Back
Sovon Das
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুর শহরের ২নং ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Sovon DasSovon DasNov 02, 2024 05:15:18
Midnapore, West Bengal:
মেদিনীপুর শহরের ২নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তৃনমূলের ওয়ার্ড সভাপতি সুদীপ দাসের অভিযোগ, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাগানো বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে পোস্টার ছিঁড়ে ফেলে। তবে এভাবে তৃনমূল প্রার্থীকে হারানো যাবেনা বলে দাবি তৃনমূলের ওয়ার্ড নেতৃত্বের। যদিও তৃনমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
0
Report
Paschim Medinipur721101blurImage

বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাংচুরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমূলের

Sovon DasSovon DasNov 02, 2024 05:13:39
Midnapore, West Bengal:
মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য আর দিন কয়েক বাদেই মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। সেই উপনির্বাচনের আগেই এধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে শুক্রবার সকালে পরিদর্শনে আসেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তবে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বিজেপির তরফে। অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
0
Report
Paschim Medinipur721101blurImage

প্রচারের ফাঁকে নিজেই দলীয় পতাকা বাঁধলেন মেদিনীপুরের কংগ্রেস প্রার্থী

Sovon DasSovon DasNov 01, 2024 05:46:19
Midnapore, West Bengal:
এবার খোদ নিজেই পতাকা বাধা শুরু করলেন কংগ্রেস প্রার্থী। এরকমই ঘটনা মেদিনীপুর শহর জুড়ে। মূলত বিধানসভা উপনির্বাচনে প্রচার পর্ব চালাচ্ছে শাসক বিরোধী সবাই।সকাল থেকেই শহর ও গ্রামে প্রচার পর্ব সারছে তৃণমূল,কংগ্রেস,বিজেপি সিপিআইএম ও বাকি অন্যান্য দলগুলো।এবার একটু অন্য ভূমিকায় দেখা গেল কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ কে। দলীয় কার্যালয়ে তিনি কর্মীদের সঙ্গে পতাকা বাঁধলেন এবং সেগুলো প্রচার পর্বে নিয়ে যাওয়ার জন্য এক প্রস্থ প্রস্তুত করলেন।
0
Report
Paschim Medinipur721101blurImage

এবার সবজি বাজারে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা

Sovon DasSovon DasOct 30, 2024 16:58:16
Midnapore, West Bengal:
এবার সবজি বাজারে প্রচার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার। বুধবার দলের শহর সভাপতি তথা এলাকার দলীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের গেটবাজারে ভোট প্রচার চালালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসার পাশাপাশি সবজি বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন তাকে ভোট দেওয়ার জন্য। সঙ্গে ছিলেন দলের শহর-সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও এলাকার কাউন্সিলর মৌ রায় সহ দলীয় কর্মী সমর্থকরা।
0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Sovon DasSovon DasOct 29, 2024 05:53:40
Midnapore, West Bengal:

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।

0
Report
Paschim Medinipur721101blurImage

বিভিন্ন দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিক্ষোভ ব্যাংক মিত্রদের

Sovon DasSovon DasOct 28, 2024 18:08:19
Midnapore, West Bengal:

ব্যাংক মিত্রদের অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "জন ধন যোজনা" বাস্তবায়নকারী ব্যাংক মিত্রদের উপর কোম্পানি ও ব্যাংক এর স্বৈরাচারী মনোভাব ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সামঞ্জস্য বজায় না রেখে পারিশ্রমিক কমানো এবং দিন দিন গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের হয়রানীর প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের এই দাবিগুলি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ব্যাঙ্ক মিত্ররা।

0
Report
Paschim Medinipur721101blurImage

কাজের দাবিতে খড়্গপুরে কারখানার গেটে বিক্ষোভ শতাধিক গ্রামবাসীদের

Sovon DasSovon DasOct 22, 2024 12:33:16
Midnapore, West Bengal:

কাজের দাবিতে নির্মীয়মান কারখানার গেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার দুপুরে খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে নির্মীয়মান আদিত্য বিড়লা গ্রুপের পেইন্টস কারখানার গেটে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, ২০০৮ সালে শিল্পের জন্য খড়গপুর দু নম্বর ব্লকের বড়াডিহা ও ঘোলঘেরিয়া গ্রামের বাসিন্দাদের জমি নেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্য সরকার জমি নেওয়ার বদলে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর আদিত্য বিড়লা এখানে রং তৈরির কারখানা তৈরি করছে ।

0
Report
Paschim MedinipurPaschim MedinipurblurImage

হুট খোলা জিপে চড়ে ভোট প্রচার তৃণমূল প্রার্থী সুজয় হাজরার

Sovon DasSovon DasOct 22, 2024 12:31:32
Midnapore, West Bengal:
আগামী ১৩ ই নভেম্বর মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। হাতে মাত্র একুশ দিন। তাই প্রচারে পিছিয়ে নেই কোন প্রার্থী। সোমবার বিকেলে মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে হুট খোলা গাড়িতে করে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। মহিলা তৃণমূল নেত্রী তথা কাউন্সিলার মৌ রায়ের সহযোগিতায় এদিন ৫ নং ওয়ার্ড এলাকার মানুষদের কাছে ভোট চাইলেন তৃণমূল প্রার্থী।
0
Report
Paschim Medinipur721101blurImage

খেলা দিয়েই ভোট ময়দানে খেলা শুরু করলেন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা

Sovon DasSovon DasOct 22, 2024 12:28:50
Midnapore, West Bengal:

রবিবার বিকালে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আর সোমবার সকালে বাড়ির সামনের মাঠে বাচ্চাদের সাথে ফুটবল খেলেই ভোট ময়দানে খেলা শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সাত সকালে মেদিনীপুর শহরের দেওয়ান বাবার মাজারে চাদর চাপিয়ে প্রার্থনা করেন তিনি। আর তারপরেই বাচ্চাদের সাথে ফুটবলও খেললেন তৃণমূল প্রার্থী।

0
Report
Paschim Medinipur721101blurImage

দিলীপ ঘোষকে অনুসরণ করে ভোট প্রচার মেদিনীপুরের বিজেপি প্রার্থীর

Sovon DasSovon DasOct 22, 2024 12:26:52
Midnapore, West Bengal:
মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে অনুসরণ করেই তারই স্টাইলে প্রচার শুরু করলেন মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। সোমবার সকাল সকাল কর্মীদের নিয়ে চায়ে পে চর্চা সারলেন প্রার্থী। এরপর পাড়ায় পাড়ায় সাধারন মানুষের সঙ্গে জনসংযোগ করেন প্রচারের অঙ্গ হিসেবে।
0
Report
Paschim Medinipur721101blurImage

বিজেপি প্রার্থীর সংবর্ধনা সভায় উপস্থিত কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী

Sovon DasSovon DasOct 21, 2024 15:20:28
Midnapore, West Bengal:

মেদিনীপুরে বিজেপি প্রার্থীর সম্বর্ধনা সভায় উপস্থিত হলেন মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের ইনচার্জ তথা কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। সম্বর্ধনা সভায় এসে তিনি জানান, অন্যান্যবারের মতো তৃণমূলকে জেতানোর জন্য ময়দানে নামবে এই জেলার পুলিশ প্রশাসন। তবে তার কাউন্টার করার জন্য আমরা প্রস্তুত। তবে এই নির্বাচনে অবশ্যই প্রচারের হাতিয়ার আর জি কর ইস্যু বলেই সাফ জানালেন সৌমেন্দু অধিকারী।

0
Report
Paschim Medinipur721101blurImage

বিজয়া সম্মিলনী থেকে তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান মন্ত্রী মানস ভূঁইয়ার

Sovon DasSovon DasOct 21, 2024 15:18:28
Midnapore, West Bengal:
বিজয়া সম্মিলনী থেকে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান রাজ্যের মন্ত্রী ডাঃ মানস ভূঁইয়ার। রবিবার সন্ধ্যায় মেদিনীপুর জেলা পরিষদ হলে মেদিনীপুর শহর তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া আবেদন জানান আসন্ন উপ নির্বাচনে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরাকে জয়ী করে মমতা ব্যানার্জীর হাত শক্ত করার।
0
Report
Paschim Medinipur721101blurImage

নাম ঘোষণার পরই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু তৃণমূল প্রার্থী সুজয় হাজরার

Sovon DasSovon DasOct 21, 2024 15:00:07
Midnapore, West Bengal:

রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের চিড়িমারসাই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। পরে নির্বাচন নিয়ে তিনি বলেন, বিজেপির কুৎসা অপপ্রচার এবং আর জি করের প্রভাব নির্বাচনে কোন ভাবেই পড়বেনা। তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, তাই শুধু নির্বাচনে প্রচার তৃনমূলের প্রয়োজন নেই। কারন তৃণমূল সারা বছর মানব সেবার মধ্য দিয়ে প্রচারে থাকে। 

0
Report
Paschim Medinipur721101blurImage

প্রার্থী হয়েই দলের প্রবীণ নেতৃত্বকে প্রণাম করে আশীর্বাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের

Sovon DasSovon DasOct 20, 2024 13:51:21
Midnapore, West Bengal:
মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে শুভজিৎ রায়ের নাম ঘোষণার পর রবিবার সকাল সকাল দলের প্রবীণ নেতৃত্বকে প্রণাম জানাতে খড়্গপুরে পৌঁছালেন বিজেপি প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকরা। রবিবার খড়্গপুরে দীলিপ ঘোষের বাংলোতে উপস্থিত হয়ে প্রণাম করে নির্বাচনে লড়াইয়ের পূর্বে আশীর্বাদ নিলেন শুভজিৎ রায়। আবেদন জানালেন পাশে থাকার।
0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনে বিজেপির প্রার্থী শুভজিৎ রায়

Sovon DasSovon DasOct 20, 2024 13:45:32
Midnapore, West Bengal:
মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচনে বিজেপির তরফে প্রার্থী হচ্ছেন দলের জেলার সাধারন সম্পাদক শুভজিৎ রায়। শনিবার দলের রাজ্য নেতৃত্বের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পরেই মেদিনীপুরে দলীয় প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা গেলো দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। প্রসঙ্গত, গত ২০১১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভজিৎ রায় (বান্টি)।
0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুরে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা! জানুন গুরুত্বপূর্ণ তারিখগুলো!

Sovon DasSovon DasOct 18, 2024 18:16:31
Midnapore, West Bengal:

মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন জেলা নির্বাচনী আধিকারিক খুরশীদ আলী কাদরী। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হবে এবং শেষদিন ২৫ অক্টোবর। ভোট গ্রহণ ১৩ নভেম্বর, গণনা ২৩ নভেম্বর এবং ভোট প্রক্রিয়া সমাপ্ত ২৫ নভেম্বর। মোট ভোট গ্রহণ কেন্দ্র ৩০৪ টি এবং মোট ভোটার ২৯১৬৪৩ জন। সব বুথেই CAPF এবং WEB CUSTING ব্যবস্থা থাকবে।

0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুরে ধর্ষণ ও খুনের ঘটনায় বামপন্থী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের তীব্রতা!

Sovon DasSovon DasOct 07, 2024 07:13:58
Midnapore, West Bengal:

মেদিনীপুর শহরের একটি গ্রামে দুই নাবালিকা ছাত্রী ও এক মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে মেদিনীপুর শহরে বিক্ষোভ করেছে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। রবিবার বিকেলে গোটা মেদিনীপুর শহরে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মার্চ মাস থেকে পুলিশের নিষ্ক্রিয়তা ও নৈরাজ্যের অভিযোগও ওঠে।

0
Report
Paschim Medinipur721101blurImage

খড়্গপুরে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার, শোকে পরিবার!

Sovon DasSovon DasOct 07, 2024 06:17:13
Midnapore, West Bengal:

খড়্গপুর টাউনের 15 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকা থেকে শুক্রবার থেকে নিখোঁজ ছিল এক নাবালক। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর পর পুলিশ নিখোঁজদের খোঁজ শুরু করে। শনিবার বিকেলে একটি নির্জন কোয়ার্টারে নাবালকের দেহ পাওয়া যায়। এরপর পুলিশ মৃতদেহ খড়্গপুর থানায় নিয়ে যায় এবং নিখোঁজ নাবালকের মা, বোন ও বোনের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে যায়। পরে নিহতের বোন ও তার প্রেমিককে আটক করা হয়।

0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুর পুলিশ লাইনের দূর্গাপুজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Sovon DasSovon DasOct 07, 2024 01:21:29
Midnapore, West Bengal:
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের দুর্গাপূজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রতিবছরই জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইন প্রাঙ্গনে আয়োজিত হয় এই দুর্গাপূজার। যেখানে অংশ নেন পুলিশ পরিবারের সদস্য সদস্যা থেকে শুরু করে সাধারণ মানুষও।
1
Report
Paschim Medinipur721101blurImage

পরিবেশ সচেতনতা ও নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের

Sovon DasSovon DasOct 07, 2024 01:20:18
Midnapore, West Bengal:

পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ টি ই- সাইকেল সম্বলিত গ্রীন উইনার্স টিমের উদ্বোধন করা হয়। একই সাথে জেলার তিনটি মহকুমার পুজো ও তৎসংলগ্ন এলাকায় মহিলা নিরাপত্তার লক্ষ্যে ইভটিজিং রুখতে চালু করা হলো তিনটি পিঙ্ক মোবাইল টিম বলে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি আরও জানান, পূজোর পরেই এই গ্রীন উইনার্স ও পিঙ্ক মোবাইল টিম গুলিকে বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে লাগানো হবে।

0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুর সদর মহকুমার দূর্গাপুজা গাইডম্যাপ প্রকাশ জেলা পুলিশ সুপারের

Sovon DasSovon DasOct 04, 2024 16:17:36
Midnapore, West Bengal:
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজার মেদিনীপুর শহরের গাইডম্যাপ উদ্বোধন করা হলো জেলা পুলিশ সুপার দপ্তর প্রাঙ্গনে। মূলত মেদিনীপুর শহরের দূর্গা পুজো মন্ডপগুলি যাতে মানুষ খুব সহজ সরল ভাবে দর্শন করতে পারেন সেই কারণেই জেলা পুলিশের এই গাইডম্যাপ প্রকাশ করা বলে জানালেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। এদিন সব শেষে মেদিনীপুর জেলাবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে এবং আইনশৃঙ্খলা বজায় রেখে পুজো উপভোগ করার আবেদন জানান জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।
0
Report
Paschim Medinipur721101blurImage

দুধ গাড়ি থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার কোতোয়ালী পুলিশের, আটক গাড়ি সহ দুই

Sovon DasSovon DasOct 03, 2024 05:57:42
Midnapore, West Bengal:
দুধ গাড়ি থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার কোতোয়ালী পুলিশের। বুধবার ভোরে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় কোতয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি দুধ গাড়ি থেকে উদ্ধার করল প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি। জানা যায়, মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি দুধ গাড়ি করে পাচার করা হচ্ছিল অন্য জায়গায়। কোতয়ালী থানার পুলিশ গাড়িটি সহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
0
Report
Paschim Medinipur721101blurImage

রাজ্য সরকারের বিরুদ্ধে DYFI সম্মেলনে তীব্র সমালোচনা!

Sovon DasSovon DasOct 01, 2024 09:21:02
Midnapore, West Bengal:

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে DYFI'র ডাকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো, যেখানে ডাক্তারদের উপর আক্রমণের ঘটনা এবং তিলোত্তমার বিচারসহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI'র রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি এবং অন্যান্য জেলা ও রাজ্য নেতৃবৃন্দ। সম্মেলনের সময় শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মিছিল করা হয়। মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

0
Report
Paschim Medinipur721101blurImage

ডেবরার বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ প্রাক্তন IPS ভারতী ঘোষের

Sovon DasSovon DasOct 01, 2024 02:25:42
Midnapore, West Bengal:

২০২১ এর বিধানসভার নির্বাচনে ডেবরা তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েও ত্রাণ বিলি করতে ডেবরা এলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ।তবে দু-দুবার হেরে গিয়েও এলাকা ছাড়েননি তিনি।বন্যা বিধ্বস্ত ডেবরার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ। ডেবরার করণ্ডার জোতনারায়ন এলাকায় এইদিন বিকেল নাগাদ তিনি শুকনো খাবার, কেক, চানাচুর, বিস্কুট, জল ওয়ারেস বিলি করেন।

0
Report
Paschim Medinipur721101blurImage

বিভিন্ন দাবিতে পঠনপাঠন বন্ধ রেখে আন্দোলনে সামিল মেদিনীপুর কলেজের স্যাক্ট টিচাররা

Sovon DasSovon DasSept 30, 2024 09:39:34
Midnapore, West Bengal:

অবিলম্বে প্রত্যেক ডিপার্টমেন্টের বোর্ড অফ স্টাডিজ কমিটিতে স্যাক্ট শিক্ষক-শিক্ষিকাদের অন্তর্ভুক্তিকরন, মেদিনীপুর মহাবিদ্যালয়ের টিচার্স কাউন্সিল কমিটিতে স্যাক্ট টিচারদের অন্তর্ভুক্তিকরন, কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গুলোতে স্যাক্ট টিচারদের কনভেনার ও জয়েন্ট কনভেনর পদে আসীন করা, প্রশাসনিক ও বিভাগীয় উভয় ক্ষেত্রেই স্যাক্ট টিচারদের পূর্ণ সম্মান ও সুরক্ষা নিশ্চিতকরনের দাবিতে মেদিনীপুর কলেজ অটোনোমাসের অধ্যক্ষের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসলো মিডনাপুর কলেজ স্টেট এডেড কলেজ টিচার ফোরাম

0
Report
Paschim Medinipur721101blurImage

পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা নিয়ে শাসকদলকে কটাক্ষ দীলিপ ঘোষের

Sovon DasSovon DasSept 28, 2024 11:17:33
Midnapore, West Bengal:

মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ শাসকদলকে বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডিভিসি নিয়ে মিথ্যা কথা বলছেন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছুই করছেন না। পশ্চিমবঙ্গে ওয়াটার ম্যানেজমেন্ট নেই এবং লক্ষ লক্ষ লোক ডিভিসির সাথে যুক্ত থেকে চাকরি করছে। তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জি জেলাগুলিকে জল ছাড়া নিয়ে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এক্সপার্টদের সাজেশন বাস্তবায়িত হয় না। বন্যা হলেই মুখ্যমন্ত্রী ছবি তোলেন এবং কেন্দ্র ও ঝাড়খন্ডকে দায়ী করেন।

0
Report