Back
দ্রুত জল নিকাশি করার ব্যবস্থা গ্রহণ করা হবে পৌরসভার পক্ষ থেকে বলে আশ্বাস দেন পুরপ্রধান
Bishanpur Srirampara, West Bengal
গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে জলমগ্ন তিন নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি , মালঞ্চ পল্লী, বড়সাকো এলাকা সহ বিস্তীর্ণ এলাকা। জল জমে থাকার কারণে নাকাল অবস্থা এলাকার মানুষের। রবিবার ঐ সমস্ত এলাকা পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর মনিষা সাহা মন্ডল। কিভাবে জলমগ্ন এলাকা থেকে জমা জল নিকাশি করা যায় তা খতিয়ে দেখেন তিনি। দ্রুত জল নিকাশি করার ব্যবস্থা গ্রহণ করা হবে পৌরসভার পক্ষ থেকে বলে আশ্বাস দেন পুরপ্রধান।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement