Back
Basudeb Chatterjee
Paschim Bardhaman713302blurImage

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ডিভিসির কর্মীরা একদিনের বেতনের টাকা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeSept 26, 2024 10:20:13
Asansol, West Bengal:

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ডিভিসির প্রায় সমস্ত কর্মীরা তাদের একদিনের বেতনের টাকা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।। ডিভিসি কর্তৃপক্ষ তাদের কর্মীদের কাছে একদিনের বেতনের টাকা পশ্চিমবঙ্গ এর মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়ার জন্য আপিল করেছে। ডিভিসির আপিলে সাড়া দিয়ে বেশিরভাগ কর্মচারীরা একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্যায় দুর্গতদের সাহায্যার্থে ডিভিসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের সাধারণ মানুষ।

0
Report
Paschim Bardhaman713301blurImage

সিআইএসএফ এর মার খেয়ে একজন মারা গিয়েছে আর একজন আসানসোল জেলা হাসপাতালে ভর্তি।

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeSept 09, 2024 11:15:49
Asansol, West Bengal:

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়া দুই যুবক সিআইএসএফের হাতে বেধড়ক মার খেয়েছে। অভিযোগ অনুযায়ী, মারধরের পর দুই যুবককে কারখানার বাইরে ফেলে দেওয়া হয়। এক যুবক মারা গেছে এবং অপরজন আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

0
Report
Paschim Bardhaman713302blurImage

আসানসোল সদরের ৭ টি বিডিও অফিসে ধরনা অবস্থানে বিজেপি

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeSept 04, 2024 16:20:52
Asansol, West Bengal:
আর জি করের ঘটনাকে সামনে রেখে আসানসোল সদরের ৭ টি বিডিও অফিসে ধরনা অবস্থানে বিজেপি কর্মীরা। বিজেপি জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় স্থানীয় বারাবনি বিডিও অফিসের গেট বন্ধ করে ধরনায় বসে আছে তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে।। বাপ্পা চট্টোপাধ্যায় বলে আর জি করের ঘটনাকে কেন্দ্র করে তারা আন্দোলনকে আরও বৃহত্তর করবে।। তারা চায় কোলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করুক। স্বাস্থ্য মন্ত্রীরও পদত্যাগ করুক।
0
Report
Paschim Bardhaman713302blurImage

অস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালালো রেল আবাসনে

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeSept 04, 2024 05:46:57
Asansol, West Bengal:

অস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালালো রেল আবাসনে। বুধবার ভোর রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দোমোহানি রেল কলোনিতে হয়েছে এই ঘটনাটি।বাড়িতে ছিল তার স্ত্রী ও তার দুই পুত্র সন্তান। রেল আবাসনের মূল দরজার তালা ভেঙে ও আলমারির তালা ভেঙে অবাধে তারা লুটপাট চালায়। বলেন আওয়াজ শুনে উঠে পড়তেই তাদের গলায় অস্ত্র দেখিয়ে।তারপর আলমারি ভেঙে সোনা ও চাঁদির গয়না ও নগদ টাকা মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে তারা চম্পট দেয়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

1
Report
Paschim Bardhaman713302blurImage

মাজার শরিফে বাবা ও এক ছেলের দেহ উদ্ধার

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeSept 04, 2024 05:01:02
Asansol, West Bengal:

মাজার শরিফে দর্শন করতে এসে নদীতে স্বান করতে নেমে তলিয়ে গেল বাবা ও দুই ছেলে। সারারাত তল্লাশি চালিয়ে বাবা ও এক ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী দল। একজনের খোঁজে চলছে নদীতে তল্লাশি। নদীতে তলিয়ে যাওয়া বাবা ও ছেলের দেহ উদ্ধার করে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। অন্যদিকে ডিভিসি দুই জলাধার থেকেও জল ছাড়া হচ্ছে বুধবার সকাল থেকে ১৮ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ডিভিসি জল ছাড়ার কারণে দামোদর নদের জলস্তর বেড়ে যাওয়ায় উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে উদ্ধারকারী দলের বলে অভিযোগ।

0
Report
Paschim Bardhaman713304blurImage

পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙ্গে দ্বিতীয় ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভে সামিল বিজেপি

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeSept 02, 2024 11:30:16
Asansol, West Bengal:

আরজি করের ঘটনার প্রতিবাদে পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙ্গে তারা দ্বিতীয় ব্যারিকেডের সামনে ধরনা অবস্থান বিক্ষোভে সামিল হয়।। দোষীদের শাস্তির দাবি ও রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পশ্চিম বর্ধমান জেলাশাসক অফিস ঘেরাও কর্মসূচীতে হয় উত্তেজনা। এদিন আসানসোল রবীন্দ্রভবন থেকে স্বামী বিবেকানন্দ স্মরনী হয়ে জেলা শাসকের দপ্তরে প্রতিবাদ মিছিল করে বিজেপি নেতাকর্মী সমর্থকরা যায়। উপস্থিত রয়েছেন বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দেবতনু ভট্টাচার্য প্রমূখ।

1
Report
Paschim Bardhaman713302blurImage

সাংসদ তহবিল থেকে নির্মিত একটি লাইব্রেরি, হলো উদ্বোধন

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeSept 01, 2024 15:43:16
Asansol, West Bengal:

আজ আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডে সাংসদ তহবিল থেকে নির্মিত একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছিল এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন তিনি। এই সময়ে আসানসোল পৌর কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি ছাড়াও প্রচুর সংখ্যক টিএমসি নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

0
Report
Paschim Bardhaman713302blurImage

আরজি কর কাণ্ড নিয়ে ডিওয়াইএফআই প্রথম দিন থেকে আন্দোলন করছে : মীনাক্ষী

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 30, 2024 05:30:25
Asansol, West Bengal:

আরজ করকন্ড নিয়ে ধরনা ও অবস্থান-বিক্ষোভ করল সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিউ সহ অন্যান্য গণসংগঠন। এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের যুব সভানেত্রী মিনাক্ষি মুখোপাধ্যায়। যেভাবে আরজি করে রাতারাতি বাথরুম ভাঙ্গা হয়েছে, রেষ্ট রুমের দেওয়াল ভাঙ্গা হয়েছে। রাতারাতি মৃত দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল তা থেকেই বোঝা ঝাচ্ছে প্রমান লোপাটের চেষ্টা। দেওয়াল ভাঙ্গা আটকেছিলাম আমরাই। সরকার মোর ঘোরানোর অনেক চেষ্টা করছে পারবে। সরকার যা খুশি চেষ্টা করে নিক ওরা ভাই বন্ধু কাওকে বাঁচাতে পারবে না।

0
Report
Paschim Bardhaman713302blurImage

বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে রীতিমত উত্তেজনা, ভাঙ্গা হয় বেরিকেট

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 30, 2024 05:25:41
Asansol, West Bengal:

পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানা ঘেরাও কর্মসূচিতে রীতিমত উত্তেজনা। পুলিশের বেরিকেট কার্যত ভেঙে দেয় বিজেপির কর্মী ও সমর্থকেরা। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে হয় এই আন্দোলন।। আরজি কর কান্ড নিয়ে বিজেপির বাংলা বন্ধের দিন পুলিশের সামনে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির কর্মী ও সমর্থকদের লাঠি পেটা করেছে তাতে মাথা ফেটেভছিল বেশ কয়েকজনের। পুলিশের মাধ্যমে করা বেরিকেট কার্যত ভেঙে দেয় বিজেপি কর্মী ও সমর্থকরা। এই আন্দোলনকে রোখার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। 

0
Report
Paschim Bardhaman713304blurImage

আসানসোলে পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ করে

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 29, 2024 10:26:20
Asansol, West Bengal:

আসানসোলের জামুরিয়ার ইকরা শিল্প তালুকে একটি বেসরকারী কারখানায় কাজ করার সময় একজন শ্রমিক অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে লাশ কারখানার গেটের সামনে রেখে বিক্ষোভ শুরু করেন নিহতের পরিবার ও স্থানীয় লোকজন। বুধবার রাত থেকেই কারখানার গেটের সামনে লাশ ফেলে বিক্ষোভ শুরু হয়। কারখানা কর্তৃপক্ষের কোনো আশ্বাস ছাড়াই রাতভর বিক্ষোভ চলতে থাকে। এত দিন এই বিক্ষোভ চলার পরও কারখানার কর্মকর্তারা নিহতের পরিবারের সঙ্গে দেখা না করায় ক্ষুব্ধ পরিবার।

0
Report
Paschim Bardhaman713302blurImage

আরজি করের কাণ্ড নিয়ে এবার প্রতিবাদে নামলো আসানসোল বার অ্যাসোসিয়েশন

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 29, 2024 07:16:04
Asansol, West Bengal:

আরজি করের কাণ্ড নিয়ে এবার প্রতিবাদে নামলো আসানসোল বার অ্যাসোসিয়েশন। আইনজীবীদের এই এসোসিয়েশনের পক্ষ থেকে হয় এই আন্দোলন। আসানসোল বার অ্যাসোসিয়েশনের দপ্তর থেকে রবীন্দ্রভবন পর্যন্ত আছে এই প্রতিবাদ মিছিল হাতে ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে তারা দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানায়। আইনজীবীদের এই বারের সভাপতি বান্টি তেওয়ারি বলেন তদন্ত প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করে দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব সাজা দিক আদালত।

0
Report
Paschim Bardhaman713301blurImage

আরজি কর কান্ডের প্রতিবাদে এবার রেল কর্মচারীরা পথে নামল

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 27, 2024 09:29:39
Asansol, West Bengal:

আরজি কর কান্ডের প্রতিবাদে এবার রেল কর্মচারীরা পথে নামল। আসানসোল রেল ডিভিশনের দপ্তরে তারা জড় হয়ে মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমাকে শ্রদ্ধা জানায়। পাশাপাশি আর জি কর কান্ডে দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলে।। আসানসোল রেল ডিভিশনের পুর্ব রেল কর্মচারী সংঘের ডিভিশননের সম্পাদক রাজীব ঘোষ বলেন তারা আজ ডিভিশনের দপ্তরে প্রতিবাদ করলাম আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে রেল কর্মচারীরা যৌথভাবে।

0
Report
Paschim Bardhaman713302blurImage

নবান্ন অভিযানের জন্য বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত এলাকায় পুলিশের নাকা চেকিং

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 27, 2024 06:20:54
Asansol, West Bengal:

নবান্ন অভিযানের জন্য আসানসোলের কুলটির 19 নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোষ্টে বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত এলাকায় পুলিশের নাকা চেকিং। সমস্ত গাড়ি পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি যারা এই রাজ্যে আসছেন তাদের আধারকার্ড ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে।এদিন কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এই চেকিং করা হচ্ছে।

0
Report
Paschim Bardhaman713302blurImage

পুলিশ আটকালেও ট্রেনে করে হাওড়া চলে গেলো ছাত্রসমাজ

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 27, 2024 05:57:25
Asansol, West Bengal:
রেল স্টেশনে যাওয়ার পথে ছাত্র সমাজকে পুলিশ আটকালেও ট্রেনে করে হাওড়া চলে গেলো তারা। আরজি কর এর ঘটনার প্রতিবাদে ছাত্র সমাজের ডাকে জাতীয় পতাকা হাতে বিজেপি কর্মীদের নবান্ন অভিযানে যাওয়ার পথেই আন্দোলনকারীদের বাধা স্থানীয় পুলিশের বলে অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেল ডিভিশনের আসানসোল ও রানিগঞ্জ রেল স্টেশনে পৌঁছে পুলিশকে চমক দিয়ে যে কোন ট্রেনে চেপে হাওড়ার উদ্যেশে রওনা দেয় সকলেই।।
0
Report
Paschim Bardhaman713302blurImage

বিজেপি মহিলাদের নিরাপত্তার জন্য *প্রহরী* নামে অ্যাপ নম্বর চালু করেছে

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 21, 2024 05:34:22
Asansol, West Bengal:

মহিলাদের নিরাপত্তায় এক অভিনব উদ্যোগ নিল বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটি। *প্রহরী* নামে একটি অ্যাপ এবং হেল্পলাইন নম্বর চালু করেছে বিজেপি। কৃষ্ণেন্দু মুখার্জি আনুষ্ঠানিকভাবে এই ঘড়ি অ্যাপ এবং হেল্পলাইন নম্বর চালু করেছেন। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেছেন যে আসানসোলের কোনও মহিলা যদি অনিরাপদ বোধ করেন বা কোনও বিপদে পড়েন তবে তারা এই হেল্পলাইন নম্বরে কল করুন বা অ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন, তবে স্বেচ্ছাসেবকরা সেখানে অবিলম্বে পৌঁছে যাবেন।

0
Report
Paschim Bardhaman713302blurImage

আসানসোলে আরজিকর ঘটনার প্রতিবাদে বিশাল মিছিল

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 19, 2024 03:48:59
Asansol, West Bengal:

আসানসোলের ভগৎ সিং মোড়ে শিল্পাঞ্চলের সাধারণ মানুষ, মহিলা, যুবক ও যুবতীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে একত্রিত হন। তারা জিটি রোড ধরে কালীপাহাড়ির দিকে মিছিল করেন। প্রতিবাদে হিন্দু-মুসলিম সহ সকল ধর্মের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা একসাথে আন্দোলনে অংশ নেন।

0
Report
Paschim Bardhaman713302blurImage

ডার্বি ম্যাচ বাতিল, মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের একসঙ্গে প্রতিবাদ

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 19, 2024 03:45:49
Asansol, West Bengal:

রবিবার রাতে আসানসোলের বি এন আর মোড়ে রবীন্দ্রভবনের সামনে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা আর জি কর কাণ্ডের প্রতিবাদে একত্রিত হন। মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়ে তারা একসাথে বিচার দাবিতে সরব হন। সমর্থকরা অবাক যে দুই পক্ষ একসাথে প্রতিবাদে সামিল হয়েছে।

0
Report
Paschim Bardhaman713302blurImage

আসানসোলে অনুষ্ঠিত ইউনিভার্সাল যোগা স্পোর্টস লীগ

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 18, 2024 10:15:17
Asansol, West Bengal:

ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের বর্ধমান ডিভিশন যোগা স্পোর্টস লীগ আসানসোলের বার্নপুর ভারতী ভবনে অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ও বীরভূম জেলার প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন হওয়া প্রতিযোগীরা আগামী রাজ্য স্তরের প্রতিযোগিতায় দীঘার মন্দারমনি তে অংশ নিতে পারবেন এবং আন্তর্জাতিক খেলায়ও সুযোগ পাবেন।

0
Report
Paschim Bardhaman713302blurImage

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন নিয়ে চরম অস্থিরতা

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 17, 2024 01:37:36
Asansol, West Bengal:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। কিছু বিক্ষোভকারী বলছিলেন যে তারা এই বিশ্ববিদ্যালয়টিকে জি-ট্যাক্সে রূপান্তর করবেন। এই অভিযোগ করেছেন খোদ উপাচার্য দেবাশীষ বন্দোপাধ্যায়। শুক্রবার ছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ ব্যানার্জি এই অনুষ্ঠান উদযাপন করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। উপাচার্যের অভিযোগ, অনুষ্ঠান চলাকালে একদল অজ্ঞাত বহিরাগত এসে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

0
Report
Paschim Bardhaman713302blurImage

আরজি কর মামলার প্রতিবাদে আসানসোলে পুলিশের সঙ্গে সংঘর্ষ

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 17, 2024 01:34:58
Asansol, West Bengal:

আরজি কর মামলার প্রতিবাদে আসানসোলে পুলিশের সঙ্গে সংঘর্ষ। জিটি রোড থেকে বিজেপি নেতা-কর্মীদের বের করে দেয় পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বিজেপি। বিজেপি জাতীয় সড়ক 19 এবং পরিষেবা সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার মুচিপাড়া মোড়ের কাছে। আসানসোল বিএন মোড জিটি রোডে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা।

0
Report
Paschim Bardhaman713302blurImage

আরজিকর কান্ডের প্রতিবাদে এবার পথে নামল যৌন কর্মীরা

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 16, 2024 15:52:02
Asansol, West Bengal:

আরজিকর কান্ডের প্রতিবাদে এবার পথে নামল যৌন কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় আসানসোলের কুলটির লছিপুরে যৌন কর্মীরা মোমবাতি মিছিল করল।এদিন চবকা ও দিশার যৌন কর্মীরা এই মিছিলে পা মেলায়।এই মোমবাতি মিছিলের তাদের একটাই দাবি 'উই ওয়ান্ট জাস্টিস" অভিযুক্তদের তাড়াতাড়ি ধরুক ও তাদের ফাঁসির সাজা দিক আদালত, যেন আর কেও এইরকম করার সাহস না পায়।

0
Report
Paschim Bardhaman713302blurImage

মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 11, 2024 01:33:30
Asansol, West Bengal:

আরজি কর হাসপাতালের এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে নীরব প্রতিবাদ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কালো ব্যান্ড পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নীরব প্রতিবাদে যোগ দেন। আসানসোল জেলা হাসপাতালের সামনে মেডিকেল অফিসার সঞ্জিত চট্টোপাধ্যায় বলেছেন, "এই ঘটনায় আমরা হতবাক হয়েছি ওই মহিলা ডাক্তারের সাথে যা ঘটেছে তার বিচার চাই।" এ ছাড়া প্রতিটি সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছি।

0
Report
Paschim Bardhaman713304blurImage

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল আসানসোল

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 10, 2024 03:54:39
Asansol, West Bengal:

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। শুক্রবার বিকেলে আসানসোল চার্চ মোড় থেকে মিছিল শুরু হয় শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় পর্যন্ত। দলমত নির্বিশেষে অনেক সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। বুকে কালো দাগ সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এই পদযাত্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশের পর বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, বাংলাদেশের এই ঘটনায় সারা বিশ্ব চিন্তিত। 

0
Report
Paschim Bardhaman713304blurImage

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হল আসানসোলের রবীন্দ্র ভবনে

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 10, 2024 03:52:06
Asansol, West Bengal:

সারা ভারত আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হল আসানসোলের রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে বহু আদিবাসী সমাজের মানুষ উপস্থিত হয়। আদিবাসীদের বিভিন্নভাবে যে নিপীড়িত হতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই নিয়ে আদিবাসী সমাজের মধ্যে সচেতনতা বাড়ানো হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় রবীন্দ্রভবনে। অনুষ্ঠান শেষে আদিবাসী সম্প্রদায়ের নেতা হীরালাল সরেন বলেন বিশ্ব আদিবাসী দিবস গোটা দেশব্যাপী পালিত হচ্ছে। আমরাও এই উৎসব পালন করলাম সড়ম্বরে। 

0
Report
Paschim Bardhaman713302blurImage

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বংশগোপাল চৌধুরীর প্রতিক্রিয়া

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 08, 2024 10:19:41
Asansol, West Bengal:

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে প্রাক্তন শিল্প ও বাণিজ্য মন্ত্রী বংশগোপাল চৌধুরী শোকপ্রকাশ করে জানান, আসানসোলে শিল্প গড়ে তুলতে বুদ্ধবাবুর অবদান অপরিসীম। ইস্কো সম্প্রসারণের সময় বহু বাধা এলেও বুদ্ধবাবুর পরামর্শে সমস্ত সমস্যা কাটিয়ে ইসকো সম্প্রসারণ ও আধুনিককরণ সম্ভব হয়েছিল। তখন ইউ পি এ সরকার ছিল, কিন্তু বুদ্ধবাবুর নেতৃত্বে আমরা বেসরকারিকরণও রুখে দিতে পেরেছিলাম।

0
Report
Paschim Bardhaman713304blurImage

রাণীগঞ্জের ডাল পট্টি মোড়ে বাড়ির একাংশ ধসে পড়লে আতঙ্কিত স্থানীয় লোকজন

Basudeb ChatterjeeBasudeb ChatterjeeAug 07, 2024 12:05:00
Asansol, West Bengal:

আসানসোলের রানিগঞ্জের ডাল পট্টি মোড়ে অবস্থিত প্রায় 300 বছরের পুরনো জরাজীর্ণ বাড়ির একটি অংশ ধসে পড়ায় আতঙ্কে রয়েছেন আসানসোলের বাসিন্দারা। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এসব বাড়ির বেশির ভাগই ধসে পড়েছে। বাসিন্দারা বারবার পুরসভাকে বিষয়টি জানালেও পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি। ওই বাড়ির বিভিন্ন অংশে প্রায় ২০ থেকে ২২টি পরিবার বসবাস করে। যারা প্রায় জরাজীর্ণ ওই বাড়িতে কাঠের পিলার বসিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে।

0
Report