মা দুর্গাকে বিদায় জানাতে আদিবাসী নৃত্য প্যান্ডেলে
আজ বিজয়া দশমী | অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে মা আজ শুভশক্তির উদয় ঘটিয়েছিলেন | গত চারদিন ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন পূজো প্যান্ডেল গুলিতে উপচে পড়া ভিড় আজ ম্লান |সকাল থেকে পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা উমাকে কৈলাস ফেরত যাওয়ার জন্য আহ্বান জানায় মর্তলোক বাসীরা | শিল্পাঞ্চল দূর্গাপুরের বিভিন্ন বড় পুজো উদ্যোক্তাদের প্রতিমা প্যান্ডেলে একটু বেলার দিকে ঘট বিসর্জন হয়ে গিয়েছে |
এক দিবসীয় দাবা খেলায় চ্যাম্পিয়ন টীম ডিএভি দুর্গাপুর
দুর্গাপুর গোটা পৃথিবীজুড়ে এখন ভারতীয় দাবারুদের জয়জয়কার সম্প্রতি পৃথিবীর সেরা দাবারু হিসেবে চিহ্নিত হয়েছে ভারতবর্ষের দাবা খেলোয়াড়রা সেই ধারাকে অব্যাহত রাখতে ও ও ছোট ছোট স্কুল পড়ুয়াদের মধ্যে দাবা খেলা কি আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যে গতকাল দুর্গাপুর দুর্গাপুর ইস্পাত নগরীর এরিসন রোডে স্ফীত বিধান ভবনে অনুষ্ঠিত হলো এক দিবসীয় প্রভাত কুমার মজুমদার ও গীতা মজুমদার মেমোরিয়াল চেস চ্যাম্পিয়নশিপ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ১২০ জন দাবা খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ।
শিল্পাঞ্চলে স্বেচ্ছায় রক্তদান শিবির: ৭৪ জনের অংশগ্রহণ
দুর্গাপুরের ইস্পাত নগরীর এডিশন রোডে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমরা ক'জন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন কাউন্সিলর রাখি তেওয়ারি, সমাজসেবী সুদেব রায় এবং প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায়। মোট ৭৪ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিল্পাঞ্চলের তিনটি বড় হাসপাতালে দান করা হয়। এই উদ্যোগ হাসপাতালগুলিতে রক্তের ঘাটতি মেটাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
অঙ্গদপুরে স্বেচ্ছা রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
অঙ্গদপুরের দত্ত পরিবার বার্ষিক স্বেচ্ছা রক্তদান উৎসব ও বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। এটি স্বর্গীয় মদনমোহন দত্ত, লক্ষ্মী রানী দত্ত ও অরুন কুমার দত্তের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল, আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার এবং গৌরী দেবী মেডিকেল কলেজ হসপিটাল সহযোগিতা করে। শিবিরে ২২ জন রক্তদান করেন, যার মধ্যে চারজন প্রথমবারের মতো রক্তদান করেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রতি হাজার জনে মাত্র ৮ জন রক্তদান করেন।
স্বর্গীয় হাজি আব্দুল বারিক মাজির স্মরণ সভা অনুষ্ঠিত
কাশীরাম দাস শরৎচন্দ্র সর্বজনীন দুর্গোৎসব কমিটির পোল পূজা
কাশীরাম দাস শরৎচন্দ্র এভিনিউ দুর্গোৎসব সমিতি পূজা দুর্গাপুর ইস্পাত নগরের অন্যতম বিখ্যাত দুর্গোৎসব কমিটি। 55 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী সমিতি পূজা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়। কাশীরাম দাস শরৎচন্দ্র এভিনিউ পূজা কমিটির আয়োজনে এবারের দুর্গোৎসব খুটি পূজা আজ বর্ণাঢ্য উদযাপনের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা জোহর ব্যানার্জি, রাজীব ঘোষ সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব।
আর জি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে ক্রীড়াবিদদের মিছিল
আর জি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের বর্তমান ও প্রাক্তন ক্রীড়াবিদরা আজ পথে নামলেন। মহিলাদের উপর ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানালেন তাঁরা। সিটি সেন্টারের জংশন মল থেকে শুরু হয়ে চতুরঙ্গ ময়দানে শেষ হওয়া এই মিছিলে প্রায় শতাধিক নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রতিবাদকারীরা অবিলম্বে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
দুর্গাপুর সিটি সেন্টারের রাস্তা সম্প্রসারণ দ্রুত এগোচ্ছে
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের উদ্যোগে দুর্গাপুরের সিটি সেন্টারের ওপর দিয়ে যাওয়া রাস্তার সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই রাস্তা দুর্গাপুর রেল স্টেশন থেকে সিটি সেন্টার পর্যন্ত মূল সংযোগকারী পথ। এর ওপরে রয়েছে মহকুমা শাসকের কার্যালয়, নগর বন, সোলার এনার্জি পার্ক, ভগৎ সিং স্টেডিয়াম, বাস স্ট্যান্ড ও মহকুমা আদালত। জনসমাগমের কারণে সংকীর্ণ হয়ে পড়া এই রাস্তাকে চার লেনে রূপান্তরিত করার কাজ চলছে।
ন্যাশনাল স্পেস ডে উদযাপন এন আই টি দুর্গাপুরে
গবাদিপশুর দখলে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার
গোপালপুরে অংকন প্রতিযোগিতা: ১৯০ শিশু অংশগ্রহণ
দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও অংকন শিল্পীদের সংগঠন সিক্স ডাইমেনশনের উদ্যোগে এবং সুইচঅন ফাউন্ডেশন এর সহযোগিতায় গোপালপুর উত্তরপাড়া জুনিয়ার হাইস্কুলে সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ম থেকে ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে ২টি বিভাগে প্রকৃতি পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জ্যমুক্ত পৃথিবী বিষয়ক প্রতিযোগিতায় ১৯০ জনের বেশি শিশু অংশগ্রহণ করে। ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
মহিলা চিকিৎসকের খুনের প্রতিবাদে গর্জে উঠলো কাপিস্টা গ্রামের মহিলারা
আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে ইতিমধ্যে গোটা দেশ তথা বিদেশেও তীব্র ধিক্কার ও প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে | কলকাতা মামলার প্রতিবাদের আগুন এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলার জ্যোতিষীদের গ্রাম বলে বিখ্যাত কাপিস্টা গ্রামের মহিলারা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল | কাপিস্টা গ্রামের শতাধিক গৃহবধূ, মহিলা পড়ুয়া ও সাধারণ বাসিন্দারা কলকাতার আরজিকর কান্ডের তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে মিছিল অনুষ্ঠিত করেন |
তারাপীঠের মায়ের মঙ্গল আরতি দর্শন
দুর্গাপুরে রাজীব গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য নিবেদন
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 81 তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ইস্পাত নগরে অবস্থিত এ জোন সানডে ক্লাবের কাছে একটি শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের তত্ত্বাবধানে এবং পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় দুর্গাপুর ডিভিশন কংগ্রেস সেবাদলের সভাপতি অমল হালদার, আইএনটিইউসি নেতা রানা সরকার, সংগঠনের যুব নেতা ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
দুর্গাপুর প্রতিবন্ধী হ্যাপি হোমের 22 তম প্রতিষ্ঠা দিবস
আজ, 22 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, দুর্গাপুর প্রতিবন্ধী হ্যাপি হোম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে নাচ, গান, আবৃত্তি, যোগব্যায়াম এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে। হ্যাপি হোমের পক্ষে সহ-সভাপতি শিশির চ্যাটার্জি, সম্পাদক শ্রীমতি পাপিয়া মুখোপাধ্যায় এবং সহ-সম্পাদক জনাব উত্তম ঘোষ অতিথিদের স্বাগত জানান।
দুর্গাপুরে যৌনকর্মীদের জন্য সেলাই মেশিন বিতরণ
দুর্গাপুরের যৌনপল্লীর মহিলাদের সহায়তার জন্য অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সমিতি ও আলভিভা স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুরের দুর্বার সমিতিতে দুটি সেলাই মেশিন বিতরণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে যৌনকর্মীদের সেলাই শেখানোর মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্য রয়েছে, জানান স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অর্পিতা সেনগুপ্ত।
আরজি কর কাণ্ডে সিবিআই-এর কাছে চার দিনে বিচার চাইল তৃণমূল
কলকাতার আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্ত শুরু করেছে। এদিকে তৃণমূল কংগ্রেস চার দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করেছে। দুর্গাপুরের বিজন এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শতাধিক মহিলা কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বড় মিছিল হয়েছে। মিছিল থেকে দাবি ওঠে যাতে আগামী চার দিনের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
আরজি কর কাণ্ডে দুর্গাপুরে তৃণমূলের ধিক্কার সভা
কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারের হত্যা ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাদেশে কর্মবিরতি পালিত হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের বিভিন্ন স্থানে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। দোষীদের ফাঁসির দাবি তুলেছে দল। দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় ধিক্কার সভায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা বাম-বিজেপির যৌথ চক্রান্তের বিরুদ্ধে সরব হন।
আর জি কর কাণ্ডে ১০০০ প্রদীপের শ্রদ্ধাঞ্জলি
কলকাতার আর জি কর কাণ্ডে নিহত মহিলা ডাক্তারকে শ্রদ্ধা জানাতে দুর্গাপুরের বিজনন শারৎচন্দ্র এভিনিউতে ১০০০ প্রদীপ জ্বালানো হয়। স্থানীয় বাসিন্দারা মহিলাদের নিরাপত্তা নিয়ে শপথ গ্রহণ করে এই আলোক অঞ্জলি প্রদর্শন করেন। মমতা চক্রবর্তী বলেন, "নারীদের উপর অত্যাচার বেড়ে গেছে, আমরা এই নীরব প্রতিবাদ দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।"
নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বের হয় মশাল ও মোমবাতি মিছিল
পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেস আজ আসানসোলের জিটি রোডে একটি মশাল এবং মোমবাতি মিছিলের আয়োজন করেছে আরজি কর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে। এই মিছিলে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। সভাপতি মেঘনা মান্না উপস্থিত ছিলেন। জেলা মহিলা কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকের নেতা-কর্মীরাও মিছিলে অংশ নেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়
স্বাধীনতা দিবস উপলক্ষে ড. ভীমরাও আম্বেদকর সোসাইটির উদ্যোগে, ক্লাব যৌথভাবে গোপালপুর উত্তরপাড়া মাঠে হাডুডু প্রতিযোগিতার আয়োজনের তত্ত্বাবধান করে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি, গ্রামীণ ও সমবায় সমিতির মন্ত্রী প্রদীপ মজুমদারও উপস্থিত ছিলেন। মহিলাদের হুইল চেয়ার বিতরণ করা হয় এবং মহিলাদের সেলাই মেশিনও দেওয়া হয়। প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয় এবং এর পাশাপাশি প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে চিত্রালয় এলাকায় টাওয়ার লাইট বসানো
দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে শিল্পাঞ্চল এলাকার অন্ধকার কাটাতে বিভিন্ন স্থানে টাওয়ার লাইট বসানো হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ২০০টি স্থানে লাইট বসানো হয়েছে। সম্প্রতি চিত্রালয় সিনেমা হল মোড় এবং রাজীব গান্ধী স্মারক ময়দান এলাকায় নতুন টাওয়ার লাইট বসানো হয়েছে। ভবিষ্যতে আরও টাওয়ার লাইট বসানোর পরিকল্পনা রয়েছে।
রাস্তার পাশে অবৈধ বালি স্তুপ, দুর্ঘটনার শিকার বাসিন্দারা
দুর্গাপুর শিল্পাঞ্চলের রাস্তার পাশে অবৈধভাবে মজুদ করা বালি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দামোদর ও অজয় নদী থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তুলে রাস্তার পাশে বড় বড় স্তুপ তৈরি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, হাওয়াতে বালি রাস্তায় ছড়িয়ে পড়ছে, ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে স্তুপগুলো সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
টেরেজা মডেল স্কুল ও এনটিএস থানার উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান
দুর্গাপুর শিল্পাঞ্চলকে সবুজায়নের লক্ষ্যে টেরেজা মডেল স্কুল ও এনটিএস থানার যৌথ উদ্যোগে আজ বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এনটিএস থানার উচ্চ আধিকারিক এবং স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মোট ৩০০টি চারা গাছ রোপণ করে এই কর্মসূচি সম্পন্ন হয়।
বাঁকুড়া জেলা আদালতের নতুন ভবন শেষের দিকে
বাঁকুড়া জেলায় নতুন জেলা আদালত ভবনের কাজ শেষের দিকে। বহুদিন ধরে জেলার মানুষ নতুন ভবনের দাবি জানিয়ে আসছিলেন। জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর সহায়তায় নতুন ভবন তৈরি করার অনুমোদন পাওয়া যায়। এখন ভবনের কাজ প্রায় শেষ, যা বাঁকুড়ার বাসিন্দাদের আনন্দিত করেছে।
রায়ডাঙ্গা লিটল হার্ট স্কুলে স্বাধীনতা দিবস ও যোগ সচেতনতা
দুর্গাপুরের রায়ডাঙ্গা লিটল হার্ট স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুলের ছোট ছাত্রদের যোগ প্রশিক্ষণের গুরুত্ব বোঝানো হয়। অনুষ্ঠানে যোগাচার্য মৃত্যুঞ্জয় স্বর্ণকার পতাকা উত্তোলন করে শিশুদের যোগ ও স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব বোঝান। উপস্থিত ছিলেন কবি তরুণ ভট্টাচার্য ও স্কুলের প্রতিষ্ঠাতা ধর্মেন্দ্র রাম।