মালদা শহর থেকে পুজো দেখে বাড়ি ফেরার পথে ছিনতাই
মালদা শহর থেকে পুজো দেখে বাড়ি ফেরার পথে সোনার চেন ও নগদ টাকা ছিনতাই এর অভিযোগ ইংরেজবাজার থানায়। জানা যায় মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ মালদা শহরে ঠাকুর দেখতে আসেন বাগবাড়ী এলাকার বাসিন্দা তপন মন্ডল। প্রায় রাত্রি সাড়ে দশটা নাগাদ বাড়ি ফেরার পথে বাগবাড়ির কালীমন্দির এলাকায় তাকে এক যুবক রাস্তা আটকে ধরে তার কাছ থেকে গলার চেন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন আসতেই দুষ্কৃতী পালিয়ে যায়। জানা যায় ছিনতাই কারী দুষ্কৃতির নাম সুশান্ত সরকার ওই এলাকাতেই তার বাড়ি।
মশাল মিছিল মহিলাদের আরজি করের ঘটনার প্রতিবাদে
পঞ্চমীর সন্ধ্যায় মশাল মিছিল মহিলাদের আরজি করের ঘটনার প্রতিবাদে মহিলাদের এই মহা মিছিল যেখানে মহিলারা মশাল নিয়ে এ মিছিল অংশগ্রহণ করে ইংরেজবাজার শহরের তালতলা থেকে এই মিছিল শুরু হয় শহর জুড়ে এই মেশিন পরিক্রমা করবে।
অনশন অব্যাহত মালদা মেডিকেল কলেজ হসপিটালে
মালদায় পুজোর উদ্বোধন করলেন শচীন!
দুর্গাপূজার উদ্বোধন করলেন মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ
পঞ্চমী তিথিতে বস্ত্র বিতরণ পুরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের
তৃতীয়াতেই মহিলা পরিচালিত দুর্গাপূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন
ইংলিশ বাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিলা পরিচালিত দুর্গাপূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো । উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। মা দুর্গা থাকছি সাবেকিয়ানা। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন,রাজ্য সভার সাংসদ মৌসম বেনজির নূর,ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস, এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।
মালদায় বিষধর সাপের কামড়ে ৯ বছরের মেয়ের মৃত্যু!
মালদহের মানিকচকের নারায়ণপুর চর এলাকায় বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে এক নাবালিকা। ৯ বছর বয়সী নিহত মেয়েটি নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকালে বাড়ির কাছে খেলার সময় তিনি একটি গর্তে পড়ে যান, যেখানে তাকে একটি সাপে কামড় দেয়। বাড়ি ফিরে পা জ্বালা করার কথা মাকে জানালে পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে তার বাবা গর্তে বিষধর সাপ দেখে বিষয়টি নিশ্চিত হন। মেয়েটির মৃত্যুর ঘটনায় পরিবার শোকে ভেঙে পড়েছে।
গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন
গাজোল ব্লকে শূকর বিতরণ: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা!
গাজোল ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজোল ব্লক চত্বরে একটি শূকর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েছেন। উপস্থিত ছিলেন গাজোল বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য আধিকারিকরা। গাজোল ব্লকের ১৫ জন উপকারভোগীর মধ্যে এই শুকরের বাচ্চা বিতরণ করা হয়, যার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন।
দ্বিতীয় দফায় রাজ্যের একাধিক জেলার দুর্গাপুজো মন্ডপের শুভ উদ্ধোধন
শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় রাজ্যের একাধিক জেলার দুর্গাপুজো মন্ডপের শুভ উদ্ধোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মালদহ জেলার চাঁচল ইয়ুথ ক্লাবেরও পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।যার জন্য বিশা আয়োজন করে ইয়ুথ ক্লাবের পুজো কমিটির কর্মকর্তারা।সেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায়, চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ,চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা।
গাজোল বি এল আর ও দপ্তরে পাশে ধর্ণায় সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন
সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজোল ব্লক কমিটির উদ্যোগে গাজোল বি এল আর ও দপ্তরে পাশে ধর্ণায় বসে তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেন এবং তাদের বিভিন্ন দাবি নিয়ে গাজোল বিএল আরো দপ্তরে দরখাস্ত জমা করেন। দরখাস্ত জমা করার জন্য লোকের লম্বা লাইন পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বি এল আর ও অফিস চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোন অঘটন না ঘটে।
বুনো শূকরের হামলায় নিহত শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকার অনুদান!
বুনো শূকরের হামলায় নিহত এক শ্রমিকের পরিবারকে রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক প্রদান করেছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিয়াচক বন দপ্তরে নিহত শ্রমিক টুলু চৌধুরীর স্ত্রীর হাতে এই চেক তুলে দেন। ১৭ই সেপ্টেম্বর কালিয়াচক-২ ব্লকের সকুল্লাপুর এলাকায় পাট কাটার সময় হামলার শিকার হন টুলু, যার ফলে তিন নাবালক সন্তানসহ তার স্ত্রী অন্ধকারে পড়ে যান। রাজ্য সরকারের এই সহায়তায় ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।
বন্যা দুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী
আজ মালদা জেলার রতুয়া ১নং ব্লকের বিলাইমারি ও কাহালা অঞ্চলের বন্যা দুর্গত মানুষদের কে খাদ্য সামগ্রিক ও ত্রাণ বিতরণ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সহ উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী সহ উপস্থিত মালদা জেলা পরিষদের মৎস ও প্রাণী সম্পদ কর্মাধক্ষ বাবু বক্সী ব্লক প্রশাসনের আধিকারিক , ব্লক সভাপতি অজয় সিনা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বগন।
মুখ্যমন্ত্রীর ত্রাণে বন্যা দুর্গতদের নতুন জীবন শুরু!
মহানন্দার পানিতে ইংগ্রেসবাজার পৌরসভার 8, 9, 10 ও 12 নম্বর ওয়ার্ডের উপকূলীয় এলাকার হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। 8 নং ওয়ার্ডের বালুচর বাবলা ঘাট ফ্ল্যাট সেন্টারে প্রায় 200 পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রিপল জামাকাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএম নীতিন সিংহানিয়া সদরের এসডিএম পঙ্কজ তমা, ইংরেজবাজার পৌরসভার সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী। ত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বন্যা দুর্গতরা।
বন্যা পরিদর্শনে গিয়ে বিক্ষোভে রাজ্যসভার সাংসদ মৌসুম নূর
অল্পের জন্য প্রাণে বাচলেন রাজ্যসভা সাংসদ মৌসুম নূর
রাতের অন্ধকারে পাটের গোডাউনে ঢুকে দুঃসাহসিক চুরি
রাতের অন্ধকারে পাটের গোডাউনে ঢুকে অফিস ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি। বুধবার রাতে গোডাউন মালিক তথা তৃণমূল নেতা কেরামুদ্দিনের পাটের গোডাউনে এই চুরির ঘটনাটি ঘটেছে। কেস বাক্সের তালা ভেঙে পাঁচ লক্ষ টাকা, কাগজপত্র ও ব্যাংকের চেক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে জানান কেরামুদ্দিন। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। গোডাউন মালিক কেরামুদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে মুন্সি তসরিফুল আলি গোডাউনে এসে দেখেন অফিস ঘরের দরজার তালা ভাঙ্গা।
পুলিশ এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে
থানা সংলগ্ন গৃহস্থ বাড়িতে চুরি। পাশেই কাউন্সিলরের বাড়ি। মালদার ইংলিশ বাজার থানার পিরোজপুর এলাকার এই ঘটনা ঘিরে আতঙ্ক এলাকা জুড়ে। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা রিন্টু শেখ। পেশায় তিনি জুতো ব্যবসায়ী। বুধবার গভীর রাত্রে এই ব্যবসায়ীর বহুতল বাড়ির ছাদ দিয়ে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে। এরপর দুষ্কৃতীরা নগদ প্রায় ৭০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। বাড়ির সদস্যদের অভিযোগ, ছাদের দরজা না থাকাই দুষ্কৃতীরা সেখান দিয়েই ভেতরে ঢুকে।
কলকাতা থেকে মালদার তিনটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন
মহালয়ার দিন কলকাতা থেকে মালদার তিনটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মালদার ইংরেজবাজার শহরের কালিতলা ক্লাবের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কালিতলা ক্লাবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান
মালদায় পরকীয়া সন্দেহে গাছে বেঁধে মারধোর, ছবি ভাইরাল!
মালদার পুখুরিয়া থানার সম্বলপুরে পরকীয়া সন্দেহে এক পুরুষ ও মহিলাকে গাছে বেঁধে মারধর করা হয়, যার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে পাঠায়। অভিযুক্ত আনারুল এখনও পলাতক রয়েছে, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুখুরিয়া থানার পুলিশ সুমোমোটো মামলা করেছে। উল্লেখ্য, আনারুল নিগৃহীত মহিলার ভাসুর।
জাগরণী মালদার এ বছরের পরিবেশন মহিষাসুরমর্দিনী
জাগরণী মালদা তিন বছর থেকেই প্রতিবছর নতুন নতুন কিছু প্রদর্শনী মানুষের সামনে তুলে ধরে। ২০২১ থেকে তাদের পথ চলা শুরু । প্রতিবছরে থাকে নতুন নতুন প্রদর্শনে নতুন নতুন চমক। তবে এ বছর ২০২৪ এ মানুষের সামনে নারী শক্তিকে তুলে ধরার প্রচেষ্টা, মহিষাসুরমর্দিনীর মাধ্যমে। এই 'মহিষাসুর মর্দিনী জাগোমা' পরিবেশনের মাধ্যমে মায়ের কাছে একটাই নিবেদন তাদের । যাতে এই পৃথিবী থেকে আশুরিক শক্তির যে প্রভাব। মায়ের আগমনে যেন তার বিনাশ ঘটে, আর নারী শক্তির সূচনা হয়।
শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমের পক্ষ থেকে বস্ত্র দান
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা। মাতৃপক্ষের সূচনার এই পুণ্য লগ্নে বামনগোলা ব্লকের গাংগুরিয়া শ্রীশ্রী সারদা তীর্থম আশ্রমে দেবী পূজা হয়ে গেল বুধবার। দুর্গাপূজা এখনো বাকি সাত দিন। মহালয়ার দিন দেবী রূপে পূজা করা হয় ওই এলাকার অসহায় দুঃস্থ, গরিব মহিলাদের। ঐ আশ্রমের মহারাজ জানিয়েছেন প্রতিবছর মহালয়ার দিনে বামনগোলার গাঙ্গুরিয়া এলাকায় দুস্থ, অসহায় গরিব মহিলাদের দেবীর আসনে বসিয়ে পুজো করা হয় ও ভোগ খাওয়ানো হয়।
হাজারো পুণ্যার্থীরা মানিকচক গঙ্গা ঘাটে
মহালয়ার পুণ্যপ্রাতে মালদার মানিকচক গঙ্গাঘাটে পিতৃ তর্পণ।কড়া পুলিশি নজরদারিতে সম্পন্ন হল পিতৃ তর্পণ। পুলিশ, এন.ডি.আর.এফ বাহিনীর সতর্ক নজরদারিতে ফুলেফেঁপে ওঠা গঙ্গাবক্ষে নেমে ঘাটের ধারে কাছেই তর্পণ পর্ব সারলেন পুণ্যার্থীরা। মানিকচক প্রশাসনের তরফে নদীর স্রোতকে নজরে রেখে ব্যারিকেড দিয়ে পুণ্যার্থীদের জন্য স্নানের ব্যবস্থা করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা মানিকচক গঙ্গা ঘাটে আসছেন।