মেদিনীপুর শহরের ২নং ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাংচুরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমূলের
প্রচারের ফাঁকে নিজেই দলীয় পতাকা বাঁধলেন মেদিনীপুরের কংগ্রেস প্রার্থী
এবার সবজি বাজারে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা
মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
বিভিন্ন দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিক্ষোভ ব্যাংক মিত্রদের
ব্যাংক মিত্রদের অভিযোগ, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প "জন ধন যোজনা" বাস্তবায়নকারী ব্যাংক মিত্রদের উপর কোম্পানি ও ব্যাংক এর স্বৈরাচারী মনোভাব ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সামঞ্জস্য বজায় না রেখে পারিশ্রমিক কমানো এবং দিন দিন গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের হয়রানীর প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের এই দাবিগুলি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ব্যাঙ্ক মিত্ররা।
কাজের দাবিতে খড়্গপুরে কারখানার গেটে বিক্ষোভ শতাধিক গ্রামবাসীদের
কাজের দাবিতে নির্মীয়মান কারখানার গেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার দুপুরে খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে নির্মীয়মান আদিত্য বিড়লা গ্রুপের পেইন্টস কারখানার গেটে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, ২০০৮ সালে শিল্পের জন্য খড়গপুর দু নম্বর ব্লকের বড়াডিহা ও ঘোলঘেরিয়া গ্রামের বাসিন্দাদের জমি নেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্য সরকার জমি নেওয়ার বদলে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর আদিত্য বিড়লা এখানে রং তৈরির কারখানা তৈরি করছে ।
হুট খোলা জিপে চড়ে ভোট প্রচার তৃণমূল প্রার্থী সুজয় হাজরার
খেলা দিয়েই ভোট ময়দানে খেলা শুরু করলেন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা
রবিবার বিকালে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আর সোমবার সকালে বাড়ির সামনের মাঠে বাচ্চাদের সাথে ফুটবল খেলেই ভোট ময়দানে খেলা শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সাত সকালে মেদিনীপুর শহরের দেওয়ান বাবার মাজারে চাদর চাপিয়ে প্রার্থনা করেন তিনি। আর তারপরেই বাচ্চাদের সাথে ফুটবলও খেললেন তৃণমূল প্রার্থী।
দিলীপ ঘোষকে অনুসরণ করে ভোট প্রচার মেদিনীপুরের বিজেপি প্রার্থীর
বিজেপি প্রার্থীর সংবর্ধনা সভায় উপস্থিত কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী
মেদিনীপুরে বিজেপি প্রার্থীর সম্বর্ধনা সভায় উপস্থিত হলেন মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের ইনচার্জ তথা কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। সম্বর্ধনা সভায় এসে তিনি জানান, অন্যান্যবারের মতো তৃণমূলকে জেতানোর জন্য ময়দানে নামবে এই জেলার পুলিশ প্রশাসন। তবে তার কাউন্টার করার জন্য আমরা প্রস্তুত। তবে এই নির্বাচনে অবশ্যই প্রচারের হাতিয়ার আর জি কর ইস্যু বলেই সাফ জানালেন সৌমেন্দু অধিকারী।
বিজয়া সম্মিলনী থেকে তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান মন্ত্রী মানস ভূঁইয়ার
নাম ঘোষণার পরই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু তৃণমূল প্রার্থী সুজয় হাজরার
রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের চিড়িমারসাই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। পরে নির্বাচন নিয়ে তিনি বলেন, বিজেপির কুৎসা অপপ্রচার এবং আর জি করের প্রভাব নির্বাচনে কোন ভাবেই পড়বেনা। তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, তাই শুধু নির্বাচনে প্রচার তৃনমূলের প্রয়োজন নেই। কারন তৃণমূল সারা বছর মানব সেবার মধ্য দিয়ে প্রচারে থাকে।
প্রার্থী হয়েই দলের প্রবীণ নেতৃত্বকে প্রণাম করে আশীর্বাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের
মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনে বিজেপির প্রার্থী শুভজিৎ রায়
মেদিনীপুরে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা! জানুন গুরুত্বপূর্ণ তারিখগুলো!
মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন জেলা নির্বাচনী আধিকারিক খুরশীদ আলী কাদরী। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হবে এবং শেষদিন ২৫ অক্টোবর। ভোট গ্রহণ ১৩ নভেম্বর, গণনা ২৩ নভেম্বর এবং ভোট প্রক্রিয়া সমাপ্ত ২৫ নভেম্বর। মোট ভোট গ্রহণ কেন্দ্র ৩০৪ টি এবং মোট ভোটার ২৯১৬৪৩ জন। সব বুথেই CAPF এবং WEB CUSTING ব্যবস্থা থাকবে।
মেদিনীপুরে ধর্ষণ ও খুনের ঘটনায় বামপন্থী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের তীব্রতা!
মেদিনীপুর শহরের একটি গ্রামে দুই নাবালিকা ছাত্রী ও এক মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে মেদিনীপুর শহরে বিক্ষোভ করেছে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। রবিবার বিকেলে গোটা মেদিনীপুর শহরে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মার্চ মাস থেকে পুলিশের নিষ্ক্রিয়তা ও নৈরাজ্যের অভিযোগও ওঠে।
খড়্গপুরে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার, শোকে পরিবার!
খড়্গপুর টাউনের 15 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকা থেকে শুক্রবার থেকে নিখোঁজ ছিল এক নাবালক। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর পর পুলিশ নিখোঁজদের খোঁজ শুরু করে। শনিবার বিকেলে একটি নির্জন কোয়ার্টারে নাবালকের দেহ পাওয়া যায়। এরপর পুলিশ মৃতদেহ খড়্গপুর থানায় নিয়ে যায় এবং নিখোঁজ নাবালকের মা, বোন ও বোনের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে যায়। পরে নিহতের বোন ও তার প্রেমিককে আটক করা হয়।
মেদিনীপুর পুলিশ লাইনের দূর্গাপুজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
পরিবেশ সচেতনতা ও নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের
পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ টি ই- সাইকেল সম্বলিত গ্রীন উইনার্স টিমের উদ্বোধন করা হয়। একই সাথে জেলার তিনটি মহকুমার পুজো ও তৎসংলগ্ন এলাকায় মহিলা নিরাপত্তার লক্ষ্যে ইভটিজিং রুখতে চালু করা হলো তিনটি পিঙ্ক মোবাইল টিম বলে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি আরও জানান, পূজোর পরেই এই গ্রীন উইনার্স ও পিঙ্ক মোবাইল টিম গুলিকে বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে লাগানো হবে।
মেদিনীপুর সদর মহকুমার দূর্গাপুজা গাইডম্যাপ প্রকাশ জেলা পুলিশ সুপারের
দুধ গাড়ি থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার কোতোয়ালী পুলিশের, আটক গাড়ি সহ দুই
রাজ্য সরকারের বিরুদ্ধে DYFI সম্মেলনে তীব্র সমালোচনা!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে DYFI'র ডাকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো, যেখানে ডাক্তারদের উপর আক্রমণের ঘটনা এবং তিলোত্তমার বিচারসহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI'র রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি এবং অন্যান্য জেলা ও রাজ্য নেতৃবৃন্দ। সম্মেলনের সময় শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মিছিল করা হয়। মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
ডেবরার বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ প্রাক্তন IPS ভারতী ঘোষের
২০২১ এর বিধানসভার নির্বাচনে ডেবরা তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েও ত্রাণ বিলি করতে ডেবরা এলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ।তবে দু-দুবার হেরে গিয়েও এলাকা ছাড়েননি তিনি।বন্যা বিধ্বস্ত ডেবরার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ। ডেবরার করণ্ডার জোতনারায়ন এলাকায় এইদিন বিকেল নাগাদ তিনি শুকনো খাবার, কেক, চানাচুর, বিস্কুট, জল ওয়ারেস বিলি করেন।
বিভিন্ন দাবিতে পঠনপাঠন বন্ধ রেখে আন্দোলনে সামিল মেদিনীপুর কলেজের স্যাক্ট টিচাররা
অবিলম্বে প্রত্যেক ডিপার্টমেন্টের বোর্ড অফ স্টাডিজ কমিটিতে স্যাক্ট শিক্ষক-শিক্ষিকাদের অন্তর্ভুক্তিকরন, মেদিনীপুর মহাবিদ্যালয়ের টিচার্স কাউন্সিল কমিটিতে স্যাক্ট টিচারদের অন্তর্ভুক্তিকরন, কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গুলোতে স্যাক্ট টিচারদের কনভেনার ও জয়েন্ট কনভেনর পদে আসীন করা, প্রশাসনিক ও বিভাগীয় উভয় ক্ষেত্রেই স্যাক্ট টিচারদের পূর্ণ সম্মান ও সুরক্ষা নিশ্চিতকরনের দাবিতে মেদিনীপুর কলেজ অটোনোমাসের অধ্যক্ষের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসলো মিডনাপুর কলেজ স্টেট এডেড কলেজ টিচার ফোরাম
পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা নিয়ে শাসকদলকে কটাক্ষ দীলিপ ঘোষের
মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ শাসকদলকে বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডিভিসি নিয়ে মিথ্যা কথা বলছেন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছুই করছেন না। পশ্চিমবঙ্গে ওয়াটার ম্যানেজমেন্ট নেই এবং লক্ষ লক্ষ লোক ডিভিসির সাথে যুক্ত থেকে চাকরি করছে। তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জি জেলাগুলিকে জল ছাড়া নিয়ে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এক্সপার্টদের সাজেশন বাস্তবায়িত হয় না। বন্যা হলেই মুখ্যমন্ত্রী ছবি তোলেন এবং কেন্দ্র ও ঝাড়খন্ডকে দায়ী করেন।