বিডিও র দাদাগিরি
রবীন্দ্র ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে জুটলো না মালা
খুঁটি মধ্য দিয়ে ৪০তম দুর্গাপুজোর সূচনা হলো তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের।
ইংরেজবাজারে রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বুধবার সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি রাজনগর এলাকায় এক রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম পাপ্পু সাহা (৩৫)। রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ে, সকালে পরিবারের সদস্যরা ফিরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Flipkart delivery হাবের শাটার কেটে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম তিরোধান দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ
আংরেজবাজার পৌরসভা এবং মালদা শিল্পী সংসদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম তিরোধন দিবস উদযাপন করেছে। বুধবার সকাল ৮টা নাগাদ মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ আকারের মূর্তির কাছে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কাউন্সিলর ইনচার্জ শুভ্ময় বসু, মালদা শিল্পী সংঘের সভাপতি ডঃ ডিএন সরকার, সেক্রেটারি মলয় সাহা এবং অন্যান্য পৌর কর্পোরেশনের আধিকারিক ও সঙ্গীতজ্ঞরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হরিশ্চন্দ্রপুর অর্গানাইজেশন হলে বিশ্ব স্তন্যপান সপ্তাহ দিবস
মালদা হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 380 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীরা হরিশ্চন্দ্রপুর অর্গানাইজেশন হলে বিশ্ব স্তন দুধ সপ্তাহ দিবস উদযাপন করেছে। প্রতি বছর 1-7 অগাস্ট হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে প্ল্যাকার্ড নিয়ে র্যালি থেকে সংগঠন হল পর্যন্ত এই কর্মসূচি পালন করেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের সিডিপিও আবদুস সাত্তার, সুপারভাইজার রুমি মণ্ডল ও মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন প্রমুখ।
হেলমেট বিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ পুরাতন মালদা পুরসভার
গাজোল থানার সামনে আদিবাসী সিঙ্গেল অভিযানের গাজোল সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ এবং অনশন ধর্না প্রদর্শন
প্রতিবাদে স্থানীয় লোকজন ধানের চারা রোপণ করে
ধানের চারা রোপণের প্রতিবাদে বর্ষায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা জলাভূমিতে পরিণত হচ্ছে। রোগীকে বিছানায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে সড়কের বেহাল দশা নিয়ে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। তৃণমূলকে কড়া আক্রমণ করেছে বিরোধীরা। পাকা রাস্তার দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ করেছে বাসিন্দারা। স্বাধীনতার ৭৭ বছর পরেও মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের কাটলামারি গ্রামে তিন কিলোমিটার কাঁচা রাস্তা কংক্রিট করা হয়নি।
গ্রেপ্তার বিজেপি নেতা
মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে। অভিযোগ, ক্লাবকে দেওয়া পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় ১০ জন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। ইংরেজবাজার থানায় শিবশক্তি ক্লাবের সম্পাদক বুবাই প্রামাণিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বুবাই প্রামাণিককে গ্রেফতার করেছে এবং তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্কুল বাস
মালদা মানিকচকের গঙ্গাঘাটে নৌকা পরিসেবা বন্ধ ২১দিন ধরে
তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১০, ইংলিশ বাজারে উত্তেজনা
রাজ্য সরকারের ক্লাব অনুদান নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মালদার ইংলিশ বাজার থানার হরিষপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রঞ্জন মন্ডল, নমিতা মন্ডল, রিন্টু মন্ডল সহ প্রায় ১০ জন। ভাইরাল ভিডিওতে লাঠি, শোটা, ইট পাটকেল নিয়ে হামলা হতে দেখা যায়। অভিযুক্ত ১২ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
জল না পেয়ে জমিতেই শুকিয়ে যাচ্ছে ধানগাছ
মালদার হবিবপুরের আইহোর বক্সীনগরে রয়েছে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের জলসেচ প্রকল্প। টাঙ্গন নদী থেকে জল তুলে পাইপ লাইনের মাধ্যমে এই প্রকল্পে জল পৌঁছয় আশপাশের এলাকায় অন্তত চারশো বিঘে কৃষি জমিতে। কিন্তু, গত দেড় মাস ধরে এই প্রকল্পে এক ফোঁটা জলও পৌঁছায়নি কোনও কৃষি জমিতে। ফলে মাথায় হাত কৃষকদের।
শ্রমিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ইংরেজবাজার পৌরসভার
জাতীয় মৌখিক স্বাস্থ্য দিবস উদযাপিত হল চাঁচলে
বৃহস্পতিবার ১ লা আগষ্ট জাতীয় মৌখিক স্বাস্থ্য দিবস উদযাপিত হল চাঁচলে। এদিন সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে হাসপাতালে আসা মানুষদের সচেতন করা হয়।উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সুমিত তালুকদার,সহকারী সুপার ত্রিদিব মাইতি,আরিফ সাহ ও চিকিৎসক শুভাশিষ বড়ুয়া,দন্ত চিকিৎসক ঋতম কুণ্ডু সহ অন্যান্যরা।সচেতন শিবির থেকে পঞ্চাশজন মানুষকে কলগেট ও ব্রাশ দেওয়া হয়।কয়লা বা ছাই জাতীয় গুড়ো দিয়ে দাঁত মাজা মুখ ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে জানানো হয়।
মালদার বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হল
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মিড ডে মিলের রাঁধুনিরা
মালদা মেডিক্যালে যুব তৃণমূল সভাপতির পরিদর্শন ও রোগীদের সাথে আলাপ
জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন। তিনি রোগী ও তাদের পরিবারের সাথে কথা বলে চিকিৎসা পরিষেবা সম্পর্কে জানতে চাইলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এই পরিদর্শনে এসেছেন বলে জানালেন। রোগীদের অভিযোগ শুনে তিনি সেগুলি হাসপাতাল সুপারের কাছে তুলে ধরেন। এই পরিদর্শনের মাধ্যমে তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে চেয়েছেন।
রেল হাসপাতালে আগুন ঘিরে হইচই মালদহে
ফল বিক্রেতার কাজ করতে মুব্বাই পাড়ি দিতে গিয়ে দূঘটনার কবলে
মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনায় মালদার শ্রমিক আহত, পরিবার উদ্বিগ্ন
মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের 18টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় দুইজন নিহত এবং 50 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মালদার চাঁচল 1নং ব্লকের দেবিগঞ্জ গ্রামের রাজু শেখ । তিনি কোমরে গুরুতর আঘাত পেয়েছেন এবং স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিযায়ী শ্রমিক রাজু রবিবার মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তার তিন কন্যা, স্ত্রী এবং বৃদ্ধ বাবা-মা রয়েছে।
ওয়েল ফেয়ার পার্টির প্রতিবাদ: ওবিসি সার্টিফিকেট বাতিলের বিরুদ্ধে হুঁশিয়ারি
ওয়েল ফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিবঙ্গ শাখা মালদহ কলেজ অডিটোরিয়ামে একটি গণ কনভেনশনের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাল। দলের সর্বভারতীয় সভাপতি হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং বলেন যে, রাজ্য সরকারের সিদ্ধান্ত বিধানসভায় বিল পাস করে আনতে হবে। রাজ্য সম্পাদক বলেন, হাজার হাজার সার্টিফিকেট বাতিল হওয়া রাজ্য সরকারের ভুলের ফল। সুপ্রিম কোর্টে আবেদন করলেও রাজ্য সরকার হারবে, দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
যানবাহন চালক ও পথ চলতি মানুষদের সচেতন করতে ইংরেজবাজার থানা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ
মালদায় স্মার্ট পঞ্চায়েত পরিষেবা কর্মশালা: অনলাইনে সেবা বৃদ্ধির ওপর আলোচনা
মালদা কলেজ অডিটোরিয়ামে গ্রামীণ এলাকার মানুষের জন্য স্মার্ট পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি, পঞ্চায়েত কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে কর্মশালায় অনলাইন পরিষেবার উন্নতি নিয়ে আলোচনা হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনায় ঘরে বসেই ট্যাক্স দেওয়া, প্ল্যান পাস, ট্রেড লাইসেন্সের আবেদন ইত্যাদি পরিষেবার ওপর জোর দেওয়া হয়। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক বিল্লোদল রায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।