Back
Anup Biswas
Dakshin Dinajpur733101blurImage

আত্রেয়ী নদীর কল্যাণী ঘাটে প্রশাসনের প্রস্তুতি: দুর্গাপুজোর নিরঞ্জন সুষ্ঠুভাবে সম্পন্নের উদ্যোগ

Anup BiswasAnup BiswasSept 29, 2024 09:26:51
Gobindpur, West Bengal:
দুর্গাপুজোর নিরঞ্জন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। রবিবার বালুরঘাট পৌরসভা, ট্র্যাফিক বিভাগ ও বালুরঘাট থানা একযোগে আত্রেয়ী নদীর কল্যাণী ঘাট পরিদর্শন করে। পৌরপ্রধান অশোক কুমার মিত্র জানান, নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঘাটের চারপাশে বাঁশের ব্যারিকেড এবং পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। প্রশাসন নিশ্চিত করছে, পুজোর আনন্দ কোনো দুর্ঘটনায় পরিণত না হয়।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে মহিলাদের নিরাপত্তার জন্য পিঙ্ক পেট্রোলের উদ্বোধন

Anup BiswasAnup BiswasSept 21, 2024 14:30:24
Gobindpur, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জেলার মহিলাদের নিরাপত্তা রক্ষার্থে পিঙ্ক পেট্রোল চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সেই লক্ষ্যে শুক্রবার বালুরঘাটে পিংক পেট্রোল ভ্যানের উদ্বোধন করা হলো জেলা পুলিশের পক্ষ থেকে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার কার্তিক চন্দ্র পাল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা সহ অন্যান্যরা।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে ভেক্টর বন ডিজিজ এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের ডেপুটেশন

Anup BiswasAnup BiswasSept 21, 2024 10:53:29
Gobindpur, West Bengal:
শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল দক্ষিণ দিনাজপুরের ভেক্টর বন ডিজিজ এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। তারা অভিযোগ করেন যে ভি আর পি ও ভিসিটি কর্মীদের মধ্যে বেতন বৈষম্য বিদ্যমান। বৈষম্য দূর করার দাবিতে এই ডেপুটেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, দাবি মেনে না নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে বিড়ি শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক

Anup BiswasAnup BiswasSept 19, 2024 09:04:54
Gobindpur, West Bengal:
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে বৃহস্পতিবার জয়েন লেবার কমিশনারের অফিসে বিড়ি শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক ইউনিয়নগুলির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ের এই বৈঠকটি ফলপ্রসু বলে জানানো হয়েছে, যেখানে শ্রমিকদের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীরা শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণে সহযোগিতা বাড়ানোর প্রতি জোর দেন, যা শীঘ্রই কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশা জাগায়।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাটে পানীয় জলের মেশিনের উদ্বোধন

Anup BiswasAnup BiswasSept 19, 2024 04:19:35
Gobindpur, West Bengal:

দুর্গাপূজার আগে বালুরঘাটবাসীর জন্য একটি বিশেষ উপহার হিসেবে বালুরঘাট পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ঠান্ডা পানীয় জলের মেশিন বসিয়েছে। বুধবার পৌরসভা চেয়ারম্যান অশোক মিত্র ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় এই মেশিনটি। এখন থেকে অভিভাবকরা সহজেই পানীয় জল পেতে পারবেন, যা তাদের দৈনন্দিন জীবনে সহজতা নিয়ে আসবে। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীয়রা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

0
Report
Purba Bardhaman742122blurImage

দক্ষিণ দিনাজপুরে পূজা পারমিশনের অনলাইন ব্যবস্থা করলো জেলা পুলিশ প্রশাসন

Anup BiswasAnup BiswasSept 18, 2024 12:24:03
Chhota Bainan, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন পূজা কমিটির জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে পারমিশনের ফরম ফিলাপের ব্যবস্থা করেছে। সোমবার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আগের মতো বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না; এবার পূজা কমিটিগুলি অনলাইনে সহজেই পারমিশন নিতে পারবে। এছাড়াও, পারমিশনের ফি সবকিছুই অনলাইনে মেটানোর সুযোগ রয়েছে। এভাবে প্রশাসন পূজা কমিটিগুলির সুবিধার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বৃক্ষ ছেদন না করে প্রাচীন বটগাছ প্রতিস্থাপন করল জার্নালিস্টস্ ক্লাব

Anup BiswasAnup BiswasSept 15, 2024 10:52:59
Gobindpur, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাব উন্নয়নমূলক কাজের জন্য প্রাচীন বটগাছ কেটে ফেলার বদলে প্রতিস্থাপনের উদ্যোগ নেয়। তিন দিনের প্রচেষ্টায়, জেলা প্রশাসন এবং পরিবেশপ্রেমী সংগঠনের সহায়তায় বটগাছটি বালুরঘাটের রঘুনাথপুর ফরেস্টে সাফল্যের সঙ্গে স্থানান্তরিত হয়। এটি দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম বার বৃক্ষ ছেদন না করে গাছ প্রতিস্থাপনের উদাহরণ।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে আনন্দঘন করম উৎসব: আদিবাসী সমাজের উচ্ছ্বাস ও নৃত্য-গীতে রঙিন মুহূর্ত

Anup BiswasAnup BiswasSept 15, 2024 10:44:31
Gobindpur, West Bengal:
দক্ষিণ দিনাজপুরের আটটি ব্লকে আনন্দঘন করম উৎসব উদযাপিত হয়েছে। আদিবাসী সমাজের সদস্যরা ভাদ্র মাসের একাদশীতে প্রকৃতির পূজা হিসেবে করম উৎসব পালন করেন। শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোররাত পর্যন্ত নৃত্য-গীতে মেতে ওঠেন তারা। জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর বালুরঘাট, হিলি ও তপন ব্লকের উৎসবে অংশ নিয়ে স্থানীয়দের সঙ্গে নৃত্য করেন।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল লোক আদালত

Anup BiswasAnup BiswasSept 14, 2024 18:19:43
Gobindpur, West Bengal:
১৪ সেপ্টেম্বর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আয়োজনে শনিবার বালুরঘাটে ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। এদিনে প্রায় তিন হাজার মামলার শুনানি সম্পন্ন হয়। পুরনো মামলার দ্রুত নিষ্পত্তি করে আইনি সেবা উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাট দিবস মহাসমারোহে পালিত হলো

Anup BiswasAnup BiswasSept 14, 2024 07:10:24
Gobindpur, West Bengal:

১৪ই সেপ্টেম্বর, ১৯৪২ সালের ঐতিহাসিক দিনে বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের ইউনিয়ন জ্যাক নামিয়ে শহরটিকে তিন দিনের জন্য স্বাধীন করেছিলেন। সেই স্মরণীয় দিনকে সম্মান জানাতে শনিবার বালুরঘাটে বালুরঘাট দিবস পালিত হয়। দিনটির অনুষ্ঠানে ডাংগি এলাকায় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মৃতিতে পুষ্পার্পণ করা হয়। এরপর, ক্ষুদিরাম মোরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্য দান ও প্রশাসনিক ভবন চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

শিল্পের খরা মেটাতে উদ্যোগী রাজ্য, বালুরঘাটে ছয় একর জমিতে গড়ে উঠছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক

Anup BiswasAnup BiswasSept 13, 2024 07:17:11
Gobindpur, West Bengal:
দক্ষিণ দিনাজপুরে শিল্পায়নের নতুন দিগন্ত খুলেছে। বালুরঘাট ব্লকের পশ্চিম রায়নগর এলাকায় ছয় একর জমির ওপর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ঘোষণা করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি সহযোগী শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্ভাব্য স্থান পরিদর্শনে আসেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, মন্ত্রী বিপ্লব মিত্র, বিধায়িকা রেখা রায় এবং জেলাশাসক বিজিন কৃষ্ণা।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাটে সংখ্যালঘু দপ্তরের রিভিউ মিটিং: উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা

Anup BiswasAnup BiswasSept 13, 2024 06:55:09
Gobindpur, West Bengal:
বালুরঘাটে একটি বেসরকারি সভাগৃহে সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো। যেখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু দপ্তরের চেয়ারম্যান তথা বিধায়ক মোশারেফ হোসেন, মন্ত্রী বিপ্লব মিত্র, বিধায়িকা রেখা রায়, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্যরা। এদিন এই সভায় সংখ্যালঘু দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাটে বেদিয়া সামাজিক সমিতির তিন দফা দাবিতে ডেপুটেশন

Anup BiswasAnup BiswasSept 13, 2024 04:03:32
Gobindpur, West Bengal:
তিন দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মহকুমা শাসকের কাছে বেদিয়া সামাজিক সমিতি ডেপুটেশন জমা দিলো বৃহস্পতিবার। করম পূজায় সরকারি অনুদান, বেদিয়াদের কাস্ট সার্টিফিকেট প্রধানসহ তিন দফা দাবিতে এ দিন কর্মসূচি পালন করা হয় বেদিয়া সামাজিক সমিতির পক্ষ থেকে।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

গঙ্গারামপুরে ট্রাক ধর্মঘট, ৭২ ঘণ্টার বিক্ষোভ

Anup BiswasAnup BiswasSept 12, 2024 04:26:26
Gobindpur, West Bengal:

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাত দফা দাবিতে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ গঙ্গারামপুরের গোচিহারে মঞ্চ তৈরি করে ট্রাক ওনার্সরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং ট্রাক আটকানো হয়। অভিযোগ, সিভিক ভলান্টিয়াররা বিনা কারণে ট্রাকের কাগজপত্র খতিয়ে দেখে টাকা দাবি করছেন এবং পরিবহন ও ব্লক অফিসের কর্মকর্তারাও নানা ভাবে হেনস্তা করছেন। ধর্মঘট সফল করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাট কলেজে হামলা: চমক মামলায় সিবিআই ও পুলিশের নিষ্ক্রিয়তা

Anup BiswasAnup BiswasSept 11, 2024 12:32:26
Gobindpur, West Bengal:

আজ বালুরঘাট কলেজে এ.আই.ডি.এস.ও.র ছাত্ররা "বিচারহীনতার একমাস ছাত্র-জনতার এজলাস" শীর্ষক কর্মসূচি পালন করছিল। এসময় তৃণমূলী ছাত্রদের দ্বারা তাদের উপর হামলা হয় এবং চেয়ার ও সরঞ্জাম ভাঙচুর করা হয়। আর জি করের ঘটনায় সিবিআই এবং রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের মধ্যে এই হামলা ঘটে। ঘটনার প্রেক্ষিতে সিসিটিভি কভারেজ যাচাই করে দোষীদের চিহ্নিতকরণ ও শাস্তির দাবি উঠেছে।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাট কলেজে সাইবার ক্রাইম ও যৌন হেনস্তা নিয়ে জেলা প্রশাসনের সচেতনতা সভা

Anup BiswasAnup BiswasSept 10, 2024 11:11:29
Gobindpur, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজে জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ডিইবি রাহুল বর্মন, কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুণ্ডু এবং সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ। আলোচনা সভায় এন্টি র‍্যাগিং, যৌন হেনস্তা, ও সাইবার ক্রাইমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের সাইবার ক্রাইম থেকে সুরক্ষিত থাকার উপায় এবং সমস্যার সমাধানের পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাটে বামেদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Anup BiswasAnup BiswasSept 09, 2024 12:24:08
Gobindpur, West Bengal:
আরজিকরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার এক মাস পূর্ণ হয়েছে। গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হচ্ছে বামেরা। আজ কলকাতার লালবাজার অভিযানের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেই পুলিশ সুপারের দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করছে তারা।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

খাদিমপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছরে পদার্পণ: প্লাটিনাম জুবলি উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

Anup BiswasAnup BiswasSept 08, 2024 14:25:30
Gobindpur, West Bengal:
আগামী ৪ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী খাদিমপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উদযাপন করবে। এ উপলক্ষে রবিবার স্কুলের প্রেক্ষাগৃহে প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় একটি উদযাপন কমিটি গঠন করা হয় এবং প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আশা প্রকাশ করেন যে, প্রাক্তন ছাত্র, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপনে বালুরঘাটে 'সলিল সমারোহ' আজ ও আগামীকাল

Anup BiswasAnup BiswasSept 07, 2024 15:34:59
Gobindpur, West Bengal:
সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে বালুরঘাটে সলিল সমারোহ নামে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সলিল জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি বালুরঘাট নাট্য মন্দির মঞ্চে আজ ৭ সেপ্টেম্বর এবং আগামীকাল ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে ধর্ষণের মামলায় অভিযুক্তকে কুড়ি বছরের কারাদণ্ড প্রদান

