মেদিনীপুরে ধর্ষণ ও খুনের ঘটনায় বামপন্থী সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের তীব্রতা!
মেদিনীপুর শহরের একটি গ্রামে দুই নাবালিকা ছাত্রী ও এক মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে মেদিনীপুর শহরে বিক্ষোভ করেছে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনগুলি। রবিবার বিকেলে গোটা মেদিনীপুর শহরে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মার্চ মাস থেকে পুলিশের নিষ্ক্রিয়তা ও নৈরাজ্যের অভিযোগও ওঠে।
খড়্গপুরে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার, শোকে পরিবার!
খড়্গপুর টাউনের 15 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকা থেকে শুক্রবার থেকে নিখোঁজ ছিল এক নাবালক। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর পর পুলিশ নিখোঁজদের খোঁজ শুরু করে। শনিবার বিকেলে একটি নির্জন কোয়ার্টারে নাবালকের দেহ পাওয়া যায়। এরপর পুলিশ মৃতদেহ খড়্গপুর থানায় নিয়ে যায় এবং নিখোঁজ নাবালকের মা, বোন ও বোনের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে যায়। পরে নিহতের বোন ও তার প্রেমিককে আটক করা হয়।
মেদিনীপুর পুলিশ লাইনের দূর্গাপুজার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
পরিবেশ সচেতনতা ও নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের
পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ টি ই- সাইকেল সম্বলিত গ্রীন উইনার্স টিমের উদ্বোধন করা হয়। একই সাথে জেলার তিনটি মহকুমার পুজো ও তৎসংলগ্ন এলাকায় মহিলা নিরাপত্তার লক্ষ্যে ইভটিজিং রুখতে চালু করা হলো তিনটি পিঙ্ক মোবাইল টিম বলে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি আরও জানান, পূজোর পরেই এই গ্রীন উইনার্স ও পিঙ্ক মোবাইল টিম গুলিকে বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে লাগানো হবে।
মেদিনীপুর সদর মহকুমার দূর্গাপুজা গাইডম্যাপ প্রকাশ জেলা পুলিশ সুপারের
দুধ গাড়ি থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার কোতোয়ালী পুলিশের, আটক গাড়ি সহ দুই
রাজ্য সরকারের বিরুদ্ধে DYFI সম্মেলনে তীব্র সমালোচনা!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে DYFI'র ডাকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো, যেখানে ডাক্তারদের উপর আক্রমণের ঘটনা এবং তিলোত্তমার বিচারসহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI'র রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি এবং অন্যান্য জেলা ও রাজ্য নেতৃবৃন্দ। সম্মেলনের সময় শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মিছিল করা হয়। মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
ডেবরার বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ প্রাক্তন IPS ভারতী ঘোষের
২০২১ এর বিধানসভার নির্বাচনে ডেবরা তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েও ত্রাণ বিলি করতে ডেবরা এলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ।তবে দু-দুবার হেরে গিয়েও এলাকা ছাড়েননি তিনি।বন্যা বিধ্বস্ত ডেবরার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ। ডেবরার করণ্ডার জোতনারায়ন এলাকায় এইদিন বিকেল নাগাদ তিনি শুকনো খাবার, কেক, চানাচুর, বিস্কুট, জল ওয়ারেস বিলি করেন।
বিভিন্ন দাবিতে পঠনপাঠন বন্ধ রেখে আন্দোলনে সামিল মেদিনীপুর কলেজের স্যাক্ট টিচাররা
অবিলম্বে প্রত্যেক ডিপার্টমেন্টের বোর্ড অফ স্টাডিজ কমিটিতে স্যাক্ট শিক্ষক-শিক্ষিকাদের অন্তর্ভুক্তিকরন, মেদিনীপুর মহাবিদ্যালয়ের টিচার্স কাউন্সিল কমিটিতে স্যাক্ট টিচারদের অন্তর্ভুক্তিকরন, কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গুলোতে স্যাক্ট টিচারদের কনভেনার ও জয়েন্ট কনভেনর পদে আসীন করা, প্রশাসনিক ও বিভাগীয় উভয় ক্ষেত্রেই স্যাক্ট টিচারদের পূর্ণ সম্মান ও সুরক্ষা নিশ্চিতকরনের দাবিতে মেদিনীপুর কলেজ অটোনোমাসের অধ্যক্ষের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসলো মিডনাপুর কলেজ স্টেট এডেড কলেজ টিচার ফোরাম
পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা নিয়ে শাসকদলকে কটাক্ষ দীলিপ ঘোষের
মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ শাসকদলকে বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডিভিসি নিয়ে মিথ্যা কথা বলছেন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছুই করছেন না। পশ্চিমবঙ্গে ওয়াটার ম্যানেজমেন্ট নেই এবং লক্ষ লক্ষ লোক ডিভিসির সাথে যুক্ত থেকে চাকরি করছে। তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জি জেলাগুলিকে জল ছাড়া নিয়ে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এক্সপার্টদের সাজেশন বাস্তবায়িত হয় না। বন্যা হলেই মুখ্যমন্ত্রী ছবি তোলেন এবং কেন্দ্র ও ঝাড়খন্ডকে দায়ী করেন।
মেদিনীপুরে শুরু হলো জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা!
মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে শনিবার কলেজ কলেজিয়েট ময়দানে শুরু হয়েছে দুদিন ব্যাপী দিবারাত্র জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবী সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সরঙ্গি, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান ও বিশ্বনাথ পাণ্ডবসহ অন্যান্যরা। প্রতিযোগিতায় ৮টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করছে।
ডেবরায় বন্যা: চিকিৎসক কাফিল খানের মেডিক্যাল ক্যাম্পের সাফল্য!
বন্যা কবলিত ডেবরায় মেডিক্যাল ক্যাম্প উত্তরপ্রদেশের গোরকপুরের চিকিৎসক কাফিল খানের। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় বন্যার দূষিত জল এবং দূর্গন্ধে এলাকাবাসীর বিভিন্ন চর্মরোগ, ফুসফুসের সমস্যা। ২০ জনের মেডিক্যাল টিম নিয়ে হাজির উত্তরপ্রদেশের গোরখপুরের চিকিৎসক ড: কাফিল খান। একটি NGO র উদ্যোগে শুক্রবার ডেবরা ব্লকের জোতহাড়ো জ্ঞানদাময়ী প্রাথমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। সারাদিনে ৬০০ জনের বেশী মানুষের সাস্থ্য পরীক্ষা করা হয়।
ঘাটালের বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যা দুর্গতদের পাশে মেদিনীপুর জেলা তৃণমূল। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ১০ নম্বর অঞ্চলে বন্যা দুর্গত শতাধিক মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দলুই সহ দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা।
ডেবরার বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী সাহায্য রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনের
গত কয়েকদিনের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, কেশপুর সহ ডেবরার বিস্তীর্ণ এলাকা।হাজার হাজার মানুষ গৃহহীন,বহু দিন কাটাচ্ছে অনাহারে। যদিও এখনও বহু এলাকায় রয়েছে জল। কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির। অন্যদিকে বাড়ি ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। এবার সেই বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ালো মেদিনীপুর রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন।এদিন তারা গাড়িতে করে বিভিন্ন শুকনো খাবার প্যাকেট করে হাজির হয় সংশ্লিষ্ট এলাকায়।
তেলেঙ্গানার উপ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি: ২০ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার!
তেলেঙ্গানার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রী খড়গপুরে উদ্ধার করেছে GRP। বৃহস্পতিবার খড়গপুর স্টেশন থেকে রওশন কুমার মন্ডল ও উদয় কুমার ঠাকুরকে গ্রেফতার করা হয়, যাদের কাছ থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট, টাকা, ডলার, দিনার ও রুপোর জিনিসপত্র, মোট মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের সময় বিশেষ তল্লাশীর সময় পুলিশ সন্দেহ হলে জেরা করে। জানা যায়, রওশন উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে কাজ করছিল এবং সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে মুর্তি উন্মোচন মেদিনীপুর শহরে
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ও জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচিত হলো মেদিনীপুর শহরের ২৪ নং ওয়ার্ডে। এদের মেদিনীপুর পুরসভার অন্তর্গত ২৪ নং ওয়ার্ডের রাঙ্গামাটি সেবা সমিতির উদ্যোগে রাঙামাটি মধ্যপাড়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট নাগরিকগণসহ এলাকার প্রবীর বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
বন্যায় গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে যাতায়াতকারীরা
রাস্তায় এতটাই বেহাল হয়ে উঠেছে হেঁটে চলাও ঝুঁকিপূর্ন বলে জানাচ্ছেন গ্রামের মানুষজন। বন্ধ হয়েছে বাস চলাচল। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিনের পথ চলতি মানুষদের। এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত ৫ কিমি গ্রামীণ সড়ক যোজনার। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনসুকা এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে সে নির্মাণ কাজের গাফিলতির ফলে এইবারে বন্যায় বেশি রাস্তাঘাটের ক্ষতি হয়েছে।
