নবান্ন অভিযানে যাওয়ার আগেই পানাগড় রেলস্টেশনে পুলিশের বাধার মুখে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
১৪ই সেপ্টেম্বর, ১৯৪২ সালের ঐতিহাসিক দিনে বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের ইউনিয়ন জ্যাক নামিয়ে শহরটিকে তিন দিনের জন্য স্বাধীন করেছিলেন। সেই স্মরণীয় দিনকে সম্মান জানাতে শনিবার বালুরঘাটে বালুরঘাট দিবস পালিত হয়। দিনটির অনুষ্ঠানে ডাংগি এলাকায় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মৃতিতে পুষ্পার্পণ করা হয়। এরপর, ক্ষুদিরাম মোরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্য দান ও প্রশাসনিক ভবন চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গতকালই প্রয়াত হয়েছেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সেই আজ অর্থাৎ শুক্রবার বিকেলে তার স্মৃতির উদ্দেশ্যে নানুরের সিপিআইএমের দলীয় কার্যালয়ে আয়োজিত হল একটি স্মরণসভার। এই স্মরণ সভার মধ্য দিয়ে প্রথমে সীতারাম ইয়েচুরি প্রতীকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি সেই শ্রদ্ধা জানানোর পর বেশ কিছুক্ষণ তার স্মৃতির উদ্দেশ্যে করা হয় স্মরণসভা।
CPI(M) পূর্ব মেদিনীপুর জেলা কমিটি উদ্যোগে তমলুকের নিমতৌড়িতে জেলাা কেন্দ্রে সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষার অতন্দ্র প্রহরী CPI(M) এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সিতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোক মিছিল।
আরজিকর কান্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর এগরা 1 ব্লকের বরিদা অঞ্চলে তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বরিদা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি খামারি বাজারে গিয়ে শেষ হয়। কয়েকশো কর্মী ও সমর্থক এতে অংশ নেন। মিছিলকারীরা দোষীদের চিহ্নিত করে সিবিআইয়ের মাধ্যমে গ্রেফতার করার দাবি জানান এবং মূল অভিযুক্তকে ফাঁসি দেওয়ার দাবি তোলেন। এছাড়া রাজ্যের সমস্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
দিল্লীর রেলের কন্ট্রাক্টরের এককোটি একলাখ টাকা দুর্গাপুরের জাতীয় সড়ক থেকে ছিনতাই এর ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ আরো একজনকে রাঁচি থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। আদালতে হাজির হবার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে। এই ছিনতাই এর ঘটনায় দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার কড়া মানসিকতা এবং সদর্থক ভূমিকায় খুশি শিল্প ব্যবসায়ী মহল।জানা গেছে এখনো পর্যন্ত দুই পুলিশ কর্মী সহ আটজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।