Back
Malda732101blurImage

মালদায় সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে হানা কৃষি ও পুলিশ কর্তৃপক্ষের

Ranajoy Singha
Jul 23, 2024 05:36:06
Malda, West Bengal

মালদার হরিশ্চন্দ্রপুরে সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান চালালেন কৃষি ও পুলিশ কর্তৃপক্ষ। হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের কোরিয়ালী ও ভালুকা এলাকার খুচরো ও পাইকারি বাজারে হানা দেন ব্লক কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য, বিএলডিও অমিত খুটিয়া এবং স্থানীয় পুলিশ। চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, তাঁরা ক্রয়-বিক্রয় মূল্যের তথ্য সংগ্রহ করেন। কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারেন।

2
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com