Back
Ranajoy Singha
Malda732101

বিডিও র দাদাগিরি

RSRanajoy SinghaAug 09, 2024 06:18:09
Malda, West Bengal:
বিডিও র দাদাগিরি। কর্তব্যরত চিকিৎসককে মারধর। হাসপাতালে ঢুকে মার ধোরের অভিযোগ।মালদার হবিবপুরের বুলবুল চন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা। হবিবপুরের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের।
0
Report
Malda732101

রবীন্দ্র ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে জুটলো না মালা

RSRanajoy SinghaAug 08, 2024 08:14:35
Malda, West Bengal:
মালদার চাঁচলের রবীন্দ্র ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে জুটলো না মালা। প্রয়াণ দিবসে হতাশ চাঁচলের রবীন্দ্র অনুরাগীরা।রবীন্দ্রভবনটি প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।প্রতিবছরই অবহেলাপূর্ণ হয়ে থাকে কবিগুরু বলে অভিযোগ।
0
Report
Malda732101

খুঁটি মধ্য দিয়ে ৪০তম দুর্গাপুজোর সূচনা হলো তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের।

RSRanajoy SinghaAug 08, 2024 08:11:24
Malda, West Bengal:
উমা আসছে বলে কথা, আর সেই কারণেই তো মালদার জেলার শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো বেড়েছে। প্রতিমা তৈরির পাশাপাশি, মণ্ডপ সজ্জার শিল্পী সকলেই খুবই ব্যস্ত। দারুন ব্যস্ততার মধ্যে সময় কাটছে সকলের। এবার, আসন্ন দূর্গা পূজো কে সামনে রেখে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসিহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এ বছরের দুর্গা পূজার প্রস্তুতি শুরু করে দেওয়া হল।এবছর ৪০ তম বর্ষে পদার্পন করলো এই ক্লাবের পুজো।
0
Report
Malda732101

ইংরেজবাজারে রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

RSRanajoy SinghaAug 08, 2024 08:06:01
Malda, West Bengal:

বুধবার সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি রাজনগর এলাকায় এক রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম পাপ্পু সাহা (৩৫)। রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ে, সকালে পরিবারের সদস্যরা ফিরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

0
Report
Advertisement
Malda732101

Flipkart delivery হাবের শাটার কেটে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি

RSRanajoy SinghaAug 08, 2024 07:56:43
Malda, West Bengal:
flipkart delivery হাবের শাটার কেটে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ফ্লিপকার্ড ডেলিভারি হাবে | এই নিয়ে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালে |
0
Report
Malda732101

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম তিরোধান দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ

RSRanajoy SinghaAug 08, 2024 06:41:48
Malda, West Bengal:

আংরেজবাজার পৌরসভা এবং মালদা শিল্পী সংসদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম তিরোধন দিবস উদযাপন করেছে। বুধবার সকাল ৮টা নাগাদ মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ আকারের মূর্তির কাছে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কাউন্সিলর ইনচার্জ শুভ্ময় বসু, মালদা শিল্পী সংঘের সভাপতি ডঃ ডিএন সরকার, সেক্রেটারি মলয় সাহা এবং অন্যান্য পৌর কর্পোরেশনের আধিকারিক ও সঙ্গীতজ্ঞরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0
Report
Malda732101

হরিশ্চন্দ্রপুর অর্গানাইজেশন হলে বিশ্ব স্তন্যপান সপ্তাহ দিবস

RSRanajoy SinghaAug 07, 2024 12:09:23
Malda, West Bengal:

মালদা হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 380 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীরা হরিশ্চন্দ্রপুর অর্গানাইজেশন হলে বিশ্ব স্তন দুধ সপ্তাহ দিবস উদযাপন করেছে। প্রতি বছর 1-7 অগাস্ট হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে প্ল্যাকার্ড নিয়ে র‌্যালি থেকে সংগঠন হল পর্যন্ত এই কর্মসূচি পালন করেন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের সিডিপিও আবদুস সাত্তার, সুপারভাইজার রুমি মণ্ডল ও মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন প্রমুখ।

0
Report
Malda732101

হেলমেট বিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ পুরাতন মালদা পুরসভার

RSRanajoy SinghaAug 07, 2024 12:07:35
Malda, West Bengal:
পুরাতন মালদাহে শহরের চৌরঙ্গী মোড়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ।বুধবার তিনি হেলমেট বিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন। সকলকে হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন করেন। চেয়ারম্যান বলেন, অনেকে হেলমেট ছাড়া চলাচল করে থাকেন মটরবাইক্ চালকরা। সেজন্য এদিন হেলমেট দেওয়া হয়েছে। আমরা চায়, মানুষ যেন আইন মেনে গাড়ি চালায়।
0
Report
Malda732101

গাজোল থানার সামনে আদিবাসী সিঙ্গেল অভিযানের গাজোল সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ এবং অনশন ধর্না প্রদর্শন

RSRanajoy SinghaAug 05, 2024 13:01:10
Malda, West Bengal:
সোমবার মালদার গাজোল থানার সামনে আদিবাসী সিঙ্গেল অভিযানের গাজোল সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ এবং অনশন ধর্না প্রদর্শন কর্মসূচি করা হল । এদিন তারা প্লাকার্ড নিয়ে গাজোল থানার সেখানে সামিল হন। মহিলারা ক্ষোভ উগরে দেন। তারা স্থানীয় থানায় লিখিত ডেপুটেশন দেয়। এনিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। তাদের দাবি, সমস্ত আদিবাসী গ্রাম সমাজ সংবিধান গণতন্ত্র লাগু করুক। নাহলে আমরা আগামী দিনে বড় আন্দোলন করতে বাধ্য হবো।
0
Report
Malda732101

প্রতিবাদে স্থানীয় লোকজন ধানের চারা রোপণ করে

RSRanajoy SinghaAug 05, 2024 10:57:07
Malda, West Bengal:

ধানের চারা রোপণের প্রতিবাদে বর্ষায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা জলাভূমিতে পরিণত হচ্ছে। রোগীকে বিছানায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে সড়কের বেহাল দশা নিয়ে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। তৃণমূলকে কড়া আক্রমণ করেছে বিরোধীরা। পাকা রাস্তার দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ করেছে বাসিন্দারা। স্বাধীনতার ৭৭ বছর পরেও মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের কাটলামারি গ্রামে তিন কিলোমিটার কাঁচা রাস্তা কংক্রিট করা হয়নি।

0
Report
Malda732101

গ্রেপ্তার বিজেপি নেতা

RSRanajoy SinghaAug 03, 2024 16:15:08
Malda, West Bengal:

মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে। অভিযোগ, ক্লাবকে দেওয়া পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় ১০ জন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। ইংরেজবাজার থানায় শিবশক্তি ক্লাবের সম্পাদক বুবাই প্রামাণিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বুবাই প্রামাণিককে গ্রেফতার করেছে এবং তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

0
Report
Malda732101

বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্কুল বাস

RSRanajoy SinghaAug 02, 2024 14:15:09
Malda, West Bengal:
বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচল স্কুল বাস। চালকের তৎপরতাতে রক্ষা পেল বাস। মালদহ শহরের একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের বাসটি ছুটির পর ছাত্রদের নিয়ে রতুয়ার দিকে যাচ্ছিল। কতুয়ালীর কাছে কালেন্দ্রী নদীর ব্রিজে ওঠার মুখে দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে একটি মারুতি গাড়ি সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে ঘটে এই বিপত্তি। একটু হলেই নদীতে পড়ে যেত বাসটি। বাস চালকের তৎপরতাতে ছাত্রদের প্রাণ বাঁচে। বাসটিতে ২০জন ছাত্র-ছাত্রী ছিল।
0
Report
Malda732101

মালদা মানিকচকের গঙ্গাঘাটে নৌকা পরিসেবা বন্ধ ২১দিন ধরে

RSRanajoy SinghaAug 02, 2024 13:50:40
Malda, West Bengal:
মালদা মানিকচকের গঙ্গাঘাটে নৌকা পরিসেবা বন্ধ ২১দিন ধরে। কি কারণে বন্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তা নিয়ে অন্ধকারে নৌকার মাঝিরা।নৌকার মাঝিদের অভিযোগ প্রশাসনের সাথে যোগসাজস করে লিজে পাওয়া ঘাটের মালিকেরা এই ষড়যন্ত্র করছেন। নৌকা পরিসেবা বন্ধ করে লঞ্চ পরিষেবার টিকিয়ে রাখতে এমন উদ্যোগ মনে করছেন নৌকার মাঝিরা। আর যে কারণে কাজ হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন নৌকার মাঝিরা।
0
Report
Malda732101

তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১০, ইংলিশ বাজারে উত্তেজনা

RSRanajoy SinghaAug 02, 2024 13:31:18
Malda, West Bengal:

রাজ্য সরকারের ক্লাব অনুদান নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মালদার ইংলিশ বাজার থানার হরিষপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রঞ্জন মন্ডল, নমিতা মন্ডল, রিন্টু মন্ডল সহ প্রায় ১০ জন। ভাইরাল ভিডিওতে লাঠি, শোটা, ইট পাটকেল নিয়ে হামলা হতে দেখা যায়। অভিযুক্ত ১২ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

