Back
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের নিম্নমানের খাবার নিয়ে তর্ক বিতর্ক, তদন্তের আশ্বাস

Anup Biswas
Sept 04, 2024 15:47:33
Balurghat, West Bengal
দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের কলসি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ নিয়ে গ্রামবাসী ও অভিভাবকদের প্রধান শিক্ষকের সঙ্গে তর্ক বিতর্ক হয়। অভিভাবকরা অভিযোগ করেছেন, স্কুলে নিয়ম অনুযায়ী পুষ্টিকর খাবার না দেওয়া হচ্ছে, যা ছাত্র-ছাত্রীদের পুষ্টির অভাব সৃষ্টি করছে। এস আই সুরত কুমার শাহ এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com