Back
Malda732202blurImage

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন পুরাতন মালদার চার শিক্ষিকা

Madhab Kumar Mandal
Apr 03, 2025 14:59:31
Bishanpur Srirampara, West Bengal
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল পুরাতন মালদার আহ্লাদমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের চার জন শিক্ষিকার। এদিকে সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল চত্বরে কান্নার রোল। স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস বলেন, তিনজন শিক্ষিকা ২০১৯ সালে চাকরি পেয়ে আমাদের এই স্কুলে জয়েন করেন। পাশাপাশি আরেকজন শিক্ষিকা ২০২১ সালে অন্য স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে আসেন। মোট চারজন শিক্ষিকার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্টের নির্দেশে। এই চারজনে ই মালদার বাসিন্দা। যদিও চাকরি হারার বিষয়ে এই চারজন শিক্ষিকার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com