Back
Dakshin DinajpurDakshin DinajpurblurImage

রাখি বন্ধন পালিত হলো বালুরঘাটে

Kamal Kumar Biswas
Oct 17, 2024 14:28:45
Balurghat, West Bengal
রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে ১২০বছর আগে ১৯০৫ সালের আজকের দিনেই বঙ্গভঙ্গ রদ করার জন্য সম্প্রীতির বন্ধনের ডাক দিয়েছিলেন।পথে নেমেছিলেন।আজকে সেই ১৬ই অক্টোবর উপলক্ষে প:বঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘের উদ্যোগে এবং বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ও বালুরঘাট নাগরিক সমাজের সহযোগিতায় বালুরঘাট মিউজিয়ামের সামনে রাখি বন্ধন পালিত হয় l দিনটির গুরুত্ব,তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন সৌরভ কুন্ডু,হারান মজুমদার,অমলেন্দু বসাক।রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল কবিতা পাঠ করেন তুহিন শুভ্র মন্ডল।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com