অজয় নদের বাঁধের পাশের জমিতে অবাধে মাটি লুঠ। বৃহস্পতিবার সকালেও কাঁকসার বিদবিহর গ্রাম পঞ্চায়েতের অজয়পল্লি এলাকায় জেসিবির মাধ্যমে সেই মাটি প্রথমে ট্রাক্টরে ভরা হচ্ছে। তারপর ওভারলোড মাটি বোঝাই ট্রাক্টরে করে সেই মাটি পাচার হচ্ছে বিদ বিহারের বিভিন্ন প্রান্তে। হুঁশ নেই প্রশাসনের। এইভাবে অবাধে মাটি কাটার জেরে দুর্বল হচ্ছে বাঁধ। অজয় নদে জল বাড়লে বাঁধও সহজেই ভেঙে যাবে বলে অভিযোগ তুলছে স্থানীয়রা।
Back
713148
অজয় নদীর বাঁধের পাশে অবাধে মাটি লুঠ
Kanksa, West Bengal
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Durgapur, West Bengal:
৬ বছর পূর্তিতে বাংলার মানুষ মেতেছে আবেগের রসগোল্লা দিবসে। তবে দুর্গপুরের মামরা বাজারে মনরমা সুইটসের মিষ্টি খেতে এসে ক্রেতারা অবাক। লঙ্কা রসগোল্লা, ব্লুবেরি রসগোল্লা , নলেন গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা সবাই পাওয়া যাচ্ছে একেবারে বিনামূল্যে। দেরি না করে ক্রেতা তাই লাইনে দাঁড়িয়ে স্বাদ নিলেন রকমারি রসগোল্লার।
0
Share
Report
Durgapur, West Bengal:
স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্ম দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করলেন বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। আজ দুর্গাপুরে ইস্পাত নগরীর কাশীরাম দাস এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেহেরু ভবনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু'র জন্মদিন পালন করা হল। পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়।
0
Share
Report
Durgapur, West Bengal:
১৪ নভেম্বর শিশু দিবস, আবার ওয়ার্ল্ড ডায়বেটিস ডে। দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ , বেঙ্গল ডায়বেটিস ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব দুর্গাপুর যৌথভাবে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য সচেতনতার এক পথযাত্রা করে।সুস্বাস্থ্যের অধিকারী হতে প্রতিদিন হাঁটতে হবে এই স্বাস্থ্য সচেতনতার বিজ্ঞান ভিত্তিক বার্তা দিতে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের প্রান্তিকা থেকে পদযাত্রার আয়োজন করে।এই পদযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে পথ চলতি সাধারণ মানুষ ও অংশ নেন।
0
Share
Report
Durgapur, West Bengal:
১৪ ই নভেম্বর রসগোল্লা দিবস। পশ্চিম বঙ্গ সরকারের ঘোষিত রসগোল্লা দিবস । দুর্গাপুরের মামড়ার এক মিষ্টান্ন ব্যবসায়ী রসগোল্লা দিবসে পথ চলতি মানুষকে রসগোল্লা খাইয়ে মিষ্টি মুখ করালেন। বৃহস্পতিবার সকালে মামড়ার এই মিষ্টির দোকানে ভিড় জমে যায় রসগোল্লা খাওয়ার জন্য। দোকানের মালিক বলেন বাঙালির রসগোল্লা সমস্ত মিষ্টির গর্ব।আমরা আজ তাই একজন বাঙালি মিষ্টান্ন ব্যবসায়ী হয়ে পথ চলতি মানুষকে রসগোল্লা খাইয়ে মিষ্টি মুখ করাচ্ছি।
0
Share
Report
Durgapur, West Bengal:
ফের ফাঁকা ঘরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বুধবার দুপুরে দুর্গাপুরের বিধাননগর হাউসিং কলোনির ৯৩ নম্বর কোয়াটারে চুরির ঘটনা ঘটলো।বাড়ির মালিক মাধব দত্ত বলেন আমি আমার একটি বিশেষ কাজে সিটি সেন্টার গিয়েছিলাম, আমার স্ত্রী ও বাইরে ছিল। সেই সুযোগে চোরের দল বাড়ির তালা ভেঙে আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা ও চার ভরি সোনা নিয়ে চম্পট দেয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তদন্ত করছে পুলিশ। এইভাবে বাড়ির বাইরে গেলে চুরি হয়ে যাবে সব। খুব আতঙ্কিত আমরা।
0
Share
Report
Durgapur, West Bengal:
দীর্ঘ ছয় বছর পর দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন হবে ডিসেম্বর মাসে। মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। প্রার্থী সংখ্যা ৩৩। মনোনয়নপত্র দাখিল হয়েছে মাত্র ৮ জনের। বিরোধীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীরা মনোনয়ন পত্র দাখিল করতে বাধা দিচ্ছে।ভয় দেখানো হচ্ছে।এক গুচ্ছ অভিযোগে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে মহিলারা। তাদের দাবি স্বচ্ছ নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে হবে। সকলকে মনোনয়ন পত্র দাখিল করার সুযোগ দিতে হবে।
0
Share
Report
:
দুর্গাপুর মহকুমা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সাপ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।হাসপাতাল কর্তৃপক্ষ সর্প বিশেষজ্ঞ দেবাশীষ মজুমদারকে ফোন করে ডেকে উদ্ধার করে নিয়ে যায়। সর্প বিশেষজ্ঞ দেবাশীষ মজুমদার বলেন সাপটি বিষধর নয়। একটি ঝুলির মধ্যে সাপটি ছিল। উদ্ধার করা হয়েছে সাপটিকে।কয়েক মাস আগেও একটি চন্দ্রবড়া সাপ দেখা যায় হাসপাতাল চত্ত্বরে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেখানে মূমূর্ষ রোগীদের চিকিৎসা করা হয় সেখানে সাপ ঢুকলো কি করে।নজরদারির অভাব রয়েছে নাকি ক্রিটিক্যাল কেয়ারে! সদুত্তর নেই।
0
Share
Report
:
শিক্ষা দুর্নীতি পার্থ চ্যাটার্জি একা করেছে, মানতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।তার দাবি এর পেছনে রয়েছে বড় মাথা।সিবিআই আসল মাথাদের ধরুক।ট্যাব ও লক্ষী ভান্ডারের টাকা অন্য একাউন্টে ঢোকা প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারটাই বা চলছে কি করে বোঝা দায়।দেখে শুনে মনে হচ্ছে সরকারটাই হ্যাক হয়ে গেছে।
0
Share
Report
:
কাথিতে আবাস যোজনা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক মহিলাকে ধর্ষন করার অভিযোগে এক তৃনমুল নেতা গ্রেফতার প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন,এটাই তৃনমুলের কালচার। তিনি বলেন ওই মহিলা সাহস করে বলতে পেরেছেন দেখে বিষয়টি সবাই জেনেছে।তার অভিযোগ এমন অনেক ঘটনাই অজানা থেকেছে।তার আরও অভিযোগ এই সরকারি যোজনা গুলি হল একদিকে যেমন তৃনমুল নেতাদের পয়সা কামানোর রাস্তা,অন্যদিকে তাদের মনোরঞ্জন করার পথ।যা বাংলার মানুষ তৃনমুলের সন্দেশখালি মডেল বলে চিনেছে ও জেনেছে।
0
Share
Report