আরজিকর ঘটনায় মূল অভিযুক্তদের ফাঁসির সাজা এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়ে প্রতি ব্লকে ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ তারিখ থেকেই এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই মতো বালুরঘাট শহরে জেলা শাসকের দপ্তরের ঠিক উল্টো দিকে জেলা মিউজিয়ামের সামনে মহিলা তৃণমূল কংগ্রেসের অস্থায়ী মঞ্চতে রবিবার দুপুর থেকেই শুরু হয় অবস্থান বিক্ষোভ।