0
Report
Malda732101

জল না পেয়ে জমিতেই শুকিয়ে যাচ্ছে ধানগাছ

RSRanajoy SinghaAug 02, 2024 06:34:31
Malda, West Bengal:

মালদার হবিবপুরের আইহোর বক্সীনগরে রয়েছে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের জলসেচ প্রকল্প। টাঙ্গন নদী থেকে জল তুলে পাইপ লাইনের মাধ্যমে এই প্রকল্পে জল পৌঁছয় আশপাশের এলাকায় অন্তত চারশো বিঘে কৃষি জমিতে। কিন্তু, গত দেড় মাস ধরে এই প্রকল্পে এক ফোঁটা জলও পৌঁছায়নি কোনও কৃষি জমিতে। ফলে মাথায় হাত কৃষকদের।

0
Report
Malda732101

শ্রমিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ইংরেজবাজার পৌরসভার

RSRanajoy SinghaAug 02, 2024 06:31:50
Malda, West Bengal:
মালদা তে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে বৈঠক। এদিন পৌরসভার চেয়ারম্যান সহ দপ্তর আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়। শ্রমিকদের যেকোনো দুর্ঘটনা ঘোটলে সেই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে সেই শ্রমিক বা তার পরিবার যাতে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সরকারি পরিষেবা পেয়ে উপকৃত হয় বৈঠকের সেটাই মূল লক্ষ্য।
0
Report
Malda732101

জাতীয় মৌখিক স্বাস্থ্য দিবস উদযাপিত হল চাঁচলে

RSRanajoy SinghaAug 02, 2024 06:29:09
Malda, West Bengal:

বৃহস্পতিবার ১ লা আগষ্ট জাতীয় মৌখিক স্বাস্থ্য দিবস উদযাপিত হল চাঁচলে। এদিন সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে হাসপাতালে আসা মানুষদের সচেতন করা হয়।উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সুমিত তালুকদার,সহকারী সুপার ত্রিদিব মাইতি,আরিফ সাহ ও চিকিৎসক শুভাশিষ বড়ুয়া,দন্ত চিকিৎসক ঋতম কুণ্ডু সহ অন্যান্যরা।সচেতন শিবির থেকে পঞ্চাশজন মানুষকে কলগেট ও ব্রাশ দেওয়া হয়।কয়লা বা ছাই জাতীয় গুড়ো দিয়ে দাঁত মাজা মুখ ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে জানানো হয়।

0
Report
Malda732101

মালদার বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হল

RSRanajoy SinghaAug 01, 2024 15:25:54
Malda, West Bengal:
মালদার বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হল।পাশাপাশি বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের আবর্জনা ফেলার দুটি টোটো উদ্বোধন করা হয়।পাকুয়াহাট অঞ্চলের বিভিন্ন জায়গা ঘুরে এই টোটোগুলির দোকানের বা বাজারের আবর্জনা নিয়ে আসবে।এদিন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় বলেন এলাকার দোকানদারদের অনুরোধ করা হয়েছে যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য। এই গাড়িগুলি আপনাদের দোকানের সামনে যাবে। সেখানে আবর্জনা ফেলবেন। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সকলের।
0
Report
Malda732101

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মিড ডে মিলের রাঁধুনিরা

RSRanajoy SinghaAug 01, 2024 15:24:49
Malda, West Bengal:
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মিড ডে মিলের রাঁধুনিরা। বৃহস্পতিবার দুপুরে চাঁচল ১ নং ব্লক দপ্তর ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছেন মিড ডে মিলের রাঁধুরিরা।অভিযোগ, মাসিক সাড়ে চারশো টাকা বেতন তাঁদের দেওয়া হচ্ছে, যে বেতনে তাদের কোনভাবেই সংসার চলছে না তাতে সেই বেতন দেওয়া হচ্ছে ৬-৭ মাস অন্তর। তাদের গ্রুপ ডি কর্মী মর্যাদা দিতে হবে নূন্যতম ২৬ হাজার টাকা মাসিক বেতন দেওয়ার দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে।
0
Report
Malda732101

মালদা মেডিক্যালে যুব তৃণমূল সভাপতির পরিদর্শন ও রোগীদের সাথে আলাপ

RSRanajoy SinghaAug 01, 2024 15:00:34
Malda, West Bengal:

জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন। তিনি রোগী ও তাদের পরিবারের সাথে কথা বলে চিকিৎসা পরিষেবা সম্পর্কে জানতে চাইলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এই পরিদর্শনে এসেছেন বলে জানালেন। রোগীদের অভিযোগ শুনে তিনি সেগুলি হাসপাতাল সুপারের কাছে তুলে ধরেন। এই পরিদর্শনের মাধ্যমে তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতে চেয়েছেন।

0
Report
Malda732101

রেল হাসপাতালে আগুন ঘিরে হইচই মালদহে

RSRanajoy SinghaJul 31, 2024 10:45:49
Malda, West Bengal:
বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহ রেল হাসপাতালে। আগুনের ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়াল রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে। এ দিন মালদহ রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগে আগুনের ঘটনা ঘটে। রেল হাসপাতালের কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে, দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে গিয়ে আগুন নেভান। হাসপাতালের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
0
Report
Malda732101

ফল বিক্রেতার কাজ করতে মুব্বাই পাড়ি দিতে গিয়ে দূঘটনার কবলে

RSRanajoy SinghaJul 30, 2024 12:06:05
Malda, West Bengal:
মুম্বাইতে ফল বিক্রেতার কাজ করতে যাচ্ছিলেন মালদার ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী ঘাট বালুপুরের বাসিন্দা, জামশেদ সেখ(৩৩), সোহরাব আলী হোসেন(৪০) ও কাদির শেখ(২৪). ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে এদের চিকিৎসা হয়েছে. এরা সুস্থ রয়েছে. পরিবারকে ফোন করে জানিয়েছে।
0
Report
Malda732101

মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনায় মালদার শ্রমিক আহত, পরিবার উদ্বিগ্ন

RSRanajoy SinghaJul 30, 2024 11:49:21
Malda, West Bengal:

মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের 18টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় দুইজন নিহত এবং 50 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মালদার চাঁচল 1নং ব্লকের দেবিগঞ্জ গ্রামের রাজু শেখ । তিনি কোমরে গুরুতর আঘাত পেয়েছেন এবং স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিযায়ী শ্রমিক রাজু রবিবার মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তার তিন কন্যা, স্ত্রী এবং বৃদ্ধ বাবা-মা রয়েছে। 

0
Report
Malda732101

ওয়েল ফেয়ার পার্টির প্রতিবাদ: ওবিসি সার্টিফিকেট বাতিলের বিরুদ্ধে হুঁশিয়ারি

RSRanajoy SinghaJul 29, 2024 14:56:19
Malda, West Bengal:

ওয়েল ফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিবঙ্গ শাখা মালদহ কলেজ অডিটোরিয়ামে একটি গণ কনভেনশনের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাল। দলের সর্বভারতীয় সভাপতি হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং বলেন যে, রাজ্য সরকারের সিদ্ধান্ত বিধানসভায় বিল পাস করে আনতে হবে। রাজ্য সম্পাদক বলেন, হাজার হাজার সার্টিফিকেট বাতিল হওয়া রাজ্য সরকারের ভুলের ফল। সুপ্রিম কোর্টে আবেদন করলেও রাজ্য সরকার হারবে, দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

0
Report
Malda732101

যানবাহন চালক ও পথ চলতি মানুষদের সচেতন করতে ইংরেজবাজার থানা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ

RSRanajoy SinghaJul 29, 2024 14:32:44
Malda, West Bengal:
যানবাহন চালক ও পথ চলতি মানুষদের সচেতন করতে ইংরেজবাজার থানা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা মিছিল। সোমবার বিকেলে ইংরেজবাজার থানা থেকে মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করার পর থানার সামনে শেষ হয়। ইংরেজবাজার থানার পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা এই মিছিলে অংশগ্রহণ করে। পথ চলতি মানুষ সহ যানবাহন চালকরা যাতে সঠিকভাবে ট্রাফিক সিগন্যাল মেনে পথ চলাচল করে সেভ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের সেই উদ্দেশ্যকে সফল করতে আজকের এই মিছিল।
0
Report
Malda732101

মালদায় স্মার্ট পঞ্চায়েত পরিষেবা কর্মশালা: অনলাইনে সেবা বৃদ্ধির ওপর আলোচনা

RSRanajoy SinghaJul 29, 2024 14:31:38
Malda, West Bengal:

মালদা কলেজ অডিটোরিয়ামে গ্রামীণ এলাকার মানুষের জন্য স্মার্ট পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি, পঞ্চায়েত কর্মী ও আধিকারিকদের উপস্থিতিতে কর্মশালায় অনলাইন পরিষেবার উন্নতি নিয়ে আলোচনা হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনায় ঘরে বসেই ট্যাক্স দেওয়া, প্ল্যান পাস, ট্রেড লাইসেন্সের আবেদন ইত্যাদি পরিষেবার ওপর জোর দেওয়া হয়। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক বিল্লোদল রায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

0
Report