Back

মেদিনীপুর শহরের ২নং ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Midnapore, West Bengal:
মেদিনীপুর শহরের ২নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তৃনমূলের ওয়ার্ড সভাপতি সুদীপ দাসের অভিযোগ, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাগানো বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে পোস্টার ছিঁড়ে ফেলে। তবে এভাবে তৃনমূল প্রার্থীকে হারানো যাবেনা বলে দাবি তৃনমূলের ওয়ার্ড নেতৃত্বের।
যদিও তৃনমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
0
Report
বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাংচুরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমূলের
Midnapore, West Bengal:
মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য আর দিন কয়েক বাদেই মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। সেই উপনির্বাচনের আগেই এধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে শুক্রবার সকালে পরিদর্শনে আসেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তবে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বিজেপির তরফে। অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
0
Report
প্রচারের ফাঁকে নিজেই দলীয় পতাকা বাঁধলেন মেদিনীপুরের কংগ্রেস প্রার্থী
Midnapore, West Bengal:
এবার খোদ নিজেই পতাকা বাধা শুরু করলেন কংগ্রেস প্রার্থী। এরকমই ঘটনা মেদিনীপুর শহর জুড়ে। মূলত বিধানসভা উপনির্বাচনে প্রচার পর্ব চালাচ্ছে শাসক বিরোধী সবাই।সকাল থেকেই শহর ও গ্রামে প্রচার পর্ব সারছে তৃণমূল,কংগ্রেস,বিজেপি সিপিআইএম ও বাকি অন্যান্য দলগুলো।এবার একটু অন্য ভূমিকায় দেখা গেল কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ কে। দলীয় কার্যালয়ে তিনি কর্মীদের সঙ্গে পতাকা বাঁধলেন এবং সেগুলো প্রচার পর্বে নিয়ে যাওয়ার জন্য এক প্রস্থ প্রস্তুত করলেন।
0
Report
এবার সবজি বাজারে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা
Midnapore, West Bengal:
এবার সবজি বাজারে প্রচার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার। বুধবার দলের শহর সভাপতি তথা এলাকার দলীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের গেটবাজারে ভোট প্রচার চালালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসার পাশাপাশি সবজি বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন তাকে ভোট দেওয়ার জন্য। সঙ্গে ছিলেন দলের শহর-সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও এলাকার কাউন্সিলর মৌ রায় সহ দলীয় কর্মী সমর্থকরা।
0
Report
Advertisement
মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Midnapore, West Bengal:
মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
0
Report