Back
অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দুর্গাপুর শিল্পাঞ্চলে
Durgapur, West Bengal
গতকাল সকাল থেকে একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে | দুর্গাপুর শিল্পাঞ্চলে অবস্থিত সমস্ত নালা ও নর্দমা গুলির দিয়ে অতিরিক্ত জল বয়ে যাওয়ার ফলে একাধিক বাসিন্দাদের ঘরের ভেতরে জল ঢুকে পড়েছে | দুর্গাপুর শিল্পাঞ্চলের মেনগেট কামলা নালা বিপদ সীমার ওপর দিয়ে বইছে | দুর্গাপুর বেনাচিটি বাজারের 19 নম্বর ওয়ার্ড এলাকায় জলমগ্ন হয়ে গিয়েছে একাধিক ঘরবাড়ি | অতিরিক্ত বৃষ্টির ফলে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে অসুবিধা হচ্ছে সরকারি কর্মচারীদের |
1
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement