অঙ্গদপুরের দত্ত পরিবার বার্ষিক স্বেচ্ছা রক্তদান উৎসব ও বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। এটি স্বর্গীয় মদনমোহন দত্ত, লক্ষ্মী রানী দত্ত ও অরুন কুমার দত্তের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল, আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার এবং গৌরী দেবী মেডিকেল কলেজ হসপিটাল সহযোগিতা করে। শিবিরে ২২ জন রক্তদান করেন, যার মধ্যে চারজন প্রথমবারের মতো রক্তদান করেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রতি হাজার জনে মাত্র ৮ জন রক্তদান করেন।