চন্দননগর ও চুঁচুড়া বিধানসভায় তৃনমূলের ধর্না অবস্থান
আর জি কর চিকিৎসক পড়ুয়ার ধর্ষন ও হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে ধর্ণা তৃণমূল কংগ্রেসের। শনিবার চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে চন্দননগর বাগবাজারে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, চেয়ারপার্সন স্নিগ্ধা রায় সহ চন্দননগরের তৃণমূল নেতৃত্বরা।
চিকিৎসকের মৃত্যুতে অভিযুক্তদের শাস্তির দাবীতে চুঁচুড়ায় মিছিল
আরজি কর কান্ডের প্রতিবাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিছিল
আরজি কর নিয়ে চন্ডীতলায় তৃনমূলের ধর্না অবস্থানে উপস্থিত হয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, বারো ঘন্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছিল,১৭ দিন পেরিয়ে গেলো সিবিআই কি করছে।সেটার জন্য ধর্না বিক্ষোভ করছি। সিবিআই তদন্তের কোনো অগ্রগতি নেই।কোনো কিছু বলছে না আর কেউ যুক্ত আছে কিনা।এদিক ওদিক করে নিউজ ফ্লাশ করছে।আসল কথা কি।সিবিআই অন্যান্য জায়গায় যখন কেস করে তখন অফিসিয়ালি প্রেস করে।এক্স হ্যান্ডলে পোস্ট করে।এ ক্ষেত্রে কেন দেখতে পাওয়া যাচ্ছে না।সিবিআই তাহলে কি করছে।
রাজহাটের পোলবারে রাস্তায় ঝগড়া, মারামারি, ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে
গাড়ির হেডলাইট বন্ধ করতে বলায় রাস্তার মাঝখানে দুই যুবককে মারধর করা হয়, গাড়ির সিট চোখের নিচে পড়ে যায়, যুবককে হাসপাতালে ভর্তি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পোলবা পুলিশ। গত রবিবার রাত ১১টার দিকে রাজহাট দিল্লি রোড পোলবারের একটি বারের সামনে হেডলাইট জ্বালিয়ে বিজয় ও ফারুক রাস্তা থেকে আসা লোকজনের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। যুবককে মারধর।
চুঁচুড়া হাসপাতালে বিষধর সাপ উদ্ধার, রোগীদের মধ্যে আতঙ্ক
চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে বিষধর সাপের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে। হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডের শৌচালয় থেকে একটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা কালাচ সাপ বেরিয়ে আসে। একজন রোগী এটি দেখতে পান এবং কর্তৃপক্ষকে জানান। হাসপাতাল সুপার পশু প্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে ডাকেন। তিনি একটি কালাচ ও একটি জলঢোঁড়া সাপ উদ্ধার করেন। চন্দন জানান, কালাচ সাপ এশিয়ার অন্যতম বিষধর সাপ, যার কামড়ের চিহ্ন দেখা যায় না। এই ঘটনায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রেল চাকরির নামে প্রতারণা, চুঁচুড়ায় প্রতারিতদের জমায়েত
চুঁচুড়ার কাপাসডাঙায় এক প্রৌঢ়ের বিরুদ্ধে রেল চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিজিৎ চৌধুরী নামে এই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন বলে অভিযোগ। রেলের গ্রুপ সি ও ডি পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক লাখ টাকা করে নিয়েছেন তিনি। কয়েকজন প্রতারিত ব্যক্তি তিন মাস চাকরি করার পর বেতন না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। বাগুইহাটি থেকে আসা প্রতারিতরা টাকা ফেরত চাইতে অভিযুক্তের বাড়িতে জমায়েত হয়েছেন।
আর জি কর ঘটনার প্রতিবাদ পোলবা গ্রামীন হাসপাতালে
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জেলায়ও প্রতিবাদ হচ্ছে। তিনি বলেন, চিকিৎসকদের দাবি মানা না হলে তারা কাজ করবেন না এবং আন্দোলন চলবে। হুগলি জেলার পোলবা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন, হাসপাতালের সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে থানায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উত্তরপাড়ায় আর জি কর হত্যার প্রতিবাদে চিকিৎসকদের মৌন মিছিল
উত্তরপাড়ায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, শিক্ষক, ছাত্র-যুবকসহ বিভিন্ন পেশার মানুষ কালো ব্যাজ পরে এই মিছিলে অংশ নেন। মহামায়া মাতৃসদন থেকে শুরু হয়ে উত্তরপাড়া কলেজ মোড়ে শেষ হয় এই পদযাত্রা। প্রতিবাদীরা দোষীদের শাস্তি ও নারী নিরাপত্তার দাবি জানান। চিকিৎসক রাজীব মুখোপাধ্যায় জানান, সঠিক বিচার না হলে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং কর্মবিরতিও হতে পারে।
চিকিৎসকের মৃত্যুতে অভিযুক্তের কঠোর শাস্তি চেয়ে চুঁচুড়ায় মিছিল বিজেপির
আর জি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যু, প্রতিবাদে কালো ব্যাচ
আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের রহস্যময় মৃত্যুর প্রতিবাদে হুগলি জেলা হাসপাতালের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসক ও নার্সরা কালো ব্যাচ পরে পরিষেবা চালু রাখছেন। ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না হলে, শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রেখে অন্যান্য সব পরিষেবা বন্ধ করা হবে। জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার অভাব অনুভব করছেন এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন।
তারকেশ্বরে সরকারি বাস দুর্ঘটনা, আহত ১৫ যাত্রী
তারকেশ্বরের পিয়াসারা ঘোষ পুকুর মোড়ে যাত্রী বোঝাই সরকারি বাসটি একটি অটোকে ধাক্কা মেরে ধান জমিতে উল্টে যায়। দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ ও বাসের বাকি যাত্রীরা নিরাপদে রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।
চন্দননগরে বড়াইচন্ডী শ্মশানে পিস হাভেন উদ্বোধন
চন্দননগরের বড়াইচন্ডী শ্মশান ঘাটে চারটি মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা সহ 'পিস হাভেন' উদ্বোধন করা হয়েছে। বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন উদ্বোধন করেন এবং জানান যে এটি চন্দননগর উৎসব কমিটির অর্থায়নে তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে নিরবতা পালন করা হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, এখানে যত কম মানুষ আসে ততই মঙ্গল।
চন্দননগরে শ্রাবণী মেলা উপলক্ষে প্রথমবার গঙ্গা আরতি
শ্রাবণী মেলা উপলক্ষে চন্দননগরের রানী ঘাটে প্রথমবার গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী বিভিন্ন পুরসভায় গঙ্গা আরতির ব্যবস্থা হয়েছে। তারকেশ্বরে মেলার আগে বৈদ্যবাটি ঘাট থেকে জল সংগ্রহ করে ভক্তরা পায়ে হেঁটে তারকেশ্বর পৌঁছান।
হুগলি বিজেপির বহিষ্কৃত কর্মীরা পতাকা নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে সরব
হুগলি বিজেপির দুই বহিষ্কৃত কর্মী শাশ্বত ব্যানার্জি ও শুভজিৎ মল্লিক দলীয় পতাকা নিয়ে জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তাঁরা অভিযোগ করেছেন যে তাঁদের কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব হুমকি দিয়েছেন যে বহিষ্কৃতরা যদি দলীয় পতাকা ব্যবহার করেন তবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে
পান্ডুয়ায় আদিবাসী দিবস উদযাপন
শেওড়াফুলিতে ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি,ট্রেন বন্ধ ডাউনের একটি লাইনে।
শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।ডাউনের একটি লাইন বন্ধ। জানা গেছে চারটে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে হাওড়ার দিকে যাত্রা করে।শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে হঠাৎ প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তাঁর ছিঁড়ে যায়।ব্যান্ডেল হাওড়া শাখার ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে পরায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তবে রিভার্স লাইন দিয়ে ট্রেন চলছে ডাউনে। রেলকর্মীরা কাজ শুরু করে।আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
হুইলচেয়ারে ৩৭ কিমি পথ পাড়ি দিয়ে তারকেশ্বরে দুই প্রতিবন্ধী বন্ধু
দুই প্রতিবন্ধী বন্ধু কুশল মন্ডল ও প্রীতম মেদ্দা অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন। তাঁরা হুইলচেয়ারে ৩৭ কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বর মন্দিরে পৌঁছেছেন। শেওড়াফুলি থেকে গঙ্গাজল নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢেলেছেন। সাংবাদিকদের কাছে তাঁরা জানান, শারীরিক প্রতিবন্ধকতা জীবনের শেষ নয়। তাঁরা অন্য প্রতিবন্ধীদের বাইরের জগৎ উপভোগ করার আহ্বান জানিয়েছেন এবং দেখিয়েছেন যে প্রতিবন্ধীরাও সাধারণ মানুষের মতোই জীবন উপভোগ করতে পারেন।
চুঁচুড়ায় মোবাইল দোকানে তৃতীয়বার চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি
হুগলির চুঁচুড়ায় একটি মোবাইল দোকানে তৃতীয়বার চুরির ঘটনা ঘটেছে। বিবেকানন্দ রোডে অবস্থিত সরোজ সাহার দোকানের ছাদ কেটে চোরেরা প্রবেশ করে। সকালে দোকান খুলতে এসে মালিক দেখেন বহু মোবাইল, হেডফোন ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়েছে। সরোজবাবু জানান, প্রায় এক লক্ষ টাকার জিনিস চুরি গেছে। পূজার আগে ব্যবসা বাড়ানোর জন্য তিনি নতুন স্টক করেছিলেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
টোটোকে শৃঙ্খলায় আনা হবে, রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত: পরিবহন মন্ত্রী
পরিবহন মন্ত্রী জানিয়েছেন, টোটোকে শৃঙ্খলার মধ্যে আনা হবে এবং রেজিস্ট্রেশন করা হবে। বর্তমানে রাজ্যে প্রায় ১০ লক্ষ টোটো রয়েছে, যা যানজট ও দুর্ঘটনা বৃদ্ধির কারণ হয়েছে। টোটোর রুট পারমিট না থাকায় সারা বাংলায় বেকার যুবকরা এটি চালিয়ে জীবিকা নির্বাহ করছে। পরিবহন দপ্তর এখন কঠোর পদক্ষেপ নিতে চাইছে। যদিও টোটো কম খরচে যাতায়াতের সুবিধা দিয়েছে, তবুও এর বিরুদ্ধে অভিযোগ বাড়ছে। এই পরিস্থিতিতে সরকার নিয়ন্ত্রণ আনতে চাইছে।
কোন্নগরে পুকুরে স্নান করতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু
কোন্নগরের কানাইপুরে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র সায়ন নাথ ও উজান ঘোষ ইতিহাসের পরীক্ষা শেষে স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায়। সহপাঠীরা স্থানীয়দের জানালে উদ্ধার অভিযান শুরু হয়। দুজনকেই কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী জানান, পুকুরটি স্কুল থেকে কিছুটা দূরে অবস্থিত। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে ডানলপের সাময়িক পুনরুজ্জীবন, স্মরণে শ্রমিকরা
হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা পুনরুজ্জীবনের চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৯৮ সালে বন্ধ হওয়া এই কারখানা ২০০৬ সালে রুইয়া গোষ্ঠী অধিগ্রহণ করে তাঁর উদ্যোগে। একসময় উচ্চ বেতনের জন্য বিখ্যাত এই কারখানা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বুদ্ধবাবুর প্রচেষ্টায় কারখানা সাময়িকভাবে পুনরায় চালু হয়েছিল। শ্রমিক পরিবারগুলি এখনও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তাঁর অবদান।
চুঁচুড়ায় বেপরোয়া বাইক।বকুলতকায় দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন।
চুঁচুড়ায় বেপরোয়া বাইকের দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহীকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রাত সাড়ে দশটা নাগাদ বকুলতলা থেকে পিপুলপাতির দিকে যাওয়ার সময় এক বাইক দাঁড়িয়ে থাকা অন্য বাইককে ধাক্কা মারে, ফলে দুই বাইক আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টোটোয় করে হাসপাতালে নিয়ে যায়। দাঁড়িয়ে থাকা বাইক আরোহী প্রিতম সিংহ জানান, মদ্যপ অবস্থায় বাইক চালানো হচ্ছিল।
ডেঙ্গির উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু, বলাগড়ে ডেঙ্গির প্রকোপ
জিরাট হাসপাতালে ডেঙ্গির উপসর্গ নিয়ে গৃহবধূ সাধনা দাস (৪৭) মারা গেছেন। বলাগড়ের গুপ্তিপাড়া-২ গ্রাম পঞ্চায়েতের মাঠ ফতেপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের সূত্রে জানা গেছে, তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। অবস্থার অবনতি হলে জিরাট আহমেদপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়, বুধবার সকালে তিনি মারা যান। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সেখানে ডেঙ্গি স্ক্রিনিং ক্যাম্প করা হয়। জ্বর হলে রক্ত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মোবাইল ছিনতাই করে ধরা পড়ল যুবক, দাবি রিলস বানাচ্ছিল
উত্তরপাড়ায় ভর সন্ধ্যায় মোবাইল ছিনতাই করে ধরা পড়ল যুবক। ভদ্রকালীর বাসিন্দা এক যুবতী উত্তরপাড়া কলেজ মোরের সামনে টোটো ধরার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ এক যুবক তার মোবাইল ছিনিয়ে পালায়, যুবতীও চোর চোর করতে করতে ধাওয়া করেন। স্থানীয়রা যুবককে ধরে ফেলে, মোবাইল উদ্ধার হয় এবং উত্তমমধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। যুবকের দাবি, সে রিলস বানাচ্ছিল।
এখনই ভিন রাজ্যে আলু যাবে না: কৃষি উপদেষ্টা
মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, এখনই ভিন রাজ্যে আলু পাঠানো হচ্ছে না। আলুর দাম বাড়তে থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়েছিল। এর প্রতিবাদে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতি পালন শুরু করে, ফলে দাম আরও বাড়ে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পর বাজারে আলুর দাম স্বাভাবিক হতে থাকে।
পুলিশ কর্মীর বাবাকে বাড়ি পৌঁছে দিলেন পুলিশ
ধনিয়াখালির দাওড়া রাউৎপুরের বাসিন্দা ৬৫ বছরের শ্যামাপদ পাল পথ ভুলে যান ছেলের বাড়ি যাওয়ার পথে। তাঁর ছেলে ধনঞ্জয়, হাওড়ার সিটি পুলিশের ট্রাফিক এএসআই। গতকাল রাতে চুঁচুড়ার বাসস্ট্যান্ডে নামার পর পথ ভুলে শহরে ঘুরতে থাকেন শ্যামাপদ। তাঁর মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারছিলেন না। পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় তাঁকে নিরাপদে ছেলের বাড়ি পৌঁছে দেন।