Back
Dakshin Dinajpur733141blurImage

শিশুদের পৌষ্টিক বিকাশ ও সুরক্ষার জন্য সচেতনতা শিবির

Kamal Kumar Biswas
Sept 13, 2024 13:46:15
Kumarganj, West Bengal
পৌষ্টিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো দ:দিনাজপুরের কুমারগঞ্জের রামকৃষ্ণপুর পঞ্চায়েতের সুলানটা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।'ওয়েস্ট বেঙ্গল ফোর্সেস'-এর সহায়তায় এই শিবিরটির আয়োজন করেন নবদিশা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি । এই শিবিরের মূল লক্ষ্য অপুষ্টি মোকাবিলা করা এবং উন্নত পুষ্টি ও স্বাস্থ্য অনুশীলনের প্রচার করা। পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খাদ্যাভ্যাসের উন্নতি এবং শিশু, কিশোরী, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা সহ দুর্বল গোষ্ঠীগুলির মধ্যে অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার উপর দৃষ্টি নিবদ্ধ করা।
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com