
চন্দননগর ও চুঁচুড়া বিধানসভায় তৃনমূলের ধর্না অবস্থান
আর জি কর চিকিৎসক পড়ুয়ার ধর্ষন ও হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে ধর্ণা তৃণমূল কংগ্রেসের। শনিবার চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দননগর বাগবাজারে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, চেয়ারপার্সন স্নিগ্ধা রায় সহ চন্দননগরের তৃণমূল নেতৃত্বরা।
চিকিৎসকের মৃত্যুতে অভিযুক্তদের শাস্তির দাবীতে চুঁচুড়ায় মিছিল
আরজি কর কান্ডের প্রতিবাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিছিল
আরজি কর নিয়ে চন্ডীতলায় তৃনমূলের ধর্না অবস্থানে উপস্থিত হয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, বারো ঘন্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছিল,১৭ দিন পেরিয়ে গেলো সিবিআই কি করছে।সেটার জন্য ধর্না বিক্ষোভ করছি। সিবিআই তদন্তের কোনো অগ্রগতি নেই।কোনো কিছু বলছে না আর কেউ যুক্ত আছে কিনা।এদিক ওদিক করে নিউজ ফ্লাশ করছে।আসল কথা কি।সিবিআই অন্যান্য জায়গায় যখন কেস করে তখন অফিসিয়ালি প্রেস করে।এক্স হ্যান্ডলে পোস্ট করে।এ ক্ষেত্রে কেন দেখতে পাওয়া যাচ্ছে না।সিবিআই তাহলে কি করছে।
রাজহাটের পোলবারে রাস্তায় ঝগড়া, মারামারি, ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে
গাড়ির হেডলাইট বন্ধ করতে বলায় রাস্তার মাঝখানে দুই যুবককে মারধর করা হয়, গাড়ির সিট চোখের নিচে পড়ে যায়, যুবককে হাসপাতালে ভর্তি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পোলবা পুলিশ। গত রবিবার রাত ১১টার দিকে রাজহাট দিল্লি রোড পোলবারের একটি বারের সামনে হেডলাইট জ্বালিয়ে বিজয় ও ফারুক রাস্তা থেকে আসা লোকজনের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। যুবককে মারধর।
চুঁচুড়া হাসপাতালে বিষধর সাপ উদ্ধার, রোগীদের মধ্যে আতঙ্ক
চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে বিষধর সাপের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে। হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডের শৌচালয় থেকে একটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা কালাচ সাপ বেরিয়ে আসে। একজন রোগী এটি দেখতে পান এবং কর্তৃপক্ষকে জানান। হাসপাতাল সুপার পশু প্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে ডাকেন। তিনি একটি কালাচ ও একটি জলঢোঁড়া সাপ উদ্ধার করেন। চন্দন জানান, কালাচ সাপ এশিয়ার অন্যতম বিষধর সাপ, যার কামড়ের চিহ্ন দেখা যায় না। এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।