Back
Sovon Das
Paschim Medinipur721101blurImage

কংসাবতী নদীর জলে প্লাবিত মেদিনীপুর পুরসভার নদী তীরবর্তী এলাকা, বানভাসি শতাধিক পরিবার

Sovon DasSovon DasSep 18, 2024 12:19:01
Midnapore, West Bengal:

কংসাবতী নদীর জলে প্লাবিত মেদিনীপুর পৌরসভার ১৭ ও ১৮নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকাগুলি। বানভাসি হয়েছে প্রায় ১০০টি পরিবার। বুধবার দুপুরে প্লাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক মধুমিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার থেকেই অসহায় এই পরিবারগুলির কাছে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে মেদিনীপুর পৌরসভার তরফে। মঙ্গলবার বিকেলেও এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মহকুমাশাসক। 

0
Report
Paschim Medinipur712613blurImage

ঘাটালে বাড়ছে বন্যার জল, জলের তলায় ডুবেছে ঘাটাল থানা ও ঘাটাল পৌরসভা

Sovon DasSovon DasSep 18, 2024 05:46:39
Khanakul, West Bengal:

বাড়ছে ঘাটালে বন্যার জল, জলের তলায় ডুবেছে ঘাটাল থানা ও ঘাটাল পৌরসভা সহ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে ঘাটালের শিলাবতী নদী, চন্দ্রকোনার কেঠিয়া ও মনশুকার ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বাড়ছে ঘাটালের বন্যার জল, জলে ডুবেছে একাধিক রাজ্য সড়ক থেকে শুরু করে বিঘের পর দিকে কৃষি জমি। জল পেরিয়ে নৌকা ও ডিঙ্গি করে চলছে যাতায়াত। ঘাটাল থানা ও ঘাটাল পৌরসভা জলের তলায়।

0
Report
Paschim Medinipur721101blurImage

স্ত্রীর জন্মদিন পালনে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের বস্ত্রদান সমাজসেবী অনয় মাইতির পরিবারের

Sovon DasSovon DasSep 18, 2024 05:45:01
Midnapore, West Bengal:

মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবী অনয় মাইতির সহধর্মিনী স্মৃতিকণা মাইতির জন্মদিন উপলক্ষে আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে মঙ্গলবার বেশ কিছু অসহায় মানুষদের হাতে উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হল। এদিন সন্ধ্যায় মেদিনীপুর বাসস্ট্যান্ডে অবস্থিত আশ্রয় নামক বৃদ্ধাশ্রমে সপরিবারে উপস্থিত হয়ে বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন অনয় মাইতি। এই মহতি উদ্যোগে শামিল হয়েছিলেন তার পুত্র ও কন্যাও। ছিলেন অনয় মাইতির বেশ কিছু শুভাকাঙ্ক্ষীও।

0
Report
Paschim Medinipur721101blurImage

৪২ তম তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন হলো মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গনে

Sovon DasSovon DasSep 18, 2024 05:38:35
Midnapore, West Bengal:

ঐতিহ্যবাহী '৪২তম তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা- ২০২৪'র উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায়। বরাবরের মতোই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্রি ৯টা অবধি চলবে এই তাঁতমেলা।এবারের মেলায় থাকছে ১০০টি স্টল।

0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুরে বিশ্বকর্মা পুজোয় মাতলো উৎসব প্রিয় বাঙালি

Sovon DasSovon DasSep 17, 2024 12:23:31
Midnapore, West Bengal:
সারা রাজ্যের সঙ্গে মঙ্গলবার মেদিনীপুর শহর জুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। মুলত বিভিন্ন যন্ত্রাংশের সাহায্যে কাজ কর্মের সঙ্গে যুক্ত মানুষেরা এই বিশ্বকর্মা পুজো করে থাকেন। এদিন মেদিনীপুর শহরের একটি ট্রাভেলস সংস্থার পক্ষ থেকেও বিশ্বকর্মা পুজো করা হয় সাড়ম্বরে। পুজোকে কেন্দ্র করে আয়োজন করা হয় অন্নভোগের। পুজোয় অংশগ্রহন করেন উৎসব প্রিয় মানুষেরা।
0
Report
Paschim Medinipur721101blurImage

কেশপুরের জগন্নাথপুরে বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধার ৩, নিখোঁজ ১

Sovon DasSovon DasSep 17, 2024 12:20:26
Midnapore, West Bengal:

পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামের ৪ বন্ধু মঙ্গলবার বেলা ১১ টার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায়। তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপরপ্রান্তে জলের মধ্য দিয়ে যাওয়ার সময় জলের স্রোতে তলিয়ে যায় চার নাবালক! জলের স্রোতে ভেসে যাওয়ার সময় কয়েকজন যুবক দেখতে পেয়ে জলে ঝাঁপিয়ে তাদের উদ্ধার করে। চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি। 

0
Report
Paschim Medinipur721101blurImage

ঝাঁঝঘন্টা, শঙ্খ, ঢাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে আর জি করের প্রতিবাদ মেদিনীপুরে

Sovon DasSovon DasSep 17, 2024 07:22:06
Midnapore, West Bengal:
ঝাঁঝঘন্টা, ঢাক ও শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পথ অবরোধ করে আর জি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচারের মধ্য দিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোচ্চার মেদিনীপুরের প্রতিবাদীরা। মেদিনীপুর শহরের কলেজ রোডে এমনই অভিনব প্রতিবাদে সোচ্চার হলো পুরুষ মহিলা থেকে কচিকাঁচারা।
0
Report
Paschim Medinipur721101blurImage

গুড়গুড়িপাল থানার লোহাটিকরিতে যাত্রিবাহী বাস উল্টে আহত ১৪, ঘটনায় চাঞ্চল্য

Sovon DasSovon DasSep 17, 2024 05:18:53
Midnapore, West Bengal:
মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত লোহাটিকরি এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরের দিকে আসছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বাসটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। ইতিমধ্যেই আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে গুড়গুড়ি পাল থানার পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
0
Report
Paschim Medinipur721101blurImage

কেশপুরের আমড়াকুচি গ্রাম পঞ্চায়েতের ৪/৫ টি গ্রাম বন্যা কবলিত, সমস্যায় গ্রামবাসীরা

Sovon DasSovon DasSep 17, 2024 05:12:59
Midnapore, West Bengal:
কেশপুর ব্লকের ৮ নং আমড়াকুচি গ্রাম পঞ্চায়েতের রসিদপুর, খড়িকা, চৈতা, কুন্ডের গ্রাম জলের তলায়। পারাং নদীর জল ঢুকে প্লাবিত প্রায় ৪/৫ টি গ্রাম। জল ঢুকেছে কয়েক হাজার বাড়িতে। দুর্ভোগে ৪/৫ টি গ্রামের দেড় থেকে দুহাজার মানুষ। চলছে এক কোমর, এক গলা জলে যাতায়াত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা পঞ্চায়েত প্রশাসনের।
0
Report
Paschim Medinipur721101blurImage

সারা রাজ্যের সঙ্গে মেদিনীপুর শহর জুড়ে পালন বিশ্ব নবী দিবস

Sovon DasSovon DasSep 17, 2024 05:11:17
Midnapore, West Bengal:

বিশ্ব নবী দিবসে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিয়ে মেদিনীপুর শহর জুড়ে একাধিক শোভাযাত্রা সকাল থেকেই। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই সোমবার এই সম্প্রীতির মিছিলে পা মেলান হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ। তাঁদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফে। নবী দিবসের এই মিছিল বা শোভাযাত্রাতে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসলিম মানুষজনদের হাতে খাদ্যসামগ্রীও তুলে দেন মেদিনীপুর সারগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। 

0
Report
Paschim Medinipur721101blurImage

কেশপুরে প্রবল বৃষ্টিতে প্লাবিত হলো ৫ গ্রাম, হাজারো মানুষ ঘরবন্দী

Sovon DasSovon DasSep 17, 2024 05:06:11
Midnapore, West Bengal:

নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় ৫/৬ টি গ্রাম সহ চাষজমি। জলের তলায় যাতায়াতের রাস্তা। ঘরবন্দী কয়েক হাজার নিরুপায় মানুষ। গত তিনদিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে ২নং শিরশা গ্রাম পঞ্চায়েতের অকুলসাঁড়া, আকমুড়া, সিদ্ধেশ্বরী, পাখিরাপাড়া সহ ৫/৬ টি গ্রামে। ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রীজও জলের তলায়, ফলে বন্ধ যাতায়াত। নদী জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় ৪/৫০০ বিঘা চাষজমি। 

0
Report
Paschim Medinipur721101blurImage

তিনদিনের ভারি বৃষ্টিতে জলমগ্ন কেশপুরের বিস্তীর্ণ এলাকা, দুর্ভোগে গ্রামবাসীরা

Sovon DasSovon DasSep 17, 2024 04:58:16
Midnapore, West Bengal:
গত তিনদিনের নিম্নচাপের বৃষ্টিতে জলের তলায় কেশপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কেশপুরের আকমুড়া এলাকায় নদীর জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে। স্থানীয় মানুষেরা জানান, প্রায় ৩/৪০০ বিঘা জমির চাষ জলের তলায় চলে গেছে। ডুবেছে সমস্ত যাতায়াতের রাস্তা। ফলে চরম সমস্যায় প্রায় ৬/৭ টি গ্রামের কয়েক হাজার মানুষ। কোথাও এক কোমর তো কোথাও এক গলা জল। রাস্তাঘাট জলের তলায় ফলত গৃহবন্দী গ্রামবাসীরা। এখনও প্রশাসনের তরফে নেওয়া হয়নি কোন পদক্ষেপ বলে অভিযোগ স্থানীয়দের।
0
Report
Paschim Medinipur721101blurImage

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধা

Sovon DasSovon DasSep 14, 2024 16:58:21
Midnapore, West Bengal:

শুক্রবার বিকেল ৪:১০ মিনিটে ট্রেন নং 38824 DN মেদিনীপুর-হাওড়া লোকাল ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় এক বৃদ্ধা যাত্রী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। ট্রেনের গতি বাড়লে বৃদ্ধা ট্রেনের চাকার তলায় পড়তে যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল এস বিশ্বাস দ্রুত পদক্ষেপ নিয়ে বৃদ্ধাকে বিপদের মুখ থেকে উদ্ধার করেন। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। স্টেশনের যাত্রী, রেলওয়ে কর্মী ও আধিকারিকরা কনস্টেবল বিশ্বাসকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁকে কুর্নিশ জানিয়েছেন।

0
Report
Paschim Medinipur721101blurImage

জেলায় প্রথম স্ক্রাব টাইফাসে মৃত্যু হলো এক কিশোরীর, সতর্কতা স্বাস্থ্য দপ্তরের

Sovon DasSovon DasSep 13, 2024 11:41:15
Midnapore, West Bengal:

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক কিশোরীর। ১৫ বছর বয়সী কিশোরীর বাড়ী গুড়গুড়িপালের এলাবনী গ্রামে। চাঁদড়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল ঐ কিশোরী।* স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, ৩রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী। গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় কিশোরীর। জানা গেছে, ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ গুলি হলো তীব্র মাথাব্যথা, গা হাত পায়ে ব্যাথা

0
Report
Paschim Medinipur721101blurImage

আর জি করের প্রতিবাদে মানব বন্ধন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির

Sovon DasSovon DasSep 13, 2024 07:39:11
Midnapore, West Bengal:
আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও তিলোত্তমার বিচারের দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মানব বন্ধন কর্মসুচি পালন করা হলো। মানব বন্ধনের পাশাপাশি এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবাদী চিত্র অঙ্কন করা হয়। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাড়াও অংশ নেন ছাত্র-ছাত্রীরা।
0
Report
Paschim Medinipur721101blurImage

ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের বৈঠক মেদিনীপুরে

Sovon DasSovon DasSep 13, 2024 07:37:13
Midnapore, West Bengal:

জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এনিয়ে মেদিনীপুরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসল জেলা প্রশাসন। বৈঠকে ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, সুপার সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা। বৈঠক শেষে জেলাশাসক জানিয়েছেন, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলিকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

0
Report
Paschim Medinipur721101blurImage

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিতে বৈঠক স্বাস্থ্য ভবনের

Sovon DasSovon DasSep 12, 2024 04:24:51
Midnapore, West Bengal:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধিতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্য ভবন। মহিলা চিকিৎসকের সুরক্ষার বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ভবনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক হয়েছে।

0
Report
Paschim Medinipur721101blurImage

এবার ডাক্তারি পড়ুয়াদের শিক্ষাদানে মেদিনীপুর মেডিক্যালে শুরু অভয়া পাঠশালা

Sovon DasSovon DasSep 11, 2024 05:38:31
Midnapore, West Bengal:

অভয়া ক্লিনিকের পর এবার মেডিক্যাল পড়ুয়াদের শিক্ষাদানে মেদিনীপুর মেডিক্যালে শুরু হতে চলেছে "অভয়া পাঠশালা"। মূলত পোস্ট গ্র্যাজুয়েট এর দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্ডার গ্র্যাজুয়েট পোড়ানোর জন্য ক্লিনিক্যাল ক্লাসেস করানো হয়। যেখানে ক্লিনিক্যাল ক্লাসে রোগী দেখিয়ে পড়াতে হয়। তাই ক্লিনিক্যাল ক্লাসে কিছু পরিবর্তন এনে PG এবং UG ট্রেনিদের জন্য এই অভয়া পাঠশালা শুরু করতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। 

0
Report
Paschim Medinipur721101blurImage

আর জি করের ঘটনার অভিনব কৌশলে প্রতিবাদ মেদিনীপুরবাসীর

Sovon DasSovon DasSep 10, 2024 04:41:54
Midnapore, West Bengal:
আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠিক রাত্রি ৯ টায় ৯ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ৯৯ মিনিটের প্রতিবাদ কর্মসুচি পালন করলো মেদিনীপুরের প্রতিবাদী মানুষ। প্রসঙ্গত, ৯ আগস্ট ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। আর তাই ঘটনার ঠিক একমাসের মাথায় আজ ৯ সেপ্টেম্বর মেদিনীপুরবাসী পালন করলো এই অভিনব প্রতিবাদ কর্মসুচি। মেদিনীপুর শহরের স্টেশন রোডে পালিত হচ্ছে এই কর্মসুচি।
0
Report
Paschim Medinipur721101blurImage

দ্রুত ন্যায় বিচারের দাবিতে মেদিনীপুরে সাক্ষর সংগ্রহ অভিযান নাগরিক সমাজের

Sovon DasSovon DasSep 09, 2024 07:35:51
Midnapore, West Bengal:
ন্যায় বিচারে দেরী করার অর্থ ন্যায় বিচারের প্রত্যাখ্যান। তাই দ্রুত ন্যায় বিচারের দাবিতে এবার সাক্ষর সংগ্রহ অভিযানে নামলো মেদিনীপুর নাগরিক সমাজ। সোমবার মেদিনীপুর শহরের পঞ্চুরচকে সাধারন মানুষদের সাক্ষর সংগ্রহ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের এই কর্মসুচিতে অংশ নিয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজের বেশকিছু জুনিয়ার ডাক্তাররাও।
0
Report
Paschim Medinipur721101blurImage

হাতির দ্বারা ক্ষতিগ্রস্থ, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ পাথরকুমকুমি গ্রামবাসীদের

Sovon DasSovon DasSep 09, 2024 07:33:49
Midnapore, West Bengal:

হাতিতে ক্ষতি করেছে চাষের জমি, ভেঙেছে বাড়ি, বারবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলমহলের মানুষ। মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার রাস্তায় পাথরকুমকুমি এলাকায় সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বারে বারে হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, কিন্তু সেভাবে সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না তারা। এই অভিযোগ তুলেই রাস্তায় বসে পথ অবরোধ করেন স্থানীয়রা। প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলার পরে পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষের সাথে কথা বলে অবরোধ সরিয়ে দেয়। 

0
Report
Paschim Medinipur721101blurImage

রাতভোর আর জি করের প্রতিবাদ, অভিযুক্তদের কুশপুতুল দাহ মেদিনীপুরের রাজপথে

Sovon DasSovon DasSep 09, 2024 04:21:09
Midnapore, West Bengal:
ডাক পাঠাও এতোদূর, শুনতে পাক চন্দ্রচূড়। আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এই শ্লোগানে মেদিনীপুর শহরের রাজপথ কাঁপালো প্রতিবাদীরা। এই প্রতিবাদী কর্মসুচিতে অংশ নিয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়ার চিকিৎসকেরা। এদিন রাত্রি ১১ নাগাদ মেদিনীপুর শহরে এই মিছিল পরিক্রমা করে। পরে শহরের নান্নুরচকে মিছিল গুলি জমায়েত হয়ে আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং ধর্ষনে অভিযুক্ত সঞ্জয় রাই এর কুশপুতুল দাহ করে প্রতিবাদীরা।
0
Report
Paschim Medinipur721101blurImage

আর জি করের ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস

Sovon DasSovon DasSep 08, 2024 16:57:09
Midnapore, West Bengal:
আর জি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে করা হলো মশাল মিছিল। এদিন সন্ধ্যায় কয়েক শতাধিক পুরুষ মহিলা অংশ নেয় এই মশাল মিছিলে। মিছিল শেষে শহরের গান্ধী মুর্তির পাদদেশে জমায়েত হয়ে আর জি করের ঘটনার বিচারের দাবি তোলেন উপস্থিত সকলে।
1
Report
Paschim Medinipur721101blurImage

আর জি করের প্রতিবাদে মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ বাম ছাত্র যুব মহিলার

Sovon DasSovon DasSep 07, 2024 06:07:43
Midnapore, West Bengal:

আর জি কর মেডিক্যাল কলেজে ঘটিত নৃশংসতার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে অভিযান চালালো বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠন। শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরের রিংরোডে মিছিলের পর, বিক্ষোভকারীরা জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকের ওপরে উঠে যায়। সংগঠনের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি তোলা হয়। বামদের এই কর্মসূচির জন্য জেলা শাসক দপ্তরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

0
Report
Paschim Medinipur721101blurImage

আর জি করের ঘটনার প্রতিবাদে বিজেপির পথ অবরোধ মেদিনীপুর শহরে

Sovon DasSovon DasSep 07, 2024 06:03:54
Midnapore, West Bengal:

আর জি কর মেডিক্যাল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরের জুগনুতলা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে বিজেপির পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাময়িক যানজটের সৃষ্টি হলেও, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক ছিল। জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, সারা রাজ্য জুড়ে এই অবরোধ কর্মসূচি চলছে।

0
Report
Paschim Medinipur721101blurImage

আর জি করের ঘটনার প্রতিবাদে কেশপুরে মিছিল সাধারণ মানুষের

Sovon DasSovon DasSep 06, 2024 09:10:59
Midnapore, West Bengal:

এর অভয়ার বিচারের দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে, তখন পিছিয়ে নেই কেশপুরও। সমাজের প্রতিটি শ্রেনীর মানুষ পথে নেমেছে তিলোত্তমার বিচারের দাবিতে। কেউ প্ল্যাকার্ড হাতে, কেউ আবার রাতের শহরে মোমবাতি নিয়ে, দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে। বৃহস্পতিবার রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১৫ নং অঞ্চলের মুক্তিকেন্দ্র বাজারে এলাকার মানুষজন মোমবাতি হাতে পথে নামে কলকাতার আরজিকর এ ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল করে।

0
Report