Your local stories, Your voice
বারবার জমা জল নিষ্কাশনের দাবিতে জাতীয় সড়কের সার্ভিস রোডে আন্দোলন করলেও সমস্যার সমাধান হয়নি। আন্দোলনের পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কার্যত কোনো কাজ শুরু হয়নি, এবং সমস্যাটি এখনও রয়ে গেছে।
পুলিশকে ধাক্কা দিয়ে ভিডিও অফিস গেটে খুলে হুড় উড়িয়ে ঢুকে যায় আদিবাসী সম্প্রদায় ভিডিও অফিসে। শুক্রবার এ গুচা দাবিকে সামনে রেখে একটা মিনি বাজার থেকে মিছিল করে কাঁকসার ভিডিও অফিস ঘেরাও করলেন আদিবাসী সম্প্রদায়।
বাল দিবা মুক্ত দেশ ঘোরার লক্ষ্য নিয়ে দেশজুড়ে প্রচার অভিযান নেমেছে একটি সংস্থা। সেই উদ্দেশ্যে নেমে পাঁচ সকালে ১১ টার থেকে কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয় একটি শোভাযাত্রা শুরু হয় বাল বিবাহ বার্তা নিয়ে।