Back
Jhargram721505blurImage

ঝাড়গ্রামে প্রবল বর্ষণে গ্রাম বিচ্ছিন্ন, যোগাযোগের সংকট!

Raju Sing
Sept 16, 2024 13:52:04
Belborya, West Bengal

ঝাড়গ্রাম জেলার তিন দিনের প্রবল বর্ষণে পরিস্থিতি সংকটজনক। নদীতে জল বেড়ে গিয়ে একাধিক গ্রাম বিচ্ছিন্ন, জেলা সদরেও যোগাযোগ সমস্যা। ডুলুং নদীর জল ও রেলের আন্ডার পাসে জল জমায় গিধনী এলাকা বিচ্ছিন্ন। বড়ামারা সেতু জলের তলায় যাওয়ায় গোয়ালমারা থেকে বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের যোগাযোগ বন্ধ। এছাড়া, বাঁকুড়া ও ফেনী ভৈরব নদীর কজওয়ে ও ব্রিজগুলোও জলমগ্ন। সব্জি চাষীরা কষ্টের মধ্যে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com