আত্রেয়ী নদীর কল্যাণী ঘাটে প্রশাসনের প্রস্তুতি: দুর্গাপুজোর নিরঞ্জন সুষ্ঠুভাবে সম্পন্নের উদ্যোগ
দক্ষিণ দিনাজপুরে মহিলাদের নিরাপত্তার জন্য পিঙ্ক পেট্রোলের উদ্বোধন
দক্ষিণ দিনাজপুরে ভেক্টর বন ডিজিজ এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের ডেপুটেশন
দক্ষিণ দিনাজপুরে বিড়ি শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক
বালুরঘাটে পানীয় জলের মেশিনের উদ্বোধন
দুর্গাপূজার আগে বালুরঘাটবাসীর জন্য একটি বিশেষ উপহার হিসেবে বালুরঘাট পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ঠান্ডা পানীয় জলের মেশিন বসিয়েছে। বুধবার পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় এই মেশিনটি। এখন থেকে অভিভাবকরা সহজেই পানীয় জল পেতে পারবেন, যা তাদের দৈনন্দিন জীবনে সহজতা নিয়ে আসবে। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীয়রা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
দক্ষিণ দিনাজপুরে পূজা পারমিশনের অনলাইন ব্যবস্থা করলো জেলা পুলিশ প্রশাসন
বৃক্ষ ছেদন না করে প্রাচীন বটগাছ প্রতিস্থাপন করল জার্নালিস্টস্ ক্লাব
দক্ষিণ দিনাজপুরে আনন্দঘন করম উৎসব: আদিবাসী সমাজের উচ্ছ্বাস ও নৃত্য-গীতে রঙিন মুহূর্ত
বালুরঘাটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল লোক আদালত
বালুরঘাট দিবস মহাসমারোহে পালিত হলো
১৪ই সেপ্টেম্বর, ১৯৪২ সালের ঐতিহাসিক দিনে বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের ইউনিয়ন জ্যাক নামিয়ে শহরটিকে তিন দিনের জন্য স্বাধীন করেছিলেন। সেই স্মরণীয় দিনকে সম্মান জানাতে শনিবার বালুরঘাটে বালুরঘাট দিবস পালিত হয়। দিনটির অনুষ্ঠানে ডাংগি এলাকায় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মৃতিতে পুষ্পার্পণ করা হয়। এরপর, ক্ষুদিরাম মোরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্য দান ও প্রশাসনিক ভবন চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শিল্পের খরা মেটাতে উদ্যোগী রাজ্য, বালুরঘাটে ছয় একর জমিতে গড়ে উঠছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক
বালুরঘাটে সংখ্যালঘু দপ্তরের রিভিউ মিটিং: উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
বালুরঘাটে বেদিয়া সামাজিক সমিতির তিন দফা দাবিতে ডেপুটেশন
গঙ্গারামপুরে ট্রাক ধর্মঘট, ৭২ ঘণ্টার বিক্ষোভ
ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাত দফা দাবিতে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ গঙ্গারামপুরের গোচিহারে মঞ্চ তৈরি করে ট্রাক ওনার্সরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং ট্রাক আটকানো হয়। অভিযোগ, সিভিক ভলান্টিয়াররা বিনা কারণে ট্রাকের কাগজপত্র খতিয়ে দেখে টাকা দাবি করছেন এবং পরিবহন ও ব্লক অফিসের কর্মকর্তারাও নানা ভাবে হেনস্তা করছেন। ধর্মঘট সফল করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বালুরঘাট কলেজে হামলা: চমক মামলায় সিবিআই ও পুলিশের নিষ্ক্রিয়তা
আজ বালুরঘাট কলেজে এ.আই.ডি.এস.ও.র ছাত্ররা "বিচারহীনতার একমাস ছাত্র-জনতার এজলাস" শীর্ষক কর্মসূচি পালন করছিল। এসময় তৃণমূলী ছাত্রদের দ্বারা তাদের উপর হামলা হয় এবং চেয়ার ও সরঞ্জাম ভাঙচুর করা হয়। আর জি করের ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের মধ্যে এই হামলা ঘটে। ঘটনার প্রেক্ষিতে সিসিটিভি কভারেজ যাচাই করে দোষীদের চিহ্নিতকরণ ও শাস্তির দাবি উঠেছে।
বালুরঘাট কলেজে সাইবার ক্রাইম ও যৌন হেনস্তা নিয়ে জেলা প্রশাসনের সচেতনতা সভা
বালুরঘাটে বামেদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
খাদিমপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছরে পদার্পণ: প্লাটিনাম জুবলি উদযাপনের প্রস্তুতি সম্পন্ন
সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপনে বালুরঘাটে 'সলিল সমারোহ' আজ ও আগামীকাল
দক্ষিণ দিনাজপুরে ধর্ষণের মামলায় অভিযুক্তকে কুড়ি বছরের কারাদণ্ড প্রদান
দক্ষিণ দিনাজপুর জেলার পকশো আদালত ২০২০ সালের একটি ধর্ষণের মামলায় অভিযুক্তকে কুড়ি বছরের কারাদণ্ড প্রদান করেছে। বিচারক শরণ্যা সেনপ্রসাদ বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং শুক্রবার তাকে সাজা প্রদান করেন। জেলা আদালতের সরকারি আইনজীবী, ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, ২০২০ সালের ১৮ জানুয়ারি বালুরঘাট থানা এলাকায় তিন বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত, যার পর গুরুতর আহত অবস্থায় শিশুটি হাসপাতালে ভর্তি হয়। অভিযুক্তকে পুলিশ দ্রুত গ্রেফতার করে এবং মামলাটি পকশো আদালতে চলতে থাকে।
আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
শিক্ষক দিবসে বাদামাইল লক্ষী প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির
দক্ষিণ দিনাজপুরে বাইক ও সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন, হাসপাতালে ভর্তি
দক্ষিণ দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
দক্ষিণ দিনাজপুরের তপন চকবলিরামে এক মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মঙ্গলবার সন্ধ্যায় নাবালিকাকে একটি মুদির দোকান থেকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাকে রিমান্ডের জন্য বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে। পরিবার ও নাবালিকার দাদু অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।