১২ ঘণ্টার বাংলা বন্ধের সমর্থনে বুনিয়াদপুরে দোকানপাট বন্ধ থাকলেও তৃণমূল মিছিল করে দোকান খোলা রাখার নির্দেশ দেয়। মিছিলে পৌরসভা চেয়ারপারসনসহ তৃণমূল নেতারা অংশ নেন। তারা দোকানদারদের দোকান খোলা রাখতে বলেন এবং ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়াতে সিভিক পুলিশ নিয়োগ করেন।
বুনিয়াদপুরে তৃণমূলের মিছিল, দোকান খোলা রাখার নির্দেশ
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
আজ সোমবার কীর্ণাহারে বিশিষ্ট সমাজকর্মী অমর চাঁদ কুণ্ডুর ৭১ তম জন্মদিন উদযাপন করা হয়। সকালে অমর চাঁদ কুণ্ডু মা ভদ্রকালী মন্দিরে পুজো দেন এবং পরে কীর্ণাহার চৌরাস্তা মোড়ে স্থানীয়রা তাকে বিশেষ সংবর্ধনা জানান। এরপর একটি শোভাযাত্রা সহকারে তিনি পরোটা গ্রামের মহাপ্রভু মন্দিরে যান এবং মহাপ্রভুর আশীর্বাদ নেন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরোটা ড্রামাটিক ক্লাবের মঞ্চে উপস্থিত থাকবেন।
কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার ছিট বড় লাউকুঠী এলাকায় বিজেপি বিধায়ক মালতি রাভা রায় ও সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে গ্রামবাসীরা নিখোঁজ পোস্টার লাগিয়ে বিক্ষোভ জানিয়েছেন। গঙ্গাধর নদীর ভাঙনের কারণে প্রতি বছর অনেক জমি ও বাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে। দ্রুত নদী বাঁধ না দিলে পুরো এলাকা নদীগর্ভে চলে যাবে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নির্বাচিত প্রতিনিধিরা ভোটের পরও এলাকায় এসে তাদের পরিস্থিতি দেখতে আসেননি, যা নিয়ে তারা বিরক্ত।
হাতিতে ক্ষতি করেছে চাষের জমি, ভেঙেছে বাড়ি, বারবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জঙ্গলমহলের মানুষ। মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার রাস্তায় পাথরকুমকুমি এলাকায় সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বারে বারে হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, কিন্তু সেভাবে সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না তারা। এই অভিযোগ তুলেই রাস্তায় বসে পথ অবরোধ করেন স্থানীয়রা। প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলার পরে পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষের সাথে কথা বলে অবরোধ সরিয়ে দেয়।
অবশেষে অবৈধ টোটোর ওপর প্রশাসনের কড়াকড়ি। জাতীয় সড়কের ওপর দিয়েই টোটো যাতায়াত করলেই পুলিশ করছে আটক বলে অভিযোগ। ঘটনায় অন্ডালের কাজোড়া মোড়ে টোটো চালকরা হরতালে নেমেছেন। প্রায় ২০০ জন টোটো চালক টোটো দাঁড় করিয়ে আন্দোলনের শামিল। টোটো চালকদের দাবি, পুলিশ ও আরটিও তরফে টোটো আটক করা হচ্ছে, বলা হচ্ছে রেজিস্ট্রেশন করানোর জন্য যাতে লাগছে প্রায় ৩০ হাজার টাকা বলে টোটো চালকরা জানান। টোটো চালকরা বলছেন, তাদেরকে সঠিক নিয়ম-কানুন বুঝিয়ে দেওয়া হোক কোন রুটে তারা টোটো চালাতে পারবেন।