Back
Paschim Bardhaman713432blurImage

ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের।

Jiarul Mallick
Aug 13, 2024 10:38:38
Chinchuria, West Bengal
ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম অনন্ত ঘোষ(৪০)। তিনি গঙ্গাজলঘাটির বাঁকদহ গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর সোমবার সন্ধ্যায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল হ্যান্ডেলিং প্লান্টে ৫ ও ৬ নম্বর ইউনিটের ক্লিনিং-এর কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক। সেই সময় কোনোভাবে কয়লার বেল্টে জড়িয়ে যায় ওই শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে ঘটনাটি সন্ধ্যা ছটা নাগাদ অন্যান্য শ্রমিকদের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com