Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Raju Sing
Jhargram721514

জাম্বনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এ বছর ৩১ তম বর্ষে পদার্পণ করল

RSRaju SingOct 09, 2024 10:50:22
Jhargram, West Bengal:
ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের জাম্বনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এ বছর ৩১ তম বর্ষে পদার্পণ করল। এবছরে তাদের থিমের নাম "শ্রম ও অসুর"। ঝাড়গামের প্রত্যন্ত এলাকার এই পুজো এবারে দর্শনার্থীদের নজর কেড়েছে। শ্রম ও অসুর অর্থাৎ শ্রম বা কাজ না করলে মানুষ যে অসুর হয়ে যায় তার ভাবনা তুলে ধরা হয়েছে এই মন্ডপে। এছাড়াও নজর কারা প্রতিমা তৈরি করা হয়েছে। জামার বোতাম দিয়ে প্রতিমা করা হয়েছে যা এবারে দর্শণার্থীদের ব্যাপক নজর কেড়েছে। পাশাপাশি আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো পুজো মন্ডপটিকে।
0
comment0
Report
Jhargram721514

অরন্যসংঘ সার্বজনীন দুর্গা পূজো কমেটি এবার তাদের বার্তা সকলকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য

RSRaju SingOct 09, 2024 10:43:02
Jhargram, West Bengal:
এই পুজো মণ্ডপ দেখতে আপনাকে যেতে হবে কোথায় জেনে নিন। ঝারগ্রাম শহরের রাজ কলেজের ঠিক পাশেই অরণ্য সংঘ পূজা মন্ডপ। এবার তাদের থিম কুড়কুটের বাসা। বার্তা সমাজের মানুষকে নিজেদের আত্মনির্ভরশীল হয় ওঠার বার্তা। মন্ডপে নানা রকমের কারুকার্য তারের নিজেদের হাতে তৈরিযা দেখছি সকাল থেকে রাত্রি পর্যন্ত ফির করেছে সকলেই থেকে আসি সকলকেই মন্ডপে দেখা যাচ্ছে।
1
comment0
Report
Jhargram721514

জাম্বানীতে ঘুমন্ত ব্যক্তির হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড!

RSRaju SingOct 07, 2024 06:08:45
Jhargram, West Bengal:

জাম্বানীর নিমডিহা গ্রামে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার দায়ে পরিমল পাতরকে মাননীয় বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। ঘটনা ঘটে ১৪ জানুয়ারি ২০১৮, যেখানে একজন যুবক মাথায় আঘাত পেয়ে পরদিন হাসপাতালে মারা যান। নির্যাতিতার ছেলে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের পর ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।

0
comment0
Report
Jhargram721514

হস্তি শাবক নদীতে ডুবে মারা গেল, জানুন বিস্তারিত!

RSRaju SingOct 04, 2024 06:50:53
Jhargram, West Bengal:

সুবর্ণরেখা নদী পারাপারের সময় একটি হস্তি শাবক জলে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের মহাপাল এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, ভোররাতে প্রায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল নয়াগ্রামের দিক থেকে নদী পেরিয়ে মহাপালের দিকে আসছিল। নদী পার হতে গিয়ে একটি শাবক ডুবে যায়। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে নদীর জল বেড়ে ছিল, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

0
comment0
Report
Advertisement
Jhargram721514

ঝাড়গ্রামে বোন হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড, নৃশংসতার চিত্র প্রকাশ

RSRaju SingOct 02, 2024 09:21:01
Jhargram, West Bengal:

ঝাড়গ্রামে নৃশংসভাবে বোন কে খুনের ঘটনায় ১৩ মাসের মধ্যে দুই অভিযুক্ত দাদা ও বৌদি কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত। গত ২০২৩ সালের ২৫ সে আগস্ট ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর গ্রামে বোন পুতুল নায়েকের বাড়ি আসেন লক্ষ্মী নায়েক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরের দিন ভোরে বোনের গলাকাটা মৃতদেহ বাড়ির পাশেই দেখতে পান লক্ষী নায়েক। ঘটনার পরদিন মৃত পুতুলের দিদি লক্ষ্মী নায়েকের লিখিত অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানায় পুলিশ তদন্ত শুরু করে।

0
comment0
Report
Independence Day
Advertisement
Back to top