Back
Dakshin Dinajpur733141blurImage

নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১, উদ্ধার ৩

Kamal Kumar Biswas
Oct 02, 2024 05:11:18
Kumarganj, West Bengal
আজ দ:দিনাজপুরের কুমারগঞ্জের দিওরের ৪জন পতিরামের তুরীপাড়া এলাকায় আত্রেয়ী নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায় l তাদের মধ্যে নব কুমার বর্মন(৪৫),পরিমল সাহা(৩৬) ও স্বপন বর্মন (৩০)কোনোমতে জীবন বাঁচিয়ে নদীগর্ভ থেকে বেঁচে ফিরলেও সমীরণ সরকারকে(৫৫)এখনো পাওয়া যায়নি l পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো ও এএসআই দেবাশীষ আচার্য্যের নেতৃত্বে পতিরাম থানার পুলিশ ও ডুবুরিরা স্পিডবোটের সাহায্যে উদ্ধারের চেষ্টা করলেও শুধুমাত্র তাদের ব্যবহার করা জালটি উদ্ধার হয়েছে l এই খবর জানাজানি হতেই দিওর এলাকাজুড়ে শোকের ছায়াl
0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com