Back
Dakshin Dinajpur733141blurImage

তিরুপতি মন্দিরের লাড্ডুতে প্রাণীজ চর্বির অভিযোগ, হিন্দুদের মধ্যে ক্ষোভ!

Kamal Kumar Biswas
Sept 28, 2024 08:14:37
Kumarganj, West Bengal

অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের লাড্ডুতে প্রাণীজ চর্বি মেশানোর অভিযোগে হিন্দুদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়ায়। শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। উ:বঙ্গ প্রান্ত সম্পাদক লক্ষণ বনসাল মন্দিরের ট্রাস্টে অহিন্দু নিযুক্তির নিন্দা করেন এবং মন্দিরগুলোকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত করার দাবি জানান। বিক্ষোভ মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে SDO-র মাধ্যমে রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।

0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com