
হঠাৎ মাটির তলায় তলিয়ে গেল ৭০ বছরের পুরানো একটি কুঁয়ো
ধস প্রবন এলাকা খনি অঞ্চল অন্ডাল ও পাণ্ডবেশ্বর লাউ দোহার বেশ কিছু জায়গায় বর্ষা হলেই ধসের লক্ষ্য করা যায়। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা জল বৃষ্টি নেই কিন্তু হঠাৎ করেই একটা প্রাচীন কুয়ো মাটির তলায় তলিয়ে গেল। ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক রাত্রি ৮ টা থেকে ৯ টা নাগাদ অন্ডালের সিদুলি বিন পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা রাম প্রবেশ ভূঁইয়া ও সমর ভূঁইয়ারা জানান। শনিবার রাত্রি আটটা পর্যন্ত পাড়ার লোকেরা এই কুয়ো থেকে জল ব্যবহার করেছিল।
পরপর গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো লাউদোহার গৌরবাজার ও গোগলা এলাকায়
লাউদোহা:বৃহস্পতিবার রাতে চুরির ঘটনার খবর সামনে আসে শুক্রবার সকালে,দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার ও গোগলা এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর, একটি জেসিবি ও শুক্রবার রাতেও একটি টোটোর ব্যাটারি চুরি হয়। ঠিক এই ভাবেই গোগুলা এলাকা থেকে ২০১৮ সালের ২৫শে জুলাই বাড়ির দরজার সামনে থেকে একটি বোলেরো গাড়ি চুরির ঘটনা ঘটে, যার কোন কিনারা আজও হয়নি বলে জানান গাড়ির মালিক বিশ্বজিৎ সরকার। তিনি বলেন গতকাল তিনি তার গাড়ির স্টাফ এর থেকে খবর পান তার যে ট্রাক্টর টি রয়েছে তার ব্যাটারি চুরি হয়েছে রাত্রিবেলা।
শাসক দলের পাশাপাশি ছটঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে পাণ্ডবেশ্বর পুলিশের তৎপরতা
খনি অঞ্চলে বিশেষ করে অ বাঙ্গালীদের বাস। পাতায় খনি অঞ্চলের ছট পূজার ধুমধাম রয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা পাণ্ডবেশ্বর এর বিভিন্ন এলাকার ছট ঘাট ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। সব ব্রতীদের কোনোরকম সমস্যা যাতে না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে তাদের এমনটাই তৃণমূলের তরফে জানানো হয়েছে। শাসক দলের পাশাপাশি পাণ্ডবেশ্বর এর বিভিন্ন ছট ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে বুধবার পাণ্ডবেশ্বর থানার ইন্সপেক্টর রাহুল দেব মন্ডল সশরীরে বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন। খতিয়ে দেখলেন ঘাট গুলির নিরাপত্তা।
কয়েক দফা দাবিকে সামনে রেখে দীশম আদিবাসী গাঁওতার স্মারকলিপি বিডিওকে
কয়েক দফা দাবিকে সামনে রেখে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে বিক্ষোভ দীশম আদিবাসী গাঁওতা সংগঠনের। বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে ব্লকের শতাধিক আদিবাসী সমাজের লোকেরা কয়েক দফা দাবিকে সামনে রেখে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন। দীশম আদিবাসী গাঁওতার রাজ্য সম্পাদক বুবুন মান্ডি জানান, "ব্লকের ভূমি রাজস্ব অফিসের দপ্তরে হয়েছে ঘুঘুর বাসা।
বৃদ্ধাশ্রমে আবাসিকদের মধ্যে ভাইফোঁটার আয়োজন কর্তৃপক্ষের
অন্ডালের খান্দরা উদ্ববর্তন বৃদ্ধাশ্রমে হলো ভাইফোঁটার অনুষ্ঠান । হাজির থাকলেন অতিথিরা । দেওয়া হলো উপহার । ছিল মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ও । এদিন রবিবার প্রতিবছরের মত এ বছরও খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে ঘটা করে হলো ভাইফোঁটা অনুষ্ঠান।এবারে ৮ বছরে পদার্পন করল এই অনুষ্ঠান ।আবাসিকরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও আবাসিকদের পরিবারের সদস্যরাও । আবাসিক মহিলারা চন্দনের ফোঁটা দেন পুরুষ আবাসিক ও অতিথিদের কপালে।