চলন্ত ট্রেনে হাত থেকে পড়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলো রেল পুলিশ
খোয়া যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মহিলা যাত্রী। মঙ্গলবার সকালে গোকুলপুর স্টেশনের ১ নং প্লাটফর্মে ২১ বছর বয়সী এক যুবতীকে কাঁদতে দেখতে পান রেল পুলিশের হেড কনেস্টবল বি.সি নায়েক। যুবতীকে জিজ্ঞেস করে জানতে পারেন ট্রেন নং ৩৮৮০৭ হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেনে শ্যামচক থেকে মেদিনীপুর যাত্রাকালীন সময়ে গিরি ময়দান পেরোনোর পর চলন্ত ট্রেন থেকে তার মোবাইল পড়ে যায়। ঘটনার বিষয়ে জানতে পেরে তৎপরতার সঙ্গে ওই যুবতীর মোবাইল উদ্ধার করে যুবতীর হাতে ফিরিয়ে দিলো মেদিনীপুর স্টেশনের
ত্রাণসামগ্রী নিয়ে মেদিনীপুর থেকে বন্যাকবলিত ঘাটালে রওনা মেদিনীপুর পৌরসভার কাউন্সিলরদের
দুর্ভোগে দিন কাটাচ্ছেন জেলাবাসী। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সোমবার বেলা ১টা নাগাদ মেদিনীপুর পৌরসভার কাউন্সিলররা ত্রাণসামগ্রী নিয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা দিলেন। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পূর্ত দপ্তরের সৌরভ বসু জানালেন, "বন্যাতে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত তবে সবথেকে খারাপ অবস্থা ঘাটালের। আমরা তাই ঘাটালবাসীর পাশে দাঁড়াতে খাদ্য সামগ্রী এবং কিছু পোশাক-আশাক নিয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।"
ত্রাণসামগ্রী নিয়ে বন্যাকবলিত ডেবরায় হাজির মেদিনীপুর পৌরসভা।
বন্যা বিধ্বস্ত ডেবরাতে এখনও ত্রাণের জন্য রয়েছে হাহাকার! দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যা কবলিত বাসিন্দারা। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সোমবার মেদিনীপুর পৌরসভার কাউন্সিলররা ত্রাণসামগ্রী নিয়ে হাজির হন ডেবরায়। শুকনো খাওয়ার, ত্রিপল, কিছু পোশাক সহ বেশ কিছু সামগ্রী ত্রাণ হিসেবে দেওয়া হয় এলাকার দুর্গতদের। পৌর প্রধান সৌমেন খান, উপ পৌর প্রধান অনিমা সাহা, সি.আই.সি সৌরভ বসু, কাউন্সিলর চন্দ্রাণী দাস সহ এক ঝাঁক কাউন্সিলর উপস্থিত হন এই ত্রাণ শিবিরে।
বে-আইনি টোটো পার্কিং রুখতে অভিযানে নামলেন খোদ খড়্গপুর হাসপাতাল সুপার
খড়গপুর মহকুমা হাসপাতালে বেআইনি টোটো পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামলেন খোদ হাসপাতাল সুপার ডা: ধীমান ব্যানার্জি । দুপুরে হাসপাতালের ইমারজেন্সির সামনে থেকে একাধিক টোটোকে ধরেন সুপার। সুপার বলেন , আগে হাসপাতালের বাইরে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো । আজকে রাউন্ড দিতে এসে দেখি ওই টোটোগুলো হাসপাতাল এলাকার মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে । পুলিশ ডেকে তাদের হাসপাতাল এলাকা থেকে বের করে দিয়েছি। পুলিশকে বলে দিয়েছি, এরপর কোন টোটোকে হাসপাতাল চত্বরে দেখলে তাদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নিতে।
ট্রেনের মহিলা যাত্রীদের সুরক্ষায় খড়্গপুরে গঠন পিঙ্ক মোবাইল টিম
মহিলাদের নিরাপত্তা আরো দৃঢ় করতে খড়গপুর স্টেশনে মোতায়েন হল "পিঙ্ক মোবাইল টিম"। বিভিন্ন জায়গা থেকে রেলের যাত্রীরা খড়গপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন। মহিলাদের যাতে কোন ইভটিজিং এর শিকার হতে না হয় তা দেখবে এই পিঙ্ক মোবাইল টিম। তাছাড়াও বিভিন্ন সময় দেখা গেছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষরা ইচ্ছাকৃতভাবে উঠে মহিলাদের উত্যক্ত করেছে। এই সমস্ত ঘটনা যাতে না ঘটে এবং মহিলা রেল যাত্রীদের সুরক্ষা আরো দৃঢ় করতে খড়গপুর জিআরপির পক্ষ থেকে " পিঙ্ক মোবাইল টীম" গঠন করা হয়েছে।
কেশপুরের ১৫ নং অঞ্চলে নদিবাঁধে ভাঙন, চিন্তায় গ্রামবাসীরা
গত তিন দিনের টানা নিম্নচাপের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা হয়েছে জলমগ্ন। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে নদীর জলে। কেশপুরের ১৫ নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর সহ আশেপাশের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।শতাধিক মানুষ ঘর ছেড়ে আশ্রয় নেমেছে বিভিন্ন ত্রাণ শিবির এবং কেউ কেউ আশ্রয় নিয়ে এসে নিরাপদ স্থানে। বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম ও ত্রাণ শিবির। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক সাহায্য পাচ্ছেন না