Back
Somnath Mukherjee
blurImage

হঠাৎ মাটির তলায় তলিয়ে গেল ৭০ বছরের পুরানো একটি কুঁয়ো

Somnath MukherjeeSomnath MukherjeeNov 10, 2024 16:10:52
:

ধস প্রবন এলাকা খনি অঞ্চল অন্ডাল ও পাণ্ডবেশ্বর লাউ দোহার বেশ কিছু জায়গায় বর্ষা হলেই ধসের লক্ষ্য করা যায়। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা জল বৃষ্টি নেই কিন্তু হঠাৎ করেই একটা প্রাচীন কুয়ো মাটির তলায় তলিয়ে গেল। ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক রাত্রি ৮ টা থেকে ৯ টা নাগাদ অন্ডালের সিদুলি বিন পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা রাম প্রবেশ ভূঁইয়া ও সমর ভূঁইয়ারা জানান। শনিবার রাত্রি আটটা পর্যন্ত পাড়ার লোকেরা এই কুয়ো থেকে জল ব্যবহার করেছিল।

0
Report
Paschim Bardhaman713363blurImage

পরপর গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো লাউদোহার গৌরবাজার ও গোগলা এলাকায়

Somnath MukherjeeSomnath MukherjeeNov 09, 2024 13:53:10
Kumardihi, West Bengal:

লাউদোহা:বৃহস্পতিবার রাতে চুরির ঘটনার খবর সামনে আসে শুক্রবার সকালে,দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার ও গোগলা এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর, একটি জেসিবি ও শুক্রবার রাতেও একটি টোটোর ব্যাটারি চুরি হয়। ঠিক এই ভাবেই গোগুলা এলাকা থেকে ২০১৮ সালের ২৫শে জুলাই বাড়ির দরজার সামনে থেকে একটি বোলেরো গাড়ি চুরির ঘটনা ঘটে, যার কোন কিনারা আজও হয়নি বলে জানান গাড়ির মালিক বিশ্বজিৎ সরকার। তিনি বলেন গতকাল তিনি তার গাড়ির স্টাফ এর থেকে খবর পান তার যে ট্রাক্টর টি রয়েছে তার ব্যাটারি চুরি হয়েছে রাত্রিবেলা।

0
Report
Paschim Bardhaman713381blurImage

শাসক দলের পাশাপাশি ছটঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে পাণ্ডবেশ্বর পুলিশের তৎপরতা

Somnath MukherjeeSomnath MukherjeeNov 06, 2024 16:32:22
Pandaveswar, West Bengal:

খনি অঞ্চলে বিশেষ করে অ বাঙ্গালীদের বাস। পাতায় খনি অঞ্চলের ছট পূজার ধুমধাম রয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা পাণ্ডবেশ্বর এর বিভিন্ন এলাকার ছট ঘাট ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। সব ব্রতীদের কোনোরকম সমস্যা যাতে না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে তাদের এমনটাই তৃণমূলের তরফে জানানো হয়েছে। শাসক দলের পাশাপাশি পাণ্ডবেশ্বর এর বিভিন্ন ছট ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে বুধবার পাণ্ডবেশ্বর থানার ইন্সপেক্টর রাহুল দেব মন্ডল সশরীরে বিভিন্ন ছটঘাট পরিদর্শন করলেন। খতিয়ে দেখলেন ঘাট গুলির নিরাপত্তা।

0
Report
Paschim Bardhaman713385blurImage

কয়েক দফা দাবিকে সামনে রেখে দীশম আদিবাসী গাঁওতার স্মারকলিপি বিডিওকে

Somnath MukherjeeSomnath MukherjeeNov 06, 2024 16:31:09
Laudoha, West Bengal:

কয়েক দফা দাবিকে সামনে রেখে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে বিক্ষোভ দীশম আদিবাসী গাঁওতা সংগঠনের। বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে ব্লকের শতাধিক আদিবাসী সমাজের লোকেরা কয়েক দফা দাবিকে সামনে রেখে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন। দীশম আদিবাসী গাঁওতার রাজ্য সম্পাদক বুবুন মান্ডি জানান, "ব্লকের ভূমি রাজস্ব অফিসের দপ্তরে হয়েছে ঘুঘুর বাসা।

0
Report
Paschim Bardhaman713363blurImage

বৃদ্ধাশ্রমে আবাসিকদের মধ্যে ভাইফোঁটার আয়োজন কর্তৃপক্ষের

Somnath MukherjeeSomnath MukherjeeNov 03, 2024 12:56:28
Khandra, West Bengal:

অন্ডালের খান্দরা উদ্ববর্তন বৃদ্ধাশ্রমে হলো ভাইফোঁটার অনুষ্ঠান । হাজির থাকলেন অতিথিরা । দেওয়া হলো উপহার । ছিল মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ও । এদিন রবিবার প্রতিবছরের মত এ বছরও খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে ঘটা করে হলো ভাইফোঁটা অনুষ্ঠান।এবারে ৮ বছরে পদার্পন করল এই অনুষ্ঠান ।আবাসিকরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও আবাসিকদের পরিবারের সদস্যরাও । আবাসিক মহিলারা চন্দনের ফোঁটা দেন পুরুষ আবাসিক ও অতিথিদের কপালে।

0
Report
Paschim Bardhaman713363blurImage

প্রচন্ড বৃষ্টিতে ধসে তলিয়ে গেল আস্ত এক কুয়ো, আতঙ্কে পরিবারের লোকজন

Somnath MukherjeeSomnath MukherjeeOct 27, 2024 12:22:07
Kumardihi, West Bengal:

সাইক্লোন দানার প্রভাবে বিগত কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত রাজ্য সহ খনি অঞ্চল জুড়ে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। আর বৃষ্টি হলে খনি অঞ্চলে ধসের ঘটনা সামনে আসে। এবারে ধসের কারণে তলিয়ে গেল আস্ত এক কুয়ো। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামের বড়থান পাড়া এলাকায়।বাড়ির মালিক অভিজিৎ রায় চৌধুরী জানান, বেশ কিছুদিন ধরেই ওর পায়ে প্লাইনের পাইপ জ্যাম আসছিল। মিস্ত্রি রাখলে মিস্ত্রি নিরীক্ষণ করে বলেন কোন নিচে পাটে ফাটল ধরেছে।

0
Report
Paschim Bardhaman713363blurImage

কালীপুজো ও ছট পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠক পুলিশ প্রশাসনের

Somnath MukherjeeSomnath MukherjeeOct 26, 2024 15:47:57
Kumardihi, West Bengal:

কালীপূজা এবং ছট পূজায় কি কি প্রশাসনিক গাইডলাইন থাকছে তা নিয়েই শনিবার অন্ডাল থানায় এলাকার ছট পূজা ও কালী পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠক সারলেন অন্ডাল থানার পুলিশ প্রশাসন। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল পিন্টু সাহা,সি আইবি পিন্টু মুখার্জী অন্ডাল থানার আধিকারিক সহ অন্যান্য পুলিশ অফিসাররা ও এলাকার ছট পূজা ও কালী পূজা কমিটির সদস্যরা। পূজা কমিটি গলির সঙ্গে বৈঠক শেষে এসিপি অন্ডাল পিন্টু সাহা জানান, এই পুজো গুলিতে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর থাকছে পুলিশ।

0
Report
Paschim Bardhaman713321blurImage

জলের দাবিতে পথ অবরোধ, অন্ডালের খান্দরা বড়তলা এলাকায়

Somnath MukherjeeSomnath MukherjeeOct 24, 2024 10:02:43
Andal, West Bengal:

একদিকে সাইক্লোন দানার আতঙ্কে আতঙ্কিত রাজ্যবাসী, সাইক্লোনের রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টিপাত। ঠিক সেই মুহূর্তে জলেরই দাবিতে খান্দরা অন্ডাল যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল খান্দরার ডাঙ্গালপাড়া এলাকার পুরুষ ও মহিলারা। বৃহস্পতিবার সকাল ন'টা থেকে চলে পথ অবরোধ। পথ অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয় উখড়া- অন্ডাল প্রধান রাস্তার ওপর। অবশেষে পঞ্চায়েতের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।বিগত ১০ দিন জল না থাকায় চরম সমস্যায় পাড়ার শতাধিক মানুষ ।

0
Report
Paschim Bardhaman713321blurImage

ভূমিধসের আতঙ্ক: জামাবাদে আবারও বিপর্যয়!

Somnath MukherjeeSomnath MukherjeeOct 22, 2024 10:46:51
Andal, West Bengal:

রবিবার বিকেলে অন্ডালের পান্ডেশ্বর বিধানসভার কাজোরা এলাকায় জামাবাদ জংশনের কাছে আবারও ভূমিধসের ঘটনা ঘটেছে, স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, চলতি মাসে এমন ঘটনা ঘটেছে, ফলে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইসিএল কর্মকর্তারা মাটি দিয়ে গর্ত ভরাট করলেও বারবার ধসের ঘটনার পর পুনর্বাসনের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। সেখানে উপস্থিত বহুলা পঞ্চায়েত সদস্য কৃষ্ণ ভূঁইয়া অভিযোগ করেন যে ইসিএল আধিকারিকরা পুনর্বাসনের জন্য জনগণের বারবার দাবিতে উদাসীন ছিলেন।

0
Report
Paschim Bardhaman713322blurImage

ঝাড়খণ্ডের জাল লটারির বিরুদ্ধে পুলিশি অভিযান অন্ডাল পাণ্ডবেশ্বর এলাকায়

Somnath MukherjeeSomnath MukherjeeOct 21, 2024 14:46:28
Haripur, West Bengal:

অন্ডাল :-সোমবার অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির আইসি অভিজিৎ ভট্টাচাৰ্যর নেতৃত্বে বহুলার মতি বাজার, হরিপুর বাজার এছাড়াও এলাকার আরো অনেক ছোটখাটো বাজারে ঝাড়খণ্ডের জাল লটারি টিকিট বিক্রির বিরুদ্ধে অভিযান চালালো। পুলিশ সূত্রে জানা যায় এই এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের কোনও জাল লটারির হদিস পাওয়া যায়নি

0
Report
Paschim Bardhaman713363blurImage

নারী চিকিৎসকের সঙ্গে সহিংস মামলার বিচার দাবিতে সমাজের ৪৫ শ্রেণির অনশন!

Somnath MukherjeeSomnath MukherjeeOct 21, 2024 09:03:50
Khandra, West Bengal:

আরজি কর-এ মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে রবিবার অন্ডালের খান্দারা শিবতলা মোড়ে ৪৫ জন সামাজিক শ্রেণীর প্রতিনিধিরা প্রতীকী অনশনে বসেন। অঞ্জন বাক্সী জানান, দুই মাস পেরিয়ে গেলেও ওই মহিলা চিকিৎসক এখনও বিচার পাননি। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন, যেখানে প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও অনশন চলেছে। এখন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।

0
Report
Paschim Bardhaman713321blurImage

দেবাশীষ দত্ত নিখোঁজ: সিংহারণ নদীর জলে ভেসে গেলেন সংগীত শিল্পী!

Somnath MukherjeeSomnath MukherjeeOct 18, 2024 17:55:53
Andal, West Bengal:

অন্ডালের সিংহারণ নদীর জলের তোড়ে দেবাশীষ দত্ত (55), একজন সংগীত শিল্পী, নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুর্গাপুরে সংগীতানুষ্ঠান শেষে শুক্রবার সকালে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে ব্রিজ পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে যান। তার স্কুটি উদ্ধার হলেও, দেবাশীষ বাবুকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ উপস্থিত হয়েছে।

0
Report
Paschim Bardhaman713322blurImage

অন্ডালের বীর হনুমান আতঙ্ক: চারজনকে কামড়ালো!

Somnath MukherjeeSomnath MukherjeeOct 17, 2024 14:39:51
Bahula, West Bengal:

অন্ডালের বহুলার দীঘির বাগান এলাকায় বুধবার রাত থেকে একটি বীর হনুমান আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে হনুমানটি চারজনকে কামড়ানোর পর স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। বন বিভাগের কর্মীরা হনুমানটি ধরার চেষ্টা করলেও, একজন কর্মীও আক্রান্ত হন। চতুর হনুমানটিকে ধরা যাচ্ছে না, ফলে স্থানীয়রা লাঠি সোটা হাতে আতঙ্কে ঘুরছেন। কিছু মানুষ মনে করছেন, হনুমানটি মানসিকভাবে সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে।

0
Report
Paschim Bardhaman713381blurImage

দুর্গাপুরে দুর্গা প্রতিমা নিরঞ্জনে হামলা: আহত ১০!

Somnath MukherjeeSomnath MukherjeeOct 15, 2024 17:40:15
Madhaipur, West Bengal:

সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের চন্দ্রডাঙ্গা গ্রামের মিতালী সংঘের ষোল আনার দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় হামলার ঘটনা ঘটে। ২৭ বছর ধরে এই পুজো চালিয়ে আসছেন গ্রামবাসীরা। ট্রাক্টরে দুর্গা প্রতিমা চাপানোর সময় কিছু দুষ্কৃতী পুজো কমিটির লোকেদের ওপর হামলা চালায়, যার ফলে প্রতিমার হাত ভেঙে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জনের অধিক আহত হয়েছে। উত্তেজনা বাড়ার কারণে ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

0
Report
Paschim Bardhaman713385blurImage

আবার লাউদোহার ফরিদপুর থানা এলাকায় চুরি, আতঙ্ক এলাকায়

Somnath MukherjeeSomnath MukherjeeOct 15, 2024 16:00:22
Laudoha, West Bengal:

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। চলতি মাসে এলাও দেওয়ার ফরিদপুর থানা এলাকায় বেশ কয়েকটি পরপর চুরির ঘটনা সামনে আসে। এবার চুরির ঘটনা ঘটলো লাউ দোহার এমআইসি মোড় সংলগ্ন রাস্তার ওপর সোনা রুপার দোকানে। প্রত্যেক দিনের মতোই মঙ্গলবার নিজের দোকান খুলতে দোকান মালিক রাহুল চৌধুরী। দোকানে সদর দরজার তালা খুলে ও দোকান খুলতে না পারায় সন্দেহ হয় পিছন দিকে গিয়ে দেখেন দোকানের পিছন দিকে সিন্দ কেটে চোরেরা চুরি করে চম্পট দিয়েছে। ঘটনাস্থলে তদন্তের জন্য এসেছেন লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।

0
Report
Paschim Bardhaman713321blurImage

অন্ডালে কোলিয়ারির গোডাউনে চুরি, আতঙ্কিত শ্রমিকরা

Somnath MukherjeeSomnath MukherjeeOct 14, 2024 06:43:25
Andal, West Bengal:

অন্ডালের কাজোড়া এরিয়ার ইস্ট কোলিয়ারির গোডাউনে সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা গোডাউনের ছাদ ফুটো করে এসডি এল-এর দামি যন্ত্রাংশ ও বেশ কয়েকটি দামি পাম্প চুরি করে নিয়ে যায়। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে, কোলিয়ারিতে বারবার চুরির ঘটনার কারণে খনি শ্রমিকরা আতঙ্কিত। কেন্দ্রীয় সংস্থা ইসিএল-এর সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিআইএসএফের হাতে থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে, যা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে।

0
Report
Paschim Bardhaman713381blurImage

লাউদোহায় ৪৭তম দুর্গাপূজা: বিধায়ক উদ্বোধন করলেন মণ্ডপ!

Somnath MukherjeeSomnath MukherjeeOct 08, 2024 10:14:01
Madhaipur, West Bengal:

লাউদোহায় সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কলিয়ারীর সার্বজনীন দুর্গা পূজা কমিটির মণ্ডপের উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পূজা কমিটির সম্পাদক কাঞ্চন ঘোষ জানান, এবছর তাদের পূজার ৪৭তম বর্ষ। মণ্ডপটি কর্নাটকের মহীশূরের ইসকনের নব বৃন্দাবন ধামের আদলে তৈরি হচ্ছে এবং আনুমানিক খরচ ১০ লক্ষ টাকা। পূজার চার দিন মণ্ডপ সংলগ্ন প্রাঙ্গণে বিভিন্ন বিচিত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

0
Report
Paschim Bardhaman713363blurImage

নিরাপত্তা রক্ষীদের ঘরে তালা বন্ধ করে দুঃসাহসিক ডাকাতি খনিতে

Somnath MukherjeeSomnath MukherjeeOct 08, 2024 02:02:59
Kumardihi, West Bengal:

পাণ্ডবেশ্বর:- পুজোর মুখে আবারো চুরির ঘটনায় আতঙ্ক ছড়ানো এলাকায়। ইসিএল এর নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটা ঘরে তালা বন্ধ করে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল দুষ্কৃতি দল। ঘটনাটি ঘটেছে গত রাতে পাণ্ডবেশ্বর বিধানসভার বাঁকোলা এরিয়ার তিলাবনী কলিয়ারীতে। এমডিও প্রোজেক্টের দরুন কিছুদিন হল বন্ধ হয়েছে বাঁকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারির উৎপাদন। আর সে কারণেই সংশ্লিষ্ট খনিতে কমেছে শ্রমিকদের সংখ্যা।

0
Report
Paschim Bardhaman713381blurImage

সততার নজির, পাণ্ডবেশ্বর বাজারে কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ মহিলার হাতে ফিরিয়ে দিল দুই সিভিক

Somnath MukherjeeSomnath MukherjeeOct 08, 2024 02:00:18
Pandaveswar, West Bengal:

পাণ্ডবেশ্বের :গতকাল সন্ধ্যায় পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কেন্দ্রার দু নম্বর এলাকার বাসিন্দা ফুল ধরা বাউড়ি পাণ্ডবেশ্বর বাজারে এসেছিল পুজোর কেনাকাটার করার জন্য । বাজারের ভিড়ের মধ্যে তার ব্যাগ হারিয়ে যায়। এবং সেই ব্যাগ কুড়িয়ে পায় পাণ্ডবেশ্বর বাজারে ডিউটিতে থাকা দুই সিভিক ভলেন্টিয়ার মহম্মদ সালমান খান ও শেখ সাবীর আলী। ব্যাগের মধ্যে ছিল আট হাজার একশো টাকা । ব্যাগ সহ ওই টাকা ফিরিয়ে দেয় ঐ মহিলার হাতে । হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে খুশি ওই মহিলা।

0
Report
Paschim BardhamanPaschim BardhamanblurImage

পাণ্ডবেশ্বরে পুজোর আগে চুরির আতঙ্ক, লক্ষাধিক টাকার যন্ত্রাংশ লুট!

Somnath MukherjeeSomnath MukherjeeOct 07, 2024 09:08:41
Kumardihi, West Bengal:

পাণ্ডবেশ্বরে পুজোর আগে আবারও চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ইসিএলের নিরাপত্তা রক্ষীদের অস্ত্র দেখিয়ে, বাঁকোলা এরিয়ার তিলাবনী কলিয়ারীতে একটি ঘর তালাবদ্ধ করে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ চুরি করে পালিয়ে গেছে দুষ্কৃতী দল। বাঁকোলা এরিয়ার সিকিউরিটি ইনচার্জ সরোজ ব্যানার্জি জানান, নিরাপত্তারক্ষীরা ঝুঁকি নিয়ে কাজ করলেও, ইসিএলের ম্যানেজমেন্ট তাদের নিরাপত্তার বিষয়ে কোনও মনোযোগ দিচ্ছে না। দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করছে।

0
Report
Paschim Bardhaman713385blurImage

পুজোর শুরুতেই তালা বন্ধ ঘরে চুরির ঘটনা,আতঙ্ক এলাকায়

Somnath MukherjeeSomnath MukherjeeOct 06, 2024 07:59:44
Laudoha, West Bengal:

দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিজুরি গ্রামে এক ইসি এল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। ঘটনায় আতঙ্ক এলাকায়, ঘটনার যে বেশ কিছুক্ষণ বালিজুরি মাধাইপুর রাস্তা অবরোধ করলো স্থানীয়রা। ঘটনাস্থলে লাউ দোহার ফরিদপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে বাড়ির কর্তি রানু মুখার্জী জানান, গতকাল তারা পাশেই তার বোনের বাড়িতে গিয়েছিলেন। আর সেই কারণে বাড়িতে তালা বন্ধ ছিল। রবিবার সকালে বাড়ির সদর দরজার তালা খুলে দেখেন, ভেতরে সমস্ত কিছু লন্ডভন্ড। আলমারি থেকে সমস্ত কিছু ভেঙ্গে চুরে লুট করেছে চোরের দল।

0
Report
Paschim Bardhaman713363blurImage

পুকুরের ঘাট ধ্বংস, পূজা কমিটির ক্ষতির অভিযোগ!

Somnath MukherjeeSomnath MukherjeeOct 05, 2024 12:35:41
Kumardihi, West Bengal:

পাণ্ডবেশ্বরের ওসিপি কলোনির ছট পূজা কমিটির অভিযোগ, ইসিএল পরিত্যক্ত মাটি ফেলে রাখার কারণে পুকুরটির ঘাট ধ্বংস হচ্ছে এবং পুকুরটি ভগ্নদশায় পরিণত হয়েছে। পূজা কমিটির সদস্য অশোক চ্যাটার্জী জানান, পুকুরে মাছ ছেড়ে বিক্রি করে ছট পূজার খরচ চালানো হয়, কিন্তু মাটির চাপে পুকুরের ঘাট ভেঙে পড়ছে এবং মাছও নষ্ট হচ্ছে। গত বছর পূজা কমিটিকে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তারা দাবি করেছে, ইসিএল অবিলম্বে পুকুরটি সংস্কার করে ঘাট নির্মাণের ব্যবস্থা করুক।

0
Report
Paschim Bardhaman713378blurImage

"বসন পরো মা" অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের হাতে নতুন বস্ত্র উপহার তৃণমূলের

Somnath MukherjeeSomnath MukherjeeOct 03, 2024 12:03:01
Pandaveswar, West Bengal:

পাণ্ডবেশ্বর:- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও "বসন পরো মা" অনুষ্ঠানের মাধ্যমে পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অঞ্চলে প্রায় ৪২০০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি রামনগর তিন নম্বর কোলিয়ারি ময়দানে অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর্থিকভাবে অস্বচ্ছলসহ প্রায় সকল মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, এবং কেন্দ্রা অঞ্চল তৃণমূল সভাপতি জীবন ধীবর প্রমুখ।

0
Report
Murshidabad742184blurImage

আবারও ধসের আতঙ্ক পাণ্ডবেশ্বরের নবগ্রাম অঞ্চলে,আই সি ডি এস সেন্টারে আশ্রয় নিল পরিবার

Somnath MukherjeeSomnath MukherjeeOct 03, 2024 10:18:20
Nabagram, West Bengal:

চলতি মাসেই অন্ডালের দুটি জায়গায় পর পর ধসের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এবার আবার সেই ধসের ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রামের মুসলিম পাড়ায়। একেবারে ঘরের মেঝেতে বড় আকারের দুটি গর্ত সৃষ্টি হয়েছে। বাড়ীর মালিক ছবি খাতুন, শেখ রসু জানান, বুধবার রাতে হটাৎ করে একটা শব্দ হয় তারপরই দেখা যায় ঘরের মেঝেতে দুটি জায়গায় বড় আকারের দুটি গর্তের সৃষ্টি হয়।বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ঘরটির সামনে দাঁড়িয়ে সিরাজ বলেন শেখ রাসুর বাড়িতে ধসের ঘটনাটি সোনপুর বাজারি প্রজেক্টের আধিকারিকদের জানানো হয়েছে।

0
Report
Paschim Bardhaman713363blurImage

উখড়া যোগা সেন্টারের উদ্যোগে ইন্টারক্লাব যোগাসন প্রতিযোগিতা

Somnath MukherjeeSomnath MukherjeeOct 03, 2024 05:38:07
Ukhra, West Bengal:

দুর্গাপুর সাব ডিভিশন যোগা অ্যাসোসিয়েশন অনুমোদিত উখরা যোগা সেন্টারের উদ্যোগে আয়োজিত হল একদিনের ইন্টার ক্লাব যোগাসন প্রতিযোগিতা । বুধবার প্রতিযোগিতাটি হয় অন্ডাল ব্লকের উখরা কমিউনিটি হলে । ৮ টি বিভাগে অংশ নিয়েছিল ৩০০ প্রতিযোগী । সকল প্রতিযোগীদের শংসাপত্র ও পুরস্কার দেওয়া হয় । প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন অন্ডাল ব্লকের বিডিও দেবাঞ্জন দত্ত । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিএলের বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু, সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা

0
Report
Paschim Bardhaman713363blurImage

পুজোর মুখে দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা

Somnath MukherjeeSomnath MukherjeeOct 02, 2024 05:23:23
Ukhra, West Bengal:

দুর্গাপুরের "আনন্দমেলা চ্যারিটেবল" সোসাইটি নামে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অন্ডাল থানার অন্তর্গত বিশ্বেশ্বরী কোলিয়ারি এলাকায় প্রায় ৩০০ জন দুঃস্থ মহিলার হাতে এই পুজোয় নতুন বস্ত্র হিসাবে নতুন কাপড় উপহার হিসাবে তুলে দিলেন। সংস্থার সভাপতি জানান," বস্ত্র বিতরণ নয় আনন্দ বিতরণ করতে এসেছেন"। দুর্গাপূজায় সকলেই আনন্দে কাটাক, সকলের হাতে নতুন বস্ত্র পৌঁছে যাক। তিনি বলেন তাদের সংস্থা সারা বছরই কোনো না কোনো সামাজিক কর্মে যুক্ত থাকে। 

0
Report