Back
Howrah711303blurImage

আরজিকর ঘটনার দ্রুত সঠিক বিচারের দাবিতে পথে নামলো বাঁকুড়ার শিক্ষার্থী ও শিক্ষকরা

Subhrachal Chowdhury
Aug 25, 2024 23:53:06
Bankura, West Bengal
আরজিকরের ঘটনার দ্রুত সঠিক বিচারের দাবিতে বাঁকুড়ার শিক্ষার্থী ও শিক্ষক সমাজের আয়োজনে আজ বিশাল নাগরিক মিছিল আয়োজিত হলো বাঁকুড়ায়। আজ বাঁকুড়া মিউনিসিপাল হাই স্কুল ময়দানে জমায়েত হন ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। বাঁকুড়া শহর পরিক্রমা করে প্রতিবাদের আওয়াজ তোলেন। তাদের দাবি সঠিক বিচার দ্রুত হোক।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com