বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে জয়,আনন্দে মেতে উঠলো তৃণমূল
বিধানসভা উপনির্বাচনের ফল শাসকদলের পক্ষেই রায় যায়-সুকান্ত
বোল্লা মেলায় ভক্তদের মিষ্টি মুখ করান বিজেপির রাজ্য সভাপতি
প্রধানমন্ত্রী মোদির "মন কি বাত" সম্প্রচারিত হলো জায়ান্ট স্ক্রিনে
বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদির মন কি বাত অনুষ্ঠানে।সুভাষ কর্নার এলাকায় বড় স্ক্রিনে মন কি বাত দেখানো হচ্ছে।প্রধানমন্ত্রীর মন কি বাতে দেখার পর সুকান্ত মজুমদার জানান, ডিজিটালি ফ্রড,অবলুপ্তির পথে চলা চড়ুই পাখি নিয়ে সচেতনতা প্রচার করতে হবে।
বিশ্ব মৎস্যজীবী দিবসে নদীকে ভালোবাসার বার্তা ছড়িয়েছে মৎস্যজীবীরা
দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস
পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস l জাল যার, জল তার’ স্লোগানকে সামনে রেখে l এছাড়াও জলদূষণ রোধ, মৎস্যজীবীদের একাধিক সমস্যা দূর করার দাবিকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি আজ ওই সংস্থ্যার শাখার উদ্যোগে বালুরঘাটেও পালিত হলো মৎস্যজীবী দিবস। এদিনের অনুষ্ঠান উপলক্ষে শতাধিক মৎস্যজীবী যোগ দেন। মৎস্যজীবী সংগঠনের দক্ষিন দিনাজপুর জেলার কোওডির্নেটর বিশ্বজিৎ বসাক বলেন এই জেলার মৎস্যজীবীদের স্বার্থে জেলার তিনটি মুল নদী আত্রেয়ী, পুনর্ভবা ও টাংগন নদীকে সংষ্কারের মধ্যমে একত্রিত করে মাছ চাষ করা।
বালুরঘাট জেলা হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবিরের
বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উদযাপন
জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ পর্যালোচনা বৈঠক
জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। জেলার সমস্ত দপ্তর ও জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি,বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে জেলা শাসক পর্যালোচনা বৈঠক করেন।বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা,কুশমণ্ডির বিধায়ক রেখা রায়,কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল,জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকার। এদিনের বৈঠকে আগামী দিনে কি কি কাজ করতে হবে সে সব বিষয় নিয়ে আলোচনা হয়।
বকেয়া গাড়ি ভাড়ার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন গাড়ি মালিকরা
বিড়ি শ্রমিদের ন্যায্য পারিশ্রমিকের দাবিতে সরব হয়েছিল শাসক দলের শ্রমিক সংগঠন
গত ২৯শে অক্টবর একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল বলে জানান INTTUC-র জেলা সভাপতি নামিজুর রহমানlতার বক্তব্য অনুযায়ী সেই বৈঠকে উপস্থিত ছিল শ্রমিক সংগঠন,মালিক পক্ষ ও প্রশাসনিক কর্তাব্যক্তিরাlবৈঠকে শ্রমিকদের পূর্বের পারিশ্রমিক ১৫২ টাকার পরিবর্তে ২০০ টাকা করার দাবি রাখেন তারাl আলোচনা শেষে সিদ্ধান্ত হয় ১৭৪ টাকা করা হবেlজেলার ৮টি ব্লকের মধ্যে ৭টি ব্লকে বর্ধিত হারে পারিশ্রমিক দেওয়া হলেও এক মাত্র হিলি ব্লকের বিড়ি শ্রমিকরা তা থেকে বঞ্চিত ছিল বলে অভিযোগlসেই কারণে আজ হিলির BDO-কে ডেপুটেশন দিলো INTTUC।
বালুরঘাট পুরসভার একাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করলো পুলিশ
রান ফর অভয়া - প্রতীকী প্রতিবাদ
দক্ষিণ দিনাজপুরের ডাঙ্গি থেকে জেলা কলেক্টরেট বিল্ডিং অবধি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ । মোট 65 জন অংশ নিয়েছে এই প্রতিবাদ দৌড় কর্মসূচিতে । আর. জি.কর হাসপাতালে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার আজ 100 দিন, তাই শেষে Collectorate বিল্ডিং এর সামনে 100 সেকেন্ড নীরবতা পালন করা হয় প্রতীকী প্রতিবাদ স্বরূপ ।