Anup BiswasAnup BiswasSept 06, 2024 12:34:38
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুর জেলার পকশো আদালত ২০২০ সালের একটি ধর্ষণের মামলায় অভিযুক্তকে কুড়ি বছরের কারাদণ্ড প্রদান করেছে। বিচারক শরণ্যা সেনপ্রসাদ বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং শুক্রবার তাকে সাজা প্রদান করেন। জেলা আদালতের সরকারি আইনজীবী, ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, ২০২০ সালের ১৮ জানুয়ারি বালুরঘাট থানা এলাকায় তিন বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত, যার পর গুরুতর আহত অবস্থায় শিশুটি হাসপাতালে ভর্তি হয়। অভিযুক্তকে পুলিশ দ্রুত গ্রেফতার করে এবং মামলাটি পকশো আদালতে চলতে থাকে। 

0
Report
Dakshin Dinajpur733101blurImage

আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

Anup BiswasAnup BiswasSept 06, 2024 09:15:51
Balurghat, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে আজ দুপুরে বালুরঘাটের হিলি মোড়ে পথ অবরোধ করা হয়েছে। আর জি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে এই অবরোধের আয়োজন করা হয়। বিজেপির নেতারা দাবি করেছেন যে, এই কাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক। এছাড়াও, জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মীরা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
0
Report
Dakshin Dinajpur733142blurImage

শিক্ষক দিবসে বাদামাইল লক্ষী প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির

Anup BiswasAnup BiswasSept 05, 2024 12:24:31
Kadma, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইল লক্ষী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস একটি অভিনব উদ্যোগে পালিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ রক্ত সংকট দূর করার উদ্দেশ্যে শিক্ষক দিবসে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। প্রধান শিক্ষক অসিত বরণ লাহিড়ী, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, সিএমওএইচ সুদীপ দাসসহ অন্যান্য অতিথির উপস্থিতিতে এই শিবির অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক দীপংকর বাবু জানান, থ্যালাসেমিয়া রোগের জন্য জেলা হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজন, তাই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে বাইক ও সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন, হাসপাতালে ভর্তি

Anup BiswasAnup BiswasSept 05, 2024 09:59:41
রায়গঞ্জ, West Bengal:
দক্ষিণ দিনাজপুর জেলার বাদামাইল এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় আহত ২। জানা গেছে বালুরঘাট ব্লকের বাদামাইল এলাকায় এক সাইকেল আরোহী রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। হিলির দিক থেকে বালুরঘাটের দিকে আসছিল এক বাইক আরোহী। সেই বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেল মেরে দিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বাইক আরোহী এবং সাইকেল আরোহী দুজনেই গুরুতর আহত হয়। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে বালুরঘাট থানার পুলিশ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

Anup BiswasAnup BiswasSept 04, 2024 16:35:20
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুরের তপন চকবলিরামে এক মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মঙ্গলবার সন্ধ্যায় নাবালিকাকে একটি মুদির দোকান থেকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাকে রিমান্ডের জন্য বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে। পরিবার ও নাবালিকার দাদু অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

0
Report
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে একশো কোটি টাকার বকেয়া দাবি করে বিক্ষোভ

Anup BiswasAnup BiswasSept 04, 2024 16:31:46
Balurghat, West Bengal:
দক্ষিণ দিনাজপুরে একশো দিন প্রকল্পের দ্রব্যসামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের তিন বছর ধরে বকেয়া প্রায় একশো কোটি টাকা না মেলায় উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষুব্ধ ঠিকাদাররা বুধবার জেলা পরিষদ ঘেরাও করে এবং অতিরিক্ত জেলাশাসককে একটি ডেপুটেশন দেন। তারা দাবি করেছেন, অবিলম্বে তাদের বকেয়া টাকা মেটানো না হলে রাজ্যজুড়ে আন্দোলনে নামবেন।
0
Report
Dakshin Dinajpur733101blurImage

বালুরঘাটে নাটকের নতুন প্রজন্মের জন্ম, বিদ্যালয়ে আয়োজিত নাট্যকর্মশালা

Anup BiswasAnup BiswasSept 04, 2024 16:26:08
Balurghat, West Bengal:
নাটকের শহর বালুরঘাটে নাটকের নতুন প্রজন্ম তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল বালুরঘাটের নাট্য সংস্থা বালুরঘাট নাট্যকর্মী। মঙ্গল ও বুধবার বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় বিদ্যালয় নাট্যকর্মশালার আয়োজন করে বালুরঘাট নাট্যকর্মী। যেখানে প্রায় ৪০ জন ছাত্র অংশগ্রহণ করে। নতুন প্রজন্মকে নাট্য জগতে তুলে আনতে নাট্যকর্মীর এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
0
Report