Back
Kamal Kumar Biswas
Dakshin Dinajpur733141blurImage

বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে জয়,আনন্দে মেতে উঠলো তৃণমূল

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 24, 2024 10:33:00
Kumarganj, West Bengal:
প:বঙ্গের বিধানসভা উপনির্বাচনের ছয়টি আসনে TMC প্রার্থীরা জয়ী হওয়ার পর, বালুরঘাট শহরে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা।উপস্থিত ছিল বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক কুমার মিত্র,শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল।বালুরঘাট থানা মোড়ে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ ও ফটকা ফাটিয়ে উৎসব উদযাপন করা হয়।প্রীতম রাম মণ্ডল বলেন এই জয়ের জন্য বাংলার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই।এই জয় বাংলার মানুষের কাছে একটি বড় বার্তা।রাম-বাম জোটের মাধ্যমে রাজ্যে বিভেদ সৃষ্টির যে চক্রান্ত হয়েছিল,তা ব্যর্থ হয়েছে।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

বিধানসভা উপনির্বাচনের ফল শাসকদলের পক্ষেই রায় যায়-সুকান্ত

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 24, 2024 10:29:58
Kumarganj, West Bengal:
উপনির্বাচনের ফল সবসময় শাসকদলের পক্ষেই যায়।প:বঙ্গে ৬টি বিধানসভার উপ নির্বাচনে বিজেপির খারাপ ফলকে এভাবেই ব্যাখ্যা করলেন সুকান্ত মজুমদারlএবিষয়ে তিনি বলেন আমরা দুটি কেন্দ্রে ভালো ফলাফল করার আশা করেছিলামlতালডাংরা এবং মাদারিহাট ভালো ফাইট হয়েছে কিন্তু আরও ভালো ফাইট হতে পারত।আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করবার আশা প্রকাশ করে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে আমরা এদুটি কেন্দ্রেই ভালো ফল করব।মাদারিহাট ও তালডাংরা আমরা জিতব।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

বোল্লা মেলায় ভক্তদের মিষ্টি মুখ করান বিজেপির রাজ্য সভাপতি

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 24, 2024 10:28:02
Kumarganj, West Bengal:
বোল্লা কালীপুজো মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দর্শনার্থীদের মিষ্টিমুখ করান।উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজোতে শনিবার সন্ধ্যায় উপস্থিতি ছিলেন সুকান্ত বাবু।মেলায় তিনি জলছত্রের শুভ সূচনা করেন।এই অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে।পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয়।মেলায় স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে।এই দিনটি স্মরণীয় করে তুলতে দর্শনার্থীদের মিষ্টিমুখ করানোর আয়োজন করা হয়।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

প্রধানমন্ত্রী মোদির "মন কি বাত" সম্প্রচারিত হলো জায়ান্ট স্ক্রিনে

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 24, 2024 10:27:08
Kumarganj, West Bengal:

বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদির মন কি বাত অনুষ্ঠানে।সুভাষ কর্নার এলাকায় বড় স্ক্রিনে মন কি বাত দেখানো হচ্ছে।প্রধানমন্ত্রীর মন কি বাতে দেখার পর সুকান্ত মজুমদার জানান, ডিজিটালি ফ্রড,অবলুপ্তির পথে চলা চড়ুই পাখি নিয়ে সচেতনতা প্রচার করতে হবে।

0
Report
Dakshin Dinajpur733141blurImage

বিশ্ব মৎস্যজীবী দিবসে নদীকে ভালোবাসার বার্তা ছড়িয়েছে মৎস্যজীবীরা

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 22, 2024 02:39:59
Kumarganj, West Bengal:
দিশারী সঙ্কল্পের আত্রেয়ী বাঁচাও আন্দোলনে যোগ্য সহযোগিতা করেছেন মৎস্যজীবীরা,তাই তাদের কাজকে শ্রদ্ধা জানাতে বালুরঘাটের খিদিরপুর হালদার পাড়ায় নব নির্মিত রেল ব্রীজের কাছে আত্রেয়ী নদীতে প্রায় ৫০বছর ধরে মৎস্যজীবিকায় যুক্ত আছেন এমন নদী বন্ধুদের সম্মান জাননো হলো lনদী বন্ধু সম্মান প্রাপক দের নাম:সুধীর চন্দ্র হালদার(৬৮)মাছ ধরছেন ৫০ বছর ধরে,অধীর হালদার(৬৪)মাছ ধরছেন ৪৫বছর ধরে,কীর্তন হালদার(৬৫)মাছ ধরছেন ৪৮ বছর ধরে উপস্থিত ছিলেন সম্পাদক তুহিনশুভ্র মন্ডল , মৎস্যজীবী পরিবারের সন্তান ঝন্টু হালদারও।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 22, 2024 02:38:53
Kumarganj, West Bengal:

পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস l জাল যার, জল তার’ স্লোগানকে সামনে রেখে l এছাড়াও জলদূষণ রোধ, মৎস্যজীবীদের একাধিক সমস্যা দূর করার দাবিকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি আজ ওই সংস্থ্যার শাখার উদ্যোগে বালুরঘাটেও পালিত হলো মৎস্যজীবী দিবস। এদিনের অনুষ্ঠান উপলক্ষে শতাধিক মৎস্যজীবী যোগ দেন। মৎস্যজীবী সংগঠনের দক্ষিন দিনাজপুর জেলার কোওডির্নেটর বিশ্বজিৎ বসাক বলেন এই জেলার মৎস্যজীবীদের স্বার্থে জেলার তিনটি মুল নদী আত্রেয়ী, পুনর্ভবা ও টাংগন নদীকে সংষ্কারের মধ্যমে একত্রিত করে মাছ চাষ করা।

0
Report
Dakshin Dinajpur733141blurImage

বালুরঘাট জেলা হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবিরের

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 22, 2024 02:37:36
Kumarganj, West Bengal:
বালুরঘাট জেলা হাসপাতালের উদ্যোগে রঘুনাথপুরে ও বালুরঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এবং রোগ প্রতিরোধে সতর্কতা নেওয়ার গুরুত্ব বোঝাতে এই শিবির আয়োজিত হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ,ডেপুটি সুপার কৌস্তুভ ঘোষ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সুপার গোপাল চন্দ্র মাহাতো এবং সুকান্ত মন্ডল।এছাড়া বালুরঘাট পৌরসভার কাউন্সিলর পিন্টু দাস ও অন্যান্যরা l
0
Report
Dakshin Dinajpur733141blurImage

বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উদযাপন

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 22, 2024 02:36:39
Kumarganj, West Bengal:
বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি দ:দিনাজপুরের হিলি ব্লকে উদযাপিত হচ্ছে জয় জোহার মেলা।হিলি ব্লক প্রশাসনের উদ্যোগে জয় জোহার মেলা মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।প্রথমে সিধু কানুর মূর্তিতে মাল্য দান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।মেলা দুই দিন চলবে,মেলায় কৃষি বিভাগ থেকে শুরু করে হস্তশিল্পের জিনস সহ বিভিন্ন স্টল বাসে,যা দেখতে সাধারণ মানুষ ভিড় করে।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ পর্যালোচনা বৈঠক

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 22, 2024 02:35:48
Kumarganj, West Bengal:

জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়াতে বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। জেলার সমস্ত দপ্তর ও জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি,বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে জেলা শাসক পর্যালোচনা বৈঠক করেন।বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা,কুশমণ্ডির বিধায়ক রেখা রায়,কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল,জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকার। এদিনের বৈঠকে আগামী দিনে কি কি কাজ করতে হবে সে সব বিষয় নিয়ে আলোচনা হয়।

0
Report
Dakshin Dinajpur733141blurImage

বকেয়া গাড়ি ভাড়ার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন গাড়ি মালিকরা

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 19, 2024 02:29:54
Kumarganj, West Bengal:
গত লোকসভা নির্বাচনের সময় ছোট গাড়ি ভাড়া নিয়েও সেগুলোর টাকা না দেওয়ায় প্রশাসনের দ্বারস্থ হলেন গাড়ি মালিকরা। বারবার ছোট গাড়ি মালিকরা প্রশাসনের দ্বারস্থ হলেও কোন লাভ হয়নি।এনিয়ে জেলা শাসককে লিখিতভাবে বিষয়টি জানিয়েছিলেন তারা। তারপরও কাজ না হওয়ায় আর.টি.ওকে লিখিত ভাবে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য আবেদন জানালেন স্মল ভিকেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।আর.টি.ও অনুপম চক্রবর্তী বলেন, প্রথম লটের যে টাকা এসেছিল তা গাড়ি মালিকদের দেওয়া হয়েছে।আবার টাকা এলে সবার ছোট গাড়ির বকেয়া টাকা দেওয়া হবে।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

বিড়ি শ্রমিদের ন্যায্য পারিশ্রমিকের দাবিতে সরব হয়েছিল শাসক দলের শ্রমিক সংগঠন

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 19, 2024 02:27:58
Kumarganj, West Bengal:

গত ২৯শে অক্টবর একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল বলে জানান INTTUC-র জেলা সভাপতি নামিজুর রহমানlতার বক্তব্য অনুযায়ী সেই বৈঠকে উপস্থিত ছিল শ্রমিক সংগঠন,মালিক পক্ষ ও প্রশাসনিক কর্তাব্যক্তিরাlবৈঠকে শ্রমিকদের পূর্বের পারিশ্রমিক ১৫২ টাকার পরিবর্তে ২০০ টাকা করার দাবি রাখেন তারাl আলোচনা শেষে সিদ্ধান্ত হয় ১৭৪ টাকা করা হবেlজেলার ৮টি ব্লকের মধ্যে ৭টি ব্লকে বর্ধিত হারে পারিশ্রমিক দেওয়া হলেও এক মাত্র হিলি ব্লকের বিড়ি শ্রমিকরা তা থেকে বঞ্চিত ছিল বলে অভিযোগlসেই কারণে আজ হিলির BDO-কে ডেপুটেশন দিলো INTTUC।

0
Report
Dakshin Dinajpur733141blurImage

বালুরঘাট পুরসভার একাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করলো পুলিশ

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 19, 2024 02:26:36
Kumarganj, West Bengal:
ধৃতদের নাম মোঃ ইশাক ও ওয়াসিম আক্রাম।কলকাতার মুচিপাড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে।গত ১২ও১৩ই নভেম্বর বালুরঘাটে রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকের একাউন্ট থেকে বালুরঘাট পুরসভার উধাও অর্থের পরিমান 14,40,068 টাকা।বিষয়টি নজরে আসা মাত্রই পুরসভার তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল।জানা গিয়েছে,মুচিপাড়া থানায় একই দিনে একই ধরণের ঘটনা ঘটায় সন্দেহ হয় পুলিশের।তৎক্ষণাৎ ২জনকে গ্রেফতার করেছে।বালুরঘাট থানার পুলিশ কোলকাতায় পৌঁছেছে।DSP HQবিক্রম প্রসাদ জানান, ধৃতদের বালুরঘাটে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

রান ফর অভয়া - প্রতীকী প্রতিবাদ

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 18, 2024 07:12:34
Kumarganj, West Bengal:

দক্ষিণ দিনাজপুরের ডাঙ্গি থেকে জেলা কলেক্টরেট বিল্ডিং অবধি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ । মোট 65 জন অংশ নিয়েছে এই প্রতিবাদ দৌড় কর্মসূচিতে । আর. জি.কর হাসপাতালে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার আজ 100 দিন, তাই শেষে Collectorate বিল্ডিং এর সামনে 100 সেকেন্ড নীরবতা পালন করা হয় প্রতীকী প্রতিবাদ স্বরূপ ।

0
Report
Dakshin Dinajpur733141blurImage

AC বগি তুলে নেওয়ায় ক্ষোভ

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 18, 2024 07:11:01
Kumarganj, West Bengal:
দুটি AC বগি বাতিল করা হল ফারাক্কা এক্সপ্রেসের।চরম ক্ষোভ যাত্রী মহলে।রেলের খামখেয়ালিপনার বিরুদ্ধে সরব একলাখি-বালুরঘাট রেলযাত্রী কল্যান সমিতি।কিভাবে AC বগি আচমকা তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন।লোকসভা নির্বাচন ঘোষনার ঠিক কয়েকঘন্টা আগে রেল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় মালদা-ভাতিন্ডাগামী ফারাক্কা এক্সপ্রেসটি বালুরঘাট থেকে চলাচল করবে।লোকসভা ভোটকে সামনে রেখে রেল মন্ত্রককে দিয়ে তড়িঘড়ি এই বিজ্ঞপ্তি জারি করানো হয়েছিল বলে বিতর্ক শুরু হয়েছিল।যা থেকে তুলে নেওয়া হল একটি AC থ্রি টায়ার এবং একটি ইকোনমিক্যাল AC বগি।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

কম্পজিট গ্রান্ট এর টাকা নেই,সমস্যায় স্কুল কর্তৃপক্ষ

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 18, 2024 07:09:57
Kumarganj, West Bengal:
রাজ্যের অন্যান্য স্কুলের পাশাপাশি দ:দিনাজপুরের স্কুলগুলিও পায়নি কম্পজিট গ্রান্ট এর টাকা।ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষরা।কবে এই টাকা ঢুকবে তা নিয়েও ধন্দে স্কুল কর্তৃপক্ষ। অন্যান্যবার যে সময় এই ফান্ডের টাকা ঢোকে সেই সময় ইতিমধ্যে পার গিয়েছে৷এই ফান্ড দিয়ে কেনা হয় স্কুলের চক,ডাস্টার থেকে অন্যান্য সরঞ্জাম।এছাড়াও এই টাকা খরচ করা হয় স্কুলের উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজে। গত বছর পর্যন্ত এই টাকা সঠিক টাইমেই দেওয়া হয়েছিল কিন্তু চলতি আর্থিক বর্ষে এই টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

জেলা হাসপাতালেই বিরল অস্ত্রোপচার

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 17, 2024 10:41:44
Kumarganj, West Bengal:
জেলা হাসপাতালেই বিরল অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক ড.হাসান সুবীদ।এই ধরনের চিকিৎসার জন্য এত দিন রোগীদের অন্যত্র যেতে হলেও,এখন তা সম্ভব হচ্ছে জেলার মধ্যেই।সেওয়ই এর সঞ্জয় চৌধুরী পায়ের সমস্যায় ভুগছিলেন।তার পায়ের নীচের অংশ পচতে শুরু করে।অস্ত্রোপচারের জন্য বাইরে নিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না সঞ্জয়ের পরিবারের। শল্য চিকিৎসক ড.হাসান সুবীদ ও তার টিম এগিয়ে আসেন।অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।রোগী সেরে উঠছেন।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 15, 2024 11:34:54
Kumarganj, West Bengal:
সারা ভারত কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে কুমারগঞ্জ ব্লকে B.D.O-র নিকট রাজ্যে আবাস যোজনার পাহাড় প্রমাণ দুর্নীতি ও রাজ্য সরকারের মদতপুষ্ট রাজ্য প্রশাসনের এবং তৃণমূলের যৌথ ষড়যন্ত্রে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে অনাহ্য প্রাপকদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রের(অভিযোগ) বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করা হয়।উপস্থিত ছিলেন কৃষক আন্দোলনের জেলার নেতৃত্ব অমিত সরকার,মোফাজ্জল হোসেন,সুনীল কিস্কু,নারায়ন সরকার ও রণজিৎ কুমার তালুকদার।শতাধিক মানুষ এই গণ-ডেপুটেশনে অংশগ্রহণ করেন।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

বিরসা মুন্ডার জন্ম দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 15, 2024 11:33:19
Kumarganj, West Bengal:
ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্ম দিবস উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী মোর্চার(বিজেপি)পক্ষ থেকে তপন বিধানসভার ডাঙ্গা বিজয়শ্রী ফুটবল ময়দানে একদিনের এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্যরা।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 15, 2024 05:38:58
Kumarganj, West Bengal:
শিশু দিবসে দুস্থ শিশুদের পোশাক বিতরণ করলো বালুরঘাটে "আমরা বন্ধুরা"গ্রুপ।৭৫জন শিশুকে নতুন পোশাক দেওয়া হয় শিশু দিবসে।গ্রুপের সদস্য জয় রায় বলেন আমরা যারা বন্ধুরা এই এলাকায় আড্ডা দিই তারাই এই গ্রুপটি বানিয়েছি।করনার সময়তেও প্রায় একমাস ধরে দুস্থদের খাবারের ব্যাবস্থা ও কাপড় জামার ব্যবস্থা করেছিলাম আমরা। কিছুদিন ধরেই আমাদের ভাবনা এলাকার যে সকল দুস্থ বাচ্চারা পোশাকের অভাবে কষ্ট পায় তাদের জামাকাপড় দেওয়া হবে।শিশু দিবসকে সামনে রেখে গ্রুপের পক্ষ থেকে পোশাক দেওয়া হলো।আগামী দিনে আরো কিছু ভাবনা আছে।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

সরকারি প্রকল্পের একাউন্ট থেকে উধাও কয়েক লক্ষ টাকা

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 15, 2024 05:29:34
Kumarganj, West Bengal:
সরকারি প্রকল্পের একাউন্ট থেকে উধাও কয়েক লক্ষ টাকা। বালুরঘাট পুরসভার ঘটনা। ব্যাংক একাউন্ট থেকে উধাও অর্থের পরিমান 14,40,068 টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই বালুরঘাট থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে পুরসভার তরফে। ভারতীয় ন্যায় সংহিতা 316/2 318/4-এ প্রতারণা ও বিশ্বাসভঙ্গ ধারায় এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাঙ্ক of ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পুরসভার যে একাউন্ট রয়েছে সেখান থেকে 12 ও 13ই নভেম্বর দুই দিনে মোট তিনটি আলাদা আলাদা চেকে 14,40,068 টাকা কেউ তুলে নিয়েছে।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

সরকারি দপ্তরে কর্মরত মহিলাদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ডেপুটেশন

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 15, 2024 05:28:16
Kumarganj, West Bengal:
রাজ্য সরকারি সমস্ত দপ্তরে কর্মরত মহিলাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার দাবিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বিক্ষোভ ডেপুটেশন।দ:দিনাজপুর জেলা শাসকের দপ্তরে কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সরকারি কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে ,জেলা শাসকের কাছে ডেপুটেশন দেনlবিক্ষোভকারীরা জানান,রাজ্যে মহিলারা কর্মক্ষেত্রে নিরাপদ নন।আর.জি.করের ঘটনায় নিজের কর্মস্থলেই মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষিতা ও খুন হন।লিঙ্গ বৈষম্য দূর করতে এবং মহিলাদের যৌন হেনস্থা রুখতে সুপ্রিম কোর্টের নির্দেশ মত জেলায় জেলায় বিশাখা কমিটি গঠন করতে হবে।
0
Report
Dakshin Dinajpur733141blurImage

শিশু দিবস উদযাপন

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 15, 2024 04:04:47
Kumarganj, West Bengal:
জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস উদযাপন হলো কুমারগঞ্জের ডায়মন্ড পাবলিক স্কুলেlসহযোগিতায় মধ্যরামকৃষ্ণপুর গ্রামীন উন্নয়ন সমিতি ও কুমারগঞ্জ ব্লক l থিম ছিলো বাল্য বিবাহ মুক্ত গ্রাম ও প্লাস্টিক waste management করার নতুন উপায় খুঁজে বের করাlস্কুলের ছাত্রছাত্রী,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা অঙ্গিকার করেন,তারা সকলেই প্লাস্টিক ব্যবহারের পর বাড়িতে ও স্কুলে প্লাস্টিক বোতলের মধ্যে জমা করবেন,এরপর SWMইউনিটে পাঠানোর ব্যবস্থা করবেন কুমারগঞ্জের BDO শ্রীবাস বিশ্বাস এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়l
0
Report
Dakshin Dinajpur733141blurImage

বালুঘাট স্টেশনে এসে ক্ষোভ প্রকাশ করেন ডিআরএম

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 15, 2024 04:00:44
Kumarganj, West Bengal:
নির্দিষ্ট সময়ে শেষ হয়নি দ:দিনাজপুরের বালুরঘাট রেল স্টেশনের পিক ও সিক লাইনের কাজ।বালুঘাট স্টেশনে এসে ক্ষোভ প্রকাশ করেন কাটিয়ার ডিভিশনের ডি.আর.এম সুরেন্দ্র কুমার।পাশাপাশি আগামী দিনে বালুরঘাট থেকে বেঙ্গালুরু ও দীঘা ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। এই দুটি ট্রেন সম্ভবত খুব দ্রুত পেতে চলেছে বালুরঘাটবাসী।বালুঘাটে এসে তিনি কাজ খতিয়ে দেখেন এবং ঠিকাদারকে ভর্ৎসনা করেন কাজ সম্পূর্ণ না হওয়ার জন্য।জরুরি কাজ থাকায় তিনি কাটিয়ারের উদ্দেশ্যে চলে যান।
0
Report
blurImage

রাজ্য সরকারটাই হ্যাক হয়ে গেছে !!সুকান্ত

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 11, 2024 02:22:19
:
শিক্ষা দুর্নীতি পার্থ চ্যাটার্জি একা করেছে, মানতে নারাজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।তার দাবি এর পেছনে রয়েছে বড় মাথা।সিবিআই আসল মাথাদের ধরুক।ট্যাব ও লক্ষী ভান্ডারের টাকা অন্য একাউন্টে ঢোকা প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারটাই বা চলছে কি করে বোঝা দায়।দেখে শুনে মনে হচ্ছে সরকারটাই হ্যাক হয়ে গেছে।
0
Report
blurImage

"সরকারি যোজনাগুলি তৃণমূল নেতাদের কমানোর রাস্তা"-সুকান্ত

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 11, 2024 02:20:57
:
কাথিতে আবাস যোজনা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক মহিলাকে ধর্ষন করার অভিযোগে এক তৃনমুল নেতা গ্রেফতার প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন,এটাই তৃনমুলের কালচার। তিনি বলেন ওই মহিলা সাহস করে বলতে পেরেছেন দেখে বিষয়টি সবাই জেনেছে।তার অভিযোগ এমন অনেক ঘটনাই অজানা থেকেছে।তার আরও অভিযোগ এই সরকারি যোজনা গুলি হল একদিকে যেমন তৃনমুল নেতাদের পয়সা কামানোর রাস্তা,অন্যদিকে তাদের মনোরঞ্জন করার পথ।যা বাংলার মানুষ তৃনমুলের সন্দেশখালি মডেল বলে চিনেছে ও জেনেছে।
0
Report
blurImage

তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

Kamal Kumar BiswasKamal Kumar BiswasNov 11, 2024 02:19:43
:
তৃনমুলের দলনেত্রীই তো বলেছে উপরে পাঠিয়ে তবেই নিজেরা যেন খায়।তাই সবাইকে ভাগ করে খাওয়ার জন্যই এই রোটেশন পদ্ধতি।এতে ভোটে কোন প্রভাব পড়বে না।অভিষেকের প্রস্তাব মেনে ভোটের আগে তৃনমুল নতুন ইনিংস শুরু করা নিয়ে আজ কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সুকান্ত শিয়ালদায় অস্ত্র উদ্ধার নিয়ে তৃনমুল সরকারকে বিধে বলেন, কখনও বোমার মালমশলা কখনও গুলি বন্দুক উদ্ধার নিয়ে দেখে শুনে মনে হচ্ছে তৃনমুল বোধহয় ভারতের বিরুদ্ধেই যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে।
0
Report