Back
Dakshin Dinajpur733141blurImage

মহালয়ার পুন্য তিথিতে রক্তদান শিবিরের আয়োজন

Kamal Kumar Biswas
Oct 02, 2024 10:53:17
Kumarganj, West Bengal
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে ইয়ুথ কল্যাণ স্পোর্টিং ক্লাব ও পথের দিশা ফাউন্ডেশনের উদ্যোগে মহালয়ার পুন্য তিথিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় l এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কুমারগঞ্জ থানার IC রামপ্রসাদ চাকলাদার l পুজো উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুমারগঞ্জ থানার IC রামপ্রসাদ চাকলাদার l কুমারগঞ্জ ব্লকের বাকি পুজো উদ্যোক্তাদেরও রক্তদান -জীবনদান কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন পথের দিশা ফাউন্ডেশনের কুমারগঞ্জ শাখার সম্পাদক রাহুল সরকার l
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com