
মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ বালুরঘাটে
আরজিকর ঘটনায় মূল অভিযুক্তদের ফাঁসির সাজা এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়ে প্রতি ব্লকে ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ তারিখ থেকেই এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই মতো বালুরঘাট শহরে জেলা শাসকের দপ্তরের ঠিক উল্টো দিকে জেলা মিউজিয়ামের সামনে মহিলা তৃণমূল কংগ্রেসের অস্থায়ী মঞ্চতে রবিবার দুপুর থেকেই শুরু হয় অবস্থান বিক্ষোভ।
বালুরঘাটে পালিত হলো পুলিশ দিবস
রাজ্যে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণ খুন সহ নানা অসামাজিক ঘটনার কথা প্রকাশে আসতেই তলারীতে ঠেকেছে পুলিশের ভাবমূর্তি রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন সকলেই একযোগে প্রশাসন সহ পুলিশের বিরুদ্ধে বিষোদগার করছে।সেই সময় সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর সাড়ম্বরে পালিত হলো পুলিশ দিবস। রবিবার বালুরঘাট শহরের পাবলিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি নতুন ন্যায় সংহিতায় আইন গুলি সম্পর্কেও ধ্যান-ধারণা দেওয়া হয়।
ছাত্র-ছাত্রীদের মধ্যে সংস্কৃতির প্রসারে উদ্যোগ নিল বামপন্থী শিক্ষক সংগঠন
এবিটিএ বালুরঘাট মহকুমা কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক মূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার বালুরঘাট শহরের নদীপার এন সি বালিকা বিদ্যালয় এ। ২৯ টি বিভাগে প্রায় দেড়শ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে জানা যায় প্রতিবছরই এই সাংস্কৃতিক মূলক প্রতিযোগিতা করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি ছাত্র-ছাত্রীরা। পড়াশোনা পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপে উৎসাহ বাড়াতে এই ধরনের উদ্যোগ প্রতিবছর গ্রহণ করা হয়ে থাকে।
আর জি কর কাণ্ডে দোষীদের দ্রুত সাজ াচেয়ে বালুরঘাটে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
বালুরঘাট বিএড কলেজ ন্যাকের মূল্যায়নে বি প্লাস সার্টিফিকেট অর্জন করেছে
দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র বালুরঘাট বিএড কলেজ তৃতীয়বার NAAC বা জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতি কাউন্সিল দ্বারা মূল্যায়ন পর বি প্লাস B+ সার্টিফিকেট অর্জন করেছে। যা উচ্চশিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং সঠিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি দেয়। চলতি বছরের জুলাই মাসের ১৮ ও ১৯ তারিখ ন্যাক পিয়ার টীম বালুরঘাট বিএড কলেজ পরিদর্শনে এসেছিলেন।NAAC এর বিভিন্ন শর্ত ও যোগ্যতা মান পূরণ করার পর উচ্চশিক্ষা ও শিক্ষা প্রদানে বালুরঘাট বিএড কলেজ বি প্লাস সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে।