ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন ড্যাম্প থেকে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ায় বন্যা পরিস্থিতি অন্ডাল এলাকায়
জামুরিয়ার 19 নম্বর জাতীয় সড়কের পাশে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু , খুনের অভিযোগ মৃতার পরিবারের
শনিবার অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওর জামবাদ এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য । বাঁকুড়ার মাচান তলার বাসিন্দা সঙ্গীতা দাস এর বিয়ে হয়েছিল অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওর জামবাদ এলাকার বাসিন্দা সৌমিত্র দের সাথে । গত এপ্রিল মাসে তাদের বিয়ে হয়, বিয়ের পর থেকে ই সঙ্গীতা দের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো বলে অভিযোগ পরিবারে । সঙ্গীতাকে চাপ দেয়া হতো বাবার ঘর থেকে টাকা পয়সা আনার জন্য । শনিবার ১১ টা নাগাদ শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়
প্রবল বর্ষণের জেরে রাস্তার উপর উপড়ে পড়লো বিশাল গাছ। বন্ধ যান চলাচল
টানা লাগাতার দুদিনের বর্ষণে শিল্পাঞ্চলে জনজীবন ব্যাহত। প্রবল বর্ষণে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। পাশাপাশি বিভিন্ন জায়গায় পড়েছে গাছ। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালতের প্রধান রাস্তার উপর গাছ পড়ে বিপত্তি। রবিবার আনুমানিক সকাল দশটা থেকে বন্ধ যান চলাচল। রবিবার ছুটির দিন হওয়ায় আদালত চত্বরে ভিড় না থাকার কারণে কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে স্থানীয়দের।
সাত সকালের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, সৌভাগ্যবশত কোন প্রাণহানির খবর নেই
পাণ্ডবেশ্বর :- গত দুদিন ধরে নিম্নচাপের কারণে রাজ্যে জুড়ে হচ্ছে প্রবল বৃষ্টিপাত।খনি অঞ্চলেও বৃষ্টির সঙ্গে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। প্রত্যেক দিনের মত রবিবারও যাত্রী বোঝাই করে বীরভূমের কুণ্ডহীত থেকে বেনাচিতি গামী বড় যাত্রীবাহী বাস আসছিল দুর্গাপুরের বেনাচিতির অভিমুখে। পাণ্ডবেশ্বর এর গোবিন্দপুর মোড়ের সামনে এলেই ঘটে বিপত্তি। রাস্তার পাশেই বৈদ্যুতিক তার সংযুক্ত করার জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাস্তায় ধস কবলিত স্থান মাটি ও পাথর দিয়ে ভরাট করল ই সি এল
বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের
অবশেষে অবৈধ টোটোর ওপর প্রশাসনের কড়াকড়ি
অবশেষে অবৈধ টোটোর ওপর প্রশাসনের কড়াকড়ি। জাতীয় সড়কের ওপর দিয়েই টোটো যাতায়াত করলেই পুলিশ করছে আটক বলে অভিযোগ। ঘটনায় অন্ডালের কাজোড়া মোড়ে টোটো চালকরা হরতালে নেমেছেন। প্রায় ২০০ জন টোটো চালক টোটো দাঁড় করিয়ে আন্দোলনের শামিল। টোটো চালকদের দাবি, পুলিশ ও আরটিও তরফে টোটো আটক করা হচ্ছে, বলা হচ্ছে রেজিস্ট্রেশন করানোর জন্য যাতে লাগছে প্রায় ৩০ হাজার টাকা বলে টোটো চালকরা জানান। টোটো চালকরা বলছেন, তাদেরকে সঠিক নিয়ম-কানুন বুঝিয়ে দেওয়া হোক কোন রুটে তারা টোটো চালাতে পারবেন।
লায়ন্স ক্লাব অফ উখড়া গ্রেটারের চতুর্থ বোর্ড গঠন কর্মসূচি
অন্ডালের গুলমোহর ক্লাবে রবিবার রাতে লায়ন্স ক্লাব অফ উখড়া গ্রেটারের চতুর্থ বোর্ড গঠন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন সমাজসেবী সোমা রায়চৌধুরী। তিনি বলেন, "লায়ন্স ক্লাব অফ উখড়া গ্রেটার বিগত দিনে সমাজ উন্নয়নমূলক কাজ করেছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ও ক্লাবের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।" অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্যদের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুলিশ দিবস উপলক্ষে মহিলা একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজরা ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। লাউ দোহার ফরিদপুর থানা ও পাণ্ডবেশ্বর থানার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি ও সমিতির সভাপতি কল্যাণ সৌ মণ্ডল উপস্থিত ছিলেন। চূড়ান্ত খেলায় দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাব ও গৌরবাজার মহিলা ফুটবল দল মুখোমুখি হবে।
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষনের প্রতিবাদে বিজেপির চাক্কা জাম কর্মসূচি
অন্ডাল বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার দুই ব্যক্তিকে আজ আদালতে তোলা হলো
অন্ডাল বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র সমেত ধৃত দুই ব্যক্তিকে শুক্রবার সকালে গ্রেপ্তার অন্ডাল থানার পুলিশ দুর্গাপুর মহাকুমা আদালতের তোলে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য পেতে পুলিশ মহামান্য আদালতের কাছে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানাবে বলে জানা যায়।। অন্যদিকে আগ্নেয়াস্ত্র কাণ্ডে গ্রেপ্তার মোঃ ইকবালের ভাই মোহাম্মদ ইফতিকার জানান, তার ভাই নির্দোষ কেউ ষড়যন্ত্র করে তার ভাইয়ের ব্যাগে আগ্নেয়াস্ত্র ভরে দিয়েছে। তিনি বলেন বিষয়টা বিচারাধীন পুলিশ তদন্ত করছে।
অন্ডাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে উদ্ধার একটি দেশি রিভলভার ও কার্তুজ
অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। যাত্রীর সাথে থাকা ল্যাগেজ থেকে উদ্ধার হল দেশি রিভলবার ও কার্তুজ। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ধৃত দু' জন বীরভূমের বাসিন্দা বলে খবর। বৃহস্পতিবার মুম্বাই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মোহাম্মদ ইকবাল নামের দুই যাত্রী। বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা তারা বলে প্রাথমিক ভাবে জানা গেছে । ঘটনা তদন্ত শুরু হয়েছে।
গুমটি দোকানে চুরি করে লাগানো হলো আগুন, এলাকায় আতঙ্ক
পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বসে আঁকো প্রতিযোগিতা
বাংলা পক্ষ পাণ্ডবেশ্বর শাখার পক্ষ থেকে জে এম এসের জেনারেল ম্যানেজার কে স্মারকলিপি
পাণ্ডবেশ্বরে সোমবার সকাল ১১ টার দিকে কুমারডিহি এ বি পিট কোলিয়ারীর কন্টিনিউয়াস মাইনর প্রজেক্টে কয়লা উত্তোলনের বরাত পাওয়া বেসরকারি সংস্থা জে এম এসের জেনারেল ম্যানেজারকে দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে পাণ্ডবেশ্বর শাখার বাংলা পক্ষ। বাংলা পক্ষের ভাস্কর মুখার্জি জানান, জে এম এস এই প্রকল্পের জন্য বাইরে থেকে লোক এনে কাজ করাচ্ছে, যা এলাকার মানুষের জন্য বঞ্চনার কারণ। তিনি অভিযোগ করেন, উড়িষ্যার মতো বাংলাতেও স্থানীয় লোকদের উপেক্ষা করা হচ্ছে এবং এ কারণে তারা বঞ্চিত হচ্ছেন।
পুলিশ দিবসের দিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্মদিন পালন
আজ পুলিশ দিবস আর এই পুলিশ দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্মদিন পালন করলেন অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম জন্মদিনে কেক কাটার সাথে উখড়া ফাঁড়ির পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতার র্যালি করা হলো উখড়া এলাকায়। পাশাপাশি আজকের এই বিশেষ দিনে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল পুলিশের তরফে। উখড়া ফাঁড়ি ও ফরিদপুর ব্লকের বর্ডার এলাকায় বৃক্ষরোপন করলেন পুলিশকর্তারা।
বিজেপি নেতা জিতেন্দ্র "গ্রাম যায় প্রোগ্রামে" অভাবীদের সম্বোধন করেছিলেন
লাউদোহা পঞ্চায়েতের ঝাঁজরা গ্রামে শনিবার বিজেপির পক্ষ থেকে শিব মন্দিরে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়। এই পথ সভায় গ্রামের দুঃস্থ মানুষদের 20টি ত্রিপল এবং এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হল। এবং পড়াশোনায় তাঁদের যথাসাধ্য পাশে থাকার বার্তা দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । সভা শেষ হওয়ার পর বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি স্থানীয় বিজেপি নেতা সুজন সূত্রধরের বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া করেন। জিতেন্দ্র বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থক রা।
পশ্চিম বর্ধমান বীরভূম সীমান্তে পুলিশের নাকা তল্লাশি
