মাজার শরিফে দর্শন করতে এসে নদীতে স্বান করতে নেমে তলিয়ে গেল বাবা ও দুই ছেলে। সারারাত তল্লাশি চালিয়ে বাবা ও এক ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী দল। একজনের খোঁজে চলছে নদীতে তল্লাশি। নদীতে তলিয়ে যাওয়া বাবা ও ছেলের দেহ উদ্ধার করে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। অন্যদিকে ডিভিসি দুই জলাধার থেকেও জল ছাড়া হচ্ছে বুধবার সকাল থেকে ১৮ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ডিভিসি জল ছাড়ার কারণে দামোদর নদের জলস্তর বেড়ে যাওয়ায় উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে উদ্ধারকারী দলের বলে অভিযোগ।
মাজার শরিফে বাবা ও এক ছেলের দেহ উদ্ধার
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
ডিভিসির জল ছাড়ায় বন্যা বিধ্বস্ত হয়েছে কাড়ারিয়া, নছিপুর সহ পুরো হুগলি জেলা। বন্যার ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন এবং তাদের জীবনে প্রচণ্ড অসুবিধা সৃষ্টি হয়েছে।
বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। শহরের দূর্গা পূজা মন্ডপ গুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজোর আনন্দ উপভোগ করতে পারেন, যানজট মুক্ত ভাবে মণ্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে পারে, তা নিশ্চিত করতেই এদিন বালুঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সরোজমিনে খতিয়ে দেখে পুলিশ। এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পথে নামেন।
পদ্ম ফুলের জোগান নেই বাঙালির শ্রেষ্ঠ দূর্গা পুজোতে। ফলে বিপাকে পজো উদ্যোক্তারা। পুজোয় জেলায় পদ্মের ঘাটতি মেটাবে হিমঘরে মজুত করে রাখা পদ্মফুল। পুজোর প্রায় একমাস আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মফুল সংগ্রহ করে মালদহে হিমঘরে মজুত শুরু হয়েছে। দুর্গা পুজো থেকে কালীপুজো পর্যন্ত বাজারে পর্যাপ্ত পদ্মের যোগান দিতে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক পদ্মফুল হিমঘরে মজুত করেছেন মালদহের বেশ কিছু পদ্মফুল ব্যাবসায়ী। তাঁরা মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল সংগ্রহ করে নিয়ে আসছেন।
মহিলাদের নিরাপত্তা আরো দৃঢ় করতে খড়গপুর স্টেশনে মোতায়েন হল "পিঙ্ক মোবাইল টিম"। বিভিন্ন জায়গা থেকে রেলের যাত্রীরা খড়গপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন। মহিলাদের যাতে কোন ইভটিজিং এর শিকার হতে না হয় তা দেখবে এই পিঙ্ক মোবাইল টিম। তাছাড়াও বিভিন্ন সময় দেখা গেছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষরা ইচ্ছাকৃতভাবে উঠে মহিলাদের উত্যক্ত করেছে। এই সমস্ত ঘটনা যাতে না ঘটে এবং মহিলা রেল যাত্রীদের সুরক্ষা আরো দৃঢ় করতে খড়গপুর জিআরপির পক্ষ থেকে " পিঙ্ক মোবাইল টীম" গঠন করা হয়েছে।
গত তিন দিনের টানা নিম্নচাপের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের বিভিন্ন এলাকা হয়েছে জলমগ্ন। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে নদীর জলে। কেশপুরের ১৫ নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর সহ আশেপাশের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।শতাধিক মানুষ ঘর ছেড়ে আশ্রয় নেমেছে বিভিন্ন ত্রাণ শিবির এবং কেউ কেউ আশ্রয় নিয়ে এসে নিরাপদ স্থানে। বন্যা পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম ও ত্রাণ শিবির। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক সাহায্য পাচ্ছেন না
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অভিক দে, যিনি সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর-এর সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন। হাসপাতালের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের মঞ্চের ছবি পোস্টার আকারে লাগানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিক দে চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন। এই ঘটনায় জুনিয়র চিকিৎসকরা জানতে চাচ্ছেন, অভিক দে কেন মালদা মেডিকেল কলেজে আসতেন।