জাম্বনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এ বছর ৩১ তম বর্ষে পদার্পণ করল
অরন্যসংঘ সার্বজনীন দুর্গা পূজো কমেটি এবার তাদের বার্তা সকলকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য
জাম্বানীতে ঘুমন্ত ব্যক্তির হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড!
জাম্বানীর নিমডিহা গ্রামে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার দায়ে পরিমল পাতরকে মাননীয় বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। ঘটনা ঘটে ১৪ জানুয়ারি ২০১৮, যেখানে একজন যুবক মাথায় আঘাত পেয়ে পরদিন হাসপাতালে মারা যান। নির্যাতিতার ছেলে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের পর ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।
হস্তি শাবক নদীতে ডুবে মারা গেল, জানুন বিস্তারিত!
সুবর্ণরেখা নদী পারাপারের সময় একটি হস্তি শাবক জলে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের মহাপাল এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, ভোররাতে প্রায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল নয়াগ্রামের দিক থেকে নদী পেরিয়ে মহাপালের দিকে আসছিল। নদী পার হতে গিয়ে একটি শাবক ডুবে যায়। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে নদীর জল বেড়ে ছিল, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
ঝাড়গ্রামে বোন হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড, নৃশংসতার চিত্র প্রকাশ
ঝাড়গ্রামে নৃশংসভাবে বোন কে খুনের ঘটনায় ১৩ মাসের মধ্যে দুই অভিযুক্ত দাদা ও বৌদি কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত। গত ২০২৩ সালের ২৫ সে আগস্ট ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত কানপুর গ্রামে বোন পুতুল নায়েকের বাড়ি আসেন লক্ষ্মী নায়েক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরের দিন ভোরে বোনের গলাকাটা মৃতদেহ বাড়ির পাশেই দেখতে পান লক্ষী নায়েক। ঘটনার পরদিন মৃত পুতুলের দিদি লক্ষ্মী নায়েকের লিখিত অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানায় পুলিশ তদন্ত শুরু করে।
মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ঝাড়গ্রাম শহরে মানব বন্ধন কর্মসূচির আয়োজন
মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ঝাড়গ্রাম শহরে মানব বন্ধন কর্মসূচির আয়োজন। সোমবার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানানোর জন্য মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঝাড়গ্রাম শহরে মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপার্সন কবিতা ঘোষ, ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নিয়তি মাহাতো সহ আরো অনেকে।
ঝাড়গ্রামে নদীতে স্নান করতে গিয়ে দুই ছাত্র তলিয়ে গেল!
ঝাড়গ্রামের ডুলুং নদীতে স্নান করতে গিয়ে দুই মাধ্যমিক পরীক্ষার্থী তলিয়ে যায়। আটজন স্কুল পড়ুয়া বন্ধুর সাথে নদীতে নামার পর, দুইজন ঘূর্ণিতে পড়ে। এক পর্যটকের প্রচেষ্টায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও, অন্যজন নদীর জলে তলিয়ে যায়। বামদা ও সংলগ্ন এলাকার বানিতীর্থ হাইস্কুলের আটজন ছাত্র এদিন বিদ্যালয়ে না গিয়ে চিল্কীগড় কনকদূর্গা মন্দিরে ঘুরতে গিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে তলিয়ে যাওয়া ছাত্রের উদ্ধার কাজ চলছে।
ঝাড়গ্রাম ব্লকের পুতরঙ্গি খালের উপর গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হলো বাঁশ এর সেতু।
ঝাড়গ্রাম ব্লকের পুতরঙ্গি খালের উপর গ্রামবাসীদের উদ্যোগে নির্মিত হলো বাঁশের সেতু। ছোটচাঁদাবিলা থেকে পাঁচামি যাওয়ার পথে এই খালের উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। ২০১৮ সাল থেকে গ্রামবাসীরা পথ অবরোধসহ একাধিক আন্দোলন করেছে, কিন্তু প্রশাসনের কাছে কোনও সাড়া মেলেনি। বর্ষাকালে খালটি জলে ডুবে যায়, ফলে ঝাড়গ্রাম ও জামবনি ব্লকের ৩৫টি গ্রামের মানুষের জন্য চরম সমস্যা তৈরি হয়। স্কুলে যাওয়া এবং অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটির গুরুত্ব অনেক বেশি।
ঝাড়গ্রামে চুরি হওয়া শিশু কন্যা উদ্ধার, দুই মহিলা গ্রেপ্তার!
ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জিআরপির তত্ত্বাবধানে উদ্ধার হলো চুরি হওয়া শিশু কন্যা। গত ১৪ তারিখ ঝাড়গ্রাম স্টেশন থেকে একটি শিশু কন্যা চুরি যায়, যার অভিযোগ জিআরপি থানায় করা হয়। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুসহ এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। এক মহিলার সূত্র ধরে হাওড়া জেলার শর্বেশ্বরপুরে শিশুটির সন্ধান মেলে। এরপর জিআরপি থানার ওসি সমরেশ জানা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং দুই মহিলা ও প্রচারকারী সঞ্জয় খামরুইকে গ্রেপ্তার করেন। তাদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।
গোপীবল্লভপুরে স্কুল ও লাইব্রেরিতে চুরি, চোরের সিসিটিভি ফুটেজ প্রকাশ
গোপীবল্লভপুরের বুকে ঘটল এক দুঃসাহসী চুরির ঘটনা। দুটি স্কুল এবং একটি লাইব্রেরীর একাধিক আলমারি ভেঙ্গে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ত্রস্ত গোপীবল্লভপুরবাসী। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ,নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়' এবং ব্যোম নীলিমা সারস্বত মন্দির পাঠাগারে এই চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়'এর সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে একজন মাত্র পেশাদার চোর এরকম ঘটনা ঘটিয়েছে।
টানা নিম্নচাপের বৃষ্টিতে ভাঙল তারাফেনী নদীর ঢোলভাঙা কজওয়ে ঝাড়গ্রামের সাথে বাঁকুড়া যোগাযোগ বিচ্ছিন্ন
টানা নিম্নচাপের বৃষ্টিতে ভাঙল তারাফেনী নদীর ঢোলভাঙা কজওয়ে। শুক্রবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টি হয় জেলাজুড়ে। ফলস্বরূপ সময় যত গড়িয়েছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত নদীগুলির জলস্তর ততোই বেড়েছে। যার ফলে নদী গুলির উপর দিয়ে থাকা কজওয়েগুলি ধীরে ধীরে জলের তলায় যেতে শুরু করে। রবিবার দুপুরের পর কজওয়েগুলি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। কজওয়ের উপর থাকা ঢালাইয়ের আস্তরণে ভাঙ্গন ধরে এবং জলের তোড়ে সেগুলি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে যায়।
ডুলুং নদীর তীরে বন্যায় ফসল ডুবেছে কুবদা, নেগড়িয়া, বনপুরা এলাকায়
নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, ফলে ফুলে ফেঁপে ওঠে নদীর জল। গতকাল থেকে আবহাওয়ার উন্নতি হলেও আজ নতুন করে ডিভিসি জল ছাড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী গ্রামের মানুষের মধ্যে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুলুং নদীর তীরে কুবদা, নেগড়িয়া, বনপুরা এলাকায় বিঘের পর বিঘে চাষের ফসল জলের তলায় ডুবে গেছে। নেগুড়িয়ায় এখনও রাস্তার উপর দিয়ে জল বইছে, যা চাষিদের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
গোটা গ্রামের জল থৈ থৈ সুবর্ণরেখা এবং ধুলঙ্গে জল ঢুকে জলমগ্ন গোটা গ্রাম
সুবর্নরেখা এবং ডুলুং নদীর জলে সাঁকরাইলে একাধিক জায়গা জলমগ্ন হয়ে গেছে যার ফলে ভেঙ্গেছে কাঁচা বাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন বিড়ায়ক। তিনি একটি ফোন নম্বরও দেন, প্রয়োজনে যোগাযোগ করার জন্য। নদীর জল ঢুকেছে এমন এলাকাগুলো পরিদর্শন করে প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এলাকার মানুষ অভিযোগ করছেন, সরকার ও বিধায়কের সহায়তা থাকলেও কেন্দ্র সরকার আবাস যোজনার সুবিধা বন্ধ করে দিয়েছে ফলে মাথার উপর ছাদ নেই এমন প্রশ্ন তুলছেন তারা।
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং দুর্গত মানুষদের হাতে ত্রিপল তুলে দিলেন বিধায়ক
ঝাড়গ্রাম: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং দুর্গত মানুষদের হাতে ত্রিপল তুলে দিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। সুবর্ণরেখা ও ডুলুং নদীর জলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তাই সোমবার সাঁকরাইল ব্লকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। সোমবার, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মানিকঝাটিয়া ও ছোড়দা গ্রামে ত্রিপল বিতরণ করেন, যাদের মাটির বাড়ি ভেঙে পড়েছে।
ঝাড়গ্রামে প্রবল বর্ষণে গ্রাম বিচ্ছিন্ন, যোগাযোগের সংকট!
ঝাড়গ্রাম জেলার তিন দিনের প্রবল বর্ষণে পরিস্থিতি সংকটজনক। নদীতে জল বেড়ে গিয়ে একাধিক গ্রাম বিচ্ছিন্ন, জেলা সদরেও যোগাযোগ সমস্যা। ডুলুং নদীর জল ও রেলের আন্ডার পাসে জল জমায় গিধনী এলাকা বিচ্ছিন্ন। বড়ামারা সেতু জলের তলায় যাওয়ায় গোয়ালমারা থেকে বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের যোগাযোগ বন্ধ। এছাড়া, বাঁকুড়া ও ফেনী ভৈরব নদীর কজওয়ে ও ব্রিজগুলোও জলমগ্ন। সব্জি চাষীরা কষ্টের মধ্যে।
ঝাড়গ্রামে অতিভারি বৃষ্টিতে সেতু ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন!
নিম্নচাপের টানা অতিভারি বৃষ্টিতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতুটি ডুবেছে। এর ফলে বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডুলুং নদীতে জল বাড়ার কারণে সেতুর ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, যা প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের যোগাযোগও বন্ধ করে দিয়েছে। এলাকাবাসী ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং বর্তমানে একমাত্র পথ বড়ামারা সেতু হলেও, সে পথও বন্ধ হয়ে পড়েছে।
ঝাড়গ্রামে নিম্নচাপের ফলে বৃষ্টিতে জলমগ্ন এলাকা
নিম্নচাপের জেরে ঝাড়গ্রামে যেভাবে বৃষ্টিপাতের দেখা মিলেছে তাতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে, নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।ঝাড়গ্রাম শহরের সাথে বিভিন্ন ব্লকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার মধ্যে চিল্কিগড় ডলুং নদির কজওয়ে তে বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল, ঝাড়গ্রাম শহরেও অল ছল এক বন্ধের ছোঁয়া। আর যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে তাতে চিন্তিত নদী উপকূলবর্তী গ্রামের সাধারণ মানুষ। তবে যে কোন সমস্যার জন্য তৎপর রয়েছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন।
নুনিয়া কুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে একটি হাতি তান্ডব ভাঙলো দরজা জানালা ভেঙে খেলো
নুনিয়া কুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে একটি হাতি তান্ডব ভাঙলো দরজা জানালা। ফের একটি দলছুট দাঁতাল হাতি তান্ডব চালিয়ে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের নুনিয়া কুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে বিদ্যালয়ের দরজা জানালা ভেঙে তান্ডব চালায় খেলো মিডেমিলের চাল। সেই সঙ্গে দলছুট ওই দাঁতাল হাতিটি ওই গ্রামে ঢুকে এলাকার কয়েকটি বাড়িতে গিয়ে খাবারের সন্ধানে তান্ডব চালায় বলে গ্রামবাসীরা জানান। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।
ঝাড়গ্রামে পুলিশের তৎপরতায় ডাক্তার ও পরিবারের সুরক্ষা, হুগলি রোগীর উন্নত চিকিৎসা
পুলিশের বিরুদ্ধে সোচ্চার জুনিয়ার ডাক্তার রা।পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ।ঠিক তখনই পুলিশের তৎপরতায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়ার ডাক্তার সৃষ্টি এক্কা এবং তাঁর পরিবার বেঁচে গেলেন এযাত্রায়। শুধু তাই নয় হুগলি জেলার হতভাগ্য বিক্রম ভট্টাচার্যের মত বিনা চিকিৎসায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজে এসে পড়ে থাকতে হয়নি। শুরু হয়েছে সাথে সাথে চিকিৎসা। লোক কিছু কম থাকায় স্যালাইন ধরে দারিয়ে সেই পুলিশ কর্মী। যখন সোশ্যাল মিডিয়া বা পাবলিকভাবে প্রতিবাদী ডাক্তারদের পুলিশ ঘেরাও করেছে, তখন পুলিশের আরেকটি ছবি ঝাড়গ্রামের
৬নং জাতিয় সড়কে হাতির দল আটকে গেলো যান চলাচল গুপ্তমনীতে
সুবর্ণরেখা নদী থেকে অজগর সাপ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুর এক ব্লকের টিকাযেতপুর এলাকায় সুবর্ণরেখা নদীতে একটি অজগর সাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। টিকায়েতপুর গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন দফতর এর কর্মীরা সুবর্ণরেখা নদী থেকে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রায় আট ফুট লম্বা ওই অজগর সাপটিকে দেখার জন্য এলাকার বাসিন্দারা ভিড় জমায়।
চারচাকা প্রাইভেট গাড়ির সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত সাইকেল আরোহী
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের গোয়ালমারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে গুরুতর আহত ওই ব্যক্তি সাইকেলে করে প্রত্যেক দিন ব্যবসা করতে গ্রামে গ্রামে ঘুরেন, এদিনও তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে গোয়ালমারা এলাকায় দ্রুত গতিতে আসা চারচাকা প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা হয় সাইকেল আরোহীর, এতেই ছিটকে পড়েন পতিত বাবু। গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা চিকিৎসার জন্য তড়িঘড়ি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যান।
দোষীদের গ্রেপ্তারের দাবিতে নাটকের মাধ্যমে প্রতিবাদ ঝাড়গ্রামে
নদী ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী গোপীবল্লবপুরের সুবর্ণরেখা নদীর তীরে গ্রামে পালিত হয়
রীতি মেনে ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে পালিত হল নদী ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী ব্রত।মুলত সন্তানের মঙ্গল কামনায়, পুত্র সন্তান লাভের আশায়,সন্তানদের মঙ্গল কামনায় এবং শস্য পূর্ণ বসুন্ধরার কামনা করে বাড়ির বিবাহিত মহিলারা পালন করেন এই ব্রত। গোপীবল্লভপুরের পিড়াশিমূল , ভট্টগোপালপুর,আশুই ,বড়বাজার এলাকা সহ বিভিন্ন গ্রামে এই মন্থন ষষ্ঠী ব্রত পালন করা হয়।
আবারো হাতির হামলায় গুরুতর আহত এক বেক্তী
রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে হাতির সামনে পড়ে অল্পের জন্য প্রানে বাঁচল সনাকুন্দ্রারাতে দেবন মাহাত। গুরুতর আহত অবস্থায় হসপিটালে চিকিসার জন্যে নিয়ে জান এলাকার মানুষ।হটাৎ দলের ছুট এক দাঁতাল হাতি সনাকুন্দ্রারা এলাকায় প্রবেশ করে খাবারের সন্ধানে তাতেই বিপত্তি পড়তেই ছুড়ে ধরে আশা মারে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার খবর তড়িঘড়িা বনদপ্তরকে জানানো হয় ঘটনাস্থলে বনদপ্তরে কর্মীরা গিয়ে সেই হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরাতে পচেষ্টা চালাচ্ছেন এলাকায় আতঙ্ক রেঞ্জ কলাইকুন্ডা