হরিশ্চন্দ্রপুর মহারাজ মন্দিরের নতুন গার্ডওয়াল তৈরির শুভ শিলান্যাস
হরিশ্চন্দ্রপুর: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় মন্ত্রী তাজমুল হোসেনের এর বরাদ্দকৃত অর্থে হরিশ্চন্দ্রপুর মহারাজ মন্দিরের নতুন গার্ডওয়াল তৈরি শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এদিন হরিশ্চন্দ্রপুর বারোডাঙ্গা এলাকার মহারাজ মন্দিরের লাগোয়া একটি গার্ড ওয়াল উদ্বোধন করেন। এই কাজে প্রায় ৪.৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই গার্ড ওয়াল নির্মাণের।
পঞ্চায়েত সদস্যাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি প্রধান শক্তি মন্ডল
পঞ্চায়েত সদস্যাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মন্ডল। মালদার মানিকচক থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। মঙ্গলবার দলীয় কার্যালয়ের মধ্যে আক্রান্ত হন বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডল। এই ঘটনায় দলেরই প্রধান সহ তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সদস্যার ছেলে। সেই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল কে গ্রেপ্তার করল পুলিশ।
মহানন্দাটোলা পুলিশ ফাঁড়িতে বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ
জলকর দখলের পর এবার গায়ের জোরে লোকজন নিয়ে গিয়ে ক্লাব দখলের অভিযোগ উঠল রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে। আর এই অভিযোগকে ঘিরেই জোর চাঞ্চল্য ও সোরগোল তৈরি হল রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহা দিয়ারা এলাকায়। জানা গেছে, মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহা দিয়ারা এলাকায় রয়েছে প্রায় ৫০ বছরের পুরনো একটি ক্লাব। সেই ক্লাবের নাম কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ। যা সরকারি অনুমোদিত ক্লাব। ক্লাব সদস্যরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপে যুক্ত।
গনি খান চৌধুরীর ৯৮ তম জন্মবার্ষিকী তে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি
মালদা তথা বাংলার রূপকার প্রয়াত এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮ তম জন্মদিন উপলক্ষে মালদায় এসে মঙ্গলবার সকাল ন'টায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় কোতুয়ালি ভবনের পাশে এ.বি.গনি খান চৌধুরী সাহেবের মাজারে পুষ্পার্ঘ্য প্রদান করেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর কোতুয়ালী ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ববৃন্দ।
ফুটবল টুর্নামেন্টে অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
মালদার চামাগ্রামে ফুটবল টুর্নামেন্টের খেলায় বিশেষ অতিথি হিসেবে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় কমিটির পক্ষ থেকে। এদিন এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করেন সুকান্ত মজুমদার এমনটাই বলেন তিনি। কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা পার্থ সারথি সহ আরো বিজেপি নেতৃত্বরা।
পতঙ্গবাহিত রোগ দমন করতে এবং প্লাস্টিক বর্জনের বার্তা
পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর ও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের ৮ মাইল হাটখোলা এলাকায় পতঙ্গবাহিত রোগ দমন করতে এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ একটি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে সচেতনামূলক অভিযান করা হয়। এদিন উপস্থিত আধিকারিকগণ অর্থাৎ বিডিও সাহেবা নিজে হাটখোলা ময়দানে অভিযানে নামেন এবং প্রতিটি দোকানদারকে প্লাস্টিক বর্জন করতে আবেদন জানান।
আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে বিডিও কে প্রদান।
মালদার গাজোলে আদিবাসী সিঙ্গেল অভিযান পক্ষ থেকে দুপুর ২ টা নাগাদ ৩ দফা দাবি নিয়ে গাজোল ব্লক প্রশাসনকে বিডিও সুদীপ্ত বিশ্বাস কে স্মারক লিপি টি জমা দেওয়া হল। আদিবাসী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল ব্লক কার্যকরী সভাপতি শ্যামল মুর্মু, গাজোল ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযানে সভাপতি বর্ষা বেসরা ,আদিবাসী সিঙ্গেল অভিযান গাজোল ব্লক সভাপতি ভগন সরেন , জেডিপি সেক্রেটারি গাজোল ব্লকের যুব মোর্চা সভাপতি গোপাল হাঁসদা, গাজোল ব্লক এসি মোর্চা সভাপতি রতন রায় সহ অন্যান্যরা।
কালীপুজো উপলক্ষে মালদার পান্ডুয়ার পাঠা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভির
কালীপুজো উপলক্ষে মালদার পান্ডুয়ার পাঠা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভির। কালীপূজোর চলছে জোর কদমে প্রস্তুতি। চলছে পাঠা বিক্রয় ও ক্রয়ের । শুক্রবার সকাল থেকে বাজারে আমদানি ও রপ্তানির ব্যাপক হয়েছে জানিয়েছেন ক্রেতা থেকে বিক্রেতা ও হাট কমিটির সদস্যরা। উল্লেখ্য আগামী ৩১ নভেম্বর রয়েছে কালী পূজা। অনেক ক্ষেত্রেই মানত হিসেবে পাঁঠা বলির প্রথা থাকে কালী পূজা মন্ডপে। তাই পূজোর মরশুমে পাঁঠা কিনতে উপস্থিত মানুষজনেরা শুধু এলাকার লোকজনেরা নয়। বাইরের লোক জনেরাও এখানে ক্রয় বিক্রয় করতে আসেন।
তৃণমূলের পতাকা নিয়ে বিধায়কের নেতৃত্বে বাজিতপুর মৎস্যজীবী সমবায় সমিতির অফিসে ভাঙচুর
রতুয়ায় তৃণমূলের পতাকা নিয়ে বিধায়কের নেতৃত্বে ভাঙচুর! বাজিতপুর মৎস্যজীবী সমবায় সমিতির অফিসে ভাঙচুর। ভাঙচুরের পর তৃণমূল বিধায়কের নেতৃত্বে মাছ লুঠেরও অভিযোগ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের। জলাশয় দখল-মুক্ত করতে গিয়েছিলাম, দাবি বিধায়কের। জেলা মৎস্য দফতরকে তদন্তের নির্দেশ মালদার জেলাশাসকের।তৃণমূলের ঝান্ডা নিয়ে রতুয়ার বিধায়কের দাদাগিরি! মৎস্যজীবীদের সাথে নিয়ে মাছ লুটপাট সমিতির অফিসে ভাঙচুরের অভিযোগ।
বাজি বাজারের উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া
মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শহরের এগ্রিকালচার ফার্ম ময়দানে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, দমকল বিভাগের ডিভিশনাল অফিসার স্বপন কুমার দাস, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডু, সাধারন সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট অতিথিবর্গ। বাজিবাজারে মোট ৫১ টি স্টল করা হয়।
বোমাবাজি, গোলাগুলির পর গ্রাম থেকে উদ্ধার পাঁচ-পাঁচটি তাজা বোমা
মালদার রতুয়ার রামপুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলির পর গ্রাম থেকে উদ্ধার পাঁচ-পাঁচটি তাজা বোমা। শুক্রবার সাত সকালে গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে বোমা উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকায় ব্যাপক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুপক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ায়। তারা একে, অপরকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি, গোলাগুলি ও ইটপাটকেল চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ছয় তৃণমূল কর্মী গুরুতর আহত হন।
অজানা জ্বরের প্রকোপে কলাইবাড়ি গ্রাম জুড়ে আতঙ্ক
একদিন বা দুই দিন জ্বর থাকছে। তারপর শরীরে যন্ত্রণা। মূলত হাতে ও পায়ে ব্যাথায় কাবু সাধারণ মানুষ। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে মেডিকেল ক্যাম্প করা হয়েছে এলাকা থেকে প্রায় ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা ইতিমধ্যেই ওই রক্তের নমুনা ল্যাবে টেস্ট এর জন্য পাঠানো হয়েছে। তবে এটা ডেঙ্গুর জ্বর না ম্যালেরিয়া জ্বর সে বিষয়ে এখনো পরিষ্কার হয়নি। না কোন অন্য ভাইরাস সেটাও এখনো পরিষ্কার হয়নি রিপোর্ট এর দিকে তাকিয়ে রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
বিজেপি মেম্বারের স্বামী ও বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা
সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি মেম্বারের স্বামী ও বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মালদার ইংলিশ বাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকা। গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বারের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। অবশেষে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল নেত
জেলা শাসককে ডেপুটেশন দিল মালদা জেলা কিষান জাতি সেবা সমিতি
চার দফা দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দিল মালদা জেলা কিষান জাতি সেবা সমিতি। বুধবার দুপুরে আইটিআই মোড় থেকে সংগঠনের সদস্যরা মিছিল করে সারা শহর পরিক্রমা করে। শেষে জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত করে বিক্ষোভ যখাতে থাকেন সংগঠনের সদস্যরা। সংগঠনের জেলা সম্পাদক আশিস মণ্ডল জানান, চার দাবা দাবি নিয়ে আজ আমরা জেলা শাসককে ডেপুটেশন দিতে এসেছি। কিষান জাতিকে দীর্ঘদিন ধরে এসটি সার্টিফিকেট থেকে বঞ্চিত করা হয়েছে।
যুগের সাথে তাল মিলিয়ে এখনো হয়ে আসছে সুপরিচিত "চারু শেঠের" মেলা
পুরাতন মালদা ব্লকের ঐতিহ্যবাহী কাঠের মেলা হিসাবে চারু শেঠের মেলা সুপরিচিত মালদা জেলা বাসির কাছে। প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর ৭ দিন পর এই মেলার সূচনা হয়ে থাকে। এই মেলা চলে ৫ দিন ধরে। তবে এই মেলা কে অনেকেই বাইচ মেলা বা চারু শেঠের মেলা বলে থাকেন। জানা গিয়েছে, মালদা জেলার পুরাতন মালদা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তৈলমুন্ডি এলাকায় বহু যুগ যুগ ধরে পুরনো ঐতিহ্য মেনেই এখনো এই মেলা হয়ে চলে আসছে।
মহানন্দা নদীতে ডুবে গেল ৩ নাবালিকা, গ্রামে শোকের ছায়া
মহানন্দার জলে ভেসে গেছে একই পরিবারের ৩ নাবালিকা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদহের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার মহানন্দা নদীর টেকনা ঘাটে। স্নান করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানাচ্ছেন, ৩ জনে একই সঙ্গে নদীতে স্নান করতে নামে। হঠাৎই তলিয়ে যায় তারা। গ্রামবাসীরা তাদের নদী থেকে উদ্ধার করলেও ততক্ষণে কারও দেহে প্রাণ ছিল না। ঘটনায় মাগুরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মালদহে স্ত্রীর রহস্যময় মৃত্যু: সম্পত্তির লোভ নাকি ডেঙ্গু?
মালদহে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ, তারা সম্পত্তির লোভে স্ত্রীকে হত্যা করেছে। অপরদিকে, শ্বশুরবাড়ির লোকজন দাবি করছেন, মহিলার মৃত্যু ডেঙ্গুতে হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন। জানা গেছে, মহিলার ৯ বছর আগে এক শ্রমিকের সঙ্গে বিয়ে হয় এবং তাদের ৪ বছরের একটি মেয়ে রয়েছে। অভিযোগ, সম্পত্তির জন্য স্বামী তাকে হয়রানি করত এবং অবৈধ সম্পর্কের প্রতিবাদ করলে হয়রানি আরও বেড়ে যায়।
আইন-শৃঙ্খলার অবনতি, খুন-ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে মানিকচক থানা ঘেরাও
আইন-শৃঙ্খলার অবনতি, খুন-ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে আন্দোলনে নামল কংগ্রেস। আন্দোলনের অঙ্গ হিসেবে মালদার বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। কর্মসূচি পালনের ছবি নজরে এল মালদার মানিকচকে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন মানিকচক ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা মিছিল করে থানা ঘেরাও। করেন। এরপর উত্থাপিত দাবীতে দীর্ঘক্ষণ থানার, সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন পেশ করেন থানার আধিকারিকের নিকট।
মায়ের পূজোয় সমাজকল্যাণের উদ্যোগ: জানালিস্ট ফোরাম ও লায়ন্স ক্লাবের বিশেষ পদক্ষেপ!
প্রতি বছরের মতো এই বছরও জানালিস্ট ফোরাম মালদা, লায়ন্স ক্লাব অফ ইসমাইল ও লায়ন্স ক্লাব অফ প্লাটিনাম শারদ উৎসব উপলক্ষে বিভিন্ন সমাজকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। মায়ের পূজোর দিনগুলোতে মানুষের ভোগ, বস্ত্র ও বিক্ষ দানের আয়োজন করা হয়। ক্লাবের সদস্যরা এই ধরনের কার্যক্রমের মাধ্যমে পূজোকে উদযাপন করেন।
আজ মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পুজো কার্নিভাল
আজ মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। গতবছরের ১৯টির বদলে এবছর ২৫টি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলি প্রতিমা সহ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে অংশ নেবে। এরই মধ্যে প্রস্তুতি চলছে জোর কদমে। কার্নিভালটি মালদা শহরের সুকান্ত মোড় থেকে জাতীয় সড়ক ধরে রথবাড়ি মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিকেলের পর থেকে জাতীয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সারা রাজ্যের সাথে চিকিৎসকদের কর্ম বিরতির প্রভাব মালদা জেলাতে
মালদায় ২০২৪ পুজো কার্নিভাল: মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ণাঢ্য উদযাপন!
মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার রাতে অনুষ্ঠিত হলো ২০২৪ পুজো কার্নিভাল। সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত এ কার্নিভালের আয়োজন করা হয়। এবারে এটি মালদা কার্নিভালের তৃতীয় বর্ষ। ইংরেজবাজার ও পুরাতন মালদা শহরের ২৭টি পুজো কমিটি অংশগ্রহণ করে। কার্নিভালে আদিবাসী নৃত্য, গম্ভীরা, মুখোশ নাচ, ও পুরুলিয়ার ছৌ নৃত্যের মাধ্যমে বাংলার বিভিন্ন লোক সংস্কৃতি প্রদর্শিত হয়। প্রদীপ প্রজ্বলন করে সন্ধ্যায় কার্নিভালের অনুষ্ঠান শুরু হয়।
মালদা শহর থেকে পুজো দেখে বাড়ি ফেরার পথে ছিনতাই
মালদা শহর থেকে পুজো দেখে বাড়ি ফেরার পথে সোনার চেন ও নগদ টাকা ছিনতাই এর অভিযোগ ইংরেজবাজার থানায়। জানা যায় মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ মালদা শহরে ঠাকুর দেখতে আসেন বাগবাড়ী এলাকার বাসিন্দা তপন মন্ডল। প্রায় রাত্রি সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার পথে বাগবাড়ির কালীমন্দির এলাকায় তাকে এক যুবক রাস্তা আটকে ধরে তার কাছ থেকে গলার চেন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন আসতেই দুষ্কৃতী পালিয়ে যায়। জানা যায় ছিনতাই কারী দুষ্কৃতির নাম সুশান্ত সরকার ওই এলাকাতেই তার বাড়ি।
মশাল মিছিল মহিলাদের আরজি করের ঘটনার প্রতিবাদে
পঞ্চমীর সন্ধ্যায় মশাল মিছিল মহিলাদের আরজি করের ঘটনার প্রতিবাদে মহিলাদের এই মহা মিছিল যেখানে মহিলারা মশাল নিয়ে এ মিছিল অংশগ্রহণ করে ইংরেজবাজার শহরের তালতলা থেকে এই মিছিল শুরু হয় শহর জুড়ে এই মেশিন পরিক্রমা করবে।