Back
Dakshin Dinajpur733101blurImage

দক্ষিণ দিনাজপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ, ৫০ জন সমর্থক গ্রেপ্তার

Srikanta Thakur
Aug 29, 2024 07:06:25
Balurghat, West Bengal

দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে আজ সকালে বিজেপির কর্মী ও সমর্থকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁরা জেলা শাসকের দপ্তরে প্রবেশ করা গাড়িগুলি আটকানোর চেষ্টা করছেন। বিক্ষোভ চলাকালীন তপনের বিধায়ক বুধরাই টুডু উপস্থিত হন এবং পুলিশ সঙ্গে ধস্তাধস্তি হয়। মহিলা কর্মী ও সমর্থকদের সাথেও ধস্তাধস্তি ঘটে। এখনো পর্যন্ত প্রায় ৫০ জন সমর্থক গ্রেপ্তার হয়েছে। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com