Back
Madhab Kumar Mandal
Malda732202blurImage

পুজোয় পদ্ম ফুলের ঘাটতি মেটাতে হিমঘরে মজুত করা হচ্ছে পদ্মফুল

Madhab Kumar MandalMadhab Kumar MandalSep 19, 2024 09:38:38
Bishanpur Srirampara, West Bengal:

পদ্ম ফুলের জোগান নেই বাঙালির শ্রেষ্ঠ দূর্গা পুজোতে। ফলে বিপাকে পজো উদ্যোক্তারা। পুজোয় জেলায় পদ্মের ঘাটতি মেটাবে হিমঘরে মজুত করে রাখা পদ্মফুল। পুজোর প্রায় একমাস আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মফুল সংগ্রহ করে মালদহে হিমঘরে মজুত শুরু হয়েছে। দুর্গা পুজো থেকে কালীপুজো পর্যন্ত বাজারে পর্যাপ্ত পদ্মের যোগান দিতে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক পদ্মফুল হিমঘরে মজুত করেছেন মালদহের বেশ কিছু পদ্মফুল ব্যাবসায়ী। তাঁরা মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল সংগ্রহ করে নিয়ে আসছেন। 

0
Report
Malda732202blurImage

মালদা মেডিকেল কলেজে অভিক দে নিয়ে নতুন বিতর্কের জন্ম

Madhab Kumar MandalMadhab Kumar MandalSep 19, 2024 08:47:55
Bishanpur Srirampara, West Bengal:

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৩ সালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অভিক দে, যিনি সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর-এর সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন। হাসপাতালের বিভিন্ন স্থানে অনুষ্ঠানের মঞ্চের ছবি পোস্টার আকারে লাগানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিক দে চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন। এই ঘটনায় জুনিয়র চিকিৎসকরা জানতে চাচ্ছেন, অভিক দে কেন মালদা মেডিকেল কলেজে আসতেন।

0
Report
Malda732202blurImage

দুর্গাপুজোতে সবজির দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ

Madhab Kumar MandalMadhab Kumar MandalSep 19, 2024 08:33:24
Bishanpur Srirampara, West Bengal:

জেলাশাসকের নির্দেশে এবার সাত সকালে বামনগোলা ব্লকের,পাকুয়াহাট এলাকার ডাকবাংলা ডেলি মার্কেটে হা না দিলেন কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানার পুলিশ। দুর্গাপুজো পুজোর মুখে আলু সহ বিভিন্ন সবজি, আনাজপাতির অগ্নিমূল্য।তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি, আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার বামনগোলা ব্লক প্রশাসন। এ বিষয়ে এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী বলেন--জেলাশাসকের নির্দেশে বামনগোলার বিভিন্ন মার্কেটে দ্রব্যমূল্যের দাম বেশি রয়েছে কি না দেখার নির্দেশ দেন 

0
Report
Malda732202blurImage

সরকারি প্রকল্পের কাজ না করে টাকা নয় ছয় এর অভিযোগ প্রদানের বিরুদ্ধে

Madhab Kumar MandalMadhab Kumar MandalSep 19, 2024 07:07:04
Bishanpur Srirampara, West Bengal:

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাম কংগ্রেস পরিচালিত সিপিএম প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে সরকারি প্রকল্পের কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর রামপুর গ্রামের কিছু স্থানীয় বাসিন্দারা বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, পঞ্চায়েত প্রধান ৭৫ হাজার টাকায় টিউবওয়েল বসানোর প্রকল্পের ৫০ হাজার টাকা তুলে নিয়েছেন। যদিও প্রধান সামিমা পারভিনের স্বামী মহম্মদ আজহারউদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয়রা তদন্তের দাবিতে বুধবার বিক্ষোভও করেছেন।

0
Report
Malda732202blurImage

বাড়িতে ছুটে যায় রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।

Madhab Kumar MandalMadhab Kumar MandalSep 19, 2024 04:26:02
Bishanpur Srirampara, West Bengal:

দীর্ঘ ২০ বছর ধরে শিকল বন্দি হয়ে জীবন কাটাচ্ছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর তিয়র পাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক সফিকুল আলম (৪০)। যুবকের চিকিৎসা করাতে পারছেন না বয়স্ক বাবা। কার্যত বাধ্য হয়েই শিকল দিয়ে বাঁধতে হয়েছে যুবক কে। এই কথা জানতে পেরে বুধবার যুবকের বাড়িতে ছুটে যায় রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী। চিকিৎসার জন্য পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। সরকারিভাবে যাতে তার চিকিৎসা হয় তার জন্য ফোনে প্রশাসনিক আধিকারিকদের কথা বলেন তিনি। 

0
Report
Malda732202blurImage

মুর্তি ভাঙা ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালদহের গাজোল

Madhab Kumar MandalMadhab Kumar MandalSep 19, 2024 04:21:21
Bishanpur Srirampara, West Bengal:

বিজেপির টোটো ইউনিয়নের বিশ্বকর্মার মুর্তি ও প্যান্ডেল ভাঙা ভিডিও ভাইরাল কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালদহের গাজোল এলাকায়। তৃণমূল কংগ্রেসে আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিজেপির টোটো ইউনিয়নের নেতৃত্বরা। মালদহের গাজোলে এই প্রথম বিজেপির টোটো চালকদের সংগঠন বিশ্বকর্মা পুজো করে। অভিযোগ এর আগেও বিশ্বকর্মা পুজোর উদ্যোগ নেওয়া হয়।কিন্তু এলাকার তৃণমূল কংগ্রেস টোটো সংগঠনের নেতা কর্মীরা তাঁদের ওপর হামলা করে। 

0
Report
Malda732202blurImage

বোনাসের দাবি সহ আট দফা দাবিতে আন্দোলন

Madhab Kumar MandalMadhab Kumar MandalSep 18, 2024 12:21:45
Bishanpur Srirampara, West Bengal:
বারো মাসের বেতন দিতে হবে, ঈদ এবং দুর্গাপূজায় মিড ডে মিল কর্মীদের বোনাস দিতে হবে সহ মোট আট দফা দাবি নিয়ে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন মালদা জেলা কমিটি। বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই মর্মে মালদা টাউন হলের সামনে থেকে তারা শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভমণ চত্বরে। এরপর জেলা শাসকের হাতে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়।
0
Report
Malda732202blurImage

জলমগ্ন মালদা শহরের নেতাজী কলোনি

Madhab Kumar MandalMadhab Kumar MandalSep 18, 2024 12:17:26
Bishanpur Srirampara, West Bengal:

টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি। প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়েই জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। রাস্তা উঁচুড় জন্য মাপজোকো করে গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে।

0
Report