Back
Hooghly712103blurImage

তারকেশ্বরে চুরির প্রতিবাদে রাস্তা অবরোধ, পুলিশ ক্যাম্পের দাবি

Bidhan Sarkar
Aug 02, 2024 13:56:30
Chinsurah, West Bengal

তারকেশ্বরের তেঘড়ি এলাকায় ক্রমবর্ধমান চুরির ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তারকেশ্বর-কারারিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। সম্প্রতি এক ব্যবসায়ীর গাড়ির চারটি চাকা চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশকে বারবার জানানো সত্ত্বেও চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তারা কেশবচক ও সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। এছাড়া, তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ ও আবেদনপত্র জমা দিয়েছেন।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com