বুধবার সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি রাজনগর এলাকায় এক রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম পাপ্পু সাহা (৩৫)। রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ে, সকালে পরিবারের সদস্যরা ফিরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।