Back
713341
পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ: থানা ঘেরাও
Kanyapur B, West Bengal
লাগাতার নারী নির্যাতন ধর্ষণ এমন খুনের ঘটনা প্রতিবাদে শনিবার পশ্চিমবঙ্গ পারদেশওদেকংগ্রেসের ডাক রাজ্যজুড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত থানা কর্মসূচি ডাক দেওয়া হয় এই কর্মসূচি ১১ টা নাগাদ টাকশা থানা ঘেরাও কোরা বিক্ষোভ বিক্ষোভ দেখালো কাঁকসা কংগ্রেসের কর্মী সমর্থনরা
2
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Khandra, West Bengal:
অন্ডালের খান্দরা উদ্ববর্তন বৃদ্ধাশ্রমে হলো ভাইফোঁটার অনুষ্ঠান । হাজির থাকলেন অতিথিরা । দেওয়া হলো উপহার । ছিল মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ও । এদিন রবিবার প্রতিবছরের মত এ বছরও খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে ঘটা করে হলো ভাইফোঁটা অনুষ্ঠান।এবারে ৮ বছরে পদার্পন করল এই অনুষ্ঠান ।আবাসিকরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও আবাসিকদের পরিবারের সদস্যরাও । আবাসিক মহিলারা চন্দনের ফোঁটা দেন পুরুষ আবাসিক ও অতিথিদের কপালে।
0
Share
Report
Midnapore, West Bengal:
মেদিনীপুর শহরের ২নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তৃনমূলের ওয়ার্ড সভাপতি সুদীপ দাসের অভিযোগ, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাগানো বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে পোস্টার ছিঁড়ে ফেলে। তবে এভাবে তৃনমূল প্রার্থীকে হারানো যাবেনা বলে দাবি তৃনমূলের ওয়ার্ড নেতৃত্বের।
যদিও তৃনমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
0
Share
Report
Midnapore, West Bengal:
মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য আর দিন কয়েক বাদেই মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। সেই উপনির্বাচনের আগেই এধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে শুক্রবার সকালে পরিদর্শনে আসেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তবে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বিজেপির তরফে। অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
0
Share
Report
Jiara, West Bengal:
আউসগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের গোহালড়া গ্রামের সার্বজনীন কালিপুজোর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউসগ্রাম-২ নং ব্লকের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। পুজোয় বস্ত্র উপহার দিয়ে সম্মানিত কর হয় গ্রামের মানুষজনকে।
0
Share
Report
Durgapur, West Bengal:
আজ শ্যামা পূজো উপলক্ষে দুর্গাপুরের জাগ্রত ভিড়িঙ্গী কালীবাড়ীতে ভক্তদের ঢল নেমেছে। সকাল থেকে মন্দিরে মায়ের পূজো দিতে ভক্তরা ভিড় করে। নিশি রাতে মায়ের পূজো হবে। তারপর ভোগ প্রসাদ বিতরণ।
0
Share
Report
Durgapur, West Bengal:
দুর্গাপুরের আমরা কজন ক্লাবের এবার ৪৬ বছর পূর্তি।আমরা কজন ক্লাবের শ্যামাপূজোর এবারের থিম মায়াজাল। পূজোর উদ্ধোধনে উপস্থিত ছিলেন ডিএসপি এবং বার্ন পুর ইসকোর সিইও বিপি সিং, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ অন্যান্যরা। মেদিনীপুরের শিল্পীরা নিপুণ ভাবে মন্ডপে মায়াজাল ফুটিয়ে তুলেছেন।
0
Share
Report
Midnapore, West Bengal:
এবার খোদ নিজেই পতাকা বাধা শুরু করলেন কংগ্রেস প্রার্থী। এরকমই ঘটনা মেদিনীপুর শহর জুড়ে। মূলত বিধানসভা উপনির্বাচনে প্রচার পর্ব চালাচ্ছে শাসক বিরোধী সবাই।সকাল থেকেই শহর ও গ্রামে প্রচার পর্ব সারছে তৃণমূল,কংগ্রেস,বিজেপি সিপিআইএম ও বাকি অন্যান্য দলগুলো।এবার একটু অন্য ভূমিকায় দেখা গেল কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ কে। দলীয় কার্যালয়ে তিনি কর্মীদের সঙ্গে পতাকা বাঁধলেন এবং সেগুলো প্রচার পর্বে নিয়ে যাওয়ার জন্য এক প্রস্থ প্রস্তুত করলেন।
0
Share
Report
Kumarganj, West Bengal:
বালুরঘাট হাইস্কুল মাঠের বাজি বাজারে ১০টি বাজির দোকান বসেছে।তবে এখনও পর্যন্ত ক্রেতাদের তেমন উপস্থিতি নেই।কালীপুজোর সময়ও যদি বাজারে ক্রেতা না আসে,তবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বাজি বিক্রেতারা।ক্রেতাদের টানতে আরও প্রচারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা,পাশাপাশি বাইরের আতশবাজি বিক্রি বন্ধ করার আবেদনও জানানো হয়েছে।একজন বাজি বিক্রেতা বলেন,পুরসভার তরফে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।তবে বাজি বিক্রি বাড়াতে আরও বাড়াতে আরও বেশি প্রচার করা উচিত।
0
Share
Report
Midnapore, West Bengal:
এবার সবজি বাজারে প্রচার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার। বুধবার দলের শহর সভাপতি তথা এলাকার দলীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের গেটবাজারে ভোট প্রচার চালালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসার পাশাপাশি সবজি বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন তাকে ভোট দেওয়ার জন্য। সঙ্গে ছিলেন দলের শহর-সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও এলাকার কাউন্সিলর মৌ রায় সহ দলীয় কর্মী সমর্থকরা।
0
Share
Report
Kumarganj, West Bengal:
রাজ্য সরকারের জনমুখী প্রকল্পকে আদিবাসী সমাজের কাছে তুলে ধরতে প্রচার আদিবাসী সম্প্রদায়ভুক্ত তৃণমূল নেতারlদ:দিনাজপুরের এসটি অধ্যুষিত তপন ব্লকের ঘটনা।একসময় বিজেপি হয়ে ওই বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা কৃষ্ণ কুজুর এখন ঘাস ফুল নেতা।দলের সম্মতিতেই তার এলাকার আদিবাসী গ্রামগুলিতে যাচ্ছেন এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরছেন।তিনি জানান,৬৮টি প্রকল্প রয়েছে রাজ্য সরকারের,যার মধ্যে আদিবাসীদের জন্য প্রকল্প রয়েছে একাধিক কিন্তু সেগুলি জানেননা এই সম্প্রদায়ের মানুষজন।যা নিয়েই তিনি প্রচার চালাচ্ছেন।
0
Share
Report