Back
MONAJ KUMAR SINGHA
Paschim Bardhaman713205blurImage

মা দুর্গাকে বিদায় জানাতে আদিবাসী নৃত্য প্যান্ডেলে

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAOct 12, 2024 09:55:16
Durgapur, West Bengal:

আজ বিজয়া দশমী | অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে মা আজ শুভশক্তির উদয় ঘটিয়েছিলেন | গত চারদিন ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন পূজো প্যান্ডেল গুলিতে উপচে পড়া ভিড় আজ ম্লান |সকাল থেকে পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা উমাকে কৈলাস ফেরত যাওয়ার জন্য আহ্বান জানায় মর্তলোক বাসীরা | শিল্পাঞ্চল দূর্গাপুরের বিভিন্ন বড় পুজো উদ্যোক্তাদের প্রতিমা প্যান্ডেলে একটু বেলার দিকে ঘট বিসর্জন হয়ে গিয়েছে | 

0
Report
Paschim Bardhaman713210blurImage

এক দিবসীয় দাবা খেলায় চ্যাম্পিয়ন টীম ডিএভি দুর্গাপুর

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAOct 08, 2024 01:47:17
Durgapur, West Bengal:

দুর্গাপুর গোটা পৃথিবীজুড়ে এখন ভারতীয় দাবারুদের জয়জয়কার সম্প্রতি পৃথিবীর সেরা দাবারু হিসেবে চিহ্নিত হয়েছে ভারতবর্ষের দাবা খেলোয়াড়রা সেই ধারাকে অব্যাহত রাখতে ও ও ছোট ছোট স্কুল পড়ুয়াদের মধ্যে দাবা খেলা কি আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যে গতকাল দুর্গাপুর দুর্গাপুর ইস্পাত নগরীর এরিসন রোডে স্ফীত বিধান ভবনে অনুষ্ঠিত হলো এক দিবসীয় প্রভাত কুমার মজুমদার ও গীতা মজুমদার মেমোরিয়াল চেস চ্যাম্পিয়নশিপ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ১২০ জন দাবা খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ।

0
Report
Paschim Bardhaman713205blurImage

শিল্পাঞ্চলে স্বেচ্ছায় রক্তদান শিবির: ৭৪ জনের অংশগ্রহণ

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 28, 2024 15:20:24
Durgapur, West Bengal:

দুর্গাপুরের ইস্পাত নগরীর এডিশন রোডে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমরা ক'জন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন কাউন্সিলর রাখি তেওয়ারি, সমাজসেবী সুদেব রায় এবং প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায়। মোট ৭৪ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিল্পাঞ্চলের তিনটি বড় হাসপাতালে দান করা হয়। এই উদ্যোগ হাসপাতালগুলিতে রক্তের ঘাটতি মেটাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

0
Report
Paschim Bardhaman713205blurImage

অঙ্গদপুরে স্বেচ্ছা রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 25, 2024 23:46:36
Durgapur, West Bengal:

অঙ্গদপুরের দত্ত পরিবার বার্ষিক স্বেচ্ছা রক্তদান উৎসব ও বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। এটি স্বর্গীয় মদনমোহন দত্ত, লক্ষ্মী রানী দত্ত ও অরুন কুমার দত্তের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল, আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার এবং গৌরী দেবী মেডিকেল কলেজ হসপিটাল সহযোগিতা করে। শিবিরে ২২ জন রক্তদান করেন, যার মধ্যে চারজন প্রথমবারের মতো রক্তদান করেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রতি হাজার জনে মাত্র ৮ জন রক্তদান করেন।

0
Report
Paschim BardhamanPaschim BardhamanblurImage

স্বর্গীয় হাজি আব্দুল বারিক মাজির স্মরণ সভা অনুষ্ঠিত

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 25, 2024 15:57:40
Asansol, West Bengal:
আজ জামুরিয়াতে প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি স্বর্গীয় হাজি আব্দুল বারিক মাজির স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো মহাশয় ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী মহাশয় , জামুরিয়ার প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান তথা সিপিএম নেতা তাপস কবি মহাশয় সহ জেলার ও ব্লক সর্বস্তরের সমস্ত নেতৃত্ব ও গুণগ্রাহী কর্মী সমর্থক সহ অন‍্যান‍্যরা।
0
Report
Paschim Bardhaman713205blurImage

