Back
Dakshin Dinajpur733101blurImage

শিল্পের খরা মেটাতে উদ্যোগী রাজ্য, বালুরঘাটে ছয় একর জমিতে গড়ে উঠছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক

Anup Biswas
Sept 13, 2024 07:17:11
Gobindpur, West Bengal
দক্ষিণ দিনাজপুরে শিল্পায়নের নতুন দিগন্ত খুলেছে। বালুরঘাট ব্লকের পশ্চিম রায়নগর এলাকায় ছয় একর জমির ওপর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ঘোষণা করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি সহযোগী শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্ভাব্য স্থান পরিদর্শনে আসেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, মন্ত্রী বিপ্লব মিত্র, বিধায়িকা রেখা রায় এবং জেলাশাসক বিজিন কৃষ্ণা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com