আর জী কর কাণ্ড ও বংশীহারিতে আদিবাসী নবালিকা কে ধর্ষন করে খুনের চেষ্টার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে গঙ্গারামপুরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির। বুধবার গঙ্গারামপুর ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এদিন শুরুতেই কালিতলা থেকে বিজেপির পক্ষ থেকে বের করা হয় একটি মিছিল। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ব্লক অফিস চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ শামিল হয়।
গঙ্গারামপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
বাংলায় মাংসের ব্যবসা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও ধর্ষণের জন্য 2 লক্ষ টাকা, যে কোনও ধর্ষণের জন্য 10 লক্ষ টাকা আলাদা রেট নির্ধারণ করে গোশত ব্যবসা শুরু করেছেন। আরজিকর মামলার প্রতিবাদে সোমবার বীরভূমের সিউড়িতে কংগ্রেসের সমাবেশে পৌঁছে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।
সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর ৭১-তম জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপি কীর্ণাহারের পরোটা গ্ৰামে বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে উদযাপিত হলো সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিন। এহেন মূল নাটকটির নির্দেশনা হিসেবে ছিলেন বিশিষ্ট নাট্যকার সুব্রত ঘটক।যদিও সম্পূর্ণ নাটক টি পরোটা ড্রামাটিক ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠিত হয় নি।পরবর্তী তে সোমবার সমাজ বন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিন উদযাপনের মূল মঞ্চেই মঞ্চস্থ হলো নাটকটি
রীতি মেনে ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে পালিত হল নদী ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী ব্রত।মুলত সন্তানের মঙ্গল কামনায়, পুত্র সন্তান লাভের আশায়,সন্তানদের মঙ্গল কামনায় এবং শস্য পূর্ণ বসুন্ধরার কামনা করে বাড়ির বিবাহিত মহিলারা পালন করেন এই ব্রত। গোপীবল্লভপুরের পিড়াশিমূল , ভট্টগোপালপুর,আশুই ,বড়বাজার এলাকা সহ বিভিন্ন গ্রামে এই মন্থন ষষ্ঠী ব্রত পালন করা হয়।
শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন করা হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে। সোমবার বিকালে ঐতিহ্যবাহী নাথমন্দির প্রাঙ্গণে শ্রীচৈতন্য মহাপ্রভু সেবা সমিতির উদ্যোগ ১৮ তম বর্ষ শিক্ষক দিবস উদযাপন করা হয়। এদিনে ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবিতে পুষ্মাঘ্য অর্ঘ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে।
কালিয়াগঞ্জ রেল স্টেশন এর উন্নয়ন এর বিষয়ের পাশাপাশি রেল পরিষেবা আরো ভালো করতে রেলের সমন্নয় কমিটির সদস্যদের সাথে বৈঠক করল রেলের আধিকারিকরা। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ রেল স্টেশনে স্টেশন মাস্টারের কক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার পঙ্কজ কুমার সহ রেলের আধিকারিক ও সমন্নয় কমেটির ৫ কাউন্সিলার উপস্থিত ছিলেন একদিনের বৈঠকে। রেলের সমন্নয় কমিটির পক্ষথেকে গৌরাঙ্গ দাস বলেন, রেল স্টেশনের অমৃত ভারত প্রকল্পের আওতান উন্নয়ন মূলক কাজ হচ্ছে।
জাতীয় পর্যায়ে ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে কালিয়াগঞ্জের মেয়ে প্রাচী সরকার। সে রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাব এর কালিয়াগঞ্জ শাখার ছাত্রী। রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাবের উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভা ভবনে বেশ কয়েকমাস ধরে ক্যারাটে প্রশিক্ষণ শিবির চলে। এবার সেই ক্যারাটে প্রশিক্ষণ শিবির থেকেই ছেলে মেয়েরা রাজ্য পর্যায়ে সফলতা লাভ করার পর তাদের মধ্যে একজন ছাত্রী যাচ্ছে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় দিল্লিতে।