Back
Srikanta Thakur
Dakshin Dinajpur733101

মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ বালুরঘাটে

Srikanta ThakurSrikanta ThakurSept 01, 2024 15:23:49
Balurghat, West Bengal:

আরজিকর ঘটনায় মূল অভিযুক্তদের ফাঁসির সাজা এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়ে প্রতি ব্লকে ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ তারিখ থেকেই এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই মতো বালুরঘাট শহরে জেলা শাসকের দপ্তরের ঠিক উল্টো দিকে জেলা মিউজিয়ামের সামনে মহিলা তৃণমূল কংগ্রেসের অস্থায়ী মঞ্চতে রবিবার দুপুর থেকেই শুরু হয় অবস্থান বিক্ষোভ।

0
Report
Dakshin Dinajpur733101

বালুরঘাটে পালিত হলো পুলিশ দিবস

Srikanta ThakurSrikanta ThakurSept 01, 2024 15:22:33
Balurghat, West Bengal:

রাজ্যে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণ খুন সহ নানা অসামাজিক ঘটনার কথা প্রকাশে আসতেই তলারীতে ঠেকেছে পুলিশের ভাবমূর্তি রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন সকলেই একযোগে প্রশাসন সহ পুলিশের বিরুদ্ধে বিষোদগার করছে।সেই সময় সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর সাড়ম্বরে পালিত হলো পুলিশ দিবস। রবিবার বালুরঘাট শহরের পাবলিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি নতুন ন্যায় সংহিতায় আইন গুলি সম্পর্কেও ধ্যান-ধারণা দেওয়া হয়।

0
Report
Dakshin Dinajpur733101

ছাত্র-ছাত্রীদের মধ্যে সংস্কৃতির প্রসারে উদ্যোগ নিল বামপন্থী শিক্ষক সংগঠন

Srikanta ThakurSrikanta ThakurSept 01, 2024 15:14:04
Balurghat, West Bengal:

এবিটিএ বালুরঘাট মহকুমা কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক মূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার বালুরঘাট শহরের নদীপার এন সি বালিকা বিদ্যালয় এ। ২৯ টি বিভাগে প্রায় দেড়শ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে জানা যায় প্রতিবছরই এই সাংস্কৃতিক মূলক প্রতিযোগিতা করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি ছাত্র-ছাত্রীরা। পড়াশোনা পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপে উৎসাহ বাড়াতে এই ধরনের উদ্যোগ প্রতিবছর গ্রহণ করা হয়ে থাকে। 

0
Report
Dakshin Dinajpur733101

আর জি কর কাণ্ডে দোষীদের দ্রুত সাজ াচেয়ে বালুরঘাটে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

Srikanta ThakurSrikanta ThakurSept 01, 2024 05:27:01
Balurghat, West Bengal:
আরজিকরে দোষীদের দ্রুত গ্রেফতার ও রাম নামের চক্রান্ত বন্ধ করতে বালুরঘাট শহরে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বালুরঘাট রাজ্য সমিতি থেকে শুরু হওয়া এই মিছিল পৌরসভা বালুরঘাট থানা মোড় ও বড়বাজার হয়ে আবার রাজ্য সমিতিতে গিয়ে শেষ হয় শনিবার বিকেলের এই মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, হাজার খালেক মহিলা তৃণমূল কংগ্রেস সমর্থক প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেন।
0
Report
Advertisement
Dakshin Dinajpur733101

বালুরঘাট বিএড কলেজ ন্যাকের মূল্যায়নে বি প্লাস সার্টিফিকেট অর্জন করেছে

Srikanta ThakurSrikanta ThakurSept 01, 2024 05:08:00
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র বালুরঘাট বিএড কলেজ তৃতীয়বার NAAC বা জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতি কাউন্সিল দ্বারা মূল্যায়ন পর বি প্লাস B+ সার্টিফিকেট অর্জন করেছে। যা উচ্চশিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং সঠিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি দেয়। চলতি বছরের জুলাই মাসের ১৮ ও ১৯ তারিখ ন্যাক পিয়ার টীম বালুরঘাট বিএড কলেজ পরিদর্শনে এসেছিলেন।NAAC এর বিভিন্ন শর্ত ও যোগ্যতা মান পূরণ করার পর উচ্চশিক্ষা ও শিক্ষা প্রদানে বালুরঘাট বিএড কলেজ বি প্লাস সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে। 

0
Report
Dakshin Dinajpur733101

সাধারন গ্রন্থাগার দিবস উদযাপন করা হলো জেলা প্রশাসনিক ভবনের সেমিনার হল বালুছায়াতে

Srikanta ThakurSrikanta ThakurSept 01, 2024 05:06:39
Balurghat, West Bengal:

৩১ শে আগস্ট গোটা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হয় জেলা গ্রন্থাগারের পক্ষ থেকে। জেলা প্রশাসনিক ভবনের বালুছায়া কনফারেন্স রুমে শনিবার সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হয় উপস্থিত ছিলেন জেলার গ্রন্থাগারিক ডি পি এস সির চেয়ারম্যান সন্তোস হাঁসদা সহ অন্যান্য আধিকারিকরা। জেলার বিভিন্ন গ্রামীন গ্রন্থাগার গুলির ধুঁকতে থাকা অবস্থা। দীর্ঘদিন কোন গ্রন্থাগারিক নিয়োগ হয়নি, যার ফলে সমগ্র জেলা জুড়েই গ্রন্থাগার গুলির বেহাল দশা।

0
Report
Dakshin Dinajpur733101

বংশীহারী কান্ডে প্রতিবাদ মিছিল সামিল বিজেপির জেলা নেতৃত্ব।

Srikanta ThakurSrikanta ThakurAug 31, 2024 17:54:32
Balurghat, West Bengal:

আরজি কর মামলার পর দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে পঞ্চম শ্রেণির এক নাবালিকাকে ধর্ষণ করে আত্মহত্যার চেষ্টা নিয়ে উত্তাল। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। বাঁশিহারি থেকে বালুরঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে জেলা জুড়ে শুরু হয় লাগাতার আন্দোলন। বিজেপি নেতা শুভেন্দু সরকারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে এবং অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকায় ঘটনা চাপা পড়ার আশঙ্কা রয়েছে।

0
Report
Dakshin Dinajpur733101

আর জি কর ও বংশীহারীর ঘটনায় দোষীদের সাজার দাবিতে বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ।

Srikanta ThakurSrikanta ThakurAug 31, 2024 17:39:35
Balurghat, West Bengal:
আর জি কর কাণ্ডের পর এবার বংশীহারির ঘটনা দক্ষিণ দিনাজপুরে আজ সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠনের পক্ষ থেকে দফায় দফায় দোষীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধের ঘটনা ঘটে শুক্রবার বিকেলে বালুরঘাট প্রাইভেট বাস স্ট্যান্ডের সামনে দীর্ঘ সময় পথ অবরোধ করেন সামাজিক সংগঠনের সদস্যরা। তাদের দাবি আরজিকল কাণ্ডে দোষীদের সাজা তার সাথে বংশিহারিতে পঞ্চম শ্রেণীর নাবালিকার উপর যে অত্যাচার চালানো হয়েছে সেই ঘটনায় অভিযুক্তকে উচিত শাস্তি দিতে হবে।
0
Report
Dakshin Dinajpur733101

বালুরঘাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের আরজিকর কান্ডে দোষীদের গ্রেফতারের দাবীতে অবস্থান বিক্ষোভ

Srikanta ThakurSrikanta ThakurAug 31, 2024 17:24:33
Balurghat, West Bengal:
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো শুক্রবার দুপুরে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। নেতৃত্ব দেন বালুরঘাট কলেজ ইউনিটের নেতা রোহন চক্রবর্তী। তৃণমূল ছাত্র পরিষদের দাবি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ সফলভাবেই তদন্ত করছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে সিবিআই দায়িত্ব পাওয়ার পর এখনো পর্যন্ত একজন কেউ গ্রেফতার করতে পারেনি। আমরা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের দাবী চালাচ্ছি এমন বক্তব্য রাখেন তিনি ওই ছাত্র পরিষদের নেতা রোহন চক্রবর্তী।
0
Report
Dakshin Dinajpur733101

দক্ষিণ দিনাজপুরে বিজেপি ও তৃণমূলের পিকেটিংয়ে শহর বন্ধ

Srikanta ThakurSrikanta ThakurAug 29, 2024 07:08:17
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটে আজ সকাল থেকেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা রাস্তায় পিকেটিং করছেন। সরকারি বাসস্ট্যান্ডের সামনে বিজেপি সমর্থকরা বন্ধের পক্ষে পিকেটিং করছে, অপর দিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বন্ধের বিপক্ষে পিকেটিং করছে। পুলিশের হস্তক্ষেপে দূরপাল্লার একটি সরকারি বাস সকাল থেকে রওনা দিয়েছে, তবে তাতে কোনো যাত্রী ছিল না। বেসরকারি পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং পাইকারি বাজারেও প্রভাব পড়েছে। এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছেন।

0
Report
Dakshin Dinajpur733101

দক্ষিণ দিনাজপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ, ৫০ জন সমর্থক গ্রেপ্তার

Srikanta ThakurSrikanta ThakurAug 29, 2024 07:06:25
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে আজ সকালে বিজেপির কর্মী ও সমর্থকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁরা জেলা শাসকের দপ্তরে প্রবেশ করা গাড়িগুলি আটকানোর চেষ্টা করছেন। বিক্ষোভ চলাকালীন তপনের বিধায়ক বুধরাই টুডু উপস্থিত হন এবং পুলিশ সঙ্গে ধস্তাধস্তি হয়। মহিলা কর্মী ও সমর্থকদের সাথেও ধস্তাধস্তি ঘটে। এখনো পর্যন্ত প্রায় ৫০ জন সমর্থক গ্রেপ্তার হয়েছে। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

0
Report
Dakshin Dinajpur733101

বালুরঘাট মহকুমা রাজ্যপালের কার্যালয়ের সামনে কিষাণ মোর্চার বিক্ষোভ

Srikanta ThakurSrikanta ThakurAug 29, 2024 05:02:17
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুরের সদর বালুরঘাটে জেলাশাসকের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাল ইউনাইটেড কিষাণ মোর্চা। মোট ১৩ দফা দাবি নিয়ে বালুরঘাটে কিষাণ মোর্চা দলীয় কার্যালয় থেকে কিষাণ মোর্চার বিক্ষোভ ও প্রতিনিধিদল মিছিল করে, সকালে জেলাশাসকের কার্যালয়ের সামনে আসেন এবং নেতাদের বক্তব্যের মধ্যে পাঁচজন প্রতিনিধি এই ডেপুটেশন দেন। সাব-ডিভিশনাল গভর্নর আজকের বিক্ষোভে সমস্ত বাম দলের কৃষক সংগঠনের প্রতিনিধিরা এবং ইউনাইটেড কিষাণ মোর্চার নেতৃত্ব অংশ নেন।

0
Report
Dakshin DinajpurDakshin Dinajpur

থ্যালাসেমিয়া রোগী ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান শিবির

Srikanta ThakurSrikanta ThakurAug 28, 2024 04:42:11
Balurghat, West Bengal:

মঙ্গলবার, ২৬ আগস্ট দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে গঙ্গারামপুর হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা রক্তদান আন্দোলনের কর্মী সুশান্ত কুন্ডু। অনুষ্ঠানে গঙ্গারামপুর ব্লাড সেন্টারের এমও ডাক্তার তাপস কুমার সাহা, কাউন্সিলর ইন্দ্রানী সেন, ফোরামের শিউলী দেববর্মণসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

1
Report
Dakshin DinajpurDakshin Dinajpur

বালুরঘাটে বিজেপির ১২ ঘণ্টা বন্ধের সমর্থনে মিছিল

Srikanta ThakurSrikanta ThakurAug 27, 2024 16:05:23
Balurghat, West Bengal:

মঙ্গলবার রাতে বালুরঘাট শহরজুড়ে বিজেপির ডাকা ১২ ঘণ্টা বন্ধের সমর্থনে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিজেপি মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন। বিজেপি জানিয়েছে, শান্তিপূর্ণ নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং এই বন্ধ সফল করার লক্ষ্যে মিছিলটি করা হয়েছে।

0
Report
Dakshin Dinajpur733101

বালুরঘাটে পৌরসভার কর্মীর দ্বারা কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

Srikanta ThakurSrikanta ThakurAug 27, 2024 12:16:57
Balurghat, West Bengal:

মঙ্গলবার সকালে বালুরঘাট পৌরসভা এলাকার ১১ নম্বর ওয়ার্ডে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিযোগ, পৌরসভার অস্থায়ী কর্মী বাপ্পা সরকার ওই ছাত্রীকে আটকে মোবাইল ফোন চায়। ছাত্রী দিতে অস্বীকার করলে তাকে শারীরিক ও যৌন হেনস্থা করে। পরে ছাত্রীটি কাঁদতে কাঁদতে তার গৃহশিক্ষকের কাছে পৌঁছায়। সহপাঠীরা খবর পেয়ে অভিযুক্তের খোঁজ শুরু করে। একটি স্কুলে লুকিয়ে থাকা অবস্থায় তাকে ধরে ফেলা হয়। প্রথমে অস্বীকার করলেও পরে সে অপরাধ স্বীকার করে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

0
Report
Dakshin Dinajpur733101

বালুরঘাট হাসপাতালে সাপেকাটা রোগীর মৃত্যুর গুজব, পরে সুস্থ মিলল

Srikanta ThakurSrikanta ThakurAug 26, 2024 06:24:24
Balurghat, West Bengal:

বালুরঘাট জেলা হাসপাতালে সাপেকাটা রোগী অনিতা দাসের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে, আত্মীয়রা মৃতদেহ নিতে আসেন। কিন্তু হাসপাতালে এসে তারা দেখেন যে রোগী সুস্থ আছেন। অভিযোগ, রাত্রিবেলা ভুল তথ্য দিয়ে হাসপাতাল থেকে ফোন করা হয়েছিল। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, হাসপাতাল থেকে কোনো ফোন করা হয়নি এবং তদন্তের জন্য রোগীর আত্মীয়দের কাছ থেকে নম্বর চেয়েছেন।

0
Report
Dakshin DinajpurDakshin Dinajpur

স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে জেলা স্তরের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বালুরঘাটে

Srikanta ThakurSrikanta ThakurAug 26, 2024 00:13:29
Balurghat, West Bengal:
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রশাসনিক ভবন লাগোয়া বালুছায়া সেমিনার হলে একদিনের জেলাস্তরের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার সকালে। ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত ৫৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বালুছায়াতে একদিনের প্রতিযোগিতায়। দাবা খেলা কে ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয় করে তুলতে বালুরঘাট শহরে একাধিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। উদ্যোক্তাদের দাবি প্রতিবছর দাবা খেলায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে বালুরঘাটে।
0
Report
Dakshin Dinajpur733101

বালুরঘাটের সমস্ত স্কুল কলেজের প্রাক্তনীদের আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল

Srikanta ThakurSrikanta ThakurAug 25, 2024 14:50:15
Balurghat, West Bengal:

আরজি ট্যাক্স মামলা নিয়ে বালুরঘাটে এখনও তোলপাড় চলছে। রবিবার সন্ধ্যায় বালুরঘাট শহরে বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রদের বিক্ষোভ মিছিলে ভিড় জমায়। অন্তত কয়েক হাজার প্রাক্তন প্যাট আজকের মিছিলে যোগ দেন। বালুরঘাট থানার মোড় থেকে মিছিল শুরু হয়। গোটা শহর ঘুরে বালুরঘাট থানার মোড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের স্লোগান ছিল জাস্টিস ফর আরজি কর। প্রতিবাদে তাদের হাতে কালো পতাকা। গত 14 তারিখ থেকে বালুরঘাট কার্যত উত্তর জেলার সদর দফতর।

0
Report
Dakshin Dinajpur733101

আরজিকর কাণ্ডে দক্ষিণ দিনাজপুরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল

Srikanta ThakurSrikanta ThakurAug 24, 2024 14:40:26
Balurghat, West Bengal:

 দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় মৌন মিছিল করেন। মোমবাতি হাতে ও প্ল্যাকার্ড নিয়ে জেলা প্রেসক্লাব ভবন থেকে শুরু হয়ে মিছিল বালুরঘাট থানার সামনে মঙ্গল পান্ডের মূর্তির পাদদেশে শেষ হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তোলেন সম্পাদক পবিত্র মহন্ত।

0
Report
Dakshin Dinajpur733101

আরজিকর ঘটনায় বালুরঘাটে বিজেপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

Srikanta ThakurSrikanta ThakurAug 24, 2024 14:21:23
Balurghat, West Bengal:

শনিবার বালুরঘাটে আরজিকর ঘটনার প্রতিবাদে বিজেপি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করেছে। মঙ্গলপুর থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে মিছিলটি জেলা কালেক্টরেটের সামনে শেষ হয়। জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, জেলা ইনচার্জ শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাপি সরকার প্রমুখ নেতৃত্ব দেন। "জাস্টিস ফর আরজি কর" স্লোগান ওঠে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন এই মিছিলে।

0
Report
Dakshin Dinajpur733101

প্রতিবাদী ছাত্র-মঞ্চের প্রতিবাদ মিছিল বালুরঘাটে

Srikanta ThakurSrikanta ThakurAug 24, 2024 14:14:10
Balurghat, West Bengal:
প্রতিবাদী ছাত্র মঞ্চের পক্ষ থেকে শনিবার দুপুরে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করে ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের এই প্রতিবাদ মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে আবার হাই স্কুলের সামনে এসে শেষ হয় ছাত্র সমাজের এই আন্দোলন বালুরঘাটে বিগত কয়েক দিন ধরেই চলছে কখনো প্রাক্তনী তখনো বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আরজিকর কান্ডের প্রতিবাদ চালিয়ে মিছিল করছেন তাদেরও একটাই দাবি ধর্ষক ও খুনিদের দ্রুত শনাক্ত করে তাদের ফাঁসি।
0
Report
Dakshin Dinajpur733103

আরজিকর কান্ডে বালুরঘাট গার্লস স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিল

Srikanta ThakurSrikanta ThakurAug 24, 2024 01:36:46
Balurghat, West Bengal:

শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট গার্লস স্কুলের প্রাক্তনীরা আরজিকর কান্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। থানা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহর পরিক্রমা করে গার্লস স্কুল মোড়ে ফেরে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আয়োজিত এই মিছিলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে প্রায় পাঁচ-ছয়শো প্রাক্তন ছাত্রী অংশগ্রহণ করেন। তাদের একমাত্র দাবি ছিল সুবিচার এবং মৃত মহিলা ডাক্তারের ধর্ষকদের শাস্তি।

0
Report
Dakshin Dinajpur733101

আরজিকর কাণ্ডে বালুরঘাটে আদিবাসীদের সশস্ত্র মিছিল

Srikanta ThakurSrikanta ThakurAug 23, 2024 17:18:26
Balurghat, West Bengal:

ভারত যাকাত মাঝি পরগনার সমর্থকরা আরজিকর কাণ্ডে প্রতিবাদে বালুরঘাটে সশস্ত্র মিছিল করেছে। শুক্রবার দুপুরে প্রায় ৫০০ আদিবাসী তীর-ধনুক, তলোয়ার ও হাসুয়া নিয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে জেলা পুলিশ সুপারের অফিসে পৌঁছায়। হাইস্কুল মাঠে মিছিল শেষে সংগঠনের নেতৃত্ব লিখিত ডেপুটেশন জমা দেয়। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে, তাকে প্রশাসক হিসেবে ব্যর্থ আখ্যা দিয়ে। এর আগে সেঙ্গেল অভিযানও একই ইস্যুতে বিক্ষোভ করেছিল।

0
Report
Dakshin Dinajpur733101

বিজেপির থানা ঘেরাও: দক্ষিণ দিনাজপুরে প্রতিবাদ মিছিল

Srikanta ThakurSrikanta ThakurAug 23, 2024 17:14:22
Balurghat, West Bengal:

দক্ষিণ দিনাজপুর জেলার আটটি থানায় বিজেপি কর্মীরা থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে। বালুরঘাটে জেলা নেতৃত্বের অধীনে বিকেল ৩টায় পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়। থানার সামনে পৌঁছে তারা অবস্থান বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে। এই প্রতিবাদ গতকালের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের আক্রমণ ও রাজ্য নেতৃত্বের গ্রেফতারির প্রতিক্রিয়া। বিজেপি নেতারা দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে। 

0
Report
Dakshin Dinajpur733101

স্থায়ী রেলগেট এবং গেট রক্ষকের দাবিতে গ্রামবাসীদের এর ডেপুটেশন

Srikanta ThakurSrikanta ThakurAug 23, 2024 17:10:04
Balurghat, West Bengal:
একলাখী বালুরঘাট রেল লাইনের দুর্লভপুর ও পোড়ামাধাইলের মধ্যে স্থায়ী রেলগেট এবং গেট রক্ষকের দাবিতে গ্রামবাসীদের এর ডেপুটেশন। আমিও গ্রামবাসীদের অভিযোগ এখানে ভাই রেলগেট এবং গেট রক্ষী না থাকার কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা দেওয়ার জন্য এখানে স্থায়ী রেলগেট এবং রেল রক্ষির প্রয়োজন এই দাবি জানিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন গ্রামবাসীরা।
0
Report
Dakshin Dinajpur733101

স্বাস্থ্যকর্মীরা উঠল বিক্ষোভ, বালুরঘাট হাসপাতালের নিরাপত্তা সংকট

Srikanta ThakurSrikanta ThakurAug 22, 2024 06:07:19
Balurghat, West Bengal:

বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছেন যে, হাসপাতালের নিরাপত্তা কাগজে-কলমে থাকলেও বাস্তবে কার্যকর নয়। নিরাপত্তা ১০০ শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বুধবার বিকেলে, তারা জেলা হাসপাতাল থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন যা হিলি মোর, বাস স্ট্যান্ড, জেলা প্রশাসনিক ভবন, থানা মোড় হয়ে আবারো জেলা হাসপাতালে ফিরে আসে। আন্দোলনের সময় সাধারণ মানুষের অসুবিধার বিষয়টি খেয়াল রাখা হচ্ছে।

0
Report