Back
Murshidabad742101blurImage

একই পরিবারের তিন জনের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Jiarul Mallick
Aug 11, 2024 14:07:33
Berhampore, West Bengal
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বহরমপুর থানার সৌদাবাদ চুরাসিপাড়া এলাকায়। চুরাসিপাড়ার একটি বাড়ি থেকে স্বামী স্ত্রী ও শিশু সহ মোট ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর গতকাল স্বামী স্ত্রী ও শিশু সহ ৩ জন চুরাসিপাড়ার ওই বাড়িতে ভাড়া আসেন। আজ দুপুরে ওই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুজয় মন্ডল (২৮) এর মৃত দেহ বাকি শোভা মন্ডল (২৩) ও আরাধ্যা মন্ডল (৫) এর মৃত দেহ ঘরের মধ্যে পরে থাকা অবস্থায় উদ্ধার হয়। উদ্ধার করে। তবে এটি খুন না আত্মহত্যা টা জানার চেষ্টা করছে পুলিশ।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com