Back
দক্ষিণ দিনাজপুরে সেভদা গার্ল চাইল্ড বিষয়ে মিছিল ও সেমিনার
Balurghat, West Bengal
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সুভাষপল্লীতে ৩রা সেপ্টেম্বর সেভদা গার্ল চাইল্ডের বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নারীমুক্তি মহিলা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মিছিল ও সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য দপ্তরের মেটারনাল এন্ড চাইল্ড হেলথ আধিকারিক ওঙ্কারনাথ মন্ডল অনুষ্ঠানের সূচনা করেন। মিছিল শেষে বাল্যবিবাহ, শিশু পাচার, শিশু শ্রম, লিঙ্গ নির্ধারণ ও গার্হস্থ্য হিংসা বিষয়ে সচেতনতার সেমিনার হয়।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement