Back
Paschim Bardhaman713302blurImage

অস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালালো রেল আবাসনে

Basudeb Chatterjee
Sept 04, 2024 05:46:57
Asansol, West Bengal

অস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালালো রেল আবাসনে। বুধবার ভোর রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দোমোহানি রেল কলোনিতে হয়েছে এই ঘটনাটি।বাড়িতে ছিল তার স্ত্রী ও তার দুই পুত্র সন্তান। রেল আবাসনের মূল দরজার তালা ভেঙে ও আলমারির তালা ভেঙে অবাধে তারা লুটপাট চালায়। বলেন আওয়াজ শুনে উঠে পড়তেই তাদের গলায় অস্ত্র দেখিয়ে।তারপর আলমারি ভেঙে সোনা ও চাঁদির গয়না ও নগদ টাকা মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে তারা চম্পট দেয়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

1
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com