Back
Nadia741222blurImage

আউটডোর পরিষেবা চালু হলো কল্যাণীর জেএনএম হাসপাতালে

Biswajit Mitra
Aug 22, 2024 10:17:11
Chakdaha, West Bengal

নদীয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে এন এম হাসপাতালে দীর্ঘ প্রায় দশ দিন পর বহির্বিভাগ (ওপিডি) পরিষেবা পুনরায় চালু হয়েছে। রোগী ও তাদের পরিজনরা এই পরিষেবার পুনরায় চালু হওয়ায় খুশি। তবে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত রয়েছে, যা চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটাচ্ছে। জুনিয়র ডাক্তাররা আর জি কর ঘটনার পর নিরাপত্তা ও বিচার দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বহির্বিভাগে সমস্ত বিভাগের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত রয়েছেন এবং রোগীরা চিকিৎসা পাচ্ছেন। ডাক্তারদের আন্দোলন এখনও চলছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com