Back
Madhab Kumar Mandal
Malda732202blurImage

রামনবমীর প্রস্তুতি: ইংরেজবাজারে শোভাযাত্রা শুরু হবে সকাল দশটায়

Madhab Kumar MandalMadhab Kumar MandalApr 03, 2025 15:20:59
Bishanpur Srirampara, West Bengal:
আগামী ৬ এপ্রিল রামনবমী l ইতিমধ্যেই রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে তার প্রস্তুতি জোর কদমে চলছে। এবারে রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা সকাল দশটায় ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে যা শহর জুড়ে পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে l এবং সেখানেই শোভাযাত্রার সমাপ্তি ও শ্রীরাম প্রসাদ বিতরণ ভক্তদের মধ্যে করা হবে । রামনবমীর এই শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র করতে দেখা যাচ্ছে। ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ডগুলিতে সমস্ত ওয়ার্ডেই রামনবমী উদযাপন কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দিতে দেখা যাচ্ছে। সকলের মুখে জয় শ্রীরাম ধোনি ।
0
Report
Malda732202blurImage

বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য ১৫ বছর পর কান্নায় ভেঙে পড়লেন ভেরোনিকা টুডু!

Madhab Kumar MandalMadhab Kumar MandalApr 03, 2025 15:19:42
Bishanpur Srirampara, West Bengal:
২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন। ২০১৮সালে চাকুরী পেয়েছেন। গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আইসিডিএস চাকুরী করতেন। ১৫বছর করেছেন। কিন্তু আর্থিক কারণে ভাল রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরীর জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকুরী হয়।মালদা বার্লো বালিকা বিদ্যালয়ে। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান। দুই ছেলে মেয়ে। এখন কি করবেন। বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দারস্থ হবেন এমন ভাবছেন। জানালেন ভেরোনিকা টুডু।
0
Report
Malda732202blurImage

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন পুরাতন মালদার চার শিক্ষিকা

Madhab Kumar MandalMadhab Kumar MandalApr 03, 2025 14:59:31
Bishanpur Srirampara, West Bengal:
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল পুরাতন মালদার আহ্লাদমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের চার জন শিক্ষিকার। এদিকে সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল চত্বরে কান্নার রোল। স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস বলেন, তিনজন শিক্ষিকা ২০১৯ সালে চাকরি পেয়ে আমাদের এই স্কুলে জয়েন করেন। পাশাপাশি আরেকজন শিক্ষিকা ২০২১ সালে অন্য স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে আসেন। মোট চারজন শিক্ষিকার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্টের নির্দেশে। এই চারজনে ই মালদার বাসিন্দা। যদিও চাকরি হারার বিষয়ে এই চারজন শিক্ষিকার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0
Report
Malda732202blurImage

মোথাবাড়িতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা

Madhab Kumar MandalMadhab Kumar MandalApr 03, 2025 11:41:22
Bishanpur Srirampara, West Bengal:
মোথাবাড়ির ঘটনার পিছনে ভয়ংকর radicalism রয়েছে। পরিকল্পনা করে ভিড় জমায়েত করা হয়েছিল।বহিরাগতদের আনা হয়েছিল। ঘটনার এনআইএ তদন্ত প্রয়োজন। দবি ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর । মোথাবাড়ি তে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঁচ গাড়ি ত্রাণ সামগ্রিক পাঠালেন বিজেপি বিধায়ক মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে এই ত্রাণ সামগ্রী গুলি মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা করা হয়। ওই এলাকার বাসিন্দারা চায় এনআইএ তদন্ত।
0
Report
Malda732202blurImage

বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী বর্ষ উদযাপন হরিপুরে নানায়

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 26, 2025 13:51:00
Bishanpur Srirampara, West Bengal:

বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপন কে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল হরিপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। রতুয়া ২ ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত হরিপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী বর্ষ উদযাপন কে কেন্দ্র করে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা গেল। উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, রতুয়া দুই ব্লকের ভিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি বাপন দাস, বিদ্যালয়ের পরিদর্শক আবু হাশেম তৌসিফ সহ অন্যান্যরা। বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে এই প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপনকে কেন্দ্র করে। উদ্বোধনের সূচনাতে ই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সংগীত পরিবেশন ভী কী গেই। 

0
Report
Malda732202blurImage

Malda: মালদা সীমান্তে গরু পাচার ভেস্তে দিল বিএসএফ

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 26, 2025 11:48:13
Bishanpur Srirampara, West Bengal:
উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতির আর এরই মধ্যে মালদাহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর এলাকায় গরু পাচারের আড়ালে অনুপ্রবেশ।সীমান্তে প্রহরত বিএসএফ জওয়ানরা ঘটনা দেখতে পেয়ে বাধা দেয়। এরপরই বাংলাদেশী দুষ্কৃতীরা জাওয়ানদের ওপর ধারালোর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বিএসএফ জাওয়ানরা আত্মরক্ষায় গুলি চালালে বাংলাদেশী দুষ্কৃতীরা গরুগুলি রেখে পালিয়ে যায়।যদিও এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রাতের অন্ধকারে দেখতে পায় যে বেশ কয়েকজন বাংলাদেশী দুস্কৃতিরা ভারত ভুখন্ডে ঢুকার চেষ্টা করছে। প্রহরারত জওয়ানরা অনুপ্রবেশকারী দুস্কৃতিদের ধাওয়া করে।
0
Report
Malda732202blurImage

Malda: মালদা মেডিক্যাল কলেজ হসপিটালে শীঘ্রই চালু হতে চলেছে ডাইবেটিস ক্লিনিক

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 26, 2025 11:47:48
Bishanpur Srirampara, West Bengal:
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শীঘ্রই চালু হতে চলেছে ডায়াবেটিস ক্লিনিক। তাই ডায়াবেটিস ক্লিনিক চালুর প্রাক্কালে পরিকাঠামো পরিদর্শন করতে মালদায় এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ডায়াবেটিস, ক্লিনিকের পরিকাঠামো ঘুরে দেখেন। ঘুরে দেখার পর প্রতিনিধি দলের সদস্যরা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন।
0
Report
Malda732202blurImage

Malda: ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 25, 2025 12:29:21
Bishanpur Srirampara, West Bengal:
এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ অর্থে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ্য টাকা ব্যয়ে কালিয়াচক ২ ব্লকের অন্তর্গত পঞ্চানন্দপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের লস্করিটোলা সেন্টু শেখের বাড়ি থেকে দামোদরটোলা চৌরাস্তা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। আজ দুপুরে এই উদ্বোধন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত হয়েছিলেন কালিয়াচক টু পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, ব্লক উন্নয়ন আধিকারিক বিপ্রতীম বসাক সহ জনপ্রতিনিধি ও সাধারণ গ্রামবাসীরা।
0
Report
Malda732202blurImage

Malda: সরকারি উদ্যোগে মাছ বিতরণেও লাগল রাজনৈতিক রঙ

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 25, 2025 12:13:28
Bishanpur Srirampara, West Bengal:
সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের মাছ বিতরণেও লাগলো রাজনৈতিক রং। মৎস্যজীবী বিজেপি কর্মী সমর্থকদের বঞ্চিত করার অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে।বেছে বেছে তৃণমূলের মৎস্যজীবী কর্মীদের মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতি অফিসের সামনে।মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করলেন মন্ডল বিজেপির সভাপতি। মানিকচক ব্লকের মৎস্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত গ্রামপঞ্চাতের মৎস কর্মীদের বিভিন্ন প্রজাতীর মাছ বিতরন করা হচ্ছে।এলাকার প্রায় ৩১৭জন মৎসজীবীর তালিকা তৈরি করা হয়েছে।যাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে প্রায় ১৭কেজি করে বিভিন্ন প্রজাতির মাছ।বিগত সোমবার থেকে শুরু হয়েছে বিতরণ,তারমধ্যে মঙ্গলবার মাছ বিতরণের প্রক্রিয়াকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ করলেন মথুরাপুরের বাসিন্দারা।
0
Report
Malda732202blurImage

Malda: বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 25, 2025 10:06:24
Bishanpur Srirampara, West Bengal:
ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি। কয়েক লক্ষ টাকার গাঁজা সহ পাকড়াও করল দুই পাচারকারীকে।জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম ঝন্টু সরকার। বয়স ৩৫ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে এবং অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায়। বয়স ৩৩ বছর। বাড়ি দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়। সোমবার রাতে তারা দুজনে মিলে একটি ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা দিল্লিতে পাচারের ছক কষেছিল। সেই উদ্দেশ্যে তারা ট্রলি ব্যাগ নিয়ে মালদা টাউন স্টেশনে দিল্লিগামী ট্রেন ধরার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। বিশেষ সূত্র মারফত এই খবর পেয়ে মালদা টাউন স্টেশনের জিআরপি তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের ট্রলি ব্যাগ থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় ২৭ কেজি ২৪৩ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
0
Report
Malda732202blurImage

Malda: দীর্ঘ উনিশ বছর সংসার জীবনের মায়া ত্যাগ করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় জীবিত স্ত্রী-র শ্রাদ্ধ করলেন স্বামী

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 25, 2025 10:00:18
Bishanpur Srirampara, West Bengal:
এ কি কান্ড ! জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী ! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী ? জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় (৩৫) দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজ মিস্ত্রি। নিঃসন্তান দম্পতি। দীর্ঘ উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। সাতপাকে বাঁধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ।
0
Report
Malda732202blurImage

Malda: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলা স্তরে উদ্যানপালক বিষয়ক আলোচনা সভার আয়োজন

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 24, 2025 12:17:11
Bishanpur Srirampara, West Bengal:
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলা স্তরে উদ্যান পালন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হলো। জানা যায় সোমবার মালদা টাউন হলে দুইয়দিনব্যাপী এই আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফল,ফুল এবং সবজি চাষের সাথে যুক্ত কৃষকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নত পদ্ধতিতে কিভাবে চাষবাস করা যায় তা নিয়েই মূলত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন,জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ।
0
Report
Malda732202blurImage

Malda: তৃণমূল নেত্রীর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

Madhab Kumar MandalMadhab Kumar MandalMar 24, 2025 07:14:15
Bishanpur Srirampara, West Bengal:
জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেপ্তারির দাবিতে এবার চটি হাতে বিক্ষোভ এলাকার মহিলাদের। ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও গ্রেপ্তার না হওয়াতে ব্যাপক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে। গ্রামবাসী একজোট হয়ে জমি পুনরুদ্ধার। ব্যাপক উত্তেজনা এলাকায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুরের ঘটনা। প্রসঙ্গত তৃণমূলের কৃষক সেলের নেত্রী সালমি খাতুন, তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলীর তিন বিঘা জমি দখলের অভিযোগ ওঠে। অভিযোগ জমি দখল করতে গিয়ে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। দুই পক্ষের মধ্যে লাঠি রড নিয়ে সংঘর্ষ হয়। বোমাবাজির অভিযোগ উঠে। আহত হয় একাধিক জন। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুই পক্ষ। তারপরে দিন এলাকার মানুষ একজোট হয়ে দখল হওয়া জমি পুনরুদ্ধার করে।
0
Report
Malda732125blurImage

হরিশ্চন্দ্রপুর মহারাজ মন্দিরের নতুন গার্ডওয়াল তৈরির শুভ শিলান্যাস

Madhab Kumar MandalMadhab Kumar MandalNov 24, 2024 06:52:10
Harishchandrapur, West Bengal:

হরিশ্চন্দ্রপুর: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় মন্ত্রী তাজমুল হোসেনের এর বরাদ্দকৃত অর্থে হরিশ্চন্দ্রপুর মহারাজ মন্দিরের নতুন গার্ডওয়াল তৈরি শুভ শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এদিন হরিশ্চন্দ্রপুর বারোডাঙ্গা এলাকার মহারাজ মন্দিরের লাগোয়া একটি গার্ড ওয়াল উদ্বোধন করেন। এই কাজে প্রায় ৪.৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই গার্ড ওয়াল নির্মাণের।

0
Report
Malda732101blurImage

পঞ্চায়েত সদস্যাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি প্রধান শক্তি মন্ডল

Madhab Kumar MandalMadhab Kumar MandalNov 21, 2024 08:42:52
Malda, West Bengal:

পঞ্চায়েত সদস্যাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মন্ডল। মালদার মানিকচক থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। মঙ্গলবার দলীয় কার্যালয়ের মধ্যে আক্রান্ত হন বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডল। এই ঘটনায় দলেরই প্রধান সহ তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সদস্যার ছেলে। সেই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল কে গ্রেপ্তার করল পুলিশ।

0
Report
Malda732202blurImage

মহানন্দাটোলা পুলিশ ফাঁড়িতে বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ

Madhab Kumar MandalMadhab Kumar MandalNov 15, 2024 04:02:52
Bishanpur Srirampara, West Bengal:

জলকর দখলের পর এবার গায়ের জোরে লোকজন নিয়ে গিয়ে ক্লাব দখলের অভিযোগ উঠল রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে। আর এই অভিযোগকে ঘিরেই জোর চাঞ্চল্য ও সোরগোল তৈরি হল রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহা দিয়ারা এলাকায়। জানা গেছে, মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহা দিয়ারা এলাকায় রয়েছে প্রায় ৫০ বছরের পুরনো একটি ক্লাব। সেই ক্লাবের নাম কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ। যা সরকারি অনুমোদিত ক্লাব। ক্লাব সদস্যরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপে যুক্ত।

0
Report
Malda732101blurImage

গনি খান চৌধুরীর ৯৮ তম জন্মবার্ষিকী তে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি

Madhab Kumar MandalMadhab Kumar MandalNov 05, 2024 12:38:10
Malda, West Bengal:

মালদা তথা বাংলার রূপকার প্রয়াত এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮ তম জন্মদিন উপলক্ষে মালদায় এসে মঙ্গলবার সকাল ন'টায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় কোতুয়ালি ভবনের পাশে এ.বি.গনি খান চৌধুরী সাহেবের মাজারে পুষ্পার্ঘ্য প্রদান করেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর কোতুয়ালী ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ববৃন্দ।

0
Report
Malda732202blurImage

ফুটবল টুর্নামেন্টে অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 26, 2024 16:19:25
Bishanpur Srirampara, West Bengal:

মালদার চামাগ্রামে ফুটবল টুর্নামেন্টের খেলায় বিশেষ অতিথি হিসেবে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয় কমিটির পক্ষ থেকে। এদিন এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করেন সুকান্ত মজুমদার এমনটাই বলেন তিনি। কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা পার্থ সারথি সহ আরো বিজেপি নেতৃত্বরা।

0
Report
Malda732202blurImage

পতঙ্গবাহিত রোগ দমন করতে এবং প্লাস্টিক বর্জনের বার্তা

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 26, 2024 06:27:16
Bishanpur Srirampara, West Bengal:

পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর ও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের ৮ মাইল হাটখোলা এলাকায় পতঙ্গবাহিত রোগ দমন করতে এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ একটি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে সচেতনামূলক অভিযান করা হয়। এদিন উপস্থিত আধিকারিকগণ অর্থাৎ বিডিও সাহেবা নিজে হাটখোলা ময়দানে অভিযানে নামেন এবং প্রতিটি দোকানদারকে প্লাস্টিক বর্জন করতে আবেদন জানান। 

0
Report
Malda732202blurImage

আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে বিডিও কে প্রদান।

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 26, 2024 06:26:07
Bishanpur Srirampara, West Bengal:

মালদার গাজোলে আদিবাসী সিঙ্গেল অভিযান পক্ষ থেকে দুপুর ২ টা নাগাদ ৩ দফা দাবি নিয়ে গাজোল ব্লক প্রশাসনকে বিডিও সুদীপ্ত বিশ্বাস কে স্মারক লিপি টি জমা দেওয়া হল। আদিবাসী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল ব্লক কার্যকরী সভাপতি শ্যামল মুর্মু, গাজোল ব্লক আদিবাসী সিঙ্গেল অভিযানে সভাপতি বর্ষা বেসরা ,আদিবাসী সিঙ্গেল অভিযান গাজোল ব্লক সভাপতি ভগন সরেন , জেডিপি সেক্রেটারি গাজোল ব্লকের যুব মোর্চা সভাপতি গোপাল হাঁসদা, গাজোল ব্লক এসি মোর্চা সভাপতি রতন রায় সহ অন্যান্যরা।

0
Report
Malda732202blurImage

কালীপুজো উপলক্ষে মালদার পান্ডুয়ার পাঠা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভির

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 26, 2024 06:24:29
Bishanpur Srirampara, West Bengal:

