অন্ডাল জামবাদ এলাকায় আবারও ধসের আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার জামবাদ খোলা মুখ খনি এলাকায় এই ঘটনা ঘটে। কয়েক বছর আগে ঠিক ওই স্থানে ধসের ফলে একটি বাড়ি মাটির নিচে চলে গিয়েছিল, যেখানে এক মহিলার মৃত্যু হয়েছিল। এখন আবার ধসের ঘটনা ঘটায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনাস্থলের ৫০ মিটার দূরে একটি শিশু শিক্ষা কেন্দ্রও রয়েছে। ধসের ঘটনার পর ইসিএলের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয়রা পুনর্বাসনের দাবি জানান।
আবার ধসের আতঙ্ক অন্ডালের জামবাদ এলাকায়
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
তমলুকঃ* পুজোর মরশুমে অপরাধমূলক কাজকর্মে লাগাম টানতে এবার আরও তৎপর পুলিশ। আসন্ন পুজোর মরশুমে জেলা জুড়ে নিরাপত্তার জন্য থাকছে প্রায় ৫ হাজারের বেশি পুলিশ। মূলত অপরাধমূলক কাজকর্ম কমাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর আগেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলতে উইনার্স টিমের পাশাপাশি পিঙ্ক মোবাইল ভ্যানের সূচনা করা হয়েছে।
যেন এক টুকরো রাজস্থান উঠে এসেছে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা আবাসনে। রাজস্থানের কালচার তুলে ধরা হয়েছে দুর্গাপুরের অভিজাত দূর্গা পূজো উর্বশীর মন্ডপে। তাই এবার উর্বশীর দূর্গাপূজোর ২১ তম বর্ষের থিম এক টুকরো রাজস্থান।তৃতীয়ার সন্ধ্যায় মন্ত্রী প্রদীপ মজুমদার,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় ,জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ উর্বশী সার্বজনীন দুর্গাপূজো কমিটির সভাপতি সন্দীপ দে পূজোর উদ্ধোধন করেন। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা।