Back

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এলেন মালদায়
Bishanpur Srirampara, West Bengal:
মালদা জেলা ক্রীড়া সংস্থার আহবানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারতে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছান প্রাক্তন অধিনায়ক। মালদা রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। এদিন সারাদিন ধরে রয়েছে বিভিন্ন কর্মসূচি।
0
Report
রামনবমীর প্রস্তুতি: ইংরেজবাজারে শোভাযাত্রা শুরু হবে সকাল দশটায়
Bishanpur Srirampara, West Bengal:
আগামী ৬ এপ্রিল রামনবমী l ইতিমধ্যেই রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে তার প্রস্তুতি জোর কদমে চলছে। এবারে রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা সকাল দশটায় ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে যা শহর জুড়ে পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে l এবং সেখানেই শোভাযাত্রার সমাপ্তি ও শ্রীরাম প্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে করা হবে । রামনবমীর এই শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র করতে দেখা যাচ্ছে। ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ডগুলিতে সমস্ত ওয়ার্ডেই রামনবমী উদযাপন কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দিতে দেখা যাচ্ছে। সকলের মুখে জয় শ্রীরাম ধোনি ।
0
Report
বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য ১৫ বছর পর কান্নায় ভেঙে পড়লেন ভেরোনিকা টুডু!
Bishanpur Srirampara, West Bengal:
২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন। ২০১৮সালে চাকুরী পেয়েছেন। গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আইসিডিএস চাকুরী করতেন। ১৫বছর করেছেন। কিন্তু আর্থিক কারণে ভাল রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরীর জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকুরী হয়।মালদা বার্লো বালিকা বিদ্যালয়ে। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান। দুই ছেলে মেয়ে। এখন কি করবেন। বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দারস্থ হবেন এমন ভাবছেন। জানালেন ভেরোনিকা টুডু।
0
Report
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন পুরাতন মালদার চার শিক্ষিকা
Bishanpur Srirampara, West Bengal:
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল পুরাতন মালদার আহ্লাদমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের চার জন শিক্ষিকার। এদিকে সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল চত্বরে কান্নার রোল। স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস বলেন, তিনজন শিক্ষিকা ২০১৯ সালে চাকরি পেয়ে আমাদের এই স্কুলে জয়েন করেন। পাশাপাশি আরেকজন শিক্ষিকা ২০২১ সালে অন্য স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে আসেন। মোট চারজন শিক্ষিকার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্টের নির্দেশে। এই চারজনে ই মালদার বাসিন্দা। যদিও চাকরি হারার বিষয়ে এই চারজন শিক্ষিকার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0
Report
Advertisement
মোথাবাড়িতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা
Bishanpur Srirampara, West Bengal:
মোথাবাড়ির ঘটনার পিছনে ভয়ংকর radicalism রয়েছে। পরিকল্পনা করে ভিড় জমায়েত করা হয়েছিল।বহিরাগতদের আনা হয়েছিল। ঘটনার এনআইএ তদন্ত প্রয়োজন। দবি ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর । মোথাবাড়ি তে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঁচ গাড়ি ত্রাণ সামগ্রিক পাঠালেন বিজেপি বিধায়ক
মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে এই ত্রাণ সামগ্রী গুলি মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা করা হয়।
ওই এলাকার বাসিন্দারা চায় এনআইএ তদন্ত।
0
Report