কালীপুজো উপলক্ষে মালদার পান্ডুয়ার পাঠা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভির। কালীপূজোর চলছে জোর কদমে প্রস্তুতি। চলছে পাঠা বিক্রয় ও ক্রয়ের । শুক্রবার সকাল থেকে বাজারে আমদানি ও রপ্তানির ব্যাপক হয়েছে জানিয়েছেন ক্রেতা থেকে বিক্রেতা ও হাট কমিটির সদস্যরা। উল্লেখ্য আগামী ৩১ নভেম্বর রয়েছে কালী পূজা। অনেক ক্ষেত্রেই মানত হিসেবে পাঁঠা বলির প্রথা থাকে কালী পূজা মন্ডপে। তাই পূজোর মরশুমে পাঁঠা কিনতে উপস্থিত মানুষজনেরা শুধু এলাকার লোকজনেরা নয়। বাইরের লোক জনেরাও এখানে ক্রয় বিক্রয় করতে আসেন।

0
Report
Malda732202blurImage

তৃণমূলের পতাকা নিয়ে বিধায়কের নেতৃত্বে বাজিতপুর মৎস্যজীবী সমবায় সমিতির অফিসে ভাঙচুর

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 26, 2024 06:22:41
Bishanpur Srirampara, West Bengal:

রতুয়ায় তৃণমূলের পতাকা নিয়ে বিধায়কের নেতৃত্বে ভাঙচুর! বাজিতপুর মৎস্যজীবী সমবায় সমিতির অফিসে ভাঙচুর। ভাঙচুরের পর তৃণমূল বিধায়কের নেতৃত্বে মাছ লুঠেরও অভিযোগ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের। জলাশয় দখল-মুক্ত করতে গিয়েছিলাম, দাবি বিধায়কের। জেলা মৎস্য দফতরকে তদন্তের নির্দেশ মালদার জেলাশাসকের।তৃণমূলের ঝান্ডা নিয়ে রতুয়ার বিধায়কের দাদাগিরি! মৎস্যজীবীদের সাথে নিয়ে মাছ লুটপাট সমিতির অফিসে ভাঙচুরের অভিযোগ।

0
Report
Malda732101blurImage

বাজি বাজারের উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 25, 2024 07:26:46
Malda, West Bengal:

মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শহরের এগ্রিকালচার ফার্ম ময়দানে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, দমকল বিভাগের ডিভিশনাল অফিসার স্বপন কুমার দাস, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডু, সাধারন সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট অতিথিবর্গ। বাজিবাজারে মোট ৫১ টি স্টল করা হয়।

0
Report
Malda732202blurImage

বোমাবাজি, গোলাগুলির পর গ্রাম থেকে উদ্ধার পাঁচ-পাঁচটি তাজা বোমা

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 25, 2024 07:15:15
Bishanpur Srirampara, West Bengal:

মালদার রতুয়ার রামপুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলির পর গ্রাম থেকে উদ্ধার পাঁচ-পাঁচটি তাজা বোমা। শুক্রবার সাত সকালে গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে বোমা উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকায় ব্যাপক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুপক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ায়। তারা একে, অপরকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি, গোলাগুলি ও ইটপাটকেল চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ছয় তৃণমূল কর্মী গুরুতর আহত হন।

0
Report
Malda732202blurImage

অজানা জ্বরের প্রকোপে কলাইবাড়ি গ্রাম জুড়ে আতঙ্ক

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 24, 2024 10:00:42
Bishanpur Srirampara, West Bengal:

একদিন বা দুই দিন জ্বর থাকছে। তারপর শরীরে যন্ত্রণা। মূলত হাতে ও পায়ে ব্যাথায় কাবু সাধারণ মানুষ। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে মেডিকেল ক্যাম্প করা হয়েছে এলাকা থেকে প্রায় ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা ইতিমধ্যেই ওই রক্তের নমুনা ল্যাবে টেস্ট এর জন্য পাঠানো হয়েছে। তবে এটা ডেঙ্গুর জ্বর না ম্যালেরিয়া জ্বর সে বিষয়ে এখনো পরিষ্কার হয়নি। না কোন অন্য ভাইরাস সেটাও এখনো পরিষ্কার হয়নি রিপোর্ট এর দিকে তাকিয়ে রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।

0
Report
Malda732101blurImage

বিজেপি মেম্বারের স্বামী ও বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

Madhab Kumar MandalMadhab Kumar MandalOct 23, 2024 11:47:38
Malda, West Bengal:

সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি মেম্বারের স্বামী ও বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মালদার ইংলিশ বাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকা। গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বারের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। অবশেষে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়।

0
Report