Back
712101
পান্ডুয়ায় আদিবাসী দিবস উদযাপন
Chinsurah, West Bengal
আদিবাসী দিবস উদযাপন পান্ডুয়া কাকুলি প্রেক্ষাগৃহে। উপস্থিত হুগলি জেলাশাসক শ্রীমতি মুক্তা আরিয়া, উপস্থিত ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর। মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা বিধায়ক রত্না দেনাগ তপন দাশগুপ্ত অসীমা পাত্র এছাড়াও উপস্থিত পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্বেবন্তী বিশ্বাস সহ পান্ডুয়া পঞ্চায়েত সমিতি সভাপতি এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা।
0
Share
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Kumarganj, West Bengal:
রাজ্য সরকারের জনমুখী প্রকল্পকে আদিবাসী সমাজের কাছে তুলে ধরতে প্রচার আদিবাসী সম্প্রদায়ভুক্ত তৃণমূল নেতারlদ:দিনাজপুরের এসটি অধ্যুষিত তপন ব্লকের ঘটনা।একসময় বিজেপি হয়ে ওই বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা কৃষ্ণ কুজুর এখন ঘাস ফুল নেতা।দলের সম্মতিতেই তার এলাকার আদিবাসী গ্রামগুলিতে যাচ্ছেন এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরছেন।তিনি জানান,৬৮টি প্রকল্প রয়েছে রাজ্য সরকারের,যার মধ্যে আদিবাসীদের জন্য প্রকল্প রয়েছে একাধিক কিন্তু সেগুলি জানেননা এই সম্প্রদায়ের মানুষজন।যা নিয়েই তিনি প্রচার চালাচ্ছেন।
0
Share
Report
Kumarganj, West Bengal:
তপনে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দেখা নেই গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন জেলা সভাধিপতি গৌতম দাস,দেখা নেই তপন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনারুল হকের।যদিও হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র,গঙ্গারামপুর ও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,অশোক মিত্র,তপন ব্লক সভাপতি সমীর রাহা,জে.পরিষদ সদস্য আমজাদ মন্ডল,লিপিকা রায়,মফিজউদ্দিন মিয়া সহ জেলার শীর্ষস্তরের নেতারা।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া দত্ত।এঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে প্রকট করল বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
0
Share
Report
Kumarganj, West Bengal:
১৭তম বর্ষের মহামিলন উৎসব আগামী ১৪ ও ১৫ই নভেম্বর দ:দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হবে লোকনাথ বাবার ভক্তদেরকে নিয়ে মহামিলন উৎসব।উৎসবের আগে সকল সদস্যদেরকে নিয়ে মিটিং করা হযয়lজানা যায় এ বছর বাংলাদেশে এই অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও কোনো কারণবশত বাংলাদেশের না হয়ে বালুরঘাট শহরে অনুষ্ঠিত হচ্ছে মহামিলন উৎসবটি।
0
Share
Report
Kumarganj, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালী পুজোগুলোর মধ্যে অন্যতম হল বালুরঘাট তহবাজার এলাকার বুড়াকালী কালী পুজো।পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে।এবছর বুড়াকালী মাতার পুজো কমিটির সম্পাদক অমিত মহন্ত ও পূজা সমিতির সম্পাদক গোপাল পোদ্দার জানালেন, এই বছর দীপান্বিতা অমাবস্যার কালীপূজা উপলক্ষ্যে মন্দিরে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হবেlপুরোনো রীতি মেনেই বুড়াকালী মাতার পুজো হবে।৩১শে অক্টোবর বৃহস্পতিবার পুজোর পাশাপাশি পরের দিন পর্যন্ত ভক্তদের জন্য মাতাকে স্বর্ণালংকারে সাজানো থাকবে।
0
Share
Report
Kumarganj, West Bengal:
আবাস যোজনার সার্ভে চলছে কিন্তু কুমারগঞ্জের সমজিয়ার পলাশী আদিবাসী পাড়ার একজনেরও নাম নেই তালিকায় বলে অভিযোগ।অনেকের নিজের ঘর পর্যন্ত নেই বলে জানাযায়।ওই এলাকার পুরুষরা বেশিরভাগ পরিযায়ী শ্রমিক।তাই কখন,কোথায় ও কীভাবে আবেদন করতে হয়,তা নিয়ে ন্যূনতম ধারণাও নেই গোটা গ্রামেরlএই গ্রামের বেশীরভাগ পরিবারই হতদরিদ্র।কয়েকবছর আগে ঝড়বৃষ্টিতে রবি কিস্কুর মাটির ঘরটি ভেঙে যায়।সেই থেকে বারান্দায় বিছানা করেই পরিবারের তিনজন মিলে ঘুমোন।একই দশা বাকি বাড়িগুলিতেও।মোফাজ্জল হোসেন বলেন,তৃণমূল আদিবাসী বিরোধী সরকার।
0
Share
Report
Kumarganj, West Bengal:
নাবালিকা অপহরণ মামলায় গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের তৃণমূল নেতা লগিন দাসের দশ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলো মহামান্য আদালত । গতকাল রাতে গ্রেপ্তারের পর এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে তোলে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ। বালুরঘাট জেলা আদালতের বিচার বিভাগীয় বিচারক আগামী ৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানালেন সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার।
0
Share
Report
Kumarganj, West Bengal:
প্রতিবারের ন্যায় এবারও ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তথা কবি উদয় পদ বর্মন তার ব্যক্তিগত উদ্যোগে নিজ মুদ্রিত কাব্যগ্রন্থের বিক্রিত অর্থে নীলকণ্ঠ স্বর্গ অনাথ আশ্রমের কর্ণধার রঞ্জিত বাবুর চাহিদার সামঞ্জস্যতা রেখে আশ্রমের দুঃস্থ শিশুদের জন্য কিছুদিনের শুকনো খাবার তার হাতে তুলে দিলেন।এছাড়াও শিশুদের হাতে রুটি,মিষ্টি,লাড্ডু,কিছু ফল,ফ্রুটি ইত্যাদি তুলে দেন উদয় বাবু। অনুষ্ঠানটি সম্পন্ন হয় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের “নীলকণ্ঠ স্বর্গ অনাথ আশ্রম”-এর শিশুদের নিয়ে।
0
Share
Report
Kumarganj, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের প্রভাবশালী তৃণমূল নেতা লগিন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তাকে গ্রেফতার এর পর এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে তোলে হিলি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পুরনো মামলায় লগিন দাস কে গ্রেফতার করা হয়।
0
Share
Report
Bardhaman, West Bengal:
স্কাউট ফেলোসিফের বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বিজয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার সন্ধ্যায় জমজমাট অনুষ্ঠানে গান বেশ উপভোগ করেন ফেলোসিফ পরিবারের সদস্যরা। ঘন্টা দুয়েকের অনুষ্ঠানে জিতেন্দ্রনাথ চৌধুরী সহ অনেক শিল্পীর গানে ভরে ওঠে বিজয়া সম্মেলনী।
0
Share
Report
Midnapore, West Bengal:
মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
0
Share
Report