Back
Kolkata700014blurImage

জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন

BHASKAR ROY
Aug 27, 2024 06:48:12
Kolkata, West Bengal

প্রতি বছরের ন্যায় এ বছরও সারদা শিশুতীর্থ বিদ্যালয়, কালিয়াগঞ্জের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ প্রসাধন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার কালিয়াগঞ্জের শান্তিকালোনী এলাকায় অবস্থিত সারদা শিশুতীর্থ স্কুলে কৃষ্ণ সজ্জা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের কৃষ্ণের ছবি দিয়ে সম্মানিত করা হয় এবং যারা কোনো স্থান পায়নি তাদের সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com