কাশীরাম দাস শরৎচন্দ্র সর্বজনীন দুর্গোৎসব কমিটির পোল পূজা

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 25, 2024 14:48:44
Durgapur, West Bengal:

কাশীরাম দাস শরৎচন্দ্র এভিনিউ দুর্গোৎসব সমিতি পূজা দুর্গাপুর ইস্পাত নগরের অন্যতম বিখ্যাত দুর্গোৎসব কমিটি। 55 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী সমিতি পূজা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়। কাশীরাম দাস শরৎচন্দ্র এভিনিউ পূজা কমিটির আয়োজনে এবারের দুর্গোৎসব খুটি পূজা আজ বর্ণাঢ্য উদযাপনের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা জোহর ব্যানার্জি, রাজীব ঘোষ সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব।

0
Report
Paschim Bardhaman713205blurImage

আর জি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে ক্রীড়াবিদদের মিছিল

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 24, 2024 14:10:54
Durgapur, West Bengal:

আর জি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের বর্তমান ও প্রাক্তন ক্রীড়াবিদরা আজ পথে নামলেন। মহিলাদের উপর ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানালেন তাঁরা। সিটি সেন্টারের জংশন মল থেকে শুরু হয়ে চতুরঙ্গ ময়দানে শেষ হওয়া এই মিছিলে প্রায় শতাধিক নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রতিবাদকারীরা অবিলম্বে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

0
Report
Paschim Bardhaman713210blurImage

দুর্গাপুর সিটি সেন্টারের রাস্তা সম্প্রসারণ দ্রুত এগোচ্ছে

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 24, 2024 13:59:14
Durgapur, West Bengal:

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের উদ্যোগে দুর্গাপুরের সিটি সেন্টারের ওপর দিয়ে যাওয়া রাস্তার সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই রাস্তা দুর্গাপুর রেল স্টেশন থেকে সিটি সেন্টার পর্যন্ত মূল সংযোগকারী পথ। এর ওপরে রয়েছে মহকুমা শাসকের কার্যালয়, নগর বন, সোলার এনার্জি পার্ক, ভগৎ সিং স্টেডিয়াম, বাস স্ট্যান্ড ও মহকুমা আদালত। জনসমাগমের কারণে সংকীর্ণ হয়ে পড়া এই রাস্তাকে চার লেনে রূপান্তরিত করার কাজ চলছে।

0
Report
Paschim Bardhaman713210blurImage

ন্যাশনাল স্পেস ডে উদযাপন এন আই টি দুর্গাপুরে

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 24, 2024 13:57:47
Durgapur, West Bengal:
দুর্গাপুরে স্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মূল সভাকক্ষে আজ ন্যাশনাল স্পেস ডে উদযাপন করা হয় | ইসরোর চন্দ্র অভিযানে বিক্রম লেন্ডার চন্দ্র যান তিনের বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল | ভারতীয় মহাকাশ অভিযানে এ এক মাইলের ফলক হয়ে উঠেছে | এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডাইরেক্টর শ্রী অরবিন্দ চৌবে মহাশয় | এদিন সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভারতবর্ষের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মূর্মুর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন |
0
Report
Paschim Bardhaman713216blurImage

গবাদিপশুর দখলে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 23, 2024 15:34:33
Durgapur, West Bengal:
দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে এখন অবাধে চড়ে বেড়াচ্ছে গবাদিপশুর দল | শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে দলে দলে গরু ও ছাগলের দল শিল্পাঞ্চলের সিটি সেন্টারের মূল রাস্তা ও বিভিন্ন পার্কে দখল নিয়েছে | দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কর্তারা রাস্তার দুধধার থেকে অবৈধ দখলদারি হাঁটানোর কাজ করছে | কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রাণকেন্দ্র সিটি সেন্টার এর ভেতরে অবাধে যেভাবে গবাদি পশুরা চড়ে বেড়াচ্ছে তাতে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন শহরবাসী |
0
Report
Paschim Bardhaman713205blurImage

গোপালপুরে অংকন প্রতিযোগিতা: ১৯০ শিশু অংশগ্রহণ

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 21, 2024 11:53:09
Durgapur, West Bengal:

দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও অংকন শিল্পীদের সংগঠন সিক্স ডাইমেনশনের উদ্যোগে এবং সুইচঅন ফাউন্ডেশন এর সহযোগিতায় গোপালপুর উত্তরপাড়া জুনিয়ার হাইস্কুলে সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ম থেকে ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে ২টি বিভাগে প্রকৃতি পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জ্যমুক্ত পৃথিবী বিষয়ক প্রতিযোগিতায় ১৯০ জনের বেশি শিশু অংশগ্রহণ করে। ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

0
Report
Bankura722133blurImage

মহিলা চিকিৎসকের খুনের প্রতিবাদে গর্জে উঠলো কাপিস্টা গ্রামের মহিলারা

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 21, 2024 10:31:05
Kapista, West Bengal:

আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের প্রতিবাদে ইতিমধ্যে গোটা দেশ তথা বিদেশেও তীব্র ধিক্কার ও প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে | কলকাতা মামলার প্রতিবাদের আগুন এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলার জ্যোতিষীদের গ্রাম বলে বিখ্যাত কাপিস্টা গ্রামের মহিলারা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল | কাপিস্টা গ্রামের শতাধিক গৃহবধূ, মহিলা পড়ুয়া ও সাধারণ বাসিন্দারা কলকাতার আরজিকর কান্ডের তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে মিছিল অনুষ্ঠিত করেন |

1
Report
Birbhum731233blurImage

তারাপীঠের মায়ের মঙ্গল আরতি দর্শন

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 21, 2024 10:24:24
Tarapith, West Bengal:
সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠে গতকাল সন্ধ্যায় এক মনোরম মঙ্গল আরতি অনুষ্ঠিত হয় | মাসের প্রথম দিনে মায়ের এই মঙ্গল আরতি দেখতে হাজির হয়েছিলেন রাজ্য তথা দেশ থেকে বহু ভক্তবৃন্দ | মায়ের মঙ্গল আরতির সাথে সাথে ভক্তবৃন্দের উদ্দেশ্যে এদিন তারাপীঠ মহাশ্মশানে একটি যজ্ঞেরও আয়োজন করা হয়েছিল | বহু মানুষ তারা মায়ের আশীর্বাদ লাভ করার উদ্দেশ্যে এদিন ভিড় করেন তারাপীঠের মায়ের মন্দিরে |
1
Report
Paschim Bardhaman713205blurImage

দুর্গাপুরে রাজীব গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য নিবেদন

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 20, 2024 10:18:36
Durgapur, West Bengal:

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 81 তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ইস্পাত নগরে অবস্থিত এ জোন সানডে ক্লাবের কাছে একটি শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের তত্ত্বাবধানে এবং পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় দুর্গাপুর ডিভিশন কংগ্রেস সেবাদলের সভাপতি অমল হালদার, আইএনটিইউসি নেতা রানা সরকার, সংগঠনের যুব নেতা ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

0
Report
Paschim Bardhaman713205blurImage

দুর্গাপুর প্রতিবন্ধী হ্যাপি হোমের 22 তম প্রতিষ্ঠা দিবস

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 18, 2024 04:02:35
Durgapur, West Bengal:

আজ, 22 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, দুর্গাপুর প্রতিবন্ধী হ্যাপি হোম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে নাচ, গান, আবৃত্তি, যোগব্যায়াম এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে। হ্যাপি হোমের পক্ষে সহ-সভাপতি শিশির চ্যাটার্জি, সম্পাদক শ্রীমতি পাপিয়া মুখোপাধ্যায় এবং সহ-সম্পাদক জনাব উত্তম ঘোষ অতিথিদের স্বাগত জানান।

0
Report
Paschim Bardhaman713205blurImage

দুর্গাপুরে যৌনকর্মীদের জন্য সেলাই মেশিন বিতরণ

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 17, 2024 18:41:44
Durgapur, West Bengal:

দুর্গাপুরের যৌনপল্লীর মহিলাদের সহায়তার জন্য অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সমিতি ও আলভিভা স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুরের দুর্বার সমিতিতে দুটি সেলাই মেশিন বিতরণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে যৌনকর্মীদের সেলাই শেখানোর মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্য রয়েছে, জানান স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অর্পিতা সেনগুপ্ত।

0
Report
Paschim Bardhaman713205blurImage

আরজি কর কাণ্ডে সিবিআই-এর কাছে চার দিনে বিচার চাইল তৃণমূল

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 17, 2024 18:38:00
Durgapur, West Bengal:

কলকাতার আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্ত শুরু করেছে। এদিকে তৃণমূল কংগ্রেস চার দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করেছে। দুর্গাপুরের বিজন এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শতাধিক মহিলা কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বড় মিছিল হয়েছে। মিছিল থেকে দাবি ওঠে যাতে আগামী চার দিনের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

0
Report
Paschim Bardhaman713210blurImage

আরজি কর কাণ্ডে দুর্গাপুরে তৃণমূলের ধিক্কার সভা

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 17, 2024 18:28:28
Durgapur, West Bengal:

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারের হত্যা ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাদেশে কর্মবিরতি পালিত হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের বিভিন্ন স্থানে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। দোষীদের ফাঁসির দাবি তুলেছে দল। দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় ধিক্কার সভায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা বাম-বিজেপির যৌথ চক্রান্তের বিরুদ্ধে সরব হন।

0
Report
Paschim Bardhaman713205blurImage

আর জি কর কাণ্ডে ১০০০ প্রদীপের শ্রদ্ধাঞ্জলি

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 17, 2024 03:53:23
Durgapur, West Bengal:

কলকাতার আর জি কর কাণ্ডে নিহত মহিলা ডাক্তারকে শ্রদ্ধা জানাতে দুর্গাপুরের বিজনন শারৎচন্দ্র এভিনিউতে ১০০০ প্রদীপ জ্বালানো হয়। স্থানীয় বাসিন্দারা মহিলাদের নিরাপত্তা নিয়ে শপথ গ্রহণ করে এই আলোক অঞ্জলি প্রদর্শন করেন। মমতা চক্রবর্তী বলেন, "নারীদের উপর অত্যাচার বেড়ে গেছে, আমরা এই নীরব প্রতিবাদ দিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।"

0
Report
Paschim Bardhaman713205blurImage

নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বের হয় মশাল ও মোমবাতি মিছিল

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 17, 2024 03:37:48
Durgapur, West Bengal:

পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেস আজ আসানসোলের জিটি রোডে একটি মশাল এবং মোমবাতি মিছিলের আয়োজন করেছে আরজি কর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে। এই মিছিলে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। সভাপতি মেঘনা মান্না উপস্থিত ছিলেন। জেলা মহিলা কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্বের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকের নেতা-কর্মীরাও মিছিলে অংশ নেন।

1
Report
Paschim Bardhaman713205blurImage

স্বাধীনতা দিবস উপলক্ষে হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 17, 2024 03:35:01
Durgapur, West Bengal:

স্বাধীনতা দিবস উপলক্ষে ড. ভীমরাও আম্বেদকর সোসাইটির উদ্যোগে, ক্লাব যৌথভাবে গোপালপুর উত্তরপাড়া মাঠে হাডুডু প্রতিযোগিতার আয়োজনের তত্ত্বাবধান করে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি, গ্রামীণ ও সমবায় সমিতির মন্ত্রী প্রদীপ মজুমদারও উপস্থিত ছিলেন। মহিলাদের হুইল চেয়ার বিতরণ করা হয় এবং মহিলাদের সেলাই মেশিনও দেওয়া হয়। প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয় এবং এর পাশাপাশি প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

0
Report
Paschim Bardhaman713205blurImage

দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে চিত্রালয় এলাকায় টাওয়ার লাইট বসানো

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 17, 2024 03:05:33
Durgapur, West Bengal:

দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে শিল্পাঞ্চল এলাকার অন্ধকার কাটাতে বিভিন্ন স্থানে টাওয়ার লাইট বসানো হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ২০০টি স্থানে লাইট বসানো হয়েছে। সম্প্রতি চিত্রালয় সিনেমা হল মোড় এবং রাজীব গান্ধী স্মারক ময়দান এলাকায় নতুন টাওয়ার লাইট বসানো হয়েছে। ভবিষ্যতে আরও টাওয়ার লাইট বসানোর পরিকল্পনা রয়েছে।

0
Report
Paschim Bardhaman713205blurImage

রাস্তার পাশে অবৈধ বালি স্তুপ, দুর্ঘটনার শিকার বাসিন্দারা

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 17, 2024 03:03:55
Durgapur, West Bengal:

দুর্গাপুর শিল্পাঞ্চলের রাস্তার পাশে অবৈধভাবে মজুদ করা বালি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দামোদর ও অজয় নদী থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তুলে রাস্তার পাশে বড় বড় স্তুপ তৈরি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, হাওয়াতে বালি রাস্তায় ছড়িয়ে পড়ছে, ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে স্তুপগুলো সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

0
Report
Bankura722133blurImage

টেরেজা মডেল স্কুল ও এনটিএস থানার উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 16, 2024 10:09:48
Kapista, West Bengal:

দুর্গাপুর শিল্পাঞ্চলকে সবুজায়নের লক্ষ্যে টেরেজা মডেল স্কুল ও এনটিএস থানার যৌথ উদ্যোগে আজ বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এনটিএস থানার উচ্চ আধিকারিক এবং স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। মোট ৩০০টি চারা গাছ রোপণ করে এই কর্মসূচি সম্পন্ন হয়।

0
Report
Bankura722101blurImage

বাঁকুড়া জেলা আদালতের নতুন ভবন শেষের দিকে

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 16, 2024 06:42:11
Bankura, West Bengal:

বাঁকুড়া জেলায় নতুন জেলা আদালত ভবনের কাজ শেষের দিকে। বহুদিন ধরে জেলার মানুষ নতুন ভবনের দাবি জানিয়ে আসছিলেন। জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর সহায়তায় নতুন ভবন তৈরি করার অনুমোদন পাওয়া যায়। এখন ভবনের কাজ প্রায় শেষ, যা বাঁকুড়ার বাসিন্দাদের আনন্দিত করেছে।

0
Report
Bankura722101blurImage

রায়ডাঙ্গা লিটল হার্ট স্কুলে স্বাধীনতা দিবস ও যোগ সচেতনতা

MONAJ KUMAR SINGHAMONAJ KUMAR SINGHAAug 16, 2024 06:18:55
Bankura, West Bengal:

দুর্গাপুরের রায়ডাঙ্গা লিটল হার্ট স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুলের ছোট ছাত্রদের যোগ প্রশিক্ষণের গুরুত্ব বোঝানো হয়। অনুষ্ঠানে যোগাচার্য মৃত্যুঞ্জয় স্বর্ণকার পতাকা উত্তোলন করে শিশুদের যোগ ও স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব বোঝান। উপস্থিত ছিলেন কবি তরুণ ভট্টাচার্য ও স্কুলের প্রতিষ্ঠাতা ধর্মেন্দ্র রাম।

1
Report