Back
Raju Sing
Jhargram721514blurImage

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং দুর্গত মানুষদের হাতে ত্রিপল তুলে দিলেন বিধায়ক

Raju SingRaju SingSep 17, 2024 05:50:54
Jhargram, West Bengal:

ঝাড়গ্রাম: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং দুর্গত মানুষদের হাতে ত্রিপল তুলে দিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। সুবর্ণরেখা ও ডুলুং নদীর জলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তাই সোমবার সাঁকরাইল ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। সোমবার, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মানিকঝাটিয়া ও ছোড়দা গ্রামে ত্রিপল বিতরণ করেন, যাদের মাটির বাড়ি ভেঙে পড়েছে।

0
Report
Jhargram721505blurImage

ঝাড়গ্রামে প্রবল বর্ষণে গ্রাম বিচ্ছিন্ন, যোগাযোগের সংকট!

Raju SingRaju SingSep 16, 2024 13:52:04
Belborya, West Bengal:

ঝাড়গ্রাম জেলার তিন দিনের প্রবল বর্ষণে পরিস্থিতি সংকটজনক। নদীতে জল বেড়ে গিয়ে একাধিক গ্রাম বিচ্ছিন্ন, জেলা সদরেও যোগাযোগ সমস্যা। ডুলুং নদীর জল ও রেলের আন্ডার পাসে জল জমায় গিধনী এলাকা বিচ্ছিন্ন। বড়ামারা সেতু জলের তলায় যাওয়ায় গোয়ালমারা থেকে বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের যোগাযোগ বন্ধ। এছাড়া, বাঁকুড়া ও ফেনী ভৈরব নদীর কজওয়ে ও ব্রিজগুলোও জলমগ্ন। সব্জি চাষীরা কষ্টের মধ্যে।

0
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রামে অতিভারি বৃষ্টিতে সেতু ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন!

Raju SingRaju SingSep 16, 2024 08:00:56
Jhargram, West Bengal:

নিম্নচাপের টানা অতিভারি বৃষ্টিতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতুটি ডুবেছে। এর ফলে বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডুলুং নদীতে জল বাড়ার কারণে সেতুর ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, যা প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের যোগাযোগও বন্ধ করে দিয়েছে। এলাকাবাসী ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং বর্তমানে একমাত্র পথ বড়ামারা সেতু হলেও, সে পথও বন্ধ হয়ে পড়েছে।

0
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রামে নিম্নচাপের ফলে বৃষ্টিতে জলমগ্ন এলাকা

Raju SingRaju SingSep 15, 2024 10:27:06
Jhargram, West Bengal:

নিম্নচাপের জেরে ঝাড়গ্রামে যেভাবে বৃষ্টিপাতের দেখা মিলেছে তাতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে, নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।ঝাড়গ্রাম শহরের সাথে বিভিন্ন ব্লকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার মধ্যে চিল্কিগড় ডলুং নদির কজওয়ে তে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল, ঝাড়গ্রাম শহরেও অল ছল এক বন্ধের ছোঁয়া। আর যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে তাতে চিন্তিত নদী উপকূলবর্তী গ্রামের সাধারণ মানুষ। তবে যে কোন সমস্যার জন্য তৎপর রয়েছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন।

0
Report
Jhargram721507blurImage

নুনিয়া কুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে একটি হাতি তান্ডব ভাঙলো দরজা জানালা ভেঙে খেলো

Raju SingRaju SingSep 13, 2024 08:03:30
Jhargram, West Bengal:

নুনিয়া কুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে একটি হাতি তান্ডব ভাঙলো দরজা জানালা। ফের একটি দলছুট দাঁতাল হাতি তান্ডব চালিয়ে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের নুনিয়া কুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে বিদ্যালয়ের দরজা জানালা ভেঙে তান্ডব চালায় খেলো মিডেমিলের চাল। সেই সঙ্গে দলছুট ওই দাঁতাল হাতিটি ওই গ্রামে ঢুকে এলাকার কয়েকটি বাড়িতে গিয়ে খাবারের সন্ধানে তান্ডব চালায় বলে গ্রামবাসীরা জানান। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। 

0
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রামে পুলিশের তৎপরতায় ডাক্তার ও পরিবারের সুরক্ষা, হুগলি রোগীর উন্নত চিকিৎসা

Raju SingRaju SingSep 13, 2024 06:06:00
Jhargram, West Bengal:

