পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ও জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচিত হলো মেদিনীপুর শহরের ২৪ নং ওয়ার্ডে। এদের মেদিনীপুর পুরসভার অন্তর্গত ২৪ নং ওয়ার্ডের রাঙ্গামাটি সেবা সমিতির উদ্যোগে রাঙামাটি মধ্যপাড়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট নাগরিকগণসহ এলাকার প্রবীর বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
Back

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে মুর্তি উন্মোচন মেদিনীপুর শহরে
Midnapore, West Bengal
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Bankura, West Bengal:
বিকাশভবনের সামনে আন্দোলনরত চাকরীহারা শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে আজ বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ সভা করলেন চাকরীহারা শিক্ষকেরা। আজ চাকরীহারা শিক্ষক শিক্ষিকা ও তাঁদের পরিবারের লোকজন জমায়েত করেন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাকরীহারারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ সভাও করেন। চাকরীহারা শিক্ষক শিক্ষিকাদের দাবী আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও বলপ্রয়োগ করে পুলিশ বা সরকার যদি মনে করে আন্দোলন থামিয়ে দেবেন তাহলে তাঁরা ভুল ভাবছেন।
0
Share
Report
Durgapur, West Bengal:
স্যাটেলাইট ম্যাপের সৌজন্যে রাস্তার কাজ শুরু মাঝপথে। চরম ক্ষোভ এলাকাবাসীর। সেই ক্ষোভে বন্ধ রাস্তার প্রাথমিক কাজ। টনক নড়তেই ম্যাপ নিয়ে বেহাল রাস্তার শুরুতেই শিলান্যাসে পঞ্চায়েত সমিতির সভাপতি। কারচুপি করে ভোটে জিতেছে তাই মানুষের সাথে যা খুশি তাই করছে, বলে কটাক্ষে বিজেপি। কাঁকসার শিবপুর থেকে দুর্গাপুর ফরিদপুরের মাধাইপুর পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। স্থানীয়দের দাবি মেনে সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর।১০কোটির বেশি টাকা ব্যয় করে করা হবে এই রাস্তা। সময় লাগবে প্রায় ৯মাস। সম্প্রতি সেই রাস্তার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়। সেই শুরু নিয়েই বাঁধে বিপত্তি। যেখান থেকে ভাঙা রাস্তা শুরু হচ্ছে সেখান থেকে সংস্কারের কাজ শুরু না হয়ে দু কিলোমিটার দূর থেকে শুরু হয় সংস্কারের প্রাথমিক কাজ।
0
Share
Report
Durgapur, West Bengal:
দুর্গাপুর নগর নিগমের ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা পানীয় জল পাচ্ছেন না। অভিযোগ বিজেপি করার অপরাধে পানীয় জল দেওয়া হচ্ছে না বিজেপি কর্মীদের। তাছাড়া প্রসংশা পত্র সহ দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন পুরষেবা ও পাচ্ছে না স্থানীয় মানুষ।এক গুচ্ছ অভিযোগে দুর্গাপুরের ৩ নং বরো অফিস ঘেরাও করে বিজেপি কর্মীরা। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ৩ নং বরো অফিস ঘেরাও হয়।
0
Share
Report
Durgapur, West Bengal:
চাকরি হারাদের আন্দোলনে নির্মম পুলিশী আক্রমনে আহত হয়েছেন অনেক শিক্ষক।এর প্রতিবাদে শুক্রবার এস ইউ সি আই কর্মীরা ধিক্কার দিবস পালন করলো দুর্গাপুরের সিটি সেন্টারে।এস ইউ সি আই এর নেত্রী সুচেতা কুন্ডুর নেতৃত্বে এদিন ধিক্কার দিবস পালন করা হয়।এস ইউ সি আই নেত্রী সুচেতা কুন্ডুর দাবি অবিলম্বে চাকরি হারাদের মধ্যে যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।দুর্নীতি বাজদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে এবং স্কুলে স্কুলে পড়ুয়াদের পঠনপাঠনের অচলাবস্থা দূর করতে যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে।
0
Share
Report
Durgapur, West Bengal:
তীব্র দাবদহে এলাকায় এলাকায় পানীয় জলের সংকট। ব্যবস্থা নিচ্ছে না নগর নিগম। এছাড়াও নাগরিক পরিষেবা ব্যাহত। এই অভিযোগ তুলে দুর্গাপুরের তিন নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভে বিজেপি। বিক্ষোভের নেতৃত্ব দিলেন তিন নম্বর মন্ডলের সভাপতি সভাপতি বুদ্ধদেব মন্ডল, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত।
0
Share
Report
Ranibandh, West Bengal:
মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের বিস্তীর্ণ এলাকা। গতকাল সন্ধ্যায় আচমকাই ব্যাপক ঝড় বয়ে যায় রানীবাঁধের উপর দিয়ে। আর তাতেই ভুইয়াসাই, চিলাগাড়া, ভুড়কুড়া, রাজাকাটা, কামারকুলি সহ বিভিন্ন গ্রামে বহু বাড়ির টিন ও এজবেস্টাসের চাল উড়ে যায়। বহু জায়গায় গাছ পড়ে সাময়িক বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। ঝড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ, কেবল ও ইন্টারনেট সংযোগও।
0
Share
Report
Bankura, West Bengal:
বাঁকুড়ার বিষ্ণুপুরের পশু প্রেমি হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 যুবক,দুই যুবককে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ।
অভিযুক্ত দুই যুবকের নাম শৈলেনপাল ও টোটন পাল।এই দুজনের যুবকের বাড়ি বিষ্ণুপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড এলাকায়।
0
Share
Report
Durgapur, West Bengal:
স্থানীয় পড়শিদের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের সেপকো টাউন শিপের একটি ভাড়া বাড়িতে বৃহস্পতিবার পুলিশ হানা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই ভাড়া বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালানো হয়।পাড়ায় থাকা দায় হয়ে গেছে।নোংরা আবর্জনা ফেলা হচ্ছে বাড়ির বাগানে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করে সংস্থার দায়িত্ব প্রাপ্ত দিব্যেন্দু কোলে বলেন কোন অসামাজিক কার্যকলাপ হয়না এখানে।ডান্স এবং সিঙ্গিং বারের শিল্পীরা থাকেন।রাতে তারা আসা যাওয়া করে গাড়িতে।শিল্পীদের আধার কার্ড সব দেওয়া আছে দেখে নিন.
0
Share
Report
Durgapur, West Bengal:
রাত বাড়লেই বাড়ছে অসামাজিক কাজকর্ম। দুর্গাপুরের সেপকো টাউনশিপের একটি ভাড়াবাড়িতে রাত বাড়লেই কম বয়সী মহিলাদের আনাগোনা বারে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেও দেখা যাচ্ছে গভীর রাতে কম বয়সী বেশ কিছু মহিলা এবং বেশ কিছু যুবক একটি চার চাকার গাড়িতে চাপছে। একজন মহিলাকেও দেখা যাচ্ছে। যুবতীরা এবং যুবকরা গাড়িতে করে যাওয়ার পর ওই মহিলা আবার ওই ভাড়া বাড়িতে ফিরে যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় দুর্গাপুর জুড়ে। তারই মধ্যে দুর্গাপুর মহকুমা আদালত ও হাইকোর্টের এক মহিলা আইনজীবী অভিযোগ করেন দুর্গাপুরের মহকুমা শাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সের কাছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই ভাড়া বাড়িতে তদন্তে যায় দুর্গাপুর থানার পুলিশ।
0
Share
Report
Durgapur, West Bengal:
সাইবার ক্রাইমের বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের পুলিশ আধিকারিকরা প্রতিনিয়ত সচেতনতা চালাচ্ছেন। বৃহস্পতিবার দুর্গাপুরের ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ সচেতন শিবিরে স্থানীয় মানুষ ও সকুলের পড়ুয়াদের সামনে সাইবার ক্রাইমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে পাঠ দেন দুর্গাপুরের এসিপি সুবীর রায়। WhatsApp এ হঠাৎ আসা কোন লিঙ্ক এ টাচ না করার পরামর্শ দেন। বিস্তারিত তথ্য সহযোগে বোঝান কি করা উচিত আর কি করা উচিত নয়।কোন সমস্যায় পড়লে তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হবার পরামর্শ দেন তিনি।
0
Share
Report