Back

বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে জয়,আনন্দে মেতে উঠলো তৃণমূল
Kumarganj, West Bengal:
প:বঙ্গের বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে TMC প্রার্থীরা জয়ী হওয়ার পর, বালুরঘাট শহরে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা।উপস্থিত ছিল বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র,শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল।বালুরঘাট থানা মোড়ে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ ও ফটকা ফাটিয়ে উৎসব উদযাপন করা হয়।প্রীতম রাম মণ্ডল বলেন এই জয়ের জন্য বাংলার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই।এই জয় বাংলার মানুষের কাছে একটি বড় বার্তা।রাম-বাম জোটের মাধ্যমে রাজ্যে বিভেদ সৃষ্টির যে চক্রান্ত হয়েছিল,তা ব্যর্থ হয়েছে।
0
Report
বিধানসভা উপনির্বাচনের ফল শাসকদলের পক্ষেই রায় যায়-সুকান্ত
Kumarganj, West Bengal:
উপনির্বাচনের ফল সবসময় শাসকদলের পক্ষেই যায়।প:বঙ্গে ৬টি বিধানসভার উপ নির্বাচনে বিজেপির খারাপ ফলকে এভাবেই ব্যাখ্যা করলেন সুকান্ত মজুমদারlএবিষয়ে তিনি বলেন আমরা দুটি কেন্দ্রে ভালো ফলাফল করার আশা করেছিলামlতালডাংরা এবং মাদারিহাট ভালো ফাইট হয়েছে কিন্তু আরও ভালো ফাইট হতে পারত।আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করবার আশা প্রকাশ করে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে আমরা এদুটি কেন্দ্রেই ভালো ফল করব।মাদারিহাট ও তালডাংরা আমরা জিতব।
0
Report
বোল্লা মেলায় ভক্তদের মিষ্টি মুখ করান বিজেপির রাজ্য সভাপতি
Kumarganj, West Bengal:
বোল্লা কালীপুজো মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দর্শনার্থীদের মিষ্টিমুখ করান।উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজোতে শনিবার সন্ধ্যায় উপস্থিতি ছিলেন সুকান্ত বাবু।মেলায় তিনি জলছত্রের শুভ সূচনা করেন।এই অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে।পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয়।মেলায় স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে।এই দিনটি স্মরণীয় করে তুলতে দর্শনার্থীদের মিষ্টিমুখ করানোর আয়োজন করা হয়।
0
Report
প্রধানমন্ত্রী মোদির "মন কি বাত" সম্প্রচারিত হলো জায়ান্ট স্ক্রিনে
Kumarganj, West Bengal:
বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদির মন কি বাত অনুষ্ঠানে।সুভাষ কর্নার এলাকায় বড় স্ক্রিনে মন কি বাত দেখানো হচ্ছে।প্রধানমন্ত্রীর মন কি বাতে দেখার পর সুকান্ত মজুমদার জানান, ডিজিটালি ফ্রড,অবলুপ্তির পথে চলা চড়ুই পাখি নিয়ে সচেতনতা প্রচার করতে হবে।
0
Report
Advertisement
বিশ্ব মৎস্যজীবী দিবসে নদীকে ভালোবাসার বার্তা ছড়িয়েছে মৎস্যজীবীরা
Kumarganj, West Bengal:
দিশারী সঙ্কল্পের আত্রেয়ী বাঁচাও আন্দোলনে
যোগ্য সহযোগিতা করেছেন মৎস্যজীবীরা,তাই তাদের কাজকে শ্রদ্ধা জানাতে বালুরঘাটের খিদিরপুর হালদার পাড়ায় নব নির্মিত রেল ব্রীজের কাছে আত্রেয়ী নদীতে প্রায় ৫০বছর ধরে মৎস্যজীবিকায় যুক্ত আছেন এমন নদী বন্ধুদের সম্মান জাননো হলো lনদী বন্ধু সম্মান প্রাপক দের নাম:সুধীর চন্দ্র হালদার(৬৮)মাছ ধরছেন ৫০ বছর ধরে,অধীর হালদার(৬৪)মাছ ধরছেন ৪৫বছর ধরে,কীর্তন হালদার(৬৫)মাছ ধরছেন ৪৮ বছর ধরে
উপস্থিত ছিলেন সম্পাদক তুহিনশুভ্র মন্ডল , মৎস্যজীবী পরিবারের সন্তান ঝন্টু হালদারও।
0
Report