পুলিশের বিরুদ্ধে সোচ্চার জুনিয়ার ডাক্তার রা।পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ।ঠিক তখনই পুলিশের তৎপরতায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়ার ডাক্তার সৃষ্টি এক্কা এবং তাঁর পরিবার বেঁচে গেলেন এযাত্রায়। শুধু তাই নয় হুগলি জেলার হতভাগ্য বিক্রম ভট্টাচার্যের মত বিনা চিকিৎসায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজে এসে পড়ে থাকতে হয়নি। শুরু হয়েছে সাথে সাথে চিকিৎসা। লোক কিছু কম থাকায় স্যালাইন ধরে দারিয়ে সেই পুলিশ কর্মী। যখন সোশ্যাল মিডিয়া বা পাবলিকভাবে প্রতিবাদী ডাক্তারদের পুলিশ ঘেরাও করেছে, তখন পুলিশের আরেকটি ছবি ঝাড়গ্রামের

0
Report
Jhargram721514blurImage

৬নং জাতিয় সড়কে হাতির দল আটকে গেলো যান চলাচল গুপ্তমনীতে

Raju SingRaju SingSep 13, 2024 03:30:57
Jhargram, West Bengal:
৬নং জাতিয় সড়কে হাতির দল আটকে গেলো যান চলাচল গুপ্তমনীতে।মানিকপাড়া এলাকা থেকে খাবারের সন্ধানে ২০/২৫ টি হাতির দল এসে ৬ নং জাতিয় সড়কে উঠে পড়ল তাতেই আটকে পড়ল আধঘন্টার জন্যে সমস্ত যান চলাচল।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বন দপ্তর ঘটনা স্থলে গিয়ে হাতি গুলিকে তাদের গতিপথে ফেরায়। ইতি মধ্যে বন দপ্তর সুত্রে খবর হাতির দল টিকে জুটিয়ে এলাকায় রয়েছে বিশেষ নজরদারি রাখা হয়েছে হাতি গুলির উপর।
0
Report
Jhargram721514blurImage

সুবর্ণরেখা নদী থেকে অজগর সাপ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Raju SingRaju SingSep 12, 2024 04:51:26
Jhargram, West Bengal:

বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুর এক ব্লকের টিকাযেতপুর এলাকায় সুবর্ণরেখা নদীতে একটি অজগর সাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। টিকায়েতপুর গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন দফতর এর কর্মীরা সুবর্ণরেখা নদী থেকে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রায় আট ফুট লম্বা ওই অজগর সাপটিকে দেখার জন্য এলাকার বাসিন্দারা ভিড় জমায়।

0
Report
Jhargram721507blurImage

চারচাকা প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত সাইকেল আরোহী

Raju SingRaju SingSep 12, 2024 04:17:45
Jhargram, West Bengal:

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের গোয়ালমারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে গুরুতর আহত ওই ব্যক্তি সাইকেলে করে প্রত্যেক দিন ব্যবসা করতে গ্রামে গ্রামে ঘুরেন, এদিনও তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে গোয়ালমারা এলাকায় দ্রুত গতিতে আসা চারচাকা প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা হয় সাইকেল আরোহীর, এতেই ছিটকে পড়েন পতিত বাবু। গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তড়িঘড়ি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যান। 

0
Report
Jhargram721514blurImage

দোষীদের গ্রেপ্তারের দাবিতে নাটকের মাধ্যমে প্রতিবাদ ঝাড়গ্রামে

Raju SingRaju SingSep 10, 2024 06:18:59
Jhargram, West Bengal:
আর জি কর হাসপাতালে চিকিৎসকে ধর্ষন করে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ৯ টা নাগাদ ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল করলেন ঝাড়গ্রাম বাসী ও নাট্য শিল্পীর সদস্যরা।অবস্থান বিক্ষোভ থেকে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেন। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় চলে অবস্থান বিক্ষোভ।স্টেশন রোডে পথসভা ও নাটকের মাধ্যমে চলে প্রতিবাদ।
0
Report
Jhargram721514blurImage

নদী ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী গোপীবল্লবপুরের সুবর্ণরেখা নদীর তীরে গ্রামে পালিত হয়

Raju SingRaju SingSep 10, 2024 04:51:48
Jhargram, West Bengal:

রীতি মেনে ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে পালিত হল নদী ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী ব্রত।মুলত সন্তানের মঙ্গল কামনায়, পুত্র সন্তান লাভের আশায়,সন্তানদের মঙ্গল কামনায় এবং শস্য পূর্ণ বসুন্ধরার কামনা করে বাড়ির বিবাহিত মহিলারা পালন করেন এই ব্রত। গোপীবল্লভপুরের পিড়াশিমূল , ভট্টগোপালপুর,আশুই ,বড়বাজার এলাকা সহ বিভিন্ন গ্রামে এই মন্থন ষষ্ঠী ব্রত পালন করা হয়।

1
Report
Jhargram721514blurImage

আবারো হাতির হামলায় গুরুতর আহত এক বেক্তী

Raju SingRaju SingSep 10, 2024 04:43:12
Jhargram, West Bengal:

রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে হাতির সামনে পড়ে অল্পের জন্য প্রানে বাঁচল সনাকুন্দ্রারাতে দেবন মাহাত। গুরুতর আহত অবস্থায় হসপিটালে চিকিসার জন্যে নিয়ে জান এলাকার মানুষ।হটাৎ দলের ছুট এক দাঁতাল হাতি সনাকুন্দ্রারা এলাকায় প্রবেশ করে খাবারের সন্ধানে তাতেই বিপত্তি পড়তেই ছুড়ে ধরে আশা মারে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার খবর তড়িঘড়িা বনদপ্তরকে জানানো হয় ঘটনাস্থলে বনদপ্তরে কর্মীরা গিয়ে সেই হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরাতে পচেষ্টা চালাচ্ছেন এলাকায় আতঙ্ক রেঞ্জ কলাইকুন্ডা

0
Report
Jhargram721514blurImage

আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ৯ মিনিট নীরবতা পালন

Raju SingRaju SingSep 10, 2024 04:33:43
Jhargram, West Bengal:
আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠিক রাত্রি ৯ টায় ৯ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ৯৯ মিনিটের প্রতিবাদ কর্মসুচি পালন করলো প্রতিবাদী মানুষ।৯ আগস্ট ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। আর তাই ঘটনার ঠিক একমাসের মাথায় আজ ৯ সেপ্টেম্বর ঝাড়গ্রামে পালন করলো এই অভিনব প্রতিবাদ কর্মসুচি।ঝাড়গ্রাম শহরের স্টেশন রোডে ও বাছুরডোবাতে পালিত হচ্ছে এই কর্মসুচি।
0
Report
Jhargram721514blurImage

রামগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন হলো

Raju SingRaju SingSep 10, 2024 04:25:44
Jhargram, West Bengal:

বিনপুর এক ব্লকের রামগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন। ভারত সরকার প্রদত্ত দেশ শিরোপা পুরস্কার প্রাপ্ত মিশন নির্মল বাংলা প্রকল্পকে সামনে রেখে এলাকার পরিবেশকে পরিচ্ছন্ন করে রাখার জন্য সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের রামগড় গ্রামপঞ্চায়েত কার্যালয়ে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই প্রকল্পের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ সভাধিপতি অঞ্জলী দোলাই । ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ঝাড়গ্রাম জেলা জেলা পরিষদের শিক্ষা।

0
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে সহায়ক যন্ত্রাদি তুলে

Raju SingRaju SingSep 09, 2024 04:29:58
Jhargram, West Bengal:

ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে সহায়ক যন্ত্রাদি তুলে দেওয়ার জন্য ক্যাম্প। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য নিশুল্ক জয়পুরফুট এর কৃত্রিম হাত, পা, ট্রাইসাইকেল, হুইল চেয়ার ও অন্যান্য সহায়ক যন্ত্রাদি দেওয়ার জন্য ক্যাম্প এর আয়োজন করা হয়। ৮ ই সেপ্টেম্বর রবিবার ও ৯ ই সেপ্টেম্বর সোমবার ঝাড়গ্রাম বিডিও অফিসের পার্শ্ববতী রাজীব গান্ধী ভারত সেবা কেন্দ্রে এই ক্যাম্প চলবে। 

0
Report
Jhargram721507blurImage

জামবনি তে কুম্ভকার উন্নয়ন পরিষদের মহা সম্মেলন

Raju SingRaju SingSep 09, 2024 03:46:05
Jhargram, West Bengal:

জামবনি তে কুম্ভকার উন্নয়ন পরিষদের মহা সম্মেলন। রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের মুড়াকাটি এলাকার কুম্ভকার উন্নয়ন পরিষদের মহা সম্মেলনের আয়োজন করা হয়। ওই মহা সম্মেলনে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের ৯ টি জেলা থেকে এবং ঝাড়খন্ড রাজ্য থেকে সংগঠনের সদস্যরা সামিল হয়েছিলেন। মোট ১২ দফা দাবি নিয়ে ওই মহা সম্মেলনের আয়োজন করা হয়।

0
Report
Jhargram721514blurImage

অবিলম্বে ধর্ষক ও হত্যা কারীদের শাস্তির দাবিতে মহা মিছিল

Raju SingRaju SingSep 08, 2024 16:46:23
Jhargram, West Bengal:
আরজিকর কাণ্ডে জড়িত ধর্ষক ও হত্যা কারীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়গ্রাম রাজ কলেজের প্রাক্তনীদের ডাকে প্রাক্তন ও বর্তমানের মহা মিছিল।হাতে প্লেকার্ড নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে মিছিল শুরু করে কলেজ মোড় হয়ে পাঁচমাথা মোড়ে সমাপ্ত হয়।উপস্থিত প্রাক্তনীদের ছাত্র ছাত্রীরা।
1
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রামে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা

Raju SingRaju SingSep 08, 2024 14:16:08
Jhargram, West Bengal:

ঝাড়গ্রামে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা। শিক্ষক শিক্ষিকারা আমাদের সমাজের মেরুদন্ড। তারা ভাবি প্রজন্মকে গড়ে তোলার মূল কারিগর। তাই রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথি সালায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো।

1
Report
Jhargram721514blurImage

আরজিকর এর প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে বিজেপির মিছিল

Raju SingRaju SingSep 08, 2024 11:03:34
Jhargram, West Bengal:

আরজিকর এর প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে বিজেপির মিছিল। মূলত মহিলা মোর্চার লোকজনরাই মিছিলে অংশ নেয়। বিজেপি পর্টি অফিস থেকে কয়েকশ মহিলা মিছিল করে ঝাড়গ্রাম এর শিবমন্দির, কোর্ট চত্বর হয়ে পার্টি অফিসে মিছিল শেষ করে। মিছিল থেকে দোষীদের চরম শাস্তি এবং সিপি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর দাবি জানানো হয়। মিছিল চলাকালিন স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে কিছুক্ষণ এর জন্য সমস্যায় পড়েন সাধারন মানুষ। যদিও পুলিশ প্রশাসন এর তৎপরতায় জানজট বেশীক্ষণ স্থায়ী হয়নি। 

1
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রাম সীমান্তে টুরকাভুলা, চাঁদড়া এলাকায় হাতির দল বন দপ্তরের তরফে বিশেষ সতর্কতা জারি

Raju SingRaju SingSep 07, 2024 16:30:56
Jhargram, West Bengal:
ঝাড়গ্রাম সিমান্ত এলাকায় ফের হাতির তান্ডব চাষের জমিতে আতঙ্কে গ্রামের মানুষ।চাঁদড়া,টুরকাভুলা এলাকায় ২০ টি হাতির দল। কখন চাষের জমিতে কোন লোকালয়ের আশেপাশে আতঙ্কে গ্রামের মানুষ ঘটনা স্থলে বন দপ্তরের আধিকারিক ও বন কর্মীরা। মানুষকে সচেতন করছে বন দপ্তর ও হাতি গুলির উপর বিশেষ নজর দারি। ইতি মধ্যে হাতির দল কে গভির জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।হাতির তান্ডব ব্যাপক ক্ষতি চাষের জমির।
1
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রাম পুলিশের তৎপরতায় উদ্ধার হল এক ব্যক্তি।

Raju SingRaju SingSep 07, 2024 15:53:55
Jhargram, West Bengal:

গোটা রাজ্যে উত্তাল তিলতমা পরিস্থিতির মধ্যে ঝাড়গ্রামে পুলিশের মানবিক মুখ দেখা গেল। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা সপন বোস নামে এক ব্যক্তি, যিনি গত দুমাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরছিলেন, ঝাড়গ্রামে এসে পৌঁছান। পুলিশ প্রেটলিং করার সময় সপন বোসকে দেখে তার অবস্থার গুরুত্ব বুঝে তাঁকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং আজ সপন বোসকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। পরিবারের সদস্যরা পুলিশের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞ।

1
Report
Jhargram721514blurImage

তৃণমূলের প্রধানকে দলত্যাগী বিরোধী আইনে অপসারণ, ঝাড়গ্রামে নতুন পদক্ষেপ

Raju SingRaju SingSep 07, 2024 06:13:27
Jhargram, West Bengal:

ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের কেন্দডাংরি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং প্রধান মামনি খিলাড়িকে দলত্যাগী বিরোধী আইনে অপসারণ করা হলো। এ কারণে মামনি খিলাড়ি পঞ্চায়েত সদস্য পদ ছাড়াও প্রধান পদ হারালেন। কেন্দডাংরি গ্রাম পঞ্চায়েতের মোট আসন দশটি, যেখানে গত বছরের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছয়টি এবং কুড়মি জোটের নির্দল প্রার্থীরা চারটি আসনে জয়ী হন। প্রধান পদটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত থাকলেও, নির্বাচনের দিন কুড়মি জোটের নির্দল প্রার্থীরা মামনির নাম প্রস্তাব করেন।

1
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রামে হাতির তান্ডব: বাঘুয়াদামে বাড়ি ভাঙল, লোধাশুলিতে চাষের জমিতে রামলালের তাণ্ডব

Raju SingRaju SingSep 07, 2024 06:11:50
Jhargram, West Bengal:

ঝাড়গ্রাম ব্লকের বাঘুয়াদাম এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে একটি দলছুট দাঁতাল হাতি তান্ডব চালিয়ে দিলীপ মাহাতোর বাড়ি ভেঙে দিয়েছে। খাবারের সন্ধানে ওই হাতিটি গ্রামে ঢুকে পড়ে এবং দিলীপ মাহাতোর বাড়িতে হামলা করে। হাতি ঢুকে পড়েছে জেনে দিলীপ মাহাতো ও তার পরিবার বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশীদের কাছে আশ্রয় নেন এবং প্রাণে বেঁচে যান। গ্রামবাসীরা দুই ঘণ্টা চেষ্টা করে হাতিটিকে স্থানীয় জঙ্গলে পাঠাতে সক্ষম হয়। তবে, হাতির হামলায় দিলীপ মাহাতোর বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে।

1
Report
Jhargram721514blurImage

জার্মানিতে 'আয়রন ম্যান' খেতাব ঝাড়গ্রামের আদিবাসী যুবকের

Raju SingRaju SingSep 07, 2024 05:47:28
Jhargram, West Bengal:

ঝাড়গ্রামের আদিবাসী যুবক জনা মান্ডি একদিনের কঠিন স্পোর্টিং ইভেন্ট 'আয়রন ম্যান ট্রায়াথলন'-এ সফলভাবে অংশগ্রহণ করে 'আয়রন ম্যান' খেতাব অর্জন করেছেন। তিনি নির্ধারিত সময়ের আগেই তিনটি গেম সম্পন্ন করেছেন। জনার বাড়ি ঝাড়গ্রামের সাঁকরাইলে ছেত্রী গ্রাম পঞ্চায়েতের পালইডাঙা গ্রামে, তবে বর্তমানে তিনি জার্মানির বার্লিনে বসবাস করেন। ১ সেপ্টেম্বর ডুইসবার্গে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিমি সাইকেল চালানো এবং ২১.১ কিমি দৌড় সম্পন্ন করতে হয়।

1
Report
Jhargram721514blurImage

ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড়ে জিম সেন্টারের উদ্বোধন

Raju SingRaju SingSep 06, 2024 05:57:35
Jhargram, West Bengal:

ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড়ে জিম সেন্টারের উদ্বোধন। ঝাড়গ্রাম জেলা পুলিশ, ঝাড়গ্রাম পুলিশ ফুটবল একাডেমি-লালগড়, ফুটবলে ঝাড়গ্রাম জেলার স্থানীয় প্রতিভার একটি প্রতিষ্ঠানের সাহায্যে এগিয়ে এসেছে। গত বছর ঝাড়গ্রাম জেলা পুলিশ ফুটবলারদের শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য একটি জিমনেসিয়ামও খুলেছিল। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার,এসডিপিও লালগড় থানার আইসি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বৃহস্পতিবার একাডেমি পরিদর্শন করেন এবং ফুটবলারদের সাথে মতবিনিময় করেন। 

1
Report