
মা দুর্গাকে বিদায় জানাতে আদিবাসী নৃত্য প্যান্ডেলে
আজ বিজয়া দশমী | অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে মা আজ শুভশক্তির উদয় ঘটিয়েছিলেন | গত চারদিন ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন পূজো প্যান্ডেল গুলিতে উপচে পড়া ভিড় আজ ম্লান |সকাল থেকে পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা উমাকে কৈলাস ফেরত যাওয়ার জন্য আহ্বান জানায় মর্তলোক বাসীরা | শিল্পাঞ্চল দূর্গাপুরের বিভিন্ন বড় পুজো উদ্যোক্তাদের প্রতিমা প্যান্ডেলে একটু বেলার দিকে ঘট বিসর্জন হয়ে গিয়েছে |
এক দিবসীয় দাবা খেলায় চ্যাম্পিয়ন টীম ডিএভি দুর্গাপুর
দুর্গাপুর গোটা পৃথিবীজুড়ে এখন ভারতীয় দাবারুদের জয়জয়কার সম্প্রতি পৃথিবীর সেরা দাবারু হিসেবে চিহ্নিত হয়েছে ভারতবর্ষের দাবা খেলোয়াড়রা সেই ধারাকে অব্যাহত রাখতে ও ও ছোট ছোট স্কুল পড়ুয়াদের মধ্যে দাবা খেলা কি আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যে গতকাল দুর্গাপুর দুর্গাপুর ইস্পাত নগরীর এরিসন রোডে স্ফীত বিধান ভবনে অনুষ্ঠিত হলো এক দিবসীয় প্রভাত কুমার মজুমদার ও গীতা মজুমদার মেমোরিয়াল চেস চ্যাম্পিয়নশিপ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ১২০ জন দাবা খেলোয়াড় এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ।
শিল্পাঞ্চলে স্বেচ্ছায় রক্তদান শিবির: ৭৪ জনের অংশগ্রহণ
দুর্গাপুরের ইস্পাত নগরীর এডিশন রোডে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমরা ক'জন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন কাউন্সিলর রাখি তেওয়ারি, সমাজসেবী সুদেব রায় এবং প্রাক্তন বিধায়ক সন্তোষ দেব রায়। মোট ৭৪ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিল্পাঞ্চলের তিনটি বড় হাসপাতালে দান করা হয়। এই উদ্যোগ হাসপাতালগুলিতে রক্তের ঘাটতি মেটাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
অঙ্গদপুরে স্বেচ্ছা রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
অঙ্গদপুরের দত্ত পরিবার বার্ষিক স্বেচ্ছা রক্তদান উৎসব ও বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। এটি স্বর্গীয় মদনমোহন দত্ত, লক্ষ্মী রানী দত্ত ও অরুন কুমার দত্তের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল, আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার এবং গৌরী দেবী মেডিকেল কলেজ হসপিটাল সহযোগিতা করে। শিবিরে ২২ জন রক্তদান করেন, যার মধ্যে চারজন প্রথমবারের মতো রক্তদান করেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রতি হাজার জনে মাত্র ৮ জন রক্তদান করেন।