
স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী
নদিয়ার ধানতলা থানার কুশুবেড়িয়া পশ্চিমপাড়ায় রবিবার দুপুরে একটি নির্মম ঘটনা ঘটে। স্বামী তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। গত তিন বছর ধরে স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যায় এবং সুচিত্রা কিছুদিন ধরে ছেলেকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকছিলেন। সুচিত্রা সম্প্রতি আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদনও করেছিলেন। রবিবার দুপুরে ভাড়াবাড়ির একটি ঘরে নির্মল তার স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে।
আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল শিক্ষক অধ্যাপক ও শিক্ষা কর্মীরা
বিচারের দাবিতে মিছিল কল্যাণী ব্লকে
রানাঘাট দক্ষিণ জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলি বিজেপির বাংলা বিভাগের ষড়যন্ত্র ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, আরজি ট্যাক্সের নৃশংস ঘটনার দ্রুত বিচার, ধর্ষণ ও হত্যার শাস্তি এবং ধর্ষণ আইন পরিবর্তনের দাবিতে। খুন। আজ কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস দোষীদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে মিছিল করেছে। এ মিছিলে শতাধিক মানুষ অংশ নেয়।
জলমগ্ন রাস্তায় ধানের চারা রোপণ করে বামপন্থীদের অভিনব প্রতিবাদ
চাকদহ-বনগাঁ রোডের বেহাল অবস্থার প্রতিবাদে বামপন্থী দলগুলি অভিনব পদক্ষেপ নিয়েছে। গত এক মাস ধরে বাস স্ট্যান্ড থেকে চৌরাস্তা পর্যন্ত জলমগ্ন রাস্তা সংস্কারের দাবিতে তারা জলের মধ্যে ধানের চারা রোপণ করেছে। সারা ভারত কৃষক সভার নেতৃত্বে প্রায় দুইশত কর্মী এই প্রতিবাদে অংশ নেন। পূজার আগে রাস্তার এই দুরবস্থা ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। বামপন্থীরা আগেও প্রশাসনের কাছে আবেদন করেছিল, কিন্তু কোনো ফল না পাওয়ায় এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছে।