Back
Malda732202blurImage

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক মশাল মিছিল ও ধিক্কার সভা

Madhab Kumar Mandal
Sept 23, 2024 10:08:02
Bishanpur Srirampara, West Bengal

বিজেপি শাসিত রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিক খুনের প্রতিবাদে কালিয়াচকে জোরদার আন্দোলন করেছে তৃণমূল। রবিবার, মালদা জেলা তৃণমূলের ডাকে এক মশাল মিছিল ও ধিক্কার সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমূল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, বিধায়ক চন্দনা সরকার ও অন্যান্য নেতারা। মিছিল শেষে ধিক্কার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং আব্দুর রহিম বক্সী।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com