Back
Paschim Bardhaman713322blurImage

চালকের মৃত্যু: ক্ষতিপূরণ দাবি করে পরিবার ও স্থানীয়দের বিক্ষোভ!

Somnath Mukherjee
Sept 30, 2024 12:07:48
Bahula, West Bengal

চলতি বছরের ২৪ মে জামুড়িয়া থানা এলাকার কোলিয়ারি এলাকায় পিট ম্যানেজার তার চালককে আম লাগাতে বাধ্য করেন। যেখানে আম গাছ থেকে পড়ে প্রাণ হারান চালক, এরপর তার পরিবার ও স্থানীয় লোকজন বিক্ষোভ করে। নিহতের স্ত্রী জানান, ঠিকাদার পরিবারের একজন সদস্যকে চাকরি এবং ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চাকরি নিশ্চিত হলেও ৪ মাস পার হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com