বিজয়া সম্মিলনী থেকে তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান মন্ত্রী মানস ভূঁইয়ার
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্ম দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করলেন বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। আজ দুর্গাপুরে ইস্পাত নগরীর কাশীরাম দাস এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেহেরু ভবনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু'র জন্মদিন পালন করা হল। পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়।
অজয় নদের বাঁধের পাশের জমিতে অবাধে মাটি লুঠ। বৃহস্পতিবার সকালেও কাঁকসার বিদবিহর গ্রাম পঞ্চায়েতের অজয়পল্লি এলাকায় জেসিবির মাধ্যমে সেই মাটি প্রথমে ট্রাক্টরে ভরা হচ্ছে। তারপর ওভারলোড মাটি বোঝাই ট্রাক্টরে করে সেই মাটি পাচার হচ্ছে বিদ বিহারের বিভিন্ন প্রান্তে। হুঁশ নেই প্রশাসনের। এইভাবে অবাধে মাটি কাটার জেরে দুর্বল হচ্ছে বাঁধ। অজয় নদে জল বাড়লে বাঁধও সহজেই ভেঙে যাবে বলে অভিযোগ তুলছে স্থানীয়রা।