Back
Paschim Bardhaman713216blurImage

ডিওয়াইএফআই মিছিলে সংঘর্ষ: দুর্গাপুরে রাজনৈতিক উত্তেজনা

Sanatan Garai
Aug 28, 2024 15:24:11
Durgapur, West Bengal

দুর্গাপুরের সিটি সেন্টারে ডিওয়াইএফআইয়ের মিছিল ঘিরে হিংসাত্মক ঘটনা ঘটেছে। বিজেপির বন্ধের দিনে আরজি কর হত্যার প্রতিবাদে ডিওয়াইএফআই মিছিল বের করলে তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। বোমাবাজি, ইটপাটকেল ছোড়াছুড়ি ও হাতাহাতিতে উভয় পক্ষের বহু কর্মী আহত হন। ডিওয়াইএফআই নেতা রোহন শর্মা জানান, ২১ জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন, বিজেপি ও সিপিএম মিলে তাদের ১০ জন কর্মীকে আক্রমণ করেছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com