Back

বিডিও র দাদাগিরি
Malda, West Bengal:
বিডিও র দাদাগিরি। কর্তব্যরত চিকিৎসককে মারধর। হাসপাতালে ঢুকে মার ধোরের অভিযোগ।মালদার হবিবপুরের বুলবুল চন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা। হবিবপুরের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের।
0
Report
রবীন্দ্র ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে জুটলো না মালা
Malda, West Bengal:
মালদার চাঁচলের রবীন্দ্র ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে জুটলো না মালা। প্রয়াণ দিবসে হতাশ চাঁচলের রবীন্দ্র অনুরাগীরা।রবীন্দ্রভবনটি প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।প্রতিবছরই অবহেলাপূর্ণ হয়ে থাকে কবিগুরু বলে অভিযোগ।
0
Report
খুঁটি মধ্য দিয়ে ৪০তম দুর্গাপুজোর সূচনা হলো তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের।
Malda, West Bengal:
উমা আসছে বলে কথা, আর সেই কারণেই তো মালদার জেলার শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো বেড়েছে। প্রতিমা তৈরির পাশাপাশি, মণ্ডপ সজ্জার শিল্পী সকলেই খুবই ব্যস্ত। দারুন ব্যস্ততার মধ্যে সময় কাটছে সকলের। এবার, আসন্ন দূর্গা পূজো কে সামনে রেখে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসিহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এ বছরের দুর্গা পূজার প্রস্তুতি শুরু করে দেওয়া হল।এবছর ৪০ তম বর্ষে পদার্পন করলো এই ক্লাবের পুজো।
0
Report
ইংরেজবাজারে রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Malda, West Bengal:
বুধবার সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি রাজনগর এলাকায় এক রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম পাপ্পু সাহা (৩৫)। রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ে, সকালে পরিবারের সদস্যরা ফিরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
0
Report
Advertisement
Flipkart delivery হাবের শাটার কেটে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি
Malda, West Bengal:
flipkart delivery হাবের শাটার কেটে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ফ্লিপকার্ড ডেলিভারি হাবে | এই নিয়ে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালে |
0
Report