পাণ্ডবেশ্বর:- এলাকায় কোনরকম দুষ্কৃতি কার্যকলাপ রুখতে পাণ্ডবেশ্বরে পশ্চিম বর্ধমান বীরভূম সীমান্তে নাকা তল্লাশি পুলিশের। ১৯ নম্বর জাতীয় সড়ক পাণ্ডবেশ্বর এর অজয় নদীর ব্রিজ সংযুক্ত করেছে বীরভূম ও পশ্চিম বর্ধমান কে। শনিবার অজয় নদীর ব্রিজের কাছে পুলিশের নাকা তল্লাশি অভিযান। জাতীয় সড়কের ওপর দিয়ে সন্দেহভাজন কোন গাড়ি দেখলেই তা দাঁড় করিয়ে হচ্ছে তল্লাশি। পাশাপাশি দেখা হচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র। পুলিশ সূত্রে জানা যায় রুটিন মাফিক নাকা তল্লাশির এই অভিযান পুলিশ প্রায়শই করে থাকে।
জামুড়িয়ায় জানালা ভেঙে সোনা-টাকা চুরি, এলাকায় আতঙ্ক
জামুড়িয়ার ডোবরানা গ্রামে মিলন ঘোষের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার রাতে ঘরের জানালার গ্রিল ভেঙে চোরেরা প্রায় ১৬ ভরি সোনার গহনা ও ৩০ হাজার টাকা নগদ চুরি করে নিয়ে গেছে। অন্যান্য চুরির ঘটনার থেকে এটি ভিন্ন, কারণ বাড়িতে লোক থাকা সত্ত্বেও চোরেরা অপরাধ সংঘটিত করেছে। বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা জানতে পারে। জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
দুর্গাপুরে বেনাচিতি বাজারে বন্ধ কে ঘিরে তুমুল উত্তেজনা তৃণমূল বিজেপির মধ্যে
বন্ধের বিরোধিতায় তৃণমূলের মিছিল উখড়ায়
সোমনাথ মুখার্জি অন্ডাল গতকাল কলকাতায় আরজিকর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে ও রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন ধুন্ধুমার কান্ড ঘটে। গ্রেফতার করা হয় বহু ছাত্র নেতাকে। নিঃশর্ত তাদের মুক্তি দাবিতে আজ ১২ ঘন্টা বাংলা বন্ধ ডাকে বিজেপি। এই বন্ধ অবৈধ ঘোষণা করে তৃণমূল ও প্রশাসন। তাই বুধবার সকাল থেকেই অন্ডালের উখড়া বাজারে বন্ধের বিরোধিতায় বাজার খোলার দাবিতে মিছিল করে তৃণমূল কংগ্রেস।
DYFI ও SFI ছাত্রনেতার মৃত্যু বার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান শিবির
DYFI এবং SFI ছাত্র নেতা সোমনাথ সরকার, খান্দারা, অন্ডালের বাসিন্দা, 2005 সালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরের মতো এ বছরও DYFI ও SFI খান্দারা শাখা রক্তদান শিবিরের আয়োজন করেছে। যদিও এই বছর তার 18তম বছর, এই ঘটনা এখনও তার। প্রতি বছর একটি করে গাছের চারা স্বেচ্ছায় রক্তদাতাদের দেওয়া হয়। এদিন মোট ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। সিপিআইএম নেতা অঞ্জন বক্সি জানান, সংগৃহীত রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালে যাবে।
চাকরির দাবিতে কোলিয়ারি চাঁকের কাছে ধর্মঘটে বসেন এক মহিলা
প্রায় 10 বছর আগে, অন্ডালের লক্ষীরাম মাঝি নামে এক ব্যক্তি ইসিএল-এর পাদশকোল ইস্ট ওয়েস্ট কোলিয়ারিতে কাজ করতেন। আকস্মিক দুর্ঘটনায় লক্ষী মারা যান। ইসিএলের নিয়ম অনুযায়ী স্বামীর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার পরিবারের একজন সদস্য চাকরি পান। কিন্তু স্বামীর মৃত্যুর ১০ বছর পেরিয়ে গেলেও চাকরি পাননি মৃত স্বামীর স্ত্রী মাদানী মিত্তা। তিনি জানান, দশ বছর ধরে তিনি বারবার কলিয়ারি কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন। মাদানী মিঠাই দাবি করেন, চাকরি না পাওয়া পর্যন্ত তার ধর্মঘট চলবে।
ঝাঁঝরা কোলিয়ারীতে কয়লা চাপায় ঠিকা শ্রমিকের মৃত্যু, দুই আহত
দুর্গাপুরের ফরিদপুর ব্লকে ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারীর থ্রি ফোর ইউনিটে এক দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিক নির্মল ভুইয়া (19) একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করতেন। শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ খনির নিচে কয়লার চাল চাপা পড়ে তিনি। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আরও দুই সহকর্মী গুরুতর আহত হয়েছেন। নির্মল প্রতিদিনের মতো সেদিনও নিয়মিত কাজে যোগ দিয়েছিলেন। তিনি মেশিনারির মাধ্যমে কয়লা উত্তোলনের কাজে নিযুক্ত ছিলেন।
জামুড়িয়ায় ফের খনি ধস, আতঙ্কিত এলাকাবাসী
জামুড়িয়ায় খনি এলাকার ধস অব্যাহত। শুক্রবার রাতে কেন্দা এরিয়ার তিন নম্বর ধাওড়া পাড়ায় বিশাল আকারের ধস দেখা দেয়। কালো বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল। হরিপুর এলাকায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসনের দাবিতে অন্ডালের কেন্দা এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ইসিএল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।