Back
Hooghly712101blurImage

উত্তরপাড়ায় আর জি কর হত্যার প্রতিবাদে চিকিৎসকদের মৌন মিছিল

Bidhan Sarkar
Aug 12, 2024 05:49:35
Chinsurah, West Bengal

উত্তরপাড়ায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, শিক্ষক, ছাত্র-যুবকসহ বিভিন্ন পেশার মানুষ কালো ব্যাজ পরে এই মিছিলে অংশ নেন। মহামায়া মাতৃসদন থেকে শুরু হয়ে উত্তরপাড়া কলেজ মোড়ে শেষ হয় এই পদযাত্রা। প্রতিবাদীরা দোষীদের শাস্তি ও নারী নিরাপত্তার দাবি জানান। চিকিৎসক রাজীব মুখোপাধ্যায় জানান, সঠিক বিচার না হলে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং কর্মবিরতিও হতে পারে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com