদ্ধা ট্রেনের চাকার তলায় পড়তে যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল এস বিশ্বাস দ্রুত পদক্ষেপ নিয়ে বৃদ্ধাকে বিপদের মুখ থেকে উদ্ধার করেন। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। স্টেশনের যাত্রী, রেলওয়ে কর্মী ও আধিকারিকরা কনস্টেবল বিশ্বাসকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁকে কুর্নিশ জানিয়েছেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com