Back

ঝাঁঝঘন্টা, শঙ্খ, ঢাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে আর জি করের প্রতিবাদ মেদিনীপুরে
Midnapore, West Bengal
ঝাঁঝঘন্টা, ঢাক ও শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পথ অবরোধ করে আর জি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচারের মধ্য দিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোচ্চার মেদিনীপুরের প্রতিবাদীরা। মেদিনীপুর শহরের কলেজ রোডে এমনই অভিনব প্রতিবাদে সোচ্চার হলো পুরুষ মহিলা থেকে কচিকাঁচারা।
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Durgapur, West Bengal:
দুর্গাপুরের এজোনের বসুন্ধরা পার্কের জঙ্গলে মঙ্গলবার সকালে এক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ জানান মঙ্গলবার সকালে বসুন্ধরা পার্কের জঙ্গলে যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখে তারা দুর্গাপুর থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষের দাবি মৃত যুবক জামগড়ার বাসিন্দা।মৃত মহিলার পরিচয় জানা যায়নি বলে দাবি স্থানীয়দের।এই রহস্যজনক ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।
0
Share
Report
Durgapur, West Bengal:
দুর্গাপুর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকের জঙ্গলের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার। স্থানীয় বাসিন্দারা জঙ্গলে স্নান করতে গেলে মৃতদেহ টি দেখতে পায়। এরপরেই পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।এটি আত্মহত্যা না খুন! পুলিশ রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
0
Share
Report
Durgapur, West Bengal:
দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভায় উত্তেজনা। আর্থিক তজরূপের অভিযোগ তুলে বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি। রবিবার মুচিপাড়া সংলগ্ন একটি বেসরকারি হোটেলে দুর্গাপুর বাস মালিক কল্যাণ সমিতির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয় । সেখানেই হঠাৎ পরিস্থিতি পৌঁছায় চরমে। সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়।
0
Share
Report
Durgapur, West Bengal:
রাজ্যে প্রথম পশ্চিম বর্ধমান জেলায় বিদ্যুৎ দফতরে আইএনটিটিইউসি-র সদস্যপদ সংগ্রহ শুরু। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকরী করা হচ্ছে বলে জানানো হয়েছে। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারে ডেলি মার্কেটে একটি বেসরকারি হলে শুরু হল প্রাথমিক সদস্যপদ সংগ্রহের কাজ। রাজ্য বিদ্যুৎ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলায় আইএনটিটিইউসির ৩৭ টি ইউনিট রয়েছে। সব ইউনিয়নকে একত্রিত করে একটি মাত্র ইউনিয়ন গঠন করার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে সেই কাজ শুরু হল বলে জানানো হয়েছে।
0
Share
Report
Durgapur, West Bengal:
বেতন বৃদ্ধি , বকেয়া বেতন ও ২০ মাসের পিএফ অবিলম্বে দেওয়া সহ গুচ্ছ দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারের এক্সিস ব্যাঙ্কের কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউস কিপিং কর্মীরা ধর্নায় বসে। ব্যাঙ্কের কর্মীদের দাবি অবিলম্বে আমাদের দাবি গুলি দিতে হবে কর্তৃপক্ষ কে। নাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে এক্সিস ব্যাঙ্কের সিকিউরিটি গার্ড এবং হাউস কিপিং কর্মীরা।
0
Share
Report
Katwa, West Bengal:
প্রশাসনিক হলোগ্রাম স্টিকারের দাবিতে কাটোয়ার পরিবহণ কার্যালয়ের সামনে সপরিবারে অবস্থানে বসেছিল বঞ্চিত টোটো চালকরা। টোটো চালকদের দাবি সরকারি হলোগ্রাম না থাকলে প্রশাসন শহরে টোটো চালাতে দেবেনা। টোটো না চালালে আমরা খাব কি?
0
Share
Report
Katwa, West Bengal:
দীর্ঘ প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর ফের কাটোয়া রেল হাসপাতালে টিকাকরণ কর্মসূচি শুরু হল।কাটোয়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার রেল হাসপাতালে বিশেষ শিবির করে এই টিকাদান করবে। কাটোয়া পুরসভার স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে রেলের হাসপাতালে এবার থেকে নিয়মিত টিকাকরণ কর্মসূচি চলবে বলে কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা জানান।রেলকলোনি সহ কাটোয়া পুরশহরের ১৩,১৪, ১৯ নম্বর ওয়ার্ডের শিশু এবং মায়েদের সুবিধা হবে।উপস্থিত ছিলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, কাটোয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা রায়, DPHNO করবী দাস, কাটোয়া রেল হাসপাতালের কর্মরত চিকিৎসক।
0
Share
Report
Bishnupur, West Bengal:
প্রায় প্রতিদিনই বিকাল হলেই বৃষ্টি নামছে মুষলধারে। গত তিন দিন ধরে বাঁকুড়া জেলায় এমনটা চলায় এবার দারকেশ্বর নদের জল বেড়ে ঘটলো বিপত্তি। জলের তোড়ে ভেসে গেলো দারকেশ্বর নদের প্রকাশ ঘাটের উপর থাকা অস্থায়ী রাস্তা। বিচ্ছিন্ন হয়ে পড়লো দুপাড়ের যোগাযোগ।
বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা সদরের সঙ্গে ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম প্রকাশ ঘাটের অস্থায়ী রাস্তা। নদের উপর মাটি ও বালি দিয়ে তৈরী অস্থায়ী রাস্তা দিয়েই ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন মহকুমা সদর বিষ্ণুপুরে যাতায়াত করেন। ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত থেকে শুরু করে এলাকার কৃষিজীবী মানুষ তাঁদের উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত করার জন্য নদীর উপর তৈরী এই অস্থায়ী রাস্তাই সারা বছর ব্যবহার করেন। আজ সকালে ওই রাস্তা দিয়ে পারাপা
0
Share
Report
Bishnupur, West Bengal:
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে দেখা হতেই প্রাপ্য টাকা চেয়ে বসলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও সেই প্রাপ্য টাকা কিসের তা বুঝতেই পারিনি বলে দাবী প্রাক্তন সাংসদের। এভাবে প্রকাশ্যে টাকা পাওয়ার প্রশ্নে বেশ অস্বস্তিতেও পড়তে দেখা যায় সাংসদকে।
0
Share
Report
Katwa, West Bengal:
মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত বালিডাঙ্গা গ্রামের ঘটনা। মৃতের নাম বনমালী ঘোষ।জানা যায়, মঙ্গলবার বিকেলে মাঠে গরু আনতে যায় বনমালি ঘোষ। তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। হঠাৎই বজ্রপাত হওয়ায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে নিকটস্থ মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তিতে তার মৃতদেহ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়
